আগামী মাসে অনুষ্ঠিতব্য "আমার বাংলা ব্লগের" বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের কী সাজেশন ?
"আমার বাংলা ব্লগের" যাত্রাটা মোটেও আজকের এই দিনটির কথা চিন্তা করে শুরু করিনি। অর্থাৎ এই আমার বাংলা ব্লগ কমিউনিটিটি একেবারেই আমার শখের বশবর্তী থেকেই শুরু করেছিলাম। বাংলা ভাষা এবং বাংলার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে একটি তীব্র ভালোবাসার টানে এই আমার বাংলা ব্লগের সৃষ্টি। বরাবরই বাংলাতে লেখালেখি করাটা আমার কাছে খুব ভালো লাগার এবং ভালোবাসার জায়গা ছিলো শুরু থেকেই এবং সেই ভালোবাসা থেকেই আজকের আমার এই আমার বাংলা ব্লগ। স্টিমিটে বাংলার জন্য জায়গা করে নিতে চাইলেও প্রথমে খুব একটা সম্ভব হয়নি কাজটা। কিন্তু বেশ দীর্ঘ একটা সময় পর আমরা সে অবস্থানটা বেশ অনেকটাই অর্জন করতে পেরেছি বর্তমানে।
এই প্লাটফর্ম কিংবা এই কমিউনিটি আমার খুব শখের জায়গা হলেও এটা বর্তমানে আমার দৈনন্দিন জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। ঠিক যেনো আমার নিজের পরিবার। আমার প্রতিটা দিন-ই এই কমিউনিটিতে, এই প্ল্যাটফর্মে অনেকটা সময় ব্যয় করতে হয় এবং এটা একেবারেই আমার ভালোবাসা থেকে আমি করি। যদি সত্যি কথা বলি, তাহলে আমার বাংলা ব্লগ আমার ভালোবাসার অন্য একটি রূপ। আমার অন্য একটি স্বপ্ন এবং আমার এই ভালোবাসা পূর্ণতা পেয়েছে দেখেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
আনন্দের ব্যাপার হচ্ছে, দেখতে দেখতে আমার বাংলা ব্লগ এর তিন বছর হতে চলেছে। মনে হচ্ছে এই তো সেদিন কমিউনিটি খোলার কথা বলছিলাম। সময় কতো দ্রুত চলে যায়! স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয় তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি শুরুতেই তাঁদেরকে ধন্যবাদ দিতে চাই যাঁরা আমার বাংলা ব্লগের সাথে শুরু থেকে আমাদের পাশে রয়েছেন, আমাদের প্রতিটি কাজে আমাদের সাহায্য করেছেন। একটি কমিউনিটিতে ইনভেস্ট করে কমিউনিটি খোলা খুব সহজ, কিন্তু একটি কমিউনিটি এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব হতো না, যদি না আপনারা আমার পাশে থাকতেন। সকলের ভালোবাসা, আগ্রহ, সকলের কন্ট্রিবিউশনের ফলে আজকের আমার বাংলা ব্লগ।
আগামী ১১ জুন আমার বাংলা ব্লগের তিন বছর পূর্ণ হতে যাচ্ছে। গতবারের ন্যায় এবারও আমরা তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করতে চাই। কিন্তু সেটার এখনও ঠিক সেভাবে পরিকল্পনা করে উঠতে পারিনি আমরা এবং তার জন্য দরকার আপনাদের মতামত ও পরামর্শ। আপনারা তৃতীয় বর্ষপূর্তি কিভাবে আয়োজন করতে চান, সেটাই ব্যক্ত করবেন এই পোস্টের কমেন্ট বক্সে। অর্থাৎ, তৃতীয় বর্ষপূর্তি উদযাপনে কোন কোন অনুষ্ঠানের আয়োজন করা যায় তার মতামত শেয়ার করবেন।
পরিকল্পনায় অবশ্যই নিম্নের দুইটি বিষয়কে প্রাধান্য দিতে হবে -
১) আয়োজনটি কয় ভাগে এবং কতদিন ব্যাপী করতে চান?
