শুভ নববর্ষ ১৪৩১

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

Noboborsho2.png

ব্যানার ডিজাইন : @hafizullah


"আমার বাংলা ব্লগ"-এর সকল সদস্যকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩১ সালের প্রথম দিন । বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে আজ বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে । সপ্তদশ শতাব্দীতে বঙ্গাধিপতি মহারাজ শশাঙ্ক বাংলা বর্ষ চালু করেন । তাঁরই আমলে সর্বপ্রথম বাংলা বর্ষপঞ্জী তৈরী করা হয় । শশাঙ্কের এই বাংলা বর্ষপঞ্জী ছিল মূলতঃ হিন্দু ধর্মের নানান পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের সঠিক দিন মাস ও সময় নির্ধারণের জন্য । তাই এই বর্ষপঞ্জীর ব্যবহার ছিল প্রধানত হিন্দু পুরোহিত শ্রেণীর হাতে । বাংলার সর্বসাধারণের জন্য নয় ।

এর বহু পরে মুঘল সম্রাট বাংলা দখলের পর শশাঙ্কের বর্ষপঞ্জীকে রাজস্ব আদায়ের সুবিধার্থে পরিবর্তন ও পরিমার্জন করে বাংলার জনসাধারণের জন্য প্রচলন করেন । সেই থেকে প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রথম দিনটিকে বাংলা নববর্ষের সূচনা বলে অভিহিত করা হয় ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির আমলে পহেলা বৈশাখে হালখাতার পাশাপাশি পুণ্যাহ অনুষ্ঠানের কথা শোনা যায় । এই পুণ্যাহ কিন্তু, মুঘল বাদশা আকবরের আমলের রাজস্ব আদায়ের সেই বর্ষপঞ্জীর কথাই স্মরণ করিয়ে দেয় । পুণ্যাহ মূলত ছিল বাংলা নতুন বছরের সূচনায় প্রজা কর্তৃক একটা অনুষ্ঠানের মাধ্যমে বিগত বৎসরের সকল খাজনা শোধ করা । খাজনা শোধ করার পরে মিষ্টি বিতরণ ও ভোজ সভার আয়োজন করা হতো । এটিই পুণ্যাহ ।

আর হালখাতা তো আমরা জানিই । এই অনুষ্ঠানটিও হয় বাংলা নববর্ষের দিনে । ব্যবসায়ীরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন । আর তাঁদের সকল খদ্দের শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে এসে তাঁদের যত বাকীর খাতা থাকে সেগুলো থেকে সমুদয় বাকী পরিশোধ করে নতুন বাকীর খাতা শুরু করেন । এটিই হালখাতা ।

আবার পহেলা বৈশাখের এই দিনটিকে হিন্দু ধর্মের অত্যন্ত মঙ্গলময় একটি দিন হিসেবে দেখা হয় । তাই এই দিনে প্রায় প্রতিটা বাড়িতে পূজা সহ নানান মাঙ্গলিক শুভ আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । ছোটবেলায় দেখেছি পয়লা বৈশাখের দিনে আমাদের গ্রামের প্রতি বাড়িতে ভগবতী পুজো হতো ।

এখন প্রত্যেক বছর পয়লা বৈশাখ কাটে আমার ভোরবেলা ঘুম থেকে উঠে বিশাল এক ভোজ আর বিকেলে হালকা ঘোরাঘুরির মাধ্যমে । এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না । প্রত্যেক পয়লা বৈশাখের মতো এ বছরও ঘুম থেকে উঠেই রবীন্দ্র সংগীত চালিয়ে দিলাম ফুল ভলিউমে ।

"এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥

যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।"

গানটি না শুনলে আমার পয়লা বৈশাখ অপূর্ন থেকে যায় । গান শুনতে শুনতে কিছুক্ষণ পায়চারি করি । এরপরে ল্যাপটপ অন করে কিছুক্ষন কাজ করতে করতেই খাওয়ার সময় হয়ে যায় । সকালে আজকের পয়লা বৈশাখের স্পেশ্যাল মেন্যু ছিল -

