"আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট (Last Updated rules of "Amar Bangla Blog" Community)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

logo.png

কমিউনিটির নিয়মাবলী (Rules of Community):


➤ শুধুমাত্র বাংলা ভাষায় এখানে লেখা যাবে । অন্য্ কোনো ভাষায় লিখলে পোস্টটি mute করা হবে। যদি কেউ বার বার এই নিয়ম ভঙ্গ করেন তবে তাকে কম্যুনিটি থেকে ব্যান করা হবে । ব্যান হলে discord channel এর "Appeal" section এ আপীল করতে পারবেন নতুন করে কমিউনিটিতে অন্তর্ভুক্তির জন্য ।

➤ রোমান হরফে বাংলা লেখা এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ । শুধুমাত্র বাংলা হরফ ব্যবহার করেই লেখা যাবে । উদাহরণ :- "Amar nam Rahul. Ami aj ekhane join korlam." এরকম লেখা যাবে না, তার বদলে লিখতে হবে "আমার নাম রাহুল । আমি আজ এখানে জয়েন করলাম ।"

➤ শুধুমাত্র নিজের লেখাই এখানে শেয়ার করা যাবে, অন্যের লেখা শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ । যদি আপনার লেখা বা ছবি/ভিডিও অন্য্ কোথাও আগে পাবলিশ হয়ে থাকে তবে আপনি কোনো অবস্থাতেই আপনার পুরোনো লেখা/ছবি হুবহু শেয়ার করতে পারবেন না । আপনি বরং সেই লেখাটির উপর একটি আলোচনামূলক লেখা শেয়ার করতে পারেন যেটা হতে হবে সম্পূর্ণ মৌলিক । আর হ্যাঁ, সাথে অবশ্যই পুরোনো সেই লেখা/ছবি/ভিডিও -এর source উল্লেখ করতে ভুলবেন না ।

➤ আপনি যদি অন্যের লেখা হুবহু কপি করে, বা মূল লেখার সম্পূর্ণ অনুকরণে লেখার চেষ্টা করেন তবে সেটাকে plagiarized কনটেন্ট হিসাবে ডিক্লেয়ার করা হবে এবং আপনার পোস্টটি mute করা হবে । আপনি বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে আপনাকে কমিউনিটি থেকে ব্যান করা হবে ।

➤ আমাদের ডাউনভোট নীতি : আপনি যদি কোনো plagiarized কনটেন্ট শেয়ার করে এখানে সম্পূর্ণ নিজের মৌলিক লেখা হিসাবে দাবি করেন তবে আপনার পোস্টের পোটেনশিয়াল পেন্ডিং রিওয়ার্ডস এর against -এ downvote প্রদান করা হবে ও পোস্টের পেন্ডিং রিওয়ার্ডস ভ্যালু জিরো করে দেওয়া হবে ।

➤ স্প্যামিং করা কঠোরতমভাবে নিষিদ্ধ । এ ব্যাপারে আমাদের কমিউনিটির জিরো টলারেন্স নীতি রয়েছে। কাউকে স্প্যামিং করতে দেখলে ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া হবে তাঁর বিরুদ্ধে কমিউনিটি থেকে পার্মানেন্ট ব্যান করে । কমেন্ট সেকশন এও গঠনমূলক কমেন্ট করবেন । যে বিষয়ের উপরে পোস্ট সেই বিষয়ের উপর আলোচনামূলক কমেন্ট করবেন । অন্যথায় কমেন্ট ব্লক করা হবে ।

➤ আপনি যদি একাধিক সোর্স থেকে তথ্য নিয়ে সেগুলি থেকে জ্ঞান আহরণ করে সম্পূর্ণ নিজের মতো করে লেখেন তবে সেটাকে rewrite হিসাবে গণ্য করা হবে । rewrite করা আর্টিকেল গুলোতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে - ১. রেফারেন্স সোর্সগুলি অবশ্যই উল্লেখ করতে হবে, ২. ৭৫%-৮০% লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে, ৩. যেসব তথ্য আপনি কালেক্ট করেছেন সেগুলি ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করবেন, ৪. আর্টিকেল সম্বন্ধীয় কোনো ইমেজ যদি আপনি কোনো ওয়েব সোর্স থেকে কালেক্ট করে থাকেন তবে সেগুলি অবশ্যই copyright free হতে হবে এবং ৫. কালেক্টেড কপিরাইট ফ্রি ইমেজ গুলির সোর্স অবশ্যই উল্লেখ করবেন ।

