"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ : DIY কন্টেস্ট "কাগজ দিয়ে নয়নতারা ফুল তৈরি"
সচরাচর আমি কখনোই কন্টেস্টে অংশগ্রহণ করি না । কিন্তু, এবছরে তিন তিনটি কন্টেস্টে পার্টিসিপেট করে ফেললাম । একটা ছিল প্লে ডো দিয়ে আর্ট তৈরী করা, একটা পেঁপের ডগা ইউজ করে মোমবাতি তৈরী করা আর লাস্টটা হলো এই যে আজকেরটা - কাগজ দিয়ে ফুল তৈরী করা । আর্ট বা ক্র্যাফটিং এর কন্টেস্টে আমি খুশি মনেই পার্টিসিপেট করি । কারণ, যে জিনিসটা আমি পারি না তাতে উৎসাহ আমার থাকে না । যেমন রেসিপি কনটেস্ট । এটা আমি ভীষণই পছন্দ করি । কিন্তু, নিজে বানাতে পারি না, তাই কন্টেস্টে আমার কোনো অংশগ্রহণ থাকে না ।
এ সপ্তাহে "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতার ৪২তম কনটেস্ট শুরু হয়েছে । আপনাদের একটা তথ্য শেয়ার করি । এ যাবৎ স্টিমিট প্ল্যাটফর্মে কন্টেস্টের মোট প্রাইজমানির নিরিখে "আমার বাংলা ব্লগ" এর ধারে কাছেও নেই কোনও কমিউনিটি ।এই দু'বছর ধরে নিয়মিত, অনিয়মিত এবং স্পেশ্যাল কনটেস্ট সব ক'টি মিলিয়ে মোট প্রাইজ মানি ৩০,০০০ স্টিমেরও বেশি ।
তো এবার আসি মূল বিষয়ে । এ সপ্তাহের DIY কনটেস্ট "কাগজ দিয়ে ফুল তৈরি" -তে আমি পার্টিসিপেট করেছি । এর আগে টুকটাক কাগজ কেটে ফুল বানিয়েছি । কিন্তু, এটা কনটেস্ট বলে কথা । আর আমার হাতেও কোনো টাইম নেই । তাই সারা রাত জেগে আমি আর তনুজা কাগজের ফুল তৈরী করেছি । তনুজার কন্টেস্টের পোস্ট একটু পরেই আপনারা পাবেন । আমারটা এখন দিয়ে দিলুম ।
উপকরণ :
০১. রঙিন কাগজ - সবুজ, বেগুনি, আকাশী ও কমলা রঙের
০২. কাঁচি
০৩. টিস্যু পেপার
০৪. Glue
০৫. রঙ পেন্সিল - বেগুনি আর ওরেঞ্জ কালার
০৬. টুথপিক
Procedures :
Step 01 :
প্রথমে বেগুনি কালারের দুটি পেপার নিয়ে সেগুলোর উপরে বেগুনি কালারের পেন্সিল দিয়ে নয়নতারা ফুল এঁকে নিলাম বেশ কয়েকটা ।
Step 02 :
এরপরে কাঁচি দিয়ে পেন্সিলের রেখা বরাবর কেটে বের করে নিলাম নয়নতারা ফুলের পাঁপড়িগুলো একে একে । এক একটি ফুলের জন্য মোট ছ'টি করে পাঁপড়ি কেটে বের করে নিলাম । ছ'টি ফুলের জন্য মোট ৩৬ টি পাঁপড়ি । বিশাল ধৈর্য্যের প্রয়োজন হয় এ জন্য ।
Step 03 :
সবশেষে পাঁপড়ি গুলো বৃত্তাকারে সাজিয়ে এরপরে পাঁপড়ি গুলোর সংযোগস্থল কেন্দ্রে আঠা দিয়ে অরেঞ্জ কালারের ছোট্ট একটা বৃত্তাকারে কাটা টুকরো জুড়ে দিলাম । এর ফলে ফুলগুলোর সামনের দিকে পাঁপড়িগুলোর কেন্দ্রস্থল হলো হালকা কমলা রঙের, আর পেছনদিকটা একদম নিখুঁতভাবে জুড়ে গিয়ে বেগুনি রঙের হয়ে গেলো ।
Step 04 :
