You are viewing a single comment's thread from:

RE: সময়ের তালবাহানা (time dilation) @gentleman74

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আলোর কাছাকাছি বেগে আপনি ১বছর স্পেসে ঘুরে এসে দেখবেন পৃথিবীতে সময় কেটেছে একবছরের বেশি।"
এই লাইনটিতে হালকা একটু পরিবর্তন আনুন , কারণ আলোর গতির ৯৯% স্পীডে গতিশীল হলে স্পেসশিপের ১ সেকেন্ড = পৃথিবীর ১ সেকেন্ড X ৭.৫ বা ৭.৫ সেকেন্ড । তাহলে হবে ৭.৫ বছর ।

আলোর গতির ৯৯.৯৯৯৯৯৯% অর্জন করতে পারলে অবশ্য ডিফারেন্স তা অনেকটাই বেশি হবে ।তখন -

স্পেসশিপের ১ সেকেন্ড = পৃথিবীর ১ সেকেন্ড X ৭০৭১ বা ৭০৭১ সেকেন্ড অর্থাৎ ১.৯৬৪ ঘন্টা । তাহলে হবে ৭০৭১ বছর ।

আর কোনো বস্তু কখনই আলোর সমান বা তার চাইতে বেশি বেগ অর্জন করতে পারবে না, কারণ তাহলে সেটি আর বস্তু না হয়ে শক্তিতে পরিণত হবে । যদিও বিজ্ঞানীরা ট্যাকিওন নামে একটি কণা আবিষ্কার করেছিল যার গতিবেগ আলোর সমান ছিল, কিন্তু খুবই স্বল্পায়ু সেও কণা ।

ওহ! একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম । আপনাকে Verified member plus Level ০১ এ উন্নীত করা হলো ।

Sort:  
 3 years ago (edited)

ধন্যবাদ দাদা। পড়েছেন, ভালো লেগেছে। পরিবর্তন চেয়েছেন। গঠনমূলক সমালোচনার অভাবের মধ্যে আপনার এই সাবলীল মতামত পেয়ে ভাল লাগল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61821.96
ETH 2402.01
USDT 1.00
SBD 2.57