≋ @rme একাউন্টের ব্লগে লেখা আমার সকল কবিতার আর্কাইভস ≋ [Updated]

in আমার বাংলা ব্লগ4 months ago


copyright free image source : pixabay


শুধুমাত্র কবিতার একটি আর্কাইভস করার ইচ্ছেটা বহুদিনের ছিলো আমার । এর আগে আমার আরো দুটি স্টিমিট একাউন্টে প্রচুর কবিতা পোস্ট করেছি । সব মিলিয়ে ২০০+ কবিতা প্রকাশিত হয়েছে আমার স্টিমিটের discontinued ওই দুটি আইডিতে । সে গুলো এখন সব খুঁজতে গেলে জীবন বরবাদ হয়ে যাবে । একটি একটি করে পোস্ট খুঁজতে হবে । তাই আমার @rme একাউন্টে এ যাবৎ প্রকাশিত যাবতীয় কবিতাগুলি নিয়ে একটি আর্কাইভস করার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম বেশ কিছুদিন ধরে । ভালো হোক বা মন্দ হোক কবিতাগুলি হারিয়ে যেতে দিতে ইচ্ছে করছিলো না । তাই এই আর্কাইভস । স্টিমিটে দুই এক জন আমার কবিতা অনুরাগী আছেন এখানে । তাঁদেরকেই উৎসর্গ করলাম আমার "কবিতার আর্কাইভস" এর পোস্টটি । এখন থেকে নতুন কোনো কবিতা পোস্ট করলেই এখানে তার লিংক অ্যাড করে দেব । আপডেট হতে থাকবে প্রতিনিয়ত আর্কাইভসটি । এই পোস্টটি কমিউনিটিতে পিন করা থাকবে এখন থেকে ।

অনুরূপভাবে @rme একাউন্টে প্রকাশিত আমার সমস্ত প্রবন্ধ এবং গল্পগুলি নিয়েও আলাদা আলাদা দু'টি আর্কাইভস পোস্ট মেইনটেইন করা হবে এখন থেকে ।

আশা করছি কবিতাগুলো আবার নতুন করে পড়তে মন্দ লাগবে না আপনাদের । আর কিছু না হোক, অন্তত কিছুটা টাইম পাস্ হবে আপনাদের কবিতাগুলো পড়তে গিয়ে ।

আর প্রতিটা কবিতা সিরিয়াল ধরে ধরে ডেইলি একটু একটু করে সম্পাদনা করবো ভাবছি । পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের গুণে যদি কবিতাগুলো একটু কবিতা হয়ে ওঠে তবে ক্ষতি কী তাতে !

"একদিন থামবে এই পদচারণ;
ভুলে যাবে ছুঁড়ে দেবে সব ফেলে ।
আমাদের মতো হেরে যাওয়া মানুষ,
কেবল গুনে গুনে দুঃখ রাখে ।"

সেই গুনে গুনে রাখা দুঃখগুলোই আমার কবিতা ।

"এখানে বৃষ্টি নেই বারোমাস,
এখানে গাছেরা সবুজ নয়।
এখানে দিনে মরুভূমি,
রাতে ভীষণ তীব্র ব্লিজার্ড |"


