NFT এর জন্য আর্ট নির্মাণ করুন আর পুরস্কার জিতুন

in আমার বাংলা ব্লগ3 years ago

image.png
Source (my own nft art) : https://api.nftone.net/btfs/QmYAkbVsV5Gu9oMUVhTgWDStVX8BuaW9XMJHYu39SRXow7


এটি একটি ইউনিক প্রতিযোগিতা । NFT এর জন্য একটি আর্ট নির্মাণ করুন, আর প্রথম পুরস্কার হিসাবে ট্রন ব্লকচেইনে নির্মিত কিছু NFT টোকেন গিফট হিসাবে পান । আসলে এটি একটি মজার প্রতিযোগিতা । আশা করছি, ভিন্ন ধরণের এই প্রতিযোগিতাটি একটি ভিন্ন স্বাদের আনন্দ প্রদান করবে "আমার বাংলা ব্লগের" সকল সদস্যদের ।

পূর্বে আমি ২-৩টা পোস্টে NFT সম্পর্কে বেসিক আলোচনা করেছি । তাই আশা করছি সকল আমার বাংলা ব্লগের সদস্য এ ব্যাপরে মোটামুটি জানেন । এরপরেও যদি কারও NFT ব্যাপারে কোনো স্বচ্ছ ধারণা না থাকে তবে কমিউনিটিতে যাঁরা জানেন এ সম্পর্কে তাঁদের কাছ থেকে বিশদে জেনে নিতে পারেন অথবা আমার পোস্টগুলি পড়তে পারেন NFT সম্পর্কে ।


প্রতিযোগিতা : NFT এর জন্য আর্ট নির্মাণ

অংশগ্রহণের সময়সীমা : ২৯ জানুয়ারী ২০২২ থেকে ৩১শে জানুয়ারী ২০২২ পর্যন্ত

অংশগ্রহণের নিয়মাবলী :

১. অবশ্যই "আমার বাংলা ব্লগ"-এর একজন ভেরিফায়েড সদস্য হতে হবে ।
২. অবশ্যই নিজের ইউনিক আর্ট শেয়ার করতে হবে ।
৩. অন্যের করা কোনো আর্ট শেয়ার করা সম্পূর্ণ নিষেধ ।
৪. নিজের করা পুরোনো কোনো আর্ট শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন ভাবে আর্টটি নির্মাণ করতে হবে ।
৫. রং-তুলি বা কালার পেন্সিল দিয়ে এঁকে স্ক্যান করে শেয়ার করতে পারবেন ।
৬. নিজের করা ডিজিটাল আর্ট শেয়ার করতে পারবেন ।
৭. লাস্ট আউটপুট মোবাইল দিয়ে তুলে শেয়ার করলে হবে না । উপরের আমার আর্টটি দেখুন । নিজের করা আর্টটির লাস্ট আউটপুট ঠিক এই ভাবেই শো করতে হবে ।ডিজিটাল আর্ট হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ভার্চুয়াল আর্ট না হলে স্ক্যানার দিয়ে ছবি তুলে শেয়ার করবেন ।
৮. পোস্টের ট্যাগ হিসাবে #nft-art #nft-contest #nft-abb এই তিনটি মাত্র ট্যাগ ব্যবহার করবেন ।
৯. এই পোস্টের নিচে একটি কমেন্ট করে আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণের পোস্টের লিংকটা দিয়ে দেবেন ।
১০. আপনার প্রতিযোগী পোস্টের মধ্যে আপনার accessible ট্রন ওয়ালেট এড্রেস টা অবশ্যই দিয়ে দেবেন । প্রতিযোগিতার পুরস্কার আপনার ওই ট্রন ওয়ালেটে প্রদান করা হবে ।

পুরষ্কার : ১০ কোটি NFT টোকেন ।

(এই NFT টোকেন সম্পর্কে আপডেট পেতে ফলো করুন টুইটারে : https://twitter.com/apenftorg)

বিচারক : "আমার বাংলা ব্লগ"-এর সম্মানিত সকল অ্যাডমিন ও মডারেটরবৃন্দ ।

ফলাফল ঘোষণা : ০৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার রাতে আমাদের সাপ্তাহিক হ্যাংআউট-এ

Sort:  
 3 years ago 

আমার অংশগ্রহণ→ https://steemit.com/hive-129948/@sikakon/nft

PicsArt_22-01-31_14-04-44-423.jpg

 3 years ago (edited)

হ্যালো, এখানে প্রতিযোগিতার জন্য আমার এন্ট্রি আমি আশা করি এটি NFT হিসাবে যোগ্যতা অর্জন করবে। আমি প্রকাশনাটিকে সংশোধন করেছি যেহেতু এটি উপলব্ধি না করেই আমি সম্প্রদায়ের বাইরে প্রকাশনাটি তৈরি করেছি তবে এটি ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে৷

https://steemit.com/hive-129948/@ruzmaira/3ihbkr-my-entry-for-the-nft-competition-promoted-by-rme-10-shy-fox

 3 years ago 

আমার অংশ গ্রহণ👇

CamScanner 01-31-2022 22.20.jpg

https://steemit.com/hive-129948/@rayhan111/nft-shy-fox

 3 years ago 

আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@gorllara/nft-or-or

272433409_633327351326992_6887604415606270996_n.jpg

দুঃখিত।এটা কি আপনার নিজস্ব করা?এটা মেবি ইলেস্ট্রেটর২০ ভার্সনের আইকনকে কালার করা হয়েছে।

 3 years ago (edited)

আমার অংশগ্রহণ :-

https://steemit.com/hive-129948/@alokroy647/nft
Untitled-1.jpg

 3 years ago (edited)

❤️আমার অংশগ্রহণ:

pic 3.jpg

https://steemit.com/hive-129948/@monira999/4m8z5e-or-or

 3 years ago 

NFT এর জন্য আর্ট নির্মাণ প্রতিযোগিতা ~সিংহ অংকন~


আমার অংশগ্রহন


NFT এর জন্য আর্ট নির্মাণ প্রতিযোগিতা ~সিংহ অংকন~🎨 [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

Scanner 01-30-2022 15.39.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23