শাই ফক্স সপ্তাহ সপ্তাহ (Shy-Fox Week Announcement)
This "Shy-Fox Logo" was originally created by our community member @bountyking5
Thanks to him for giving us permission to use this logo.
আপনারা সবাই জানেন গতকাল একটি বিশেষ দিন ছিলো । গতকাল আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাঁকের পঁচিশ লক্ষ পাওয়ার পূর্ণ করার উদ্দেশ্যে আমি একটি পোস্ট করি । অনেকেই পোস্টটি পড়েছেন । তবে কমিউনিটির সিংহভাগ ব্যবহারকারী পোস্টটি এড়িয়ে গিয়েছেন । এমনকি অতি দুঃখের কথা অ্যাডমিন এবং মডারেটরদের মধ্যেও কেউ কেউ কোনোরকম রেসপন্স করেননি ।
অতীতেও এমনটাই দেখা গেছে । আমি মনে করি কমিউনিটির অন্ততঃ সব অ্যাডমিন এবং মডারেটরের কখনোই ফাউন্ডারের কোনোধরনের পোস্ট বা এনাউন্সমেন্ট এড়িয়ে যাওয়া কখনোই উচিত নয় । কিন্তু, আমাদের কমিউনিটিতে হরহামেশাই সেটা ঘটতে দেখা গিয়েছে ।
আমি গতকালের পোস্টে একটা ডিসকোর্ড চ্যানেলের লিংক দিয়ে বলেছিলাম যে সেখানে wish করতে । যাঁরা যাঁরা উইশ করেছেন তাঁদেরকে আজ থেকে আমার সুনজরে রাখা হলো । আর যাঁরা করেননি তাঁদেরকে ভবিষ্যতে আরো কয়েকটি সুযোগ দেব ।
যাঁরা যাঁরা শাই ফক্সকে wish করেছেন আগামী শুক্রবার থেকে পরের বৃস্পতিবার পর্যন্ত টানা শাই ফক্স থেকে আপভোট দেয়া হবে (১০০% গ্যারান্টেড )। যাঁরা করেননি তাঁদেরকে ওই এক সপ্তাহ কোনোধরনের শাই ফক্স সাপোর্ট দেয়া হবে না ।
যাঁরা যাঁরা wish করেননি কিন্তু, পোস্টে কমেন্ট করেছেন তাঁদেরকে কিছু সাপোর্ট দেয়া হতে পারে । তবে কোনো গ্যারান্টি নেই ।
নিচের ব্লগাররা শাই ফক্সকে উইশ করেছেন । তাই তাঁদেরকে এলিট গ্ৰুপে রাখা হলো ৩১-ডিসেম্বর-২০২১, শুক্রবার থেকে ০৬-জানুয়ারি-২০২২, বৃহস্পতিবার পর্যন্ত -
https://steemit.com/@emranhasan/posts
https://steemit.com/@rex-sumon/posts
https://steemit.com/@limon88/posts
https://steemit.com/@hseema/posts
https://steemit.com/@biplob25/posts
https://steemit.com/@sagor1233/posts
https://steemit.com/@alsarzilsiam/posts
https://steemit.com/@moh.arif/posts
https://steemit.com/@bristy1/posts
https://steemit.com/@hafizullah/posts
https://steemit.com/@winkles/posts
https://steemit.com/@rupok/posts
https://steemit.com/@tangera/posts
https://steemit.com/@rayhan111/posts
https://steemit.com/@wahidasuma/posts
https://steemit.com/@nusuranur/posts
https://steemit.com/@mahirabdullah/posts
https://steemit.com/@tania69/posts
https://steemit.com/@tauhida/posts
https://steemit.com/@labib2000/posts
https://steemit.com/@narocky71/posts
https://steemit.com/@ebrahim2021/posts
https://steemit.com/@hayat221/posts
https://steemit.com/@sikakon/posts
https://steemit.com/@nurisalm/posts
https://steemit.com/@alamin-islam/posts
https://steemit.com/@farhanshadik/posts
https://steemit.com/@green015/posts
https://steemit.com/@haideremtiaz/posts
https://steemit.com/@ashik333/posts
https://steemit.com/@pro12/posts
https://steemit.com/@shuvo2021/posts
https://steemit.com/@selinasathi1/posts
https://steemit.com/@shahin05/posts
https://steemit.com/@razuan12/posts
https://steemit.com/@steem-for-future/posts
https://steemit.com/@monira999/posts
https://steemit.com/@shopon700/posts
https://steemit.com/@akash09/posts
https://steemit.com/@alomgirkabir50/posts
https://steemit.com/@abidatasnimora/posts
https://steemit.com/@emon42/posts
https://steemit.com/@sahadathossen/posts
https://steemit.com/@saymaakter/posts
https://steemit.com/@ayrinbd/posts
https://steemit.com/@brishti/posts
https://steemit.com/@pasha302/posts
নিচের ব্লগাররা শাই ফক্সকে উইশ করেননি কিন্তু পোস্টে কমেন্ট করেছেন । তাই তাঁদেরকে নন-এলিট গ্ৰুপে রাখা হলো ৩১-ডিসেম্বর-২০২১, শুক্রবার থেকে ০৬-জানুয়ারি-২০২২, বৃহস্পতিবার পর্যন্ত -
