স্টিমিট কমিউনিটিতে সক্রিয় থাকবেন যেভাবে তার কিছু টিপস

in আমার বাংলা ব্লগlast year


Steem_logo-02.png


স্টিমিট কমিউনিটি গুলোতে সক্রিয় থাকাটা খুবই জরুরি । কারণ, স্টিমিট কমুনিটিগুলোতে শুধুমাত্র ভালো কোয়ালিটির পোস্ট লিখলেই হয় না, সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম চলা লাগে, তা না হলে স্টিমিট ব্লগিংয়ে সফল হওয়া এক কথায় অসম্ভব । তো চলুন জেনে নেওয়া যাক টিপসগুলো :


╰┈➤স্টিমিট প্লাটফর্মের প্রতিটা কমিউনিটিতে আপনি ইচ্ছে করলেই পোস্ট করতে পারেন, তবে মনে রাখবেন শুধুমাত্র ট্রেন্ডিং কমুনিটিগুলোতে পোস্ট করলে আপনার পোস্ট curation এ যাওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি ।

╰┈➤কোনো কমিউনিটিতে আর্টিকেল লেখার পূর্বে আপনার পরিচিতিমূলক একটা পোস্ট লেখা অবশ্য কর্তব্য ।

╰┈➤প্রত্যেক কমিউনিটির কিছু রুলস থাকে, সেগুলো অবশ্য পালনীয় । আপনি সব সময় কমিউনিটির রুলস গুলো ভালোভাবে ফলো করে চলবেন ।

╰┈➤কমিউনিটিতে আপনার কাজ শুধুমাত্র নিজের পোস্টটা করা নয় । এটা মাথায় রাখবেন যে এটা একটা কমিউনিটি, আর তাই কমিউনিটিতে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করাটা একান্ত জরুরি । এই এনগেজমেন্ট জিনিস তা কি ?

এনগেজমেন্ট হলো কমিউনিটিতে আপনি নিজের পোস্ট করার পাশাপাশি অন্যদের পোস্ট পড়বেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আপনার নিজের পোস্টের অন্যদের কমেন্টের সঠিক রিপ্লাই দেবেন, অন্য কারো পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করতে চাইলে রি-ব্লগ করবেন এবং সর্বোপরি আপভোট প্রদান করবেন।

আপনি কমিউনিটির অন্যান্য সদস্যদের সাথে ইন্টারঅ্যাকশন বৃদ্ধির জন্য নিয়মিত তাদের পোস্টে কমেন্ট এর মাধ্যমে কথা বলতে পারেন এবং সেই সাথে কমিউনিটির ডিস্কোর্ড সার্ভারে অন্য সদস্যদের সাথে চ্যাটও করতে পারেন ।

আর একটা কথা, স্টিমিট প্লাটফর্মের প্রাণ হলো এর আপভোটিং সিস্টেম । তাই, আপনি শুধুমাত্র নিজের পোস্টে আপভোট প্রত্যাশী না হয়ে অন্যদের পোস্টে নিয়মিত আপভোট প্রদান মাস্ট করবেন । আপনার আপভোটের মূল্য এক জন যে কোনো ব্লগারের কাছে অপরিসীম । মনে রাখবেন একটা আপভোট = "আমি আপনার পোস্টটি লাইক করেছি" । এই কম্প্লিমেন্টটা যে কোনো ব্লগারের কাছে বিশাল একটা ব্যাপার ।

ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যেমন কোনো পোস্টে লাইক বা কমেন্ট না করলে সেটাকে জিরো এনগেজমেন্ট ধরা হয়, স্টিমিটেও ঠিক তেমনটাই ।

জিরো এনগেজমেন্ট থাকলে সেই ব্লগার যত ভালো কোয়ালিটিফুল পোস্টই করুক না কেনো আমার মতো যে কোনো কিউরেটর এর কাছে তার কোনো মূল্য নেই । তা সেই ব্লগার কোনো কমিউনিটির অ্যাডমিন/মডারেটর, স্টিমিট প্লাটফর্মের উইটনেস/স্টিম রিপ্রেজেন্টিটিভ অথবা সাধারণ ব্লগার হোক না কেন, আমার কাছে তার কোনো মূল্যই নেই ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২২ ডিসেম্বর ২০২৩

টাস্ক ৪৫০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 0dd4628b94efb1600096783cd85debebfb451e86933578ee0f9b476fa294b049

টাস্ক ৪৫০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 last year 

প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়ে গিয়েছি আমার আরো দুইটি NFT আর্ট নিয়ে । ভারত একটি কৃষিপ্রধান দেশ । এই দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ ভাতের উপর নির্ভরশীল । কৃষি জমিতে তাই ভারতীয় এক রাজকন্যার বিচরণের চিত্র আমার আজকের NFT আর্টের মূল প্রতিপাদ্য বিষয় ।

তো চলুন দেখে নেওয়া যাক আর্ট দুটি -


"কৃষি জমিতে ভারতীয় এক রাজকন্যার বিচরণ চিত্র"

Screenshot 2023-12-22 235901.png
০১. Indian Princess

Screenshot 2023-12-23 000004.png
০২. Indian Princess

This is a very beautiful art of the Indian princess moving around in the garden.