➤ Copyright Infringement হলো অন্যের যে কোনো মৌলিক intellectual property আসল মালিক বা creator এর অনুমতি ছাড়া সম্পূর্ণ নিজের কাজে ব্যবহার করা । এটা plagiarism আওতায় না পড়লেও একটা অপরাধ । কারণ এখানে intellectual property -র মূল মালিক বা creator "কপিরাইট ল" নামে একটা বিশেষ আইনে ওই সকল intellectual property -কে প্রোটেক্টেড রেখেছেন । সো, আপনি যদি মূল মালিক বা creator -কে তাঁর প্রাপ্য রয়্যালটি দিয়ে intellectual property গুলো ব্যবহার করেন তবে কোনো প্রব্লেম নেই । অন্যথায় আপনার পোস্টটি Copyright Infringement এর কারণে mute করতে আমরা বাধ্য হবো ।

➤ আপনার পোস্টে সব সময় কপিরাইট ফ্রি ছবি, ভিডিও, gif বা অডিও ক্লিপ দেবেন । আর সেগুলি যদি কোনো কপিরাইট ফ্রি সোর্স থেকে পেয়ে থাকেন তো অবশ্যই সেই সোর্স উল্লেখ করবেন, এটা বাধ্যতামূলক ।সব চাইতে ভালো হয় নিজের তোলা ফোটোগ্রাফি, নিজের তৈরী করা ইমেজ/gif, নিজের ধারণকৃত ভিডিও /অডিও দিলে ।

➤ কী কী এখানে শেয়ার করা যাবে ? প্রায় সব কিছু । যেমন: বাংলা যে কোনো আর্টিকেল, রেসিপি, ভ্রমণ কাহিনী, ফোটোগ্রাফি, সব রকম ক্রিয়েটিভ রাইটিং (গল্প,কবিতা,ছড়া), ভিডিও, আর্ট, মিউজিক ইত্যাদি ।

➤ফোটোগ্রাফি পোস্ট করার ব্যাপারে কিছু নিয়মনীতি পালন করা অত্যাবশ্যকীয় - ১. একটি মাত্র ফটোগ্রাফ দিয়ে কোনো ফোটোগ্রাফি পোস্ট করা যাবে না, ২. অন্য্ কোনো সোর্স থেকে প্রাপ্ত কপিরাইট ফ্রি ফটোগ্রাফ ব্যবহার করে কোনো ফোটোগ্রাফি পোস্ট করা যাবে না, ৩. কোনো ফোটোগ্রাফি পোস্টে ছবির সংক্ষিপ্ত বর্ণনা, ছবির লোকেশন, ক্যামেরার নাম ও মডেল না দিলে সেটাকে বৈধ ফোটোগ্রাফি পোস্ট বলা যাবে না, ৪. ফোটোগ্রাফি পোস্ট মানে শুধুই ছবি শেয়ার করা নয়, অন্তত ১০০ শব্দের বর্ণনাও অতি আবশ্যক ।

➤আপনার নিজের গলায় গাওয়া কোনো গানের অডিও বা ভিডিও শেয়ার করার কিছু নিয়মনীতি : যদি গানটি আপনার সম্পূর্ণ মৌলিক হয়ে থাকে তবে কোনো কন্ট্রিবিউশন উল্লেখ করার দরকার নেই , কিন্তু তা যদি না হয়ে থাকে তো - ১. মূল গীতিকার, সুরকার ও গানটির ওরিজিন্যাল গায়কের নাম অবশ্যই উল্লেখ করবেন, ২. গানটি বিকৃত বা প্যারোডি করে গাওয়া যাবে না ।

