সংক্ষিপ্ত ঘোষণা : Puss2Bux চালু হয়েছে
অবশেষে Puss2Bux চালু করা হয়েছে । ওয়েবসাইট লিংক : https://puss2bux.com/
এই সাইটের মাধ্যমে খুব সহজে আপনার PUSS কে STEEM, TRX এবং USDT -কে কনভার্ট করুন । পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে টাইম লাগবে মাত্র কয়েক মিনিট ।
প্রথমে এই লিংকে গিয়ে একটি একাউন্ট ওপেন করে নিন -
https://puss2bux.com/register.php
এরপরে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক আসবে । যদি ইনবক্সে মেইলটি খুঁজে না পান তবে স্প্যাম ফোল্ডারের খুঁজে দেখুন । ভেরিফিকেশন লিংকে ক্লিক করে আপনার ইমেইল ভেরিফাই করে নিন ।
এরপরে একাউন্ট লগইন করে Exchange মেনুতে ক্লিক করুন -
স্ক্রিনে প্রদর্শিত নির্দেশ গুলো মেনে এক্সচেঞ্জ ইনভয়েস পেমেন্ট কমপ্লিট করে Submit বাটনে ক্লিক করুন । মনে রাখবেন ইনভয়েস জেনারেট হওয়ার পর ১৫ মিনিট টাইম পাবেন পেমেন্ট করার জন্য । এই টাইমের মধ্যে পেমেন্ট করে Submit বাটনে ক্লিক করবেন । Invoice পেমেন্ট করার পরে কোনোক্রমেই পেজ রিফ্রেশ বা ক্লোজ করবেন না । Submit বাটনে ক্লিক করবেন ।
Invoice পে করার পর Submit বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ । এবার Order History থেকে আপনার অর্ডারের Status দেখতে পাবেন । যদি invoice পেমেন্ট কন্ফার্ম না হয়ে থাকে তবে Pending status শো করবে । যদি পেমেন্ট কন্ফার্ম হয় তবে Paid, ফেল হলে failed এবং ক্যানসেল হলে cancelled status শো করবে । আর যদি রিফান্ড করা হয় তবে Refund status শো করবে ।
এক্সচেঞ্জ কমপ্লিট হলে অর্ডার স্ট্যাটাস Complete শো করবে ।
ব্যাস । খুবই সহজ সার্ভিসটি ব্যবহার করা । ধন্যবাদ :)
Disclaimer : The content provided on Amar Bangla Blog is for informational purposes only and should not be considered as investment advice, financial advice, or trading advice. It is important to conduct your own research and seek guidance from a financial advisor before making any investment decisions related to cryptocurrencies. Amar Bangla Blog does not endorse buying, selling, or holding any specific cryptocurrency.
The details provided by Amar Bangla Blog regarding $PUSS token launch are for general informational purposes only. Furthermore, this information should not be seen as an endorsement, invitation, or recommendation to invest or engage in such token. It's important to note that digital assets are known for their volatility. Users should carefully evaluate their financial situation, risk tolerance, and conduct their own research. Neither me nor Amar Bangla Blog will be liable for any loss or damage of any kind resulting from the use of our platform or reliance on any information provided on the platform.
একদম সহজ উপায়ে খুব দ্রুত সময়ে কনভার্ট করার দারুণ একটা সিস্টেম চালু করা হলো, আশা করছি এটা ব্যবহার করে সবাই দ্রুত কাংখিত সুবিধা গ্রহণ করতে পারবেন। অনেক ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
how can i support and be upvoted?
বাহ্ দারুণ তো। পুরো প্রসেসিং দেখে মনে হচ্ছে খুব সহজেই পুস কয়েনকে স্টিম,টিআরএক্স এবং ইউএসডিটি তে রুপান্তরিত করতে পারবো। খুব শীঘ্রই একাউন্ট ক্রিয়েট করে এটা ট্রাই করে দেখবো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
এখন আমরা খুব সহজেই একদম সিকিউর ভাবে পুস কয়েন সেল করতে পারবো।এটা আসলেই আমাদের জন্য খুবই আনন্দের একটি ব্যাপার।ডেক্স এর পুরো ইন্টারফেস টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আশা করছি এই ডেক্সের মাধ্যমে পুরো স্টিমিট প্লাটফর্মের ব্লগাররা তাদের স্টিম গুলো সেল করতে পারবে।
আজকের পোস্ট দেখে মনে হচ্ছে খুব সহজেই আমরা পুস কয়েনকে স্টিম,টিআরএক্স এবং ইউএসডিটি তে কনভার্ট করতে পারবো। আমি খুব তাড়াতাড়ি একাউন্ট খুলে কনভার্ট করার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা সহজ ও সুন্দর ভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য।
বাহ সুন্দর একটি এক্সেন্জ সাইট সম্পর্কে জানতে পারলাম। পুশ কয়েন থেকে স্টিমিটে এক্সেন্জ করতে পারলে অনেক ভালো হবে। আমরা মনে মনে যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়ে গেলাম। এক্সন্জ পদ্ধতিও অনেক সহজ। ধন্যবাদ দাদা।
Puss2Bux চালু হয়েছে দেখে খুব ভালো লাগলো। পুরো প্রসেসিং দেখে মনে হচ্ছে খুব সহজেই পুস কয়েন কে স্টিম,টিআরএক্স এবং ইউএসডিটি তে রুপান্তরিত করতে পারবো। পুরো প্রক্রিয়া খুব সুন্দর ভাবে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে শ্রদ্ধা দাদা এতো সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
স্টিমের বিভিন্ন কাজ গুলি যেভাবে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তা থেকে খুব ভালো বোঝা যায় যে এই স্টিম এক সময় খুব ভালো জায়গায় যাবে। আমাদের দাদার এই কয়েন নিয়ে অনেক চিন্তাভাবনা। আর আমরা সকলে একসঙ্গে একে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলেই আশা।
The whole lot of process is simple and some one can do it using this directives.
And it means Puss will be converted easily to Steem.
But the only thing that what your sir,is how should I start mining the puss airdrop.
I need you to mentor me,@rme I will be greatful to know about it.
This is interesting