নিউ কার-এর পুজো দেওয়া ও ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211002_111933.jpg

অবশেষে আমার ছোট ভাই @blacks কে শারদীয়া পূজার উপহার হিসাবে একটা নিউ কার গিফট করেই ফেললাম । কোভিড সিচুয়েশন এ এতদিন (৪ সেমিস্টার পর্যন্ত) ক্লাস শুধু অনলাইনে হত । এখন আবার ক্লাস চালু হচ্ছে, অফলাইন ক্লাস করতে গেলে তার নিজের একটা কার থাকা আবশ্যক । আর আমাদের এক্সিস্টিং SUV কারটা অনেক বড়-সড়; অত বড় গাড়ি নিয়ে ডেইলি ক্লাস করতে যাওয়া একটা ঝকমারি । কলকাতায় বিশেষ করে বিকালের দিকে এখন বিশাল অফিস ফেরতা গাড়ির জটলা বেঁধে যায় । ওই রকম জ্যামে বড় গাড়ি একটা প্রব্লেম । অনেক কিছু ভেবেচিন্তেই তাই এই নিউ কারটা নেওয়া হল ।

IMG_20211002_111953.jpg

IMG_20211002_112009.jpg

নিউ কারটা hyundai কোম্পানির আলকাজার; HYUNDAI ALCAZAR STARRY NIGHT SIGNATURE AT । গাড়িটা ডেলিভারি পেয়েছিলাম বৃহস্পতিবার, আর পুজো দিতে গেলাম শনিবার । আমাদের কাছাকাছি আছে দক্ষিনেশ্বর কালী মন্দির আর আমডাঙ্গা করুণাময়ী মন্দির । আমাদের বাড়ি থেকে দুটোরই দূরত্ব সমান । ১৫ কি:মি: । ভীড় এড়ানোর জন্য আমরা সকাল সকাল সাড়ে ৯'টার দিকে রওয়ানা দিলাম আমডাঙ্গা কালী মন্দিরের দিকে ।

IMG_20211002_112023.jpg

IMG_20211002_112037.jpg

মন্দির পৌঁছে পুজোর সরঞ্জামাদি কিনে আমার ভাই গেলো মন্দির ট্রাস্টির কাছে গাড়ির পুজোর কুপন কাটতে । কুপন কাটার পরে প্রায় ৪৫ মিনিট পরে ঠাকুরমশাই এলেন পুজো দিতে । পুজো দিতে মাত্র মিনিট পনের লাগলো । পুজোর পরে আমরা একটু মন্দির প্রাঙ্গনে ঘোরাঘুরি করলাম । প্রচন্ড গরমের কারণে আমাদের টিনটিনবাবু আর থাকতে চাইলো না । আমরা ঘোরাঘুরিতে ওখানেই ইতি দিয়ে গাড়িতে উঠলাম । আর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম ।

IMG_20211002_112114.jpg

IMG_20211002_112116.jpg

সব মিলিয়ে দিনটি আমাদের দারুন কাটলো । সবাই উপোষ ছিলাম । তাই বাড়ি ফিরে স্নান করে বসে গেলাম আসল কাজে - পেটপুজোয় ।

তারপরে সোজা দিবানিদ্রায় তলিয়ে গেলাম ।

গাড়ির পুজোর কিছু আলোকচিত্র


IMG_20211002_111733.jpg

IMG_20211002_111735.jpg

IMG_20211002_111742.jpg

IMG_20211002_111745.jpg

IMG_20211002_111815.jpg

IMG_20211002_112001.jpg

IMG_20211002_112248.jpg

IMG_20211002_113214.jpg

IMG_20211002_113301.jpg

IMG_20211002_113726.jpg


আলোকচিত্র তোলার তারিখ ও সময় : 0২ রা অক্টোবর ২০২১, সকাল ১১ টা বেজে ১৯ মিনিট থেকে ১১ টা বেজে ৩৭ মিনিট পর্যন্ত
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

এবং

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Sort:  

Good!

 3 years ago 

ওয়াও!!!!!কি দারুন। গাড়ীটি। ভাইকে উপহার দিলেন।গাড়ী,পুজা,ফটোগ্রাফি ও পোস্ট টি চমৎকার হয়েছে।শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের জন্য।

বাহ্! দাদা গাড়ীটা অনেক সুন্দর। বড় ভাই হিসেবে আপনে আপনার ছোট ভাইকে গাড়ীটা উপহার দিয়েছেন। অবশ্যই আপনার ভাই অনোক খুশি মনে উপহারটা গ্রহণ করেছেন। টিনটিন বাবুকে গাড়ীতে বসা অবস্থায় খুব সুন্দর লাগছে। আপনাদের সবার সম্পর্কটা এভাবেই অটুট থাকুক। এই প্রার্থনা করি।

শুভেচ্ছা রইল দাদা।

thats a beautiful car with some beautiful picture keep on the good work

 3 years ago 

খুব দারুন হয়েছে গাড়িটি। গাড়ির পূজা দেয়া থেকে শুরু করে চমৎকার মুহূর্ত গুলো আমাদের মাঝে ভাগ করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভ কামনা।

 3 years ago 

গাড়িটা অনেক সুন্দর ছিল দাদা ,শুভ কামনা রইল আপনার জন্য এবং আপনার ছোট ভাই@blacks দাদার জন্য, ভেবেচিন্তে আপনি অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ছোট একটা গাড়ি থাকলে @blacks দাদা জার্নি করে অনেক মজা পাবে

 3 years ago 

অনেক সুন্দর একটি কার, টিনটিন সোনাকেও অনেক অনেক কিউট লাগছে।দেখে খুব ভালো লাগলো আপনার আনন্দঘন দিনটি, শুভ কামনা রইল সবার জন্য।

 3 years ago 

ওয়াও দাদা দারুন গাড়ি হয়েছে।আর সবাইকে গাড়ির সাথে আনন্দ করতে দেখে খুবই ভালো লাগছে।আসলেই দাদা আপনার মত একটি ভাই পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। টিনটিন বাবাকে অনেক কিউট লাগছে।অনেক আদর ও ভালোবাসা বাবাটার জন্য।আপনার আনন্দঘন প্রতিটি মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা গাড়িটি দেখতে চমৎকার লাগছে। শারদীয় পূজার উপহার পেয়ে আপনার ছোট ভাই খুবই খুশি হবেন। নতুন গাড়িতে বসে থাকা টিনটিন বাবুকে দেখতে খুবই সুন্দর লাগছে। দাদা আপনার স্বপরিবারের জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

প্রিয় দাদা,নতুন গাড়ি ক্রয়ের জন্য আপনাকে প্রাণঢালা অভিনন্দন জানায়।আপনার আগাগামী দিনের পথচলা সুন্দর ও সফল হোক।টিনটিন বাবু ও আপনাদের সকলের জন্য নিরন্তর ভালোবাসা ও অশেষ শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.037
BTC 94588.50
ETH 3439.35
USDT 1.00
SBD 3.95