RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে
উত্তর ভুল তা বলবো না । কারণ সঠিক উত্তর ছিল "তাঁকে হত্যা করা হয়" । পিজারো যখন ইনকাদের দেশে প্রবেশ করেন তখন ইনকা রাজা আতাহুয়ালপা তাকে সসৈন্যে অভ্যর্থনা করেন । পরের দিন ধূর্ত পিজারো এক ভোজ সভায় ইনকা রাজাকে আমন্ত্রণ জানান ।
ইনকা রাজা আতাহুয়ালপা যথারীতি সৈন্য এবং দেহরক্ষী সহ ভোজসভায় যোগ দিতে এলে পিজারো তাঁকে মিষ্টি কথায় ভুলিয়ে সৈন্যদেরকে দূরে পাঠিয়ে অপেক্ষা করতে রাজি করান ।
ইনকা রাজা দেখেন যে ভোজ সভায় কোনো স্পেনীয়দের হাতে অস্ত্র নেই । তাই, তিনি নিজের ব্যক্তিগত দেহরক্ষী জনা পঞ্চাশেক ছাড়া তাঁর বাকি পাঁচ হাজার সৈন্যকে মাত্র ৪০০ গজ দূরে পাহাড়ের নিচে অপেক্ষা করতে বলে নিশ্চিন্ত মনে ভোজ সভায় যোগদান করেন ।
ধূর্ত পিজারো ও তার দলবল এই সুযোগের অপেক্ষাতেই ছিল । সবিস্ময়ে ইনকরাজ লক্ষ করেন যে স্পেনীয়রা তাদের সুদীর্ঘ আলখাল্লা জাতীয় পোশাকের আড়াল থেকে বন্দুক, পিস্তল, তলোয়ার প্রভৃতি অস্ত্র বের করছে ।
মুহূর্তের মধ্যে বন্দুকের গুলিতে ইনকারাজের ব্যক্তিগত দেহরক্ষীরা মৃত্যুর কোলে ঢলে পড়লো । এরপরে, ভীত সন্ত্রস্ত ইনকা সৈন্যদের দিকে ঘোড়া ছুটিয়ে গুলি করতে করতে এগোলো স্পেনীয়রা । ইনকারা জীবনেও আগ্নেয়াস্ত্র দেখেনি । অতদূর থেকে বন্দুকের গুলিতে তাদের সৈন্য ধরাশায়ী হতে দেখে তাদের মনে এক তীব্র আতংককের সৃষ্টি হয় ।
তা ছাড়া বড় কথা হলো ইনকা রাজকে বন্দি হতে দেখে ইনকা সৈন্যদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে । তাই কচুকাটা হতে থাকে তারা । পাঁচ হাজার সৈন্যের মধ্যে অল্প কয়েক জনই মাত্র জীবিত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয় ।
এই কাহিনী বিশাল বড় । ইচ্ছে আছে একদিন ৩০-৪০ পর্বে লেখার । আমি মোটামুটি ৫-৬ টি বই পড়েছি ইনকা সাম্রাজ্যের পতন সম্পর্কে ।
যাই, হোক পিজারোর ছিল মূলত সোনার লোভ । আর ইনকা ছিল সোনার দেশ । ইনকাদের দেশে খুব সম্ভবত সারা বিশ্বের সোনার এক চতুর্থাংশ জমা ছিল । এই সোনার লোভেই ইনকরাজকে বন্দি করে পিজারো । পরে, তাঁকে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করে চতুর পিজারো এবং কিছুদিন পর ব্ল্যাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করে ।
এটাই ছিল চালে পিজারোর সব চাইতে বড় ভুল । যতদিন ইনকরাজ বন্দি ছিলেন ততদিনে তাঁর মুক্তির জন্য সূর্যমন্দিরের পুরোহিতরা ঘড়া ঘড়া সোনা জমা করতে থাকে পিজারোর কাছে । ইনকারাজের মুক্তিপণ । পিজারোর দাবি ছিল ১০ টন স্বর্ণ । তার দাবি মতো স্বর্ণের যোগান আসতে থাকে ।
কিন্তু, মাত্র আটশো মন সোনা পাওয়ার পরেই পিজারো ইনকরাজাকে হত্যা করে বসে । কারণ, পিজারোর আশঙ্কা ছিল যে, ইনকরাজাকে মুক্ত করতে কয়েক লক্ষ ইনকা সৈন্য এসে তাদেরকে আক্রমন করতে পারে ।
কিন্তু, ইনকারাজের মৃত্যুতে ইনকারা আর সে সাহস পাবে না । পিজারোর ধারণাই ঠিক ছিল । আর আক্রমণ আসেনি ইনকাদের থেকে । পতন হয় ইনকা সাম্রাজ্যের । কিন্তু, সেই সাথে সোনা প্রাপ্তির আশাও চিরকালের মতো লুপ্ত হয়ে যায় পিজারোর ।
@rme দাদা, পিজারোর লোভটা তো ছিলো সোনার উপরেই। তবে শেষমেশ মূর্তি উপাসনার কারণ দেখিয়ে হত্যা করে দিলো। তুর্কি, সৌদি শাসকদের কাপড়ের তলায় যতটা নোংরা লুকিয়ে আছে ইংরেজ, স্পেন, পর্তুগিজ, ফ্রেঞ্চ কিংবা ডাচদের সাম্রাজ্যেও ঠিক তত টাই নোংরা লুকিয়ে আছে। দাস ব্যবসা থেকে শুরু করে সবেরতেই তাদের হাত, মুখ, নাক, কান ডোবানো।
ইনকা সাম্রাজ্য নিয়ে তোমার লেখার অপেক্ষায় রইলাম দাদা।
আরেকটা জিনিস দাদা, মহেঞ্জোদারো এবং হরপ্পান যে সিলের প্রশ্ন করেছ তাকে স্থানীয় ভাষায় কি বলে? যেমন মহাদেবের সিলটাকে পশুপতি সিল বলেই চিনি।
আর অনেককেই দেখছি কণিষ্ক বানান ভুল করে কনিষ্ক লিখেছেন।