❀ কবিতা ❀


ক্রমিক নংপ্রকাশের তারিখকবিতার নামপোস্ট লিংক
০১১৩ জুন '২১ক্লান্তি ছাড়িয়েছে চারিদিকেলিংক
০২১৪ জুলাই '২১জীবন সায়াহ্নলিংক
০৩১৯ জুলাই '২১শেষ বিকেললিংক
০৪২৪ জুলাই '২১মালিংক
০৫২৭ জুলাই '২১বিসংবাদলিংক
০৬১ আগস্ট '২১লড়াইলিংক
০৭১৫ আগস্ট '২১সুভাষ এখনো ঘরে ফেরেনিলিংক
০৮২৭ আগস্ট '২১হৃদয়ে বর্ষালিংক
০৯২৭ সেপ্টেম্বর '২১সংগ্রামে প্রণয়লিংক
১০১৫ অক্টোবর '২১উৎসবলিংক
১১১৮ অক্টোবর '২১অভিশপ্ত জীবনলিংক
১২১০ নভেম্বর '২১শুধু তোমারই জন্যলিংক
১৩১১ নভেম্বর '২১খেটে খাওয়া মানুষের গানলিংক
১৪১৪ নভেম্বর '২১সোনার পাথর বাটিলিংক
১৫২১ নভেম্বর '২১বাথরুমলিংক
১৬৩০ নভেম্বর '২১ভালোবাসালিংক
১৭২ ডিসেম্বর '২১জীবনলিংক
১৮৪ ডিসেম্বর '২১বন্ধনলিংক
১৯৬ ডিসেম্বর '২১ঘুম নেইলিংক
২০১০ ডিসেম্বর '২১প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তিলিংক
২১১১ ডিসেম্বর '২১নি:সঙ্গ হৃদয়লিংক
২২১৬ ডিসেম্বর '২১খোলাচুলের রাজকণ্যালিংক
২৩১৭ ডিসেম্বর '২১দৃষ্টিলিংক
২৪১৯ ডিসেম্বর '২১বেদনার অশ্রু বৃষ্টি হয়ে ঝরেলিংক
২৫২১ ডিসেম্বর '২১অপেক্ষায় কাটে দিন, কাটে রাতলিংক
২৬২৬ ডিসেম্বর '২১ভালোবাসি তোমায়লিংক
২৭১৭ জানুয়ারী '২২সঙ্গীলিংক
২৮০৭ ফেব্রুয়ারি '২২রোদনভরা এ বসন্তলিংক
২৯২২ ফেব্রুয়ারি '২২কবিতা এসো আমার হৃদয়েলিংক
৩০২৫ ফেব্রুয়ারি '২২একটি বুলেটের দামলিংক
৩১১০ মার্চ '২২অপেক্ষায় কাটে দিন, কাটে রাতলিংক
৩২১১ মার্চ '২২কেটেছে একেলা বিরহের বেলালিংক
৩৩১২ মার্চ '২২ভালোবাসার মূল্যলিংক
৩৪১৬ মার্চ '২২বন্ধু তুই আমারলিংক
৩৫১৭ মার্চ '২২পুরুষ তুমিলিংক
৩৬২০ মার্চ '২২মনুষ্যত্বের পরাজয়লিংক
৩৭২১ মার্চ '২২নাবিকের চিঠিলিংক
৩৮২৮ মার্চ '২২হ্যাপি প্রিন্সের সোয়ালো হতে চাইলিংক
৩৯১২ এপ্রিল '২২তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমলিংক
৪০১৫ এপ্রিল '২২এলো কথার টুকরো স্মৃতিলিংক
৪১১৬ এপ্রিল '২২রাত্রি নিঝুম, নেই চোখে ঘুমলিংক
৪২১৭ এপ্রিল '২২ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বালিংক
৪৩১৮ এপ্রিল '২২অর্থহীন প্রলাপলিংক
৪৪২৪ এপ্রিল '২২নীল আকাশের হাতছানিলিংক
৪৫৩০ এপ্রিল '২২মনের গহনেলিংক
৪৬০২ মে '২২দুঃখ-সুখলিংক
৪৭০৪ মে '২২ভালোবাসাহীন জীবন, মৃত্যুরই নামান্তরলিংক
৪৮০৬ মে '২২আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসেলিংক
৪৯০৭ মে '২২ভালোবাসো আমায় তুমি একটুখানিলিংক
৫০০৮ মে '২২ভালোবাসোলিংক
৫১০৯ মে '২২নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচিলিংক
৫২১০ মে '২২বুনো টিয়ালিংক
৫৩১১ মে '২২আবোল তাবোল জীবনের কথালিংক
৫৪১২ মে '২২বিশ্বাসলিংক
৫৫১৩ মে '২২প্রমিথিউসের মশাললিংক
৫৬১৪ মে '২২ভীষণই অরাজনৈতিকলিংক
৫৭১৫ মে '২২বিস্রস্ত বাউন্ডুলে মনলিংক
৫৮১৭ মে '২২তৃষ্ণালিংক
৫৯১৮ মে '২২মনের মানুষের খোঁজলিংক
৬০১৯ মে '২২জীবন ও মৃত্যুলিংক
৬১২৯ মে '২২শ্রাবণ দিনের সন্ধ্যায়লিংক
৬২৩০ মে '২২আমিই আমার বাধালিংক
৬৩০৪ জুন '২২ভবঘুরের ডাইরিলিংক
৬৪০৫ জুন '২২টুকরো আবছায়ারালিংক
৬৫০৭ জুন '২২কিছু স্বপ্ন, কিছু কল্পনালিংক
৬৬০৮ জুন '২২স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাইলিংক
৬৭১২ জুন '২২ব্যর্থ ভালোবাসালিংক