আমরা খেয়াল করেছি আমাদের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানটা খুব একটা উপভোগ্য হয়নি, তবে ২য় টি হয়েছিলো। কারণ ১মটি বেশ অনেকটা সময় ধরে চলেছিলো। তাই আমি মনে করি যদি ভাগ ভাগ করে আয়োজনটি করা যায়। সে ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি আনন্দদায়ক হবে। তবে অবশ্যই তা করা হবে আপনাদের মতামতের ভিত্তিতে। তাই আপনারা আবার আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন।
২)আয়োজনে আপনারা কি কি সেগমেন্ট সংযুক্ত রাখতে চান?
আমার বাংলা ব্লগ এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনারা ঠিক কোন কোন আয়োজন এবং অনুষ্ঠান চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অর্থাৎ আপনারা কোন কোন সেগমেন্ট সংযুক্ত করতে চান, সেসব কিভাবে বাস্তবায়ন করা যায়, তা বিস্তারিতভাবে শেয়ার করতে পারেন।
আমার বাংলা ব্লগের সকল ইউজারগণ এই পোস্টের নিচে কমেন্ট করে আপনাদের মতামত এবং পরিকল্পনা শেয়ার করবেন। উপযুক্ত এবং ভালো পরামর্শ দাতাদের পরামর্শ গুলোর সমন্বয়ে আমরা আমাদের অনুষ্ঠানটির আয়োজনের ব্যবস্থা করবো।আপনারা আপনাদের নিজেদের মতামতগুলো নিঃসংকোচে আমাদের সাথে শেয়ার করুন। তবে অবশ্যই তা খুব দ্রুত শেয়ার করতে হবে এই মাসের মধ্যে। যাতে সেটা নিয়ে কমিউনিটির এডমিন, মডারেটরদের সাথে মিটিং করে অনুষ্ঠানটি পুরোপুরি ভাবে ফাইনাল করতে পারি।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
এই প্লাটফর্মে বাংলায় ব্লগিং করতে পারব যেটা কখনো কল্পনাও করতে পারিনি। আপনার কৃতিত্বের কারণে আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি বাংলায় ব্লগিং করতে পেরেছি। তার পাশাপাশি একটি পরিবার উপহার দিয়েছেন যেখানে সময় না দিলে ভালো লাগে না। সত্যিই এটা অনেক বড় একটা প্রাপ্তি। যেটা আপনার কাছেও অনেক মূল্যবান হয়ে দাঁড়িয়েছে তেমনি আমাদের কাছেও।
এই আয়োজনটি তিনটি ভাগে বিভক্ত করা যেতে পারে।প্রথম বছর একদিন ব্যাপি হয়েছিল দ্বিতীয় বছর দুই দিন ব্যাপি হয়েছিল। এবার যেহেতু তৃতীয় বর্ষপূর্তি অনুষ্টান হবে সেজন্য তিন দিনব্যাপী হওয়া উচিত। এই তিন বছর পাশে থাকাকে কেন্দ্র করে অনেক সুখ দুঃখের ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতার উপর একটি প্রতিযোগিতার আয়োজন করা হোক। বর্ষপতি অনুষ্ঠানের আমাদের এই প্ল্যাটফর্মে সবাই ক্রিয়েটিভিটিমূলক কাজ করে থাকে। এই প্লাটফর্ম কে কতটুকু দিতে পেরেছে এবং শিখতে পেরেছে সেই বিষয়ের উপর। তার পাশাপাশি ফাউন্ডার এবং কো-ফাউন্ডার এডমিন, মডারেটর ,ভেরিফাইটি ইউজারদের অনুভূতি ও মতামত শেয়ার করবে।
