আমার ওরিজিন্যাল বাংলা কবিতা "লড়াই" (My Original Bengali Poetry "Struggle")
লড়াই
একটি বৃষ্টির রাত দমকা হাওয়া
আমি এই রাস্তার মোড়ে আটকে
সামনে বৃষ্টির মিছিল আরো ভয়ংকর
জমে হচ্ছে অথৈ জলে চারিদিকে।
কেউ নেই আমার পাশে
এতো নির্জন দুর্যোগের দিনে,
জীবনেরও বাদলা দিন ছিল
ঠিক এই রকম নিঃসঙ্গ অনিশ্চিত।
জানি এই দুর্যোগ থেমে যাবে
আমি ভিজে বাড়ি ফিরবো
পেটে নিয়ে রাক্ষুসে খিদে,
কেউই জানবে না এই রাতের কথা।
আমার জীবনের নদীতে প্রবল ভাঙ্গন
ভেঙে গেছে আমার বাড়ি ঘর
কেউ সেদিন আসেনি ,আমি আশ্রয়হীন,
আজকের এই রাতে অন্তত এই শহর
আমাকে দিয়েছি একটি একচালা ঠাঁই।
কংক্রিটের হৃদয়ে ও কোমলতা আছে
নিজের মানুষের মরুভূমির বুকে,
আমি শুধু দেখেছি সাইমুম ঝড়।
আমার নদীর ওপারে এই শহর
আমাকে দিয়েছি বাঁচার সাহস,
আমি খুঁজেছি আমার মধ্যে অন্য মানুষ।
বৃষ্টি রাতে প্রবল ঝড়ে
ভয়ংকর ঐ রাত দুপুরে
জন শূন্য একলা হয়ে
কাটছিল যে ভয়ে ভয়ে।
জীবন নামের নদীতেও
প্রবল ভাংঙ্গন খেলা
আশ্রয়হীন আশাবাদি
যায় কেটে যায় বেলা।
কংক্রিটের এই হৃদয়েও
আছে কমলতা,
মরুভৃমির সাইমুম ঝড়ের
ভীষন ব্যাকুলতা।
এই শহরটা নদীর ওপার
সাহস দিয়ে বলে
ফিরে আসলাম তোমার বুকে
বাঁচব দুজন মিলে।
দারুন হয়েছে, শুধু দু'একটি বানান শুদ্ধ করুন আর একটা পোস্ট করে দিন । খুব ভালো লেগেছে আপনার এই কবিতাটি আমার কাছে ।
ধন্যবাদ দাদা।
https://steemit.com/hive-129948/@selinasathi1/5gwajc-or-or
"আমার নদীর ওপারে এই শহর
আমাকে দিয়েছি বাঁচার সাহস,
আমি খুঁজেছি আমার মধ্যে অন্য মানুষ।" বাহ্ ফিনিশিং টা সেই রকম হয়েছে ভাই ।
আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো, ধন্যবাদ :)
Take ❤️ দাদা!
থ্যাংক ইউ :)
অনেক সুন্দর ছিল কবিতাটা। আপনার ফটোগ্রাফি দেখে আমি ভাবছিলাম। কোথাও থেকে নেওয়া। পরে দেখি আপনার নিজের তোলা।অনেক ভালো লাগল দাদা আপনার পোষ্টটা।
ফোটোগ্রাফিটা তাহলে খারাপ হয়নি, কি বলেন ?
দাদা খারাপ হওয়ার তো প্রশ্নই আসে নাই। মনে হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফারের তোলা।
অনেক ধন্যবাদ আপনাকে :)
❤️🥰🥰
কবিতাটি চমৎকার হয়েছে। এককথায় অপুর্ব। ফটোগ্রাফিটা দারুন হয়েছে।
আপনার প্রশংসাটাও খুবই চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ :D
অসাধারন কবিতা। কবিতার মাঝে অনেক কথা লুকিয়ে রয়েছে।
কবিতাটির সারমর্ম realize করতে পারার জন্য আপনাকে অভিনন্দন :)
ধন্যবাদ ভাই
প্রতিনিয়ত এই রকম দৃশ্যের নির্মম স্বাক্ষী হচ্ছি এই শহরের মাঝে এসে, কিন্তু কোথায় যেন আটকে আছে সবাই, কেউ এগিয়ে যায় না কারোর জন্য কারন বিবেক আজ পেরেকের মাঝে থাঁঠা পোষ্টারের মতো হয়ে নিথর হয়ে গেছে।
অন্যবদ্য লেখা দাদা, কোন কথা হবে না, শুধু তালি হবে।
আপনিও তো অনবদ্য ব্যাখ্যা করলেন, সাহিত্যজ্ঞান গভীর আপনার :)
দাদা জানেন তো,,, আপনার লেখা অনেকটা বাস্তবমুখী। মনে হয় যেন জীবন থেকে নেওয়া।
কবিতা লেখার সময় আমার মাথায় আর কিছু ঢোকে না, শুধু মানুষের জীবনের কঠিন বাস্তবতাটাই চোখের সামনে দেখতে পাই, তাই সব কবিতাই জীবনমুখী মনে হয় আপনাদের কাছে :)
অসাধারন কবিতা, খুবই ভাল লাগল। আরো অসাধারন ফটোগ্রাফিটি।
অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম ।
অনবদ্য কবিতা লিখেছেন দাদা।যা বাস্তবিকতায় ভরা। জীবনের প্রতিটা মুহূর্তই সংগ্রাম এবং লড়াইয়ের।কিন্তু মনে সাহস রেখে তার সমাধান ও নিজেকেই করতে হয়।নিজের মানুষ শুধু সান্ত্বনা দিতে পারে।কংক্রিট এবং মরুভূমির বুকেও শান্তি আছে সেটা শুধু নিরাশ্রয় মানুষেরাই বোঝে।ধন্যবাদ দাদা ।
চমৎকার ব্যাখ্যা দিয়েছ কবিতাটির , অনেক ধন্যবাদ তোমাকে :)