কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 03

in আমার বাংলা ব্লগ3 years ago

এসে গেলাম আবার আরো একটি এপিসোড নিয়ে "স্মৃতির পাতা থেকে" । আজকের এপিসোড নাম্বার হলো তিন । যতদিন না গল্প লেখা আবার শুরু করছি ততদিন ফটোগ্রাফি পোস্ট চলতেই থাকবে । বিশাল চাপের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি । আশা করছি এই সপ্তাহের শেষের দিকে চাপ বেশ কমে যাবে । তখন আবার গল্প লেখা শুরু করবো । আমার তো গল্প লিখতেই মন চায় সব সময় । সময়াভাবে পারি না । তখন হয় ঝটপট একটা কবিতা লিখে ফেলি না হয় ফোটোগ্রাফি পোস্ট দেই । আসলে কবিতা লেখা আর ফটোগ্রাফি পোস্ট দেয়া দুটোকেই আমি একটু ফাঁকিবাজি বলে মনে করি । লেখা চাই লেখা । We always want text, we love text । কিন্তু, আমার মাথার উপর দিয়ে যে পরিমান প্রেশার যায় মাঝে মধ্যে যে তখন আমিও একটু ফাঁকিজুকি পোস্ট করি ।

তবে, ফোটোগ্রাফি পোস্ট সব চাইতে দৃষ্টিনন্দন হয় এ কথা অনস্বীকার্য । আমার তো ভালোই লাগে ফটো তুলতে আর তা বন্ধুদের সাথে শেয়ার করতে । তাই এখন ইচ্ছে করলো আমার পুরোনো সব ছবি গুলো আবার না হয় বেছে বেছে কয়েকটা এখানে শেয়ার করি । আশা করছি ঠকবেন না । এনজয় করবেন ।

বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৪-৫ বছরের পুরোনো ।


কি ফুল কে জানে
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


লাল টুকটুকে একটি কাঁচা লঙ্কা
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রাম্মী লিপি খোদাই করা পুরোনো শিলালিপিতে
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


অমলিন শুদ্ধতা
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গাঢ় লালবর্ণের ভেলভেটের ন্যায় পাপড়ি এই ফুলের
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কি ফুল ? নাম জানি না । কেউ কি এর নাম জানেন ?
আলোকচিত্র তোলার তারিখ : জুন, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


বিশালকায় মহাকালের মূর্তি । আমাদের বাড়ির কাছেই ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


জাদুঘরে রক্ষিত ব্রোঞ্জ নির্মিত বিশালাকার ঢাল
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


টাইগার ফুল, খুব সম্ভবত এটাই নাম ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কুমড়ো ফুল
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ঘন কুয়াশার মধ্যে নিষ্প্রভ সূর্যের ছবি
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Sort:  
 3 years ago 

দাদা,1নং চিত্ৰ ডালিয়া ফুল,2 নং চিত্ৰ পাকা লঙ্কা,4 নং চিত্ৰ কলমি শাকের ফুল,6 নং চিত্ৰ বেলি ফুল এবং 10 নং চিত্রটি কলা ফুলের।

প্রত্যেকটি ফোটোগ্রাফি অসম্ভব সুন্দর ও দারুণ হয়েছে দাদা।সব ফুলগুলো সতেজ ও প্রাণবন্ত।প্রত্যেকটি ছবি ভালো লেগেছে আমার কিন্তু সবথেকে সোমতীর্থ ও কুয়াশার মধ্যে সূর্যের ছবিটি বেশি ভালো লেগেছে।অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা মাঝে মধ্যে এমন ফাঁকিবাজ পোস্ট করেন। তাহলে আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পাবো।
আপনার ছবি গুলো খুব সুন্দর হয়। একেবারে চোখ জুড়িয়ে যায়। আশা করি সামনেও এরকম সুন্দর ছবি আরো দেখতে পাবো।

 3 years ago 

আসলেই ঠকলাম না। অনবদ্য ছিল সবগুলো ছবি।

 3 years ago 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো সব সময়ই চমৎকার হয় ।এভাবে মাঝে মাঝে স্মৃতির পাতা থেকে কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলে আমাদের দেখতে ভালই লাগে। দাদা আপনার এক নম্বর ফুলের চিত্র টি ডালিয়া আর ছয় নম্বর ফুলটি হচ্ছে বেলী।আশা করছি দাদা ভাই আপনার কাজের চাপ খুব দ্রুতই কমে যাবে।আপনার জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

দাদা আপনি সবসময় অনেক ব্যস্ত মানুষ। এখন মনে হয় বেশি চাপ যাচ্ছে আপনার উপর দিয়ে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে ফেলে রেখেছেন ভাবতে অবাক লাগছে দাদা। এতো সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

সব গুলো ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে দাদা।এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে সত্যিই মনটা আনন্দে ভরে যায়।অনেক ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি দাদা।শুভ কামনা অভিরাম দাদা।

 3 years ago 

গতদিনের ফটোগ্রাফির তুলনায় আজকের ফটোগ্রাফি গুলো একদম প্রফেশনাল হয়েছে। আমার ব্রাম্মী লিপি এই ফটোটা অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি ফটোগ্রাফি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধারাবাহিকভাবে এর আরো পাঠ গুলো চাই। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ব্রাম্মী লিপি খোদাই করা পুরোনো শিলালিপিতে

দাদা এটা তো পুরো 👌👌👌
এই ছবিটা কোথা থেকে চুললেন দাদা?
আমার ও খুব শখ নিজের চোখে এমন প্রাচীন এসব দেখবো।যদিও জানিনা কোনোদিন দেখতে পাবো কিনা। তবে আশা তো থাকেই।
আর তারা ওইদিন বললেন আপনি ভালো ছবি তুলতে পারেন না। আপনি অসাধারণ ছবি তুলেন দাদা।

 3 years ago 

প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দাদা। লঙ্কার ছবিটি আমার খুবই ভালো লেগেছে।ব্রোঞ্জ নির্মিত বিশালাকার ঢাল অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফিটি। আপনি অনেক সাধারন ফুলগুলোকে আপনার ফটোগ্রাফি দ্বারা অসাধারণ করে তুলেছেন দাদা। প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এক নম্বর ডালিয়া ফুল
6 নম্বর বেলি,
ফোটোগ্রাফি : স্মৃতির পাতায়
কৃতজ্ঞতার ডেলি।

শ্রদ্ধাভাজন প্রিয় দাদা
ফটোগ্রাফির খেলা
অসাধারণ অনবদ্য
নীল আকাশের ভেলা!♥

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26