➤ রেসিপি শেয়ার করার কয়েকটি নিয়মকানুন : ১. রেসিপিও কিন্তু একটি intellectual property, সো, এটাও কপিরাইটেড থাকতে পারে ; তাই কোনো রেসিপি হবহু শেয়ার করবেন না , তাতে নিজের কিছু মৌলিকত্ব আনার চেষ্টা করবেন । ২. রেসিপির সাথে আপনার নিজের তোলা ফটোগ্রাফ দিতে হবে, যেমন- প্রধান ingridients গুলির ফটো, রান্নার প্রধান কয়েকটি ষ্টেপের ফটো, আর লাস্ট prepared ডিশের ফটো । যদি আপনি নিজের সেলফি দেন আপনার রেসিপির সাথে তবে খুবই ভালো হবে । চাইলে আপনার রেসিপির ভিডিও শেয়ার করতে পারেন, এতে আপনার পোস্টের ভ্যালু বেড়ে যাবে ।

➤ ট্রাভেল পোস্ট শেয়ার করার কিছু নিয়ম : ১. যে স্থানে আপনি ভ্রমণ করেছেন সেই স্থানের নাম ও ভৌগোলিক অবস্থান অবশ্যই উল্লেখ করবেন। ২. জার্নির একটা সংক্ষিপ্ত বর্ণনা থাকবে, ৩. বেড়ানোর জায়গার অন্তত ৩টি ছবি দিতে হবে, ১ টি অবশ্যই সেলফি অথবা নিজের ছবি বেড়ানোর জায়গার সাথে, ৪. মিনিমাম ২৫০ শব্দে আপনি আপনার ভ্রমণ কাহিনী ব্যক্ত করবেন ।

➤ রিভিউ লেখার কিছু নিয়মাবলী : ১. বুক রিভিউ লেখার ব্যাপারে ক্লিয়ার করে বইয়ের নাম, লেখকের নাম উল্লেখ করবেন, ২. মূল বইয়ের কোনো লেখা হুবহু তুলে ধরবেন না, ৩. বইয়ের সর্বোচ্চ ৩টি পাতা (কভার সহ) আপনি ছবি আকারে শেয়ার করতে পারবেন, ৪. বইটির একটি গঠনমূলক বর্ণনা, আপনার ভালো লাগা বা মন্দ লাগা অবশ্যই উল্লেখ করবেন, ৫. বইয়ের কোনো affiliation marketing করা যাবে না, ৬. মুভি রিভিউয়ের ক্ষেত্রে অবশ্যই মুভিটির "ট্রেইলার ভিডিও"টি শেয়ার করবেন, কিন্তু কোনো অবস্থাতেই মুভির কোনো অংশ শেয়ার করা যাবে না , ৭. মুভির নাম ও পরিচালকের নাম সহ মুভির একটা পোস্টার, প্লট ও কাস্ট মাস্ট উল্লেখ করবেন, ৮. মিনিমাম ১০০ শব্দে আপনি মুভি রিভিউ লিখবেন ।

➤ একই পোস্ট একাধিকবার এখানে শেয়ার করা যাবে না ।রিপিটেড কনটেন্ট পোস্টদাতাকে mute করা হবে । hive -এ প্রকাশিত আপনার কোনো পোস্ট এখানে শেয়ার করতে পারবেন, কিন্তু সোর্স উল্লেখ করে । hive- এ প্রকাশিত আপনার নিজের কোনো পুরাতন পোস্ট এখানে পাবলিশ করলে curation উপেক্ষা করা হবে ।

➤ স্টিমিট-এ "আমার বাংলা ব্লগ" -এ প্রকাশিত কোনো পোস্ট যদি আপনি পুনরায় hive-এ প্রকাশ করেন তবে কোনো সমস্যা নেই, কিন্তু hive -এ "Beauty of Creativity" কমিউনিটি-তে যদি same পোস্ট পাবলিশ করেন তো curation এর জন্য সেটিকে উপেক্ষা করা হবে ।

➤ ধর্ম ও রাজনীতি বিষয়ের উপর লেখা curation এর জন্য উপেক্ষা করা হবে । অতএব, এই সকল বিষয়ের উপরে লেখা এখানে শেয়ার না করাই শ্রেয় । ধর্মীয় উৎসব সম্পর্কে আপনি পোস্ট করতে পারবেন কিন্তু religion affiliation সম্পর্কিত কোনো পোস্ট করলে সেটিকে mute করে দেয়া হবে ।