৬৮১৪ জুন '২২স্বপ্ন, বাস্তবতা, নিঃসঙ্গতালিংক
৬৯১৭ জুন '২২কবিতা, তোমার ছুটিলিংক
৭০২০ জুন '২২তুমিলিংক
৭১২৫ জুন '২২ফেসবুকের টুকরো কথালিংক
৭২২৯ জুন '২২হৃদয়ে চাই তুষারপাতলিংক
৭৩৩০ জুন '২২আছে ভালোবাসা, নেই অধিকারলিংক
৭৪০৪ জুলাই '২২কারণ আমি ভালোবাসি তোমাকেলিংক
৭৫০৫ জুলাই '২২ক্ষুদ্র কথা, হৃদয় ভারলিংক
৭৬০৬ জুলাই '২২চুম্বনলিংক
৭৭০৭ জুলাই '২২চুমুলিংক
৭৮২১ জুলাই '২২ভালোবাসা ফুরোয় নালিংক
৭৯২২ জুলাই '২২রাতের আকাশ মেঘলা ভীষণলিংক
৮০০৪ অগাস্ট '২২অব্যক্তলিংক
৮১১১ অগাস্ট '২২ওগো পটললিংক
৮২১৪ অগাস্ট '২২কবিতা চতুষ্টয়লিংক
৮৩১৭ অগাস্ট '২২হৃদয়ের সুপ্ত প্রেমলিংক
৮৪২১ অগাস্ট '২২শিরোনামহীনলিংক
৮৫২৩ অগাস্ট '২২বারান্দায় মরা রোদ্দুরলিংক
৮৬২৫ অগাস্ট '২২কষ্টলিংক
৮৭০৩ সেপ্টেম্বর '২২আজ তুমি আছো দূরে বহুদূরেলিংক
৮৮০৮ সেপ্টেম্বর '২২চলো যাই হারিয়ে দু'জনায়লিংক
৮৯১৫ সেপ্টেম্বর '২২তোমার চোখে আমায় দেখিলিংক
৯০০৬ অক্টোবর '২২শুধু তোমারই জন্যলিংক
৯১২৯ অক্টোবর '২২ছিন্ন চয়নগুলিলিংক
৯২৩০ অক্টোবর '২২ভালোবাসো একটুখানিলিংক
৯৩০৩ নভেম্বর '২২শুধুই তোমারই জন্যেলিংক
৯৪০৪ নভেম্বর '২২হৃদয়ের অভিসারেলিংক
৯৫০৮ নভেম্বর '২২তোমার চোখে আকাশ দেখিলিংক
৯৬২২ নভেম্বর '২২আমার সে দিন ভেসে গেছেলিংক
৯৭২৩ ডিসেম্বর '২২ভালোবাসার সেই মেয়েটিলিংক
৯৮০৭ জানুয়ারি '২৩ইচ্ছেলিংক
৯৯১৯ জানুয়ারি '২৩প্রেম-অনুরাগলিংক
১০০১৮ মার্চ '২৩মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়লিংক
১০১২২ মার্চ '২৩শিশিরে ভেজা শিউলিলিংক
১০২৩০ মার্চ '২৩অনুক্তলিংক
১০৩০৭ এপ্রিল '২৩ভালোবাসা, প্রেম নয়লিংক
১০৪১৭ এপ্রিল '২৩কিছু অনুভূতি ছন্দে বেঁধে রাখিলিংক
১০৫২৮ এপ্রিল '২৩মৃত বসন্ত রাত্রিরা আমার, পুড়ছে পুড়ুক, জ্বলে যাকলিংক
১০৬৩০ এপ্রিল '২৩হৃদয় জুড়ে শ্রাবণ আমার, বৃষ্টি নামে অঝোর ধারায়লিংক
১০৭০১ মে '২৩স্বপ্নের মাঝে মৃত্যুলিংক
১০৮০৩ মে '২৩হারিয়ে পাওয়ালিংক
১০৯১৭ জুন '২৩অনুকাব্য ত্রয়ীলিংক
১১০২৫ জুন '২৩মনের অব্যক্ত যত কথালিংক
১১১২৮ জুন '২৩ইচ্ছেলিংক
১১২১১ জুলাই '২৩সুখলিংক
১১৩০৮ অগাস্ট '২৩শাওন সাঁঝলিংক
১১৪১৪ অগাস্ট '২৩ছায়াপথে কুয়াশালিংক
১১৫১৮ অগাস্ট '২৩এই বৃষ্টিভেজা সন্ধ্যায় তোমাকে চাইলিংক
১১৬০৫ অক্টোবর '২৩একা এবং তুমিলিংক
১১৭০৫ জানুয়ারি '২৪ভালোবাসি, ভালোবাসিলিংক
১১৮২০ জানুয়ারি '২৪বিরহলিংক
১১৯২৮ জানুয়ারি '২৪একটু উষ্ণতার খোঁজেলিংক
১২০৩০ জানুয়ারি '২৪নিশিরাতের কাব্যলিংক
১২১০৪ ফেব্রুয়ারি '২৪দু'টি অনুকবিতালিংক
১২২০৯ ফেব্রুয়ারি '২৪ভালোবাসার দিনগুলিলিংক
১২৩১৬ ফেব্রুয়ারি '২৪আমার হৃদয়পদ্মে তুমিলিংক
১২৪০১ এপ্রিল'২৪নিশিপদ্মলিংক
১২৫২২ এপ্রিল'২৪বিরহ যাপনলিংক
১২৬২৭ এপ্রিল'২৪আমার দিনগুলি সব আঁধারে বদলে যায়লিংক
১২৭২৯ এপ্রিল'২৪বৈশাখী প্রেমলিংক
১২৮২৮ মে'২৪এই রোদেলা আকাশে বৃষ্টিস্নাত বিকেল খুঁজিলিংক
১২৯৩১ মে'২৪শুধু তোমারই জন্যলিংক
১৩০০৮ জুলাই'২৪আমার ক্যালেন্ডার এখন মৃত্যু উপত্যকালিংক
১৩১২২ জুলাই'২৪হৃদয়ের পাশাপাশিলিংক
১৩২২৯ জুলাই'২৪বিদ্রোহের আগুন অশ্রুজলে সিক্তলিংক
১৩৩১৮ আগস্ট'২৪ছিন্ন পঙক্তিলিংক
১৩৪০১ অক্টোবর'২৪আমি যখন ফ্রী থাকিলিংক