ফুল তো হলো । এবার পাতা বানানোর পালা । নয়নতারা ফুলের পাতা একদম ঘন সবুজ কালারের হয়ে থাকে । দু'টো ডিপ গ্রীন পেপার নিয়ে তার উপরে সবুজ রঙের পেন্সিল দিয়ে বেশ কিছু নয়নতারা ফুলগাছের পাতা এঁকে নিলাম ।
Step 05 :
পাতা আঁকা তো হলো । এবারে কাটার পালা ।না কাঁচি দিয়ে পেন্সিলের রেখা বরাবর কুচ কুচ করে কেটে বের করে নিলাম অনেকগুলো সবুজ রঙের ছোট্ট ছোট্ট পাতা । এখানে একটা কথা না বলে পারলাম না - কাঁচি দিয়ে কাগজ কাটতে সেই মজা !
Step 06 :
এবারে ফুল গাছের কান্ড বানানোর পালা । এখানে একটু ক্রিয়েটিভিটি দেখালাম । নয়নতারা ফুলের কান্ড একদম ঘন সবুজ ।কিন্তু, আমি এটাকে আকাশি কালার করে দিলাম । আকাশি রঙের দুটো কাগজ নিয়ে রোল করে এরপরে আঠা দিয়ে ধারগুলো জুড়ে জুড়ে একটা সুন্দর কান্ড তৈরী করে নিলাম ।
Step 07 :
দু'টি টুথপিক নিয়ে তার উপরে বেগুনি কালারের পেপার রোল করে জড়িয়ে দু'টি নয়নতারা ফুলের কুঁড়ি বানিয়ে নিলাম ।
Step 08 :
এরপরে কাণ্ডে ফুল, কুঁড়ি ও পাতা গাম দিয়ে জুড়ে জুড়ে একটা নয়নতারা ফুলের শাখা তৈরী করে ফেললাম খুব সহজেই ।
Step 09 :
কাজ তো প্রায় শেষ । বাকি আছে শুধু আঠা যেখানে যেখানে ভালোভাবে যায়নি সেখানে ভালোকরে দিয়ে চেপেচুপে লাগানো । আরো কয়েকটি পাতা লাগিয়ে নয়নতারা ফুলের শাখাটিকে একটা ফুলের তোড়ার মতো রূপ দেওয়া । সেই কাজটি অবশেষে যখন সম্পন্ন হলো তখন ফাইনাল লুকের বেশ কয়েকটি স্নাপ্শট্ নিলাম ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ২৪ আগস্ট ২০২৩
টাস্ক ৩৬৫ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : ea2c43d4fc793cf7696c4ec775b77a1fad3f93b2b8549516762a254fd28c7719
টাস্ক ৩৬৫ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRXkkCEbXLYwhPEYqkaUbwhy4FaqarQVhnzkh1Awp3GRw/witness_proxy_vote.png)
![steempro....gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmaoDovSRKJkSYdayf9pPFaVyMVKjTHykerWDLSbMDi99e/20230809_130323.gif)
তাহলে অবশেষে দাদা আপনাকে দেখতে পেলাম প্রতিযোগিতায়। বেশ দারুন একটি ফুল নিয়ে আপনি তো দেখছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। নয়নতারা ফুল যদিও অনেকের কাছে পরিচিত, তবু এটা কিন্তু অনেকেরই প্রিয় একটি ফুল। আপনি তো অনেক রংএর কাগজ ব্যবহার করে সারারাত জেগে বেশ সুন্দর একটি ফুল বানিয়ে ফেলেছেন। আশা করি প্রতিযোগিতায় একটি প্লেসে থাকবেন দাদা। শুভকামনা রইল দাদা আপনার জন্য।