দ্বিতীয় দিনে বিনোদনমূলক পর্ব অনুষ্ঠান শুরু হবে। যেহেতু আমাদের কমিউনিটিতে অনেকে কবিতা, গান এবং অন্যান্য বিষয়ের উপর পারদর্শী সদস্য রয়েছে। তারা তাদের নিজের লেখা কবিতা আবৃত্তি , গান গেয়ে আমাদের মাঝে আনন্দময় মুহূর্ত উপহার দিবে। এই দিনটি এতটাই ঝাঁকজমকপূর্ণ হবে যে এডমিন, মডারেটরের সাথে আমাদের প্রিয় দাদার কাছ থেকেও গান কবিতা শুনতে ইচ্ছুক।
তৃতীয় দিনে তিনটি সেগমেন্ট থাকবে। কুইজ , ডিজে পার্টি এবং প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে। তার পাশাপাশি ডিস্কোডে যে টিপস দেওয়া হয়। সেটা চলমান থাকবে। আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করার চেষ্টা করেছি দাদা।
দেখতে দেখতে আমাদের সকলের প্রিয় কমিউনিটির আরো একটা বর্ষ পূর্ণ হতে চলেছে। বিগত বছরগুলোতে আমরা অনেক আনন্দের সাথে এই দিনটিকে উদযাপন করেছিলাম আশা করি এবারও তেমনটাই করতে পারব। অনেকেই দেখলাম অনেক সুন্দর সুন্দর মতামত দিয়েছেন আমিও চাই সকল সদস্যের মতামতের উপর ভিত্তি করে একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Congratulations, your post has been upvoted by @upex with a 40.27% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Happy anniversary in advance to my Bengali blog.
This community is one of the best community on this platform, and this is because of its numerous activities and hardworking members.
I will leave the decision of how the anniversary should be organised to the members of this community.
I am sure they have very beautiful ideas 🙂
Thank you Dada for all you do on the platform ❤️❤️❤️
দেখতে দেখতে তৃতীয় বর্ষপূর্তি চলে আসলো। আপনি ঠিক কথা বলেছেন দাদা, যে একটা কমিউনিটিতে ইনভেস্ট করে কাজ করার সহজ কিন্তু এভাবে তিনটা বছর লেগে থাকা অনেকটাই কষ্টকর নিজে ভালোবেসে কাজ করে যাওয়াটা। আপনি হাজারো ব্যস্ততার মাঝে আমাদের এই কমিউনিটিতে প্রায় সময় দেন। আগে যখন কাজ করতাম এডমিনদের সাথে কথা বল তো দূরের কথা, তাদের জীবন নিয়ে দেখায় পেতাম না। কিন্তু আপনি বেশি ভিন্ন ধরনের একটা মানুষ সবার সাথে ফ্রি। আমি কিছু উপদেশ দেয়ার চেষ্টা করতেছি নিচে-
৩-৪ টা ভাগে করা যেতে পারে। প্রতিটা ইউজার নিজের ভালোলাগা আর ভালোবাসা এই তিন বছরের মুহূর্তগুলো দূর করতে পারবে। সকলে আমার বাংলা ব্লগ সাথে তিন বছর কাজ করতে পেরে কেমন অনুভূতি?গানের আয়োজন করা যেতে পারে। যেমন একটা অনুষ্ঠান হয় না তিন চার দিনব্যাপী এরকম যদি তিন চারটা দিন অনুষ্ঠান করা যায় তাহলে ভীষণ খুশিতে যে আমরা গড়ে উঠবো।
বর্ষপতি উপলক্ষে যদি আরো সুন্দর কিছু কনটেস্ট দেওয়া যায় তাহলে আমরা মনের আনন্দে এখানে অংশগ্রহণ করতে পারব। প্রতিটা দিন একটা বিষয় নিয়ে কনটেস্ট দেওয়া হবে। প্রতিটা দিন হ্যাংআউটের মাধ্যমে পরিবেশন করা হবে। এভাবে যদি ৩-৪ দিন এই আনন্দ থাকে আমরা কিন্তু বেশ সুন্দরভাবে এই দিনটাকে মুহূর্তকে ইনজয় করতে পারব। আমি আমার নিজস্ব মতামত তুলে ধরলাম আর কি।
