ছোটবেলায় গ্রামে বর্ষায় কৈ মাছ ধরার স্মৃতি

in আমার বাংলা ব্লগ7 months ago

village-3547829_1280.jpg
Copyright Free Image Source : PixaBay


এই কয়দিন ধরে কোলকাতা শহরে বেশ বৃষ্টি হলো । বৃষ্টির দিনগুলোতে পুরোনো দিনের স্মৃতিচারণ করতে বেশ দারুন লাগে । বিশেষ করে ছোটবেলার স্মৃতিচারণে বেশি আনন্দলাভ করি আমি । আমার ছোটবেলাটা কেটেছে এক অজ পাড়াগাঁয়ে । দারুন ছিল সেই ছোটবেলার দিনগুলি । এখন ক্রমাগত শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি । বিগত ১৪ বছরের মধ্যে মাত্র ফু'বার গ্রামে গিয়েছি । খুব মিস করি পুরোনো সেই দিনগুলি ।

আমাদের গ্রামে বছরের প্রথম বৃষ্টিপাত হতো সাধারণত বৈশাখের শেষের দিকে কালবৈশাখী ঝড়ের সময় । এরপরে জৈষ্ঠ্য মাসের শেষের দিক থেকেই ঘন ঘন বৃষ্টিপাত আরম্ভ হতো এবং আষাঢ় মাসের শুরুতেই আকাশ কালো করে বৃষ্টি নেমে যেতো । আষাঢ় মাসের মাঝামাঝিই গ্রামের সব পুকুর, ডোবা, খাল, বিল জলে একদম উপচে পড়তো । বর্ষার নবধারায় মাছেদের ফুর্তি দেখে কে, নতুন জল পেয়ে তারা মনের আনন্দে হুটোপুটি শুরু করে দিত । এই সময় গ্রামের ছেলেপুলেদের মধ্যে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়ে যেত ।

তবে বর্ষার সময়ে সব চাইতে বেশি মজা হতো কৈ মাছ ধরায় । একটা দিনের কথা শেয়ার করি আজকে । আষাঢ় মাসের শুরুতে একদিন সকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে । আমাদের তিনটে পুকুর । জলে একদম একদম থৈ থৈ করছে । বৈশাখ-জৈষ্ঠ্যতে তো একদমই জল কমে গিয়েছিলো, কিন্তু সেদিনের একটানা বিরামহীন বর্ষায় সন্ধ্যার দিকে তিনটে পুকুরের জলই পাড় উপচে পড়তে লাগলো । আমাদের পুকুর তিনটে ছিল বসতবাড়ি থেকে ১০০ গজ দূরে একটা বাগানে । আমরা বলতুম ভিটে । তো ভিটেয় প্রচুর গাছগাছালি ছিল । তাল, নারিকেল, খেঁজুর ছাড়াও অন্যান্য গাছ-গাছালিতে একদম ভর্তি ছিল পুরো ভিটে । আর ঠিক মধ্যিখানে ছিল প্রকান্ড তিনটে পুকুর । একদম পাশাপাশি ।

সন্ধ্যার একটু পরপরই তিনটে পুকুর জলে তলিয়ে গেলো । আর তার কিছুক্ষন পরেই বাবা আমাদের দু'ভাইকে বললো এখন কৈ মাছ পুকুর থেকে উঠে ডাঙা দিয়ে হেঁটে আসবে । আমরা দুই ভাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকাতে বাবা বললো, "চল তাহলে তোরা আমার সাথে । দেখবি কৈ মাছ কী সুন্দর পুকুর থেকে উঠে এসে ডাঙা দিয়ে হাঁটে ।" গেলুম বাবার পিছু পিছু আমরা দুই ভাই ছাতা মাথায় দিয়ে খালি পায়ে জল-কাদা ভেঙে ।

বাবাও সঙ্গে প্রকান্ড একটা ছাতা আর টর্চ নিলো সঙ্গে । আর আমাদের সাথে গেলো আমাদের বাড়ির কিষান কালিদাস, ডাকনাম তার কেলে । তো বাগানে গিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে বাবা টর্চের আলো ফেলতে লাগলো এদিক সেদিক । সেই টর্চের আলোয় দেখতে পেলাম পুকুর ভেসেছে । আর পুকুরের অথৈ জল থেকে কী যেন কিলবিল করে উঠে এসে পুকুর পাড়ের ঘাসের ভিতর দিয়ে এদিক সেদিক চলে যাচ্ছে ।

টর্চের আলো গিয়ে পড়লো ঘাসের ভেতর । কী দেখতে পেলুম সেদিন ? সে এক অন্যরকমের অভিজ্ঞতা । দেখতে পেলুম বেশ বড় সাইজের অনেকগুলো কৈ মাছ কানকোতে ভর দিয়ে এক পাশে কাত হয়ে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে । বাবা কেলেকে বলা মাত্রই সে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো । তারপরে টকাটক একটার পর একটা কৈ মাছ কানকোর দুই পাশে আঙ্গুল দিয়ে টিপে ধরে মাছের খারুইতে রাখতে লাগলো ।

দারুন মজা পেয়েছিলাম সেদিন । জীবনে প্রথম কৈ মাছ ধরতে দেখলুম । তাও ডাঙা দিয়ে হেঁটে বেড়ানো কৈ মাছ । এ স্মৃতি কোনোদিনই ভোলাবার নয় ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 7 months ago 

দাদা আপনার মাছ ধরার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। আসলে দাদা এমন মাছ পেলে ধরতেও অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক গুলো কৈ মাছ পেয়েছেন।আর শৈশবের মধুর স্মৃতি গুলো কখনো ভুলা যায় না ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

দাদা সেদিন আপনি কি কই মাছ ধরেন নাই একটাও? আমি কিন্তু বেশ ধরেছি কই মাছ। এছাড়াও যখন আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকায় তখনও কিন্তু কই মাছ উপরে উঠে আসে, আমি অনেক ধরেছি।

Congratulations, your post has been upvoted by @upex with a 40.59% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

নমস্কার আজকে আপনার পোস্ট দেখে মন্তব্য না করে থাকতে পারলাম না। সত্যি কথা বলতে বর্তমান সময়ে গ্রামের মধ্যে, এই কৈ মাছ খুঁজে বেড়ানোর বিষয়টা বেশ ভালোভাবেই দেখা যায়। বিশেষ করে গতকালকেই যখন অতিরিক্ত বৃষ্টি শুরু হয়েছিল। তখন আমার ছেলে কৈ মাছ খুঁজতে বের হয়েছিল। দুইটা মাছ পেয়েছে, যেটা দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে।

ছোটবেলার শৈশব হারিয়ে যায়, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের মনে থেকে যায় আজীবন। আপনি ১৪ বছরের মাত্র দুইবার গ্রামে এসেছেন। আসলে গ্রামের এই মুহূর্তগুলো হয়তোবা ভুলে থাকা কখনোই সম্ভব নয়। কিন্তু একটু চেষ্টা করবেন ঘনঘন গ্রামে আসার জন্য। আপনার বাবার সাথে কৈ মাছ ধরার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

This is a nice post you have shared on your fishing experience as a child.

Thank you so much Dada for sharing with us 😊❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.040
BTC 101672.76
ETH 3666.48
USDT 1.00
SBD 3.15