ভালোবাসা (LOVE)
image source & credit: copyright & royalty free PIXABAY
ভালোবাসা কি ?
শুধুই কি একটি অনুভূতি ?
নাকি আরো কিছু ?
হাজার প্রিয় মানুষের ভীড়ে
যখন তুমি অনুভব করবে শূন্যতা
কারো বিহনে,
জানবে তার নামই ভালোবাসা ।
শত মন খারাপের মাঝে
যার কণ্ঠস্বর, একটি রাঙা গোলাপ
তোমাকে অপার আনন্দ দেবে,
জানবে সেটিই ভালোবাসা ।
খুশির দিনে যাকে সর্বপ্রথম
খুশির ভাগ দিতে মন ব্যাকুল হবে,
জানবে সেই ব্যাকুলতাই ভালোবাসা ।
কাজের চাপে কোনো পুরুষ যদি
তোমায় সময় দিতে অপারগ হয়;
তবে এর মানে এই নয় যে
সে তোমাকে ভালোবাসে না ।
তোমাকে সুখী করতেই নিরন্তর
সে নিজেকে সপেঁছে কর্মব্যস্ত জীবনের যাঁতাকলে,
শুধু তোমাকেই ভালোবেসে,
শুধু তোমারই জন্য ।
যে নারী সবার সমানে তোমাকে
করে প্রত্যাখ্যান, এর মানে এই নয় যে
সে ভালোবাসে না তোমায় ।
নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায় ।
প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও জানবে
সে আসলে শুধু তোমাকেই চায় ।
যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে ।
যে নারী তার অন্তরের ব্যাথা তোমাকে দেখাবে,
বুঝবে সে তোমাকেই শুধু ভালোবাসে,
আর কাউকে নয় ।
কেননা নারী হৃদয়ের গোপন কান্না
শুধু নিজ হৃদয়ের সাথেই শেয়ার করে
আর তুমি তার সেই হৃদয়টাই ।
ভালোবাসা এমন একটি শব্দ যেটি গুণগতভাবে পরিমাপের আওতায় নিয়ে আসা যায় না কিন্তু খুব ভালোভাবে অনুভব করা যায়। ব্যাকুলতা এবং ভালোবাসার মানুষের জন্য ভালো কিছু করার চেয়ে প্রত্যয় তা দিয়েই আমরা বুঝতে পারি ভালবাসার গভীরতা। অনেক ভালো লেগেছে কবিতাখানি। এরকম কবিতা আরো ভবিষ্যতে দেখতে চাই যা জীবনের উপলব্ধি এবং জীবনকথা কে ফুটিয়ে তোলে। ধন্যবাদ।
জাস্ট অসাধারণ দাদা, আপনি ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটি প্রবন্ধ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি অনেক রকম ভাবে আমাদের বুঝিয়েছেন ভালোবাসা কি...!! আসলে আমার কাছে মনে হয় ভালোবাসা টা হচ্ছে এক এক জনের কাছে এক এক রকম। তবে আমার কাছে ভালোবাসা মানে কি..!এর দুইটি ব্যাখ্যা আছে, এক নম্বর ব্যাখ্যা হলো ভালোবাসা মানে অনেক দূর থেকে তাকে দেখে মনের মধ্যে প্রশান্তি অনুভব করা। আর একরকম হচ্ছে তাকে পাবোনা জেনেও মন প্রাণ দিয়ে ভালোবেসে যাওয়া।
ভালোবাসার মধ্যে কোনো সীমা-পরিসীমা থাকে না, ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে। 💔পৃথিবীতে আর এক প্রকার ভালোবাসা থেকে যায় সেটা হচ্ছে, আমি যাকে ভালোবাসি অর্থাৎ অপর পাশের মানুষটার কাছ থেকে কোন কিছু আশা না করা 🤟হোক সেটা ভালোবাসা বা অন্যকিছু😍 এটাই আমার কাছে ভালোবাসার মানে💔💔
দাদা আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলেই ভালোবাসা কি এখন হয়তোবা মানুষ বুঝে উঠতে পারেনি। ভালোবাসা একটি অফুরন্ত জায়গা এই কথাটি বেশ সুন্দর হবে কবিতার মাঝে উপস্থাপন করেছেন। এই কবিতার মাঝে চারটি চরণ আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে।
নারীর জীবনে পুরুষের মতো নয়, পরিস্থিতির কাছে আসলেই সে অসহায়। প্রকাশে প্রত্যাখ্যান করলে জানবে, সে আসলে শুধু তোমাকে চায়।
অসাধারণ হয়েছে দাদা আপনার কবিতাটি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনার কবিতায় সব সময় ভালো হয় আর এই কবিতাটি ও তার ব্যতিক্রম নয় ।কবিতাটি সত্যিই চমৎকার হয়েছে। ভালোবাসা নিয়ে আপনার অনুভুতি যেভাবে ব্যক্ত করেছেন এককথায় বলতে গেলে মন ছুঁয়ে গেছে। হাজারো মানুষের ভিড়ে শূন্যতা অনুভব করা যায় যদি সত্যিই কাউকে ভালোবাসা যায়। এই লাইনটি আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
এই লাইনটা দাদা অসম্ভব সুন্দর। আপনার কবিতা লেখার স্কিল প্রশংসা করলেও কম হয়ে যাবে। প্রতিটা লাইন মন ছুঁয়ে গেছে। সত্যি দাদা আপনি অলরাউন্ডার আপনার যেমন তো কবিতা তেমন সুন্দর ছবি তুলতে পারেন।
Love
(L--Long-lasting দীর্ঘস্থায়ী।
O -- Originalমূল্য।
V -- Valuable মূল্যবান।
E -- Emotions আবেগ ।)
এই ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে যাতে মূল্য দিতে হবে যাতে ভালোবাসা মূল্যবান হয় এবং আবেগে এ ভরপুর হয়ে থাকে ।ভালোবাসা এমন যখন প্রিয় মানুষ দূরে যায় তখন হা হাকার হয় অন্তর মনে হয় কি যেন নেই কাছে ।
আসোলেই দাদা এটাই ভালোবাসা যে শত মন খারাপের মধ্যেও বুজে নেয় ।আপনার লেখনি পরে এতোভালো লাগলো যে কি বলবো ।প্রতিটি চরনে মনে হলো ভালোবাসার ছোয়া লেগে আছে ।ধন্যবাদ ও দোয়া রইলো এমন সুন্দর কবিতা শেয়ার করার জন্য শত ব্যস্তোতার মধ্যেও ।
সবগুলো লাইনই হৃদয় ছুয়ে যাওয়ার মত!অনেক সুন্দর ভাবে নারী ও পুরুষের প্রকৃত ভালোবাসা আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন।
একদম খাঁটি কথা, হাজারো প্রিয় মানুষের মাঝে যদি কারো জন্য শূন্যতা অনুভূত হয়, তাহলে সেটি ভালোবাসা না হয়ে আর কি হতে পারে?
প্রতি মানুষই কোনো না কোনো সময়ে অসহায়। মেয়েরা বাড়ির মানুষের কাছে অসহায় আর ছেলেরা নিজেদের দায়িত্ব বোধের ক্ষেত্রে।
দাদা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য
দাদা আপনার এই লাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে যেন আমাদের বাস্তব জীবনের অনেকটাই এখানে ফুটে উঠেছে। আসলে এখনকার নারীরা পরিস্থিতির কাছে অনেকটাই অসহায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।