আপনি একজন ঠিক বলেছেন দাদা, দেখতে দেখতে তিনটি বছর অতিক্রম হতে চলেছে। আমার মনে হয় এইতো আমরা কাজ শুরু করলাম কিছুদিন আগেই, এদেরই মাঝে তিন বছর অতিক্রম হতে যাচ্ছে। সত্যি এটা আমাদের সকলের জন্য আনন্দের বিষয়। গত দুই বছর অনেক চমৎকার ভাবেই কিন্তু এই বর্ষপূর্তি অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। এর আগের বছরও দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে চলেছিল। তবে এবার তিন দিন ব্যাপি যেতে অনুষ্ঠান করা হয় তাহলে বিষয়টি আরো ভালো হবে বলে আমি মনে করছি। যেহেতু তৃতীয় বছর অনুষ্ঠান উদযাপন করবো তাই তিন দিন হলেই ভালো হবে।
প্রথম দিনে সর্বপ্রথম ফাউন্ডার এর বক্তব্য এবং কো-ফাউডারের বক্তব্য শুনতে পারি, এরপরে সকল এডমিন এবং মডারেটররা বক্তব্য রাখতে পারেন। এর পরবর্তীতে আমাদের এই কমিউনিটির কিছু সিলেক্টিভ ভেরিফাইড ইউজারদের কাছ থেকে তাদের অনুভূতি শোনা যেতে পারে। পরবর্তীতে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে কিছু কুইজ সেগমেন্ট রাখা যেতে পারে।
দ্বিতীয় দিনে এন্টারটেইনমেন্ট পর্ব রাখা যেতে পারে এবং পরবর্তীতে কুইজ রাখা যেতে পারে। কুইজে ইউজাররা অনেক বেশি আনন্দ উপভোগ করে তাই দুই দিন কুইজ রাখা যেতে পারে।
৩য় দিনে আমার বাংলা ব্লগ কমিউনিটি কিছু অ্যাওয়ার্ড এর ব্যবস্থা করা যেতে পারে। যেমনটা কত দুই বছরে হয়েছিল। এর পরবর্তীতে ডিজে পার্টির ব্যবস্থা করা যেতে পারে।
এছাড়াও দ্বিতীয় বর্ষে একটি গানের ব্যবস্থা করা হয়েছিল। আম্মু যদিও একটি নতুন গান লেখা ট্রাই করছে, যদি গানটি সম্পন্ন হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে।
আমার বাংলা ব্লগ আজ থেকে প্রায় তিন বছর আগে প্রতিষ্ঠিত কমিউনিটি স্টিম থেকে নিজেকে যখন গুটিয়ে নিচ্ছিলাম তখনি আশার আলো জেলে আসল আমার বাংলা ব্লগ।আর শুরু থেকে কাজ করছি একটা আলাদা ভালোবাসা টান থাকছেই এই কমিউনিটির প্রতি আর দাদা আপনি প্রতিনিয়ত এখানে আমাদের এক্সাইটমেন্ট বারাচ্ছেন।আশা করি আগের থেকে এবারেএ আয়োজন অনেক ভাল এবং বড় পরিসরে হবে।
★ প্রথম দিন, যেহেতু এটা ৩ বছর পূরতি অনুষ্টান হবে তাই প্রতিটা এডমিন মডারেটর এছাড়াও পুরাতন যারা একদম সুচনা লগ্ন থেকে এখানে আছে সবার অনুভূতি শোনা যেতে পারে এবং সকল ইউজারদের অভিব্যক্তি জানতে হবে।
★ আমাদের কমিউনিটি নিয়ে সবার মতামত পরিকল্পনা এবং একটা গেম খেলা যেতে পারে সবার সাথে
★
এরপরে শেষ দিন দাদা আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের এই অনুষ্ঠান টা সৃতি হিসাবে রাখতে একটা বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেতে পারে।