Thank you for sharing this with us Dada

 last year 

প্রতিনিয়ত আপনার আর্ট গুলো দেখে সত্যিই মুগ্ধ হচ্ছি ।অনেক ভালো লাগে । যেটা ধারাবাহিকভাবে বাস্তবিক জীবনের তাৎপর্য ফুটিয়ে তোলে সেই ধরনের চিত্রশিল্প।

 last year 

অসাধারণ এগুলো।মনে হচ্ছে যেন বাস্তবভাবে দেখছি। কৃষি জমিতে সবাই কাজ করছে আর রাজকন্য দাঁড়িয়ে আছে।

 last year 

অসম্ভব সুন্দর হয়েছে আর্ট দুটি

 last year 

আজকের লেখাটি বেশ সময় উপযোগী ছিলো দাদা।আসলে আমাদের সকলের ই এংগেজমেন্ট এর দিকটায় বিশেষভাবে নজর দেওয়া উচিত।আর এই বুলেট টিপস গুলো মানা টা আমাদের সকলের জন্যেই জরুরি।অন্যান্য কাজের মাঝে কমিউনিটির প্রাণ কি তা ভুলে গেলে সত্যিই চলবেনা।

ঠিক কথা বলছেন

 last year (edited)

অতিশয় গুরুত্বপূর্ণ একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার এই পোস্ট পড়ে আমি অনেক উপকৃত হলাম। আশা করি আমার মত অনেক ইউজার উপকৃত হবে। তাই চেষ্টা করলাম সাথে সাথে রিস্টিম করে আমার নিজের আইডিতে রেখে দিতে। ধন্যবাদ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন দাদা।একজন ভালো মানের ইউজারের ক্ষেত্রে এনগেজমেন্ট ধরে রাখাটা খুবই জরুরি।অবশ্যই এটা গুরুত্ব সহকারে মেনে চলার চেষ্টা করবো দাদা।সকলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নিঃসন্দেহে চমৎকার টিপস হবে।ধন্যবাদ দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন দাদা ৷ আসলেই আমাদের সবার এংগেজমেন্ট বৃদ্ধি করার প্রয়োজন ৷ এই প্ল্যাটফর্মের আমরা কাজ করে আসছি , আমাদেরই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কথা চিন্তা করতে হবে ৷ এবং আমরা যেই কমিউনিটিতেই কাজ করি না কেনো , সেই কমিউনিটির নিয়ম কানুন মেনে কাজ করা উচিত ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কথা গুলো শেয়ার করার জন্য ৷ আমি সর্বদা চেষ্টা করবো আপনার পরামর্শ গুলো মেনে চলার ৷

Posted using SteemPro Mobile

 last year 

দাদা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। স্টিমিট কমিউনিটিতে আমাদের সক্রিয় থাকার জন্য চমৎকার কিছু টিপস্ শেয়ার করেছেন। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। উপরোক্ত টিপস্ গুলো ফলো করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ❣️ দাদা আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

 last year 

খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন দাদা। যদিও আমরা এই বিষয়ে মোটামুটি জানি কিন্তু খুব কম মানি। তারপরও আপনার পোস্টের মাধ্যমে এই বিষয় গুলোর গুরুত্ব আরো বেড়ে গেলো। আশা করি এখন থেকে কমিউনিটির নিয়ম গুলো সুন্দর ভাবে মেনে চলার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা।

 last year 

মনে রাখবেন একটা আপভোট = "আমি আপনার পোস্টটি লাইক করেছি" ।

দাদা এই কথাটা ডিসকোর্ড চ্যাটিং সহ লাইভ হ্যাংআউটে আমাদেরকে অনেকবার বলেছেন৷ আমাদের উচিৎ ছিলো তখন থেকেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে সেভাবে কাজ করা। এত সুন্দর ভাবে প্রত্যেকটা ছোট থেকে বড় সব বিষয়গুলোর উপর গাইড করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা। 💞

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98204.12
ETH 3444.02
USDT 1.00
SBD 3.22