এই ব্লগের মতো অন্য কোন ব্লগে হয়ে এত এত প্রতিযোগিতা আয়োজন করা হয় না। শুধুমাত্র আমার বাংলা ব্লগে এত সুন্দর সুন্দর প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং এতো বিশাল পরিমাণে প্রাইসফপুল রাখা হয়। দাদা আপনার আজকের রঙিন কাগজের ফুলটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এত ব্যস্ততার মাঝেও সময় নিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দাদা আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে। অনেক সুন্দর করে নয়নতারা ফুল তৈরি করেছেন দাদা। রঙিন কাগজ কেটে কেটে ফুল তৈরি করতে অনেক ভালো লাগে। আর ফুলের পাপড়ি গুলো অনেক সুন্দর হয়েছে। বৌদির পোস্ট দেখার অপেক্ষায় রইলাম দাদা। আপনার পোস্টটিও দারুন হয়েছে।👌👌👌👌
সত্যি বলতে দাদা আর্ট এবং ডাই কনটেস্ট গুলো আমি নিজেও খুব পছন্দ করি। তবে পরপর তিনটি প্রতিযোগিতায় আপনার জয়েন করা দেখে অসাধারণ লাগলো। এটা একদম ঠিক বলেছেন, আমার বাংলা ব্লগের মতো এরকম প্রতিযোগিতা, আর প্রাইজ দেওয়া, সেটা আমি আর কোথাও দেখিনি। আর এজন্যই তো আমার বাংলা ব্লগ সবার সেরা। তবে আপনি নয়ন তারা ফুল তৈরি করেছেন এটা দেখে আরো বেশি ভালো লাগলো। নয়ন তারা ফুল আমার ভীষণ পছন্দের। ফুলটা কিন্তু দারুন হয়েছে। তাছাড়া বৌদির পোস্টের অপেক্ষায় আছি আমি। এবারের প্রতিযোগিতা টা সত্যিই দারুন ছিল। সবার কাছ থেকে দারুন সব ফুল দেখতে পেলাম। আপনার প্রতিযোগিতায় জয়েন করা দেখে অনেক ভালো লাগলো। আর তার সাথে আমরাও উৎসাহ পেলাম।
দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকে অভিনন্দন জানাই। আপনি কি সুন্দর নয়নতারা ফুল করেছেন।অসাধারণ হয়েছে।আপনার এ ধরনের কনটেস্টের পোস্ট গুলো পড়লে আমি না হেসে পারিনা।ভীষন আনন্দ নিয়েই পড়ি।লেখাগুলো সে রকমই হয়।খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা।শুভকামনা রইলো আপনার জন্য।
বাহ অসাধারণ লাগলো দাদা আপনার কন্টেস্টে অংশগ্রহণ দেখে। সত্যি আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা আপনার এমন উৎসাহ মূলক কাজগুলো। আপনি এত সুন্দর আয়োজনে আমরা সব সময় অনুপ্রেরণা পাই। আপনি নিজের হাতে খুব সুন্দর করে নয়নতারা ফুল তৈরি করলেন রঙিন কাগজ দিয়ে। দেখতে অনেক সুন্দর হয়েছে নয়ন তারা ফুল। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন তাতে আমরা অনেক বেশি খুশি। অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা রইল।
বাহ্! দাদা সারা রাত জেগে তো কাগজ দিয়ে খুব সুন্দর করে নয়নতারা ফুল তৈরি করেছেন আপনি। আসলেই নিজে যেই কাজ গুলো ভালো পারা যায়, সেইগুলোতেই অংশগ্রহণ করতে খুশীর সহিত মন চায়। বৌদিও নিশ্চয়ই অনেক সুন্দর কিছু তৈরী করেছে কাগজ দিয়ে, একটু পরেই তো তা দেখতে পাবো।