নতুন বছরের শুভেচ্ছা সহ মজার একটি প্রতিযোগিতা (New Year Contest : Crypto Price Prediction for 2025)
Copyright Free Image Source : PixaBay
সবাই নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা জানাই !
পোস্টের শুরুতেই আমি জানাচ্ছি যে আজকের পোস্টের কোথাও আমি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের মতো খুবই ঝুঁকিপূর্ণ একটি কর্মে কাউকেই উৎসাহিত করতে চাইছি না । এ ছাড়াও আমার এ পোস্টের মাধ্যমে কাউকেই ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতে পরামর্শ জ্ঞাপন করছি না । এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিনিয়োগ । আপনার বিনিয়োগকৃত অর্থের পুরোটাই লস হওয়ার সম্ভাবনা যথেষ্ঠ রয়েছে । অতএব, যা করবেন সম্পূর্ণ নিজের ইচ্ছেতে এবং বুঝে শুনে করবেন ।
আজকের পোস্টটি একটি খুবই মজার কনটেস্ট নিয়ে করতে যাচ্ছি । আগামী ২০২৫ সালে কিছু কিছু ক্রিপ্টো টোকেনের প্রাইস কেমন হতে পারে সে সম্পর্কে একটা প্রাইস প্রেডিকশন কনটেস্ট এটি । কিছুটা আন্দাজ, কিছুটা প্রাইস চার্ট এনালাইসিস এবং বাকীটা এ সকল ক্রিপ্টো টোকেনের প্রাইস হিস্টোরি থেকে তথ্য ও উপাত্ত নিয়ে সেগুলো বিশ্লেষণ করে এই প্রাইস প্রেডিকশনটা করতে হবে । যাঁরা তথ্য ও উপাত্ত সঠিকভাবে বিশ্লেষণ করে এবং প্রাইস চার্টের টেকনিক্যাল এনালাইসিস করে প্রেডিকশনটা সুন্দর ভাবে করতে পারবেন তাঁদের মধ্যে থেকেই সব চাইতে সেরাদের বাছাই করে বিজয়ী হিসাবে নির্বাচিত করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে ।
২০২৫ সাল কেন ?
উত্তরটা খুবই সিম্পল । ২০২৪ সালে বিটকয়েনের চতুর্থ halving সংঘটিত হবে । এ পর্যন্ত ২০১২, ২০১৬ এবং ২০২০ সালে এই halving গুলো সংঘঠিত হয়েছে । বিটকয়েন নেটওয়ার্কে প্রতি চার বছর অন্তর অন্তর মাইনিং রেয়ার্ডস হাফ করা হয়ে থাকে । অর্থাৎ, প্রত্যেক ভ্যালিড ব্লক প্রোডিউস এ মাইনিং রিয়ার্ডস পূর্বোক্ত halving এর অর্ধেক হয়ে যায় । একদম শুরুতে এক একটা ব্লক প্রোডিউস করলে মাইনাররা মাইনিং রিয়ার্ডস হিসেবে ৫০ বিটকয়েন পেতেন । চার বছর পরে সেটা ২০১২ সালে অর্ধেক হয়ে ২৫ বিটকয়েন হয়ে যায় । তারপরের halving এ, অর্থাৎ, ২০১৬ সালে সেটা আবার অর্ধেক হয়ে ১২.৫ বিটকয়েন হয়ে যায় । এবং সর্বশেষ ২০২০ সালের হাভিং -এ সেটা আবার অর্ধেক হয়ে ৬.২৫ বিটকয়েন হয়ে যায় ।
প্রত্যেক হাভিং এর শেষে কম বেশি ১৫০ দিন পর থেকে হাভিং এর ইমপ্যাক্ট প্রাইস এর ওপর পড়তে শুরু করে । হাভিং হলে যেহেতু মার্কেটে ফ্রেশ নিউ বিটকয়েন এর সাপ্পলাই অর্ধেক হয়ে যায় সেহেতু প্রাইস এর উপরে মাত্রারিক্ত ইমপ্যাক্ট পড়ে । সাপ্লাই কমে যাওয়াতে অর্থাৎ চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ার ফলে দামটাও খুব দ্রুত বাড়তে থাকে ।
দেখুন প্রথম হাভিং -এ ২০১২ সালের শুরুতে দাম ছিল $৭ । মোট ২১ মিলিয়ন কয়েনের মধ্যে ১০.৫ মিলিয়ন কয়েন অলরেডি মাইন্ করা হয়ে গিয়েছিলো । তখন মাইনিং রিয়ার্ডস ছিল ৫০ বিটিসি । হাভিং এর পর দাঁড়ালো ২৫ বিটিসি । যেই ২০১২ সালের হাভিং হলো সেই প্রাইস বৃদ্ধি পেয়ে ২০১৩ সালে সর্বোচ্চ ১৭০ গুণ হলো ।
এভাবে ক্রমে ক্রমে ২০১৬ সালে হাভিং এর টাইমে আগের ১০.৫ মিলিয়ন সহ মোট ১৫.৮ মিলিয়ন কয়েন মাইন্ করা কমপ্লিট হয়ে যায় । তখন মাইনিং রিয়ার্ডস ছিল ২৫ বিটিসি । হাভিং এর পর দাঁড়ালো ১২.৫ বিটিসি । যেই ২০১৬ সালের হাভিং হলো সেই প্রাইস বৃদ্ধি পেলো ২০১৭ সালে সর্বোচ্চ ৩০ গুণ ।
এরপর সর্বশেষ হাভিং ২০২০ সালে সংঘটিত হলো । আগের ১৫.৮ মিলিয়ন সহ সর্বমোট ১৮.৪ মিলিয়ন মাইন্ কমপ্লিট হলো । তখন মাইনিং রিয়ার্ডস ছিল ১২.৫ বিটিসি । হাভিং এর পর দাঁড়ালো ৬.২৫ বিটিসি । যেই ২০২০ সালের হাভিং হলো সেই প্রাইস বৃদ্ধি পেলো ২০২১ সালে সর্বোচ্চ ১০ গুণ ।
তাই পরবর্তী প্রাইস প্রেডিকশন এর জন্য ২০২৫ সালকে বাছা হয়েছে ।
০১. বিটকয়েন (BTC) প্রাইস প্রেডিকশন ২০২৫ : সর্বোচ্চ কত অব্দি টাচ করতে পারে ? (ডলারে)
০২. ট্রন (TRX) প্রাইস প্রেডিকশন ২০২৫ : সর্বোচ্চ কত অব্দি টাচ করতে পারে ? (ডলারে)
০৩. স্টিম (STEEM) প্রাইস প্রেডিকশন ২০২৫ : সর্বোচ্চ কত অব্দি টাচ করতে পারে ? (ডলারে)
০৪. স্টিম ব্যাকড ডলার (SBD) প্রাইস প্রেডিকশন ২০২৫ : সর্বোচ্চ কত অব্দি টাচ করতে পারে ? (ডলারে)
০৫. হাইভ (HIVE) প্রাইস প্রেডিকশন ২০২৫ : সর্বোচ্চ কত অব্দি টাচ করতে পারে ? (ডলারে)
নিয়মাবলী :
০১. tag হিসেবে crypto-contest এবং abb-contest এই দুটি ট্যাগ মাস্ট ইউজ করতে হবে আপনার পোস্টে
০২. উপরোক্ত পাঁচটি ক্রিপ্টো টোকেনের সব গুলিরই প্রাইস প্রেডিকশন করতে হবে
০৩. যথা সম্ভব আপনার প্রাইস প্রেডিকশন এর সপক্ষে যুক্তি এবং তথ্য উপস্থাপন করতে হবে
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ক্রিপ্টো নিয়ে আমার মোটামুটি বেশ ভালো কৌতূহল আছে। আমি চেষ্টা করব এই প্রতিযোগিতা টাই অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শেষ তারিখ কবে সেটা পোস্টে উল্লেখ করেন নাই দাদা। যদি বলে দিতেন।।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের জন্য।অনেক ভাল থাকবেন দাদা।এই প্রতিযোগিতার বিষয়ে আমার তেমন ধারনা নেই।তাই মনে হয় না অংশগ্রহন করতে পারব। দেখি কি করতে পারি।বাকি সকলের জন্য রইল অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ দাদা।
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
আপনাকে ও নতুন বছরের অগ্রিম অনেক শুভেচ্ছা রইল দাদা। নতুন বছরের শুরুতেই এত সুন্দর একটা কনটেস্ট দেখে ভীষণ ভালো লাগলো। তবে যদিও ক্রিপ্টো কারেন্সি নিয়ে আমরা অতটা জ্ঞান নেই। কিন্তু তারপরেও আমি এনালাইসিস করে চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। দাদা আপনার কাছ থেকে এরকম একটা প্রতিযোগিতা পেয়ে ভীষণ ভালো লাগলো। আশা করছি সবাই নিজের মত করে জয়েন করবে।
মার্কেট এনালাইসিস জানলে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম। কি আর করা। যেহেতু মার্কেট এনালিসিস জানি না তাই অন্যদের পোস্টগুলো বসে বসে দেখবো। দেখি কে কেমন প্রেডিকশন করে? দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা।
নতুন বছরের শুরুটা তো দারুণ কনটেস্ট দিয়ে শুরু করেছেন দাদা।চেষ্টা করব সবকিছু বুঝেশুনে এবং এনালাইসিস করে প্রতিযোগিতায় অংশ নেয়ার।আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর এমন অসাধারণ একটি প্রতিযোগিতা নিয়ে আমাদেরকে আবারো উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ রইল।সত্যিই খুব ভালো লাগলো ভিন্ন ধরনের কনটেস্ট দেখে।
অনেক চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। তবে মার্কেট এনালাইসিস সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই। তারপরও যতটুকু ধারনা নিতে পারব তা দিয়ে একটি পোস্ট শেয়ার করার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। এই প্রতিযোগীতার মাধ্যমে আমাদের সকলের অনেকটাই মনোবল বৃদ্ধি পাবে।
Hi, @rme dada, is this contest for all or just for the members of the bangla community?
And what is the contest deadline?
Any Steemian can participate :)
I was thinking to ask you about this question but already answered my question.
Thank you @rme