"আমার বাংলা ব্লগ" এর Privacy Policy-র সর্বশেষ আপডেট (Last Updated privacy policies of "Amar Bangla Blog" Community) 30 Sep 21
কমিউনিটির প্রাইভেসী পলিসি (Privacy Policies of Community):
➤ আমার বাংলা ব্লগে কোনো অ্যানোনিমাস ব্লগার accept করা হয় না । সেহেতু, এখানে প্রতিটা স্টিমিট ID-র পিছনে একটা করে রিয়েল ID আছে । আর তাই আমার বাংলা ব্লগের একটা প্রাইভেসী পলিসি আছে ।
➤ইন্ট্রোডাক্টরি পোস্ট ছাড়া আর কোথাও আপনার রিয়েল নেম প্রকাশ করা বাধ্যতামূলক নয় ।
➤ কোনো অবস্থাতেই আমাদের অ্যাডমিন প্যানেল-এর কোনো অ্যাডমিন বা মডারেটর অথবা অন্য কোনো ইউজার কারো ব্যক্তিগত কোনো তথ্যই জানতে চায় না ।
➤ আপনার বাড়ির পূর্ণ ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস কখনোই জানতে চাওয়া হয় না ।
➤ পরিচয়মূলক পোস্ট একটা অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার মাধ্যমে আমরা রিয়েল ইউজারদের শনাক্ত করতে সক্ষম হই । শুধুমাত্র এই কারণে সাধারণ ইউজারদের পুরো নাম, স্টিমিট আইডি লেখা সহ সেলফি এবং দেশের নাম শো করতে বলা হয়ে থাকে । কোনো অবস্থাতেই ইউজারদের আর কোনো ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয় না ।
➤ কোনো ইউজারকে কোনো অবস্থাতেই তাঁর ব্যক্তিগত কোনো সোশ্যাল নেটওয়ার্কের কোনো একাউন্টের ডিটেলস চাওয়া হয় না । শুধুমাত্র তাঁদেরকে আমাদের ডিসকর্ড সার্ভারে একটিভ থাকতে বলা হয়ে থাকে ।
➤ আমাদের ডিসকর্ড সার্ভারে কোনো ব্যবহারকারীকে কোনো অবস্থাতেই তাঁর রিয়েল নেম, ইমেইল এড্রেস, ফোন নম্বর, বাড়ির ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয় না এবং তাঁদেরকে এই সব ব্যক্তিগত তথ্য অপর কোনো ইউজারদের সাথে শেয়ার করতে নিষেধ করা হয় ।
➤ আমাদের ডিসকর্ড সার্ভারে কোনো ব্যবহারকারীকে তাঁর পার্সোনাল ফোটোগ্রাফি বা সেলফি শেয়ার করতে বলা হয় না । সেটা শেয়ার করা বা না করা তাঁর সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা ।
➤ অনুমতি ব্যতিত একজন ডিসকর্ড ব্যবহারকারী অপর একজন ডিসকর্ড ব্যবহারকারীকে অডিও বা ভিডিও কল করতে পারবেন না আমাদের ডিসকর্ড সার্ভারে ।
➤ কোনো অবস্থাতেই আমার বাংলা ব্লগ তার কোনো ব্যবহারকারীর কোনো রকম ব্যক্তিগত তথ্য কোথাও স্টোর করে রাখা, তৃতীয় কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা বা সেগুলিকে সেল করা - এই সকল বিষয় সম্পূর্ণরূপে পরিহার করে চলে ।
এই পোস্টটা পড়লে সবাই বুঝতে পারবে কমিউনিটির সকল নিয়মকানুন। আমাদের এই কমিউনিটিতে সুন্দর ভাবে সবার প্রাইভেসি মেইনটেইন করা হয়। ধন্যবাদ দাদা।
এই বিষয় গুলো জানতাম না আমি। খুব ভালো লাগল জেনে। ধন্যবাদ দাদা।
দাদা সম্পূর্ণ পোস্টটাই আমি পড়েছি।
আপনি খুব সুন্দর ভাবে একদম নিখুঁতভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছেন।
আপনার লেখার এই ব্যাপারটি খুব ভালো যে বাড়িয়ে না লিখে বরাবর টাই লিখেন + আসল কথাতেই থাকেন।
এতোগুলো প্রাইভেসি পলিসি থাকাটা আমাদের জন্য অনেক বেশি সেইফ।
ধন্যবাদ প্রাইভেসিটা এতো সুন্দর ভাবে কন্ট্রোল করার জন্য।
নতুন আরেকটি তথ্য জানতে পারলাম। "privacy policy" উপরোক্ত সবগুলো বিষয় মেনে চলার চেষ্টা করবো। দাদাকে ধন্যবাদ দিতে চাই বিষয়টি আমাদের মাঝে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য❤️
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে অনেক নিরাপদ নিয়ম মেনে চলা হয় যা হয়তো অন্যান্য কমিউনিটিতে আমরা তেমন একটা দেখিনা। দোয়া করি, আরো এগিয়ে যাক আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লক কমিউনিটি অনেক পরিষ্কার। আমি সম্পর্ণ পোস্টটি পড়লাম।পোস্টটি নিখুঁত ভাবে লিখা আছে বাড়িয়ে না লিখে।আসল ভুমিকা লিখাটই ভালো।ভালোবাসা রইল আমার বাংলা ব্লক কমিউনিটির জন্য।
দাদা এই বিষয়গুলো আমার মত নতুন জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি জানি আমার বাংলা ব্লগ খুবই স্বচ্ছ সুন্দর একটা ব্লগ। যেখানে কাজ করার সাথে সাথেই অনেক আনন্দ উপভোগ করছি। দাদা না জানা বিষয়গুলো আপনি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করছেন আমাদেরকে। আপনার জন্য শুভেচ্ছা রইল দাদা
দাদা অনেক সুন্দর ভাবে গুছিয়ে বলেছেন।আমাদের সকলকেই নিজ নিজ জায়গা থেকে প্রাইভেসি মেনে চলা উচিত।🤩
খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম। অবশ্যই সকল নিয়ম কানুন ভালোভাবে মেনে চলবো। Privacy Policy সকল নিয়ম কানুন আমার খুবই ভালো লাগলো।
আমার বাংলা ব্লগ কমিউনিটির নতুন আপডেট ব্যক্তিগত নিরাপত্তা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারন অনেক নিয়ম জানা থাকে না।তাই আপডেটের মাধ্যমে রিভিউ হচ্ছে। পোস্টটি এই কমিউনিটির সকলের জন্য অনেক ব্যক্তিগত নিরাপত্তার ব্যপারে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি মনে করি।আবারো আপনাকে ধন্যবাদ।