প্রকৃতির কয়েকটি ছবি - "পাতার বাহার" (nature photography - leaves)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ঘাসের ডগায় শিশিরবিন্দু রোদ লেগে হীরের কুচির মতো দ্যুতি ছড়াচ্ছে । রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতাটির মতো -
"দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু ।"


বৃষ্টির ফোঁটা কামিনী ফুলগাছের পাতার উপর পড়ে অসাধারণ একটা দৃশ্য সৃষ্টি করেছে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে ।


তালগাছের পাতা; গ্রামের দিকে আগে প্রচুর তাল গাছ দেখতে পাওয়া যেত , দুঃখের বিষয় এখন তাল গাছের সংখ্যা খুবই কমে গেছে ।


কচুর পাতায় বৃষ্টির জলের ফোঁটা টলমল করছে । কচু, শাপলা, পদ্ম পাতায় এক ধরণের মোমের আবরণ থাকে তাই জল লেগে থাকে না , টলমল করতে করতে একটু হওয়ার নাড়া লাগলেই পড়ে যায় ।


মাকড়শার অতি সূক্ষ জালে সকালবেলাকার শিশিরবিন্দু পড়ে একটার পর একটা বিন্দু জুড়ে যেন একটা মুক্তার মালা গড়েছে , অপূর্ব ।


একটি অচেনা ঘাসফুল ; ফোঁটার আগের মুহূর্ত । খুব সম্ভবতঃ এই গুলির নাম cattail ।

Sort:  
 3 years ago 

ছবিগুলো সত্যিই অসাধারণ হয়েছে। আপনি আপনার ফটোগ্রাফির স্কিল এতদুর পর্যন্ত নিয়ে গিয়েছেন দেখে অবাক হলাম। সত্যি অপূর্ব।

 3 years ago 

আমি শৌখিন ফটোগ্রাফার , প্রফেশনাল নই , তারপরেও ছবিগুলো আপনাদের ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ।

 3 years ago 

কি বলেন ভাই প্রফেশনাল এর চেয়ে কম কিছু নয়। আপনার ছবিগুলো অত্তন্ত সুন্দর হয়েছে। আমি তো দেখি মনে করেছিলাম আপনি একজন প্রফেশনাল ফোটোগ্রাফার।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক নিখুঁতভাব ফুটে তুলেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগুলো দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ :)

 3 years ago 

খুবই মন মুদ্ধকর এবং শান্তি ময় প্রকৃতির অপরুপ ছবিগুলি।

 3 years ago 

হ্যাঁ , ঠিকই বলেছো । প্রকৃতির অপরূপ নির্মল সৌন্দর্য সত্যি সবাইকে আকৃষ্ট করে ।

 3 years ago 

দাদা প্রকৃতির ছবিগুলি অনেক সুন্দর । কিন্তু দ্বিতীয় শিউলি ফুল গাছের ছবিটি আমার কাছে কামিনী ফুলের গাছ বলে মনে হচ্ছে। ধন্যবাদ দাদা।

 3 years ago 

কামিনী ফুলের গাছ ? হ্যাঁ ওটাই সঠিক । আমি আবার গাছপালা তেমন একটা চিনি না । ধন্যবাদ ত্রুটি সংশোধনের জন্য ।

অনেক সুন্দর হয়েছে ভাই ফটোগুলো, নিখুঁতভাবে তুলেছেন ভালো লাগলো।

 3 years ago 

ফটোগুলো আপনাকে আনন্দ দিতে পেরেছে শুনে সত্যি খুব ভালো লাগলো ।

হ্যাঁ ভাইয়া।

 3 years ago 

ফোটোগুলো বেশ সুন্দর ।

 3 years ago 

ধন্যবাদ দীপ্র

 3 years ago 

ভাইয়া আমি তো আপনার ফটোগ্রাফির প্রেমে পড়ে গেলাম। মন চাচ্ছে আপনার ফটোগ্রাফি নিয়ে একটা কবিতা লিখে ফেলি 🥰🥰

 3 years ago 

তাই ? লিখুন লিখুন। .. আজকেও ভাবছি একটা ফটোগ্রাফি পোস্ট করবো ।

 3 years ago 

জ্বি ভাইয়া। নিরিবিলি পরিবেশ পাচ্ছি না, কবিতা লেখার মত, সুযোগ হলেই লিখে ফেলবো।

অনেক সুন্দর ছবি ও তার বর্ণনা। যা ছবি তোলা ব্যাক্তিটির দক্ষতাকে জানান দেয়।
শিরোনামের নিচে আবার ইংরেজি লেখাটি কি জরুরি! ?
আপনাকে সুস্বাগতম।

 3 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ । আপনাকেও স্বাগতম ।

ভাই ফটোগ্রাফিক গুলো অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই :)

 3 years ago 

দক্ষ হাতের নিখুতের সাথে চমৎকার কিছু প্রকৃতির দৃশ্য দেখলাম। দারুন ফটোগ্রাফি ভাই। আমিও বেশ কিছু দৃশ্য ক্যাপচার করেছি এই সপ্তাহে গ্রামের বাড়ী হতে আস্তে আস্তে সবগুলো শেয়ার করবো।

 3 years ago 

করুন করুন শেয়ার করুন , আপনাদের মূল্যবান লেখা আঁকা ছবিতে পূর্ণ হোক আমাদের কমিউনিটি ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91358.60
ETH 3091.62
USDT 1.00
SBD 3.16