➤ কোনো পোস্টে বা কমেন্টে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না বা কটূ কথা, গালিগালাজ করা যাবে না । অন্যথায় তাকে পার্মানেন্টলি ব্যান করা হবে ।

➤NSFW কোনো পোস্ট "nsfw" ট্যাগ ছাড়া পাবলিশ করলে সাথে সাথে সেটিকে mute করা হবে । এ ব্যাপারে জিরো tolerance নীতি রয়েছে আমাদের ।

➤ নতুন ব্লগার "আমার বাংলা ব্লগ" -এ subscribe করার পর তাঁকে অবশ্যই একটি পরিচয়মূলক পোস্ট করতে হবে, নতুবা তাকে স্থায়ী মেম্বার করা হবে না । পরিচয়মূল পোস্টে আপনাকে "Steemit ID ও Date" লেখা একটি কার্ড এক হাত দিয়ে ধরে তার সাথে নিজের একটা সেলফি দেওয়া বাধ্যতামূলক ।

➤ একটি মাত্র ছবি, বা, ১০০ ওয়ার্ডের কম লেখা যে কোনো পোস্ট "মাইক্রো পোস্ট" হিসাবে গণ্য করা হবে ও curation এর জন্য সম্পূর্ণ উপেক্ষা করা হবে । বার বার "মাইক্রো পোস্ট" করা ব্লগারকে "spammer" হিসাবে গণ্য করা হবে ।

➤ফিশিং সাইটের লিংক শেয়ার, প্রতারণামূল পোস্ট, স্ক্যামিং attempt, হ্যাকিং attempt -এই সকল কর্মকান্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

➤ "আমার বাংলা ব্লগ" -এ প্রতি ২৪ ঘন্টায় এক জন ব্লগার সর্বোচ্চ ৪টি পোস্ট করতে পারবেন । তার বেশি পোস্ট করাকে স্প্যামিং attempt হিসাবে গণ্য করা হবে ।


বাংলা ভাষায় যাঁরা নিয়মিত লেখালেখি করেন তাঁদের decentralized ব্লগিং প্ল্যাটফর্মে আনা, তাঁদেরকে সহযোগিতা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য । তাঁদের মুল্যবান লেখালেখিতে আমাদের এই ব্লগ পরিপূর্ণ হয়ে উঠুক এটাই আমাদের একান্ত কাম্য । আনন্দ দান আর আনন্দ গ্রহণ -ই আমাদের এই প্লাটফর্মের মুখ্য উদ্দেশ্য । শুধুমাত্র অর্থ উপার্জন এর জন্য নয় । আপনার সৃষ্টিশীলতা সবার সামনে তুলে ধরুন, নিজেকে মেলে ধরুন, দুনিয়া আপনাকে নতুন করে চিনুক, জানুক ।


✡ ধন্যবাদ ✡

Sort:  

অনেক ধন্যবাদ দাদা সম্পূর্ণ নিয়মাবলী তুলে ধরার জন্য। সব গুলো নিয়মাবলী সুষ্ঠ নিয়মাবলীর মধ্যেই রয়েছে।আশা করছি আমরা সকলেই এই নিয়ম মেনে সহজেই পোস্ট করতে পারবো।

শুভেচ্ছা রইলো 🥰

 3 years ago 

আমিও আশা করছি সবগুলি নিয়ম পালন করবেন এবং ভালো মানের কটেন্ট শেয়ার করবেন :)

ওকে দাদা🥰

 3 years ago 

ধন্যবাদ ভাই। এত সুন্দর নীতিমালা তৈরি করে দেওয়ার জন্য। এতে আমাদের যে রকম কাজ করতে অনেক সুবিধা হবে এবং আমাদের কাজের প্রতি আকর্ষণ বাড়বে এবং আমরা বুঝতে পারবো যে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিলে আমাদের পোস্টার কোয়ালিটি ফুল হতে পারে।

 3 years ago 

সবগুলি নