Steem Alliance এবং Steem Dev কমিউনিটি সম্পর্কে একটা বিশেষ ঘোষণাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

banner.png


কয়েকমাস পূর্বে Steem Alliance এবং Steem Dev এই দুটি কমিউনিটি জাস্ট ওপেন করি আমি । কিন্তু, কমিউনিটি দুটি পরিচালনার কাজ তখনো স্টার্ট করিনি । এক মাস পূর্বে Steem Alliance এবং Steem Dev কমিউনিটি দুটির জন্য একটা লোগো কনটেস্ট এর আয়োজন করি । এই কনটেস্ট থেকেই কমিউনিটি দুটির জন্য লোগো সিলেক্ট করা হবে ।

এরপরে ডিসকোর্ড চ্যানেল ওপেন করে মডারেটর নিয়োগের জন্য একটি পোস্ট করা হবে । তারপরে কমিউনিটির রুলস প্রকাশ করে পুরো উদ্যমে কমিউনিটির কাজ শুরু করা হবে । আমি মনে করি এই দুটি কমিউনিটি স্টিমিট প্ল্যাটফর্মে ভবিষ্যতে বেশ ভালো রকমের রোল প্লে করতে পারবে । আগের কয়েকটি পোস্টে আমি কমিউনিটি দুটি সম্পর্কে কিছু কথা বলেছি । আজকে আবার রিপিট করছি । সেই সাথে একটা To Do List প্রকাশ করা হবে ।

আর কমিউনিটি দুটি স্টার্ট করা বিষয়ে "আমার বাংলা ব্লগ", "Beauty of Creativity", "Tron Fan Club", "Abuse Watcher", "Incredible India" এবং "Steem For Tradition" কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটরদের সাথে একটা ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়েছে আগামী সপ্তাহের ১০ তারিখ, শুক্রবারের সন্ধ্যায় । আমি এক্সাট টাইমটা পরে জানিয়ে দেব ।


Steem Alliance হলো এমন একটা কমিউনিটি যেখানে স্টিমিট প্লাটফর্মের সকল একটিভ কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটররা একত্রিত হবেন । সেখানে পারস্পরিক মতামত বিনিময়, সহযোগিতা এবং স্টিমিট এর উন্নয়নে নানান ধরণের আইডিয়া শেয়ারিং হবে । এক ছাতার নিচে আমরা সব্বাই একত্রিত হবো । আমাদের স্লোগান হবে - "Make Steemit great again!" । কমিউনিটির ডিসকোর্ড চ্যানেলে যাবতীয় আলাপ আলোচনা, মতামত বিনিময় এবং আইডিয়া শেয়ারিং হবে এবং স্টিমিট প্ল্যাটফর্মে তার প্রতিফলন ঘটবে Steem Alliance এর মাধ্যমে ।

লিংক : Steem Alliance


স্টিমিটের যাবতীয় ডেভেলপারদেরকে এক ছাতার তলে নিয়ে আসার জন্য এই কমিউনিটি Steem Dev ; এখানে স্টিমিট এর সব ডেভেলপার একত্রিত হবেন । তাঁদের নিজের নিজের প্রজেক্ট সম্পর্কে লিখবেন, মতামত সংগ্রহ করবেন, আলোচনা করবেন এবং পারস্পরিক ডেভেলপমেন্ট প্রজেক্ট সম্পর্কে ডেমোনেস্ট্রেশন দেবেন । বিভিন্ন ধরণের স্টিমিট প্রপোজাল সম্পর্কেও বিশদে আলোচনা করা হবে এই কমিউনিটিতে । এই কমিউনিটির ডিসকোর্ড চ্যানেলেও বেশিরভাগ আলোচনা এবং প্রোপোজাল উপস্থাপনা করা হবে এবং সেখান থেকে সিলেক্টেড প্রোপোজাল গুলো ও ডেভেলপারদের প্রজেক্ট আপডেট নিয়ে করা পোস্ট গুলো শেয়ারিং হবে Steem Dev এর মাধ্যমে ।

লিংক : Steem Dev


Steem Alliance এবং Steem Dev কমুনিটির পেন্ডিং কাজগুলি নিচে তুলে ধরা হলো :

০১. কমিউনিটি লোগো ডিজাইন [লোগো কনটেস্ট থেকে বাছাই করা হবে, পুরস্কারপ্রাপ্ত লোগো দুটি কমিউনিটিদ্বয়ের অফিসিয়াল লোগো হিসেবে গ্রহণ করা হবে ]

০২. কমিউনিটি শর্ট ডেসক্রিপশন এবং রুলস ফার্স্ট পেজের রাইট সাইড বারে অ্যাড করা

০৩. মডারেশন নিয়োগের জন্য একটা করে পোস্ট করা দুটি কমিউনিটিতে । এরপরে এপ্লিক্যান্টদের মধ্যে থেকে বাছাই করে অ্যাডমিন এবং মডারেশন প্যানেল গঠন করা

০৪. প্রত্যেক টপ লেভেলের স্টিমিট কমিউনিটির অ্যাডমিন/মডেরেটরদের Steem Alliance কমিউনিটিতে সাবস্ক্রাইব করানো এবং ব্যাজ প্রদান । একই সাথে প্রত্যেক steem এবং blockchain ডেভেলপারদের আহ্বান করা Steem Dev কমিউনিটিতে জয়েন করার জন্য ।

০৫. Steem Alliance এবং Steem Dev এর রোড ম্যাপ প্রকাশ করা

০৬. Steem Alliance এবং Steem Dev এর জন্য ডিসকোর্ড সার্ভার চালু করা

০৭. Steem Alliance এবং Steem Dev কমিউনিটিতে একটি কমিউনিটি পরিচিতি এবং কার্যক্রম নিয়ে এনাউন্সমেন্ট পোস্ট পাবলিশ করা

০৮. কমিউনিটির রুলস পাবলিশ করা


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩

টাস্ক ১৬৬ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : b2402ee6aea78c7876eedb18dc73ddc9366f609bf319bdc68d712ea6da86ee54

টাস্ক ১৬৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

বিগত আপডেটগুলো দেখেছি দাদা। আর আজকের আপডেটও পেয়ে অনেক বেশি ভালো লাগলো। আশা করছি শীঘ্রই এই দুটো কমিউনিটি চালু হবে। ধন্যবাদ দাদা আপনার সুস্বাস্থ্য কামনা করি।

আমি অধির আগ্রহ নিয়ে বসে আছু স্টীম এলায়েন্স কমিউনিটি চালু হওয়ার জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘঠলো। এই কমিউনিটি দুটি স্টীমীটকে অন্য রকম একটি মাত্রায় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ ভার্চুয়াল মিটিং এ সকলের সাথে অংশগ্রহণ করবো।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

দাদা এই পরিকল্পনা অনেক আগেই করে রেখেছিলেন যার বাস্তবায়ন ফেব্রুয়ারি মাসেই করতে চেয়েছিলেন ।সেটা সামনের সপ্তাহে ই সম্পূর্ণ হবে এই ধরনের পরিকল্পনা এই প্লাটফর্মকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবার সম্মিলিত প্রচেষ্টা পারে একটা প্লাটফর্মকে অনেকদূর নিয়ে যেতে। সকল পরিকল্পনা সাকসেস হোক সেইটাই প্রত্যাশা করি।

 2 years ago 

দারুন পরিকল্পনা এটা দাদা। আমি মনে করি স্টিমিট এর ভবিষ্যৎ এর জন্য এই সকল কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে পুরো স্টিমিট আরও উন্নতির পথে অগ্রসর হবে বলে আমি বিশ্বাস করি।

 2 years ago 

অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এই দুটো কমিউনিটি নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আপনার ,প্রথম থেকেই বুঝতে পেরেছি। স্টিমিটকে এগিয়ে নিয়ে যেতে কমিউনিটি দুটি সত্যিই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

"Make Steemit great again!"

 2 years ago 

Steem Alliance এবং Steem Dev কমিউনিটি দুটির জন্য লোগো কনটেস্টে আমি অংশ্রগ্রহন করেছিলাম। আশা করি লোগো দুটি সবাই পছন্দ করবে। আর এই দুইটি কমিউনিটি স্টিমিট প্লাটফর্মে ভাল ভূমিকা পালন করবে। ধন্যবাদ দাদা।

 2 years ago 

প্রথমে আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা আপনি অনেক দিন যাবত বলতেছেন এই দুটি স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে।দুটি প্লাটফর্ম একত্রিত করতে পারলে আপনার পরিশ্রম এবং স্বপ্ন পূরণ হবে। লোগোর জন্য অনেক সুন্দর কনটেস্টের আয়োজন চলছিল আশা করি সেখান থেকে সুন্দর একটি লোগো আপনার পছন্দ হবে।ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ কিছু মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দারুন একটা পরিকল্পনা ছিল দাদা যে পরিকল্পনার বাস্তবায়ন সামনের সপ্তাহে পূর্ণ হবে। আমরা জানি এ দুটি কমিউনিটি নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আপনার যে স্বপ্নের কথা প্রথম থেকেই আপনি আমাদেরকে জানিয়েছেন। স্টিম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ দুটি কমিউনিটি সত্যি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96184.84
ETH 3331.18
USDT 1.00
SBD 3.21