Sort:  
 4 months ago 

অনেকদিন পর আর্কাইভ টা আপডেট করলেন।🤩🤩

 4 months ago 

দাদা আপনি তো বলছেন আমাদের উচিত বই পড়াতে অভ্যস্ত হওয়া। হয়তোবা এখানে আমরা অনলাইনে মোবাইলে পড়তেছি তাও তো পড়ারই অন্তরায় পড়ে এটিও।তাই নয় কি? আর কে বলেছে আপনার কবিতা পড়লে সময় নষ্ট হবে? সত্যিকার অর্থেই আমি আপনার কবিতার বিশাল বড় ফ্যান। আমি যদিও বা কবিতা আগে থেকেই লিখি, তারপরেও আপনার লেখা কবিতা গুলো থেকে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করি। আপনার লেখা কবিতা গুলি যখন পড়ি তখন যেন বাস্তবিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। যাইহোক আপনার কবিতার আর্কাইভ টি দেখে ভীষণ খুশি হলাম। ২০২১ এর মা নামক কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। চেষ্টা করব অবশ্যই আপনার প্রত্যেকটা কবিতা পড়ে দেখার জন্য। সর্বোপরি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কবিতাগুলি আমাদের একসাথে উপহার দেওয়ার জন্য ,ধন্যবাদ।

আমি রৌদ্রোজ্জ্বল আকাশে বৃষ্টির বিকেলের সন্ধান করতে ভালোবাসি

 4 months ago 

বাহ্! কবিতার আর্কাইভস তৈরি করাতে খুব ভালো হয়েছে দাদা। একসাথে এতগুলো কবিতার লিংক পেয়ে গেলাম। তিন বছর আগের "শুধু তোমারই জন্য" কবিতাটি এখন পড়লাম এবং আবৃত্তি করার চেষ্টা করলাম। এককথায় দারুণ লাগলো দাদা। এই কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 4 months ago 

সবগুলো কবিতাই পড়ার সৌভাগ্য হয়েছে ভাই, এই কবিতাগুলো এখন পাঠকের, কেননা পাঠক দারুণ ভাবে গ্রহণ করেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 4 months ago 

অনেক কবিতা লিখেছেন দাদা৷ কবিতা তো না বলতে পারা কথার বহিঃপ্রকাশ৷ তার রঙ রূপ আলাদাই হয়৷ ধীরে ধীরে সব পড়ব৷ এক জায়গায় করে সুবিধে করে দিলেন। শুভেচ্ছা রইল আপনাকে। এই আর্কাইভে আরও অনেক কবিতা যোগ হোক।

 4 months ago 

দারুণ সব কিছু একত্রে, চাইলেই ছন্দের যাদুতে মুগ্ধ হওয়া যাবে।
একদিন আমিও জুড়ে যাবো
স্মৃতির রঙিন ক্যালেন্ডারে,
হৃদয়ের কথাগুলো নীরব হবে
নির্জীব রাতের শূন্য আকাশে।

 4 months ago 

শ্রদ্ধেয় দাদার লেখা সব গুলো কবিতার আর্কাইভস দেখে খুব ভালো লাগলো। একসাথে অনেক গুলো কবিতার লিংক পেয়ে গেলাম। শ্রদ্ধেয় দাদা আপনার কবিতা পড়তে খুব ভালো লাগে। এতে করে সহজে যে কোন কবিতা খুঁজে বের করে পড়তে পারবো। ধন্যবাদ আপনাকে শ্রদ্ধা দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 101249.46
ETH 3096.31
SBD 4.42