https://steemit.com/@ruzmaira/posts
https://steemit.com/@sangram5/posts
https://steemit.com/@shuvo35/posts
https://steemit.com/@md-ashik/posts
https://steemit.com/@bidyut01/posts
https://steemit.com/@emonv/posts
https://steemit.com/@saifulraju/posts
https://steemit.com/@tanjima/posts
https://steemit.com/@mahfuzur888/posts
https://steemit.com/@mohamad786/posts
https://steemit.com/@ridoyhasan420/posts
https://steemit.com/@alif111/posts/
https://steemit.com/@khan55/posts/
https://steemit.com/@svshuvo/posts
https://steemit.com/@mostafezur001/posts
https://steemit.com/@naimuu/posts
সত্যি এটা অনেক দুঃখজনক একটি বিষয়। আমি সকলের কাছ থেকে আপনার কাছে ক্ষমাপ্রার্থী দাদা।। আসলে @shy-fox আস্তে আস্তে বড় হচ্ছে এটা আমাদের সবার জন্য অনেক সুখকর একটি বিষয়। @shy-fox এবং আমার বাংলা ব্লগের জন্য অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা রইল।
এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার দাদা। সবার হয়ে আমি আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। 🥲 একজন ফাউন্ডার এর পোস্ট এড়িয়ে যাওয়া কখনই উচিত নয় এবং কারো কাছেও কাম্য নয়। 👏👏
সত্যিই দাদা আমাদের সবারই উচিত ছিল @shy-fox কে wish করা এবং আমরা পরবর্তী সময়ে যেন কোন নিয়ম ও গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এড়িয়ে না যাই সেদিকে কঠোর খেয়াল রাখব।
আসলে ভাগ্য জিনিসটি নিজের চেষ্টার উপরই র্নিভর করে।ভাগ্য নিজেকে গড়ে নিতে হয়।জীবনের প্রতিটি জায়গায় সামান্য ত্রুটির কারনে পিছিয়ে যাই।সফলতার চাওয়া অচিরেই ভুলে গিয়েছি।সকল ভাগ্যবতীর জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন। 😍😍😪😇
দাদা অনেকেই অনেক ভাবে দুঃখ প্রকাশ করেছে। তাই আমি বলবো, আমাদের এবারের মত-দুঃখের দিকে না তাকিয়ে, ভালোবাসার ছোঁয়ায় ক্ষমা করবেন। আর আমাদের প্রত্যেকেরই উচিত ছিল shy-fox কে উইশ করা। এক এক করে নয়-আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সামনের দিকে অগ্রসর হই।
আপনার কাছে অনেক ক্ষমাপ্রার্থী দাদা। যদিও আমি আপনার পোস্টটি পড়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি উইশ কিংবা কমেন্ট কোনোটাই করিনি। এরপর থেকে এরকম আর কখনো হবেনা।
প্রথমেই শুভেচ্ছা প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য। লাজুক খ্যাঁক 🦊 আমাদের প্রত্যেকের ভালোবাসা। সত্যিই দুঃখজনক ঘটনা। আমি যখনি শুনেছি যে লাজুক খ্যাঁক 🦊 কিশোরে পরিনত হয়েছে। আমার ভালোবাসা আরো দিগুন বেরে গেছে। আমি চেষ্টা করেছি সাধ্যমতো লাজুক খ্যাঁক কে উইশ করার। দোয়া রইলো এভাবেই প্রিয় লাজুক খ্যাঁক বড় হোক। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা রইলো।
আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। যে shy-fox আমাদের প্রতি দিন ভালোবেসে যাচ্ছে। সেই shy-fox যখন শিশু থেকে কৈশোরে পা দিলো তখন আমরা তাকে সামান্য পরিমাণে উৎসাহিত করলাম না। এটা আমাদের জন্য আসলেই খুবই দুঃখজনক। আমরা এর জন্য অনেক লজ্জিত।
সত্যি দাদা অনেক দুঃখ সাথে দুঃখপ্রকাশ করছি যে পোস্টে কমেন্ট করা সত্ত্বেও কেন জানিনা shy-fox কেউ উইশ করা হয়নি। সাইফ আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া অসম্ভব কারণ ওর জন্যই আমরা টিকে আছি। দাদা কখন না হয়ে এবারে লাস্ট বারের মত সবাইকে ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে😓। ভুল অজান্তেই হয়ে গেছে আমাদের। ধন্যবাদ shy-fox জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো ❤️
shy-fox কে wish করটা আমাদের নৈতিক দায়িত্ব। shy-fox আমাদের জন্য যে অবদান রাখছে তা সত্যিই প্রশংসনীয়। অন্য কোনো কমিউনিটিতে এমন সাপোর্ট দেওয়া হয় না, যা আমাদের shy-fox দিয়ে থাকে। ভালোবাসি 'আমার বাংলা ব্লগ' কে। ভালোবাসি shy-fox কে।