০১. পান্তা ভাত
০২. গরম ধোঁয়া ওঠা আতপ চালের ভাত
০৩. আলু ভর্তা
০৪. বেগুন পোড়া ভর্তা
০৫. মিষ্টি কুমড়ো ভর্তা
০৬. ঢ্যাঁড়শ ভর্তা
০৭. সোনামুগ ডাল ভর্তা
০৮. বরবটি শিম ভর্তা
০৯. কালোজিরা ভর্তা
১০. টমেটো ভর্তা
১১. চিংড়ি শুঁটকি ভর্তা
১২. কাঁচকলা ভর্তা
১৩. কচু ভর্তা
১৪. পেঁপে ভর্তা
১৫. ইলিশ মাছ ভাজা
১৬. পুঁটি মাছ ভাজা
১৭. কাঁচা আমের চচ্চড়ি

খেয়েদেয়ে এখন পোস্ট লিখে এখন স্নান করে বাইরে ঘুরতে বেরোবো একটু । সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এই কামনায় আরো একবার সবাইকে জানাই শুভ নববর্ষ


Mangal_Shobhajatra_in_Dhaka.jpg
Creative Common License Under Fair Usage Policy- Source : Wikimedia


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 8 months ago 

বাংলা নববর্ষ যে কবে দেখে সূচনা হয় সেটা বার বার ইতিহাসে পড়লেও ভুলে যাই বার বার। কারন আমার কাছে অনেক কঠিন মনে হতো ইতিহাস। তবে আজ আপনার পোস্ট পড়ে নববর্ষ নিয়ে অনেক কিছুই জানতে পারলাম।সেই সাথে আজ আপনার এত এত খাবারের ম্যানুও জানতে পারলাম। এত এত রকমের আইটেমের কথা শুনে তো আমারও বেশ লোভ হচেছ দাদা। ধন্যবাদ দাদা এত তথ্য বহুল একটি পোস্ট শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Congratulations, your post has been upvoted by @upex with a 40.42% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

 8 months ago 

প্রথমেই শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো দাদা 💐
নববর্ষের গানটি আমার কাছে ও ভীষণ ভালো লাগে। নববর্ষ উপলক্ষে তো আজকে অনেক খাবারের আয়োজন করা হয়েছে। পোস্ট পড়েই বোঝা যাচ্ছে খাবার গুলো জমিয়ে খেয়েছেন। আজকের দিনটি পরিবার নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করুন এই কামনাই করি। শুভ কামনা রইলো ভালো থাকবেন।

This is a great post, i'm actually surprised to see that you all are in a new year.

Here in my country, we are in the 4th month of the year and we have 8 months more to go.

Thank you for this post you have made Dada ❤️❤️❤️

 8 months ago 

বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দাদা আপনাকে।আমার ও কেন জানি এসো হে বৈশাখ গানটা না শুনলে ভালো লাগে না।আমিও আজ পান্তা ইলিশ করেছি।তবে এতো ভর্তা করিনি।এতো মজার মজার ভর্তার নাম শুনেই তো লোভ লেগে গেলো।ঘুরতে বের হবেন।সময়টা বেশ ভালো কাটুক।অনেক ধন্যবাদ দাদা অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

দাদা আপনাকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের মেতে উঠুন আনন্দে ভরপুর হয়ে উঠুক আপনার সকল পরিবার। নববর্ষের উৎসবে নতুন সাজে সবাই মেতে উঠে সত্যি এটা যেন এক অন্যরকম একটা আনন্দ।। আসলে দাদার নববর্ষের এই পহেলা বৈশাখ সবাই নতুন সাজে সেজে ওঠে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

শুভ নববর্ষ দাদা,
খাবারের নাম পড়তে পড়তে তো আবার ক্ষুধা লেগে গেলো হা হা হা হা। আমি অবশ্য মিষ্টি কুমড়া ভাজি দিয়ে সকাল সকাল পান্তা ভাত খেয়েছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97128.97
ETH 3358.96
USDT 1.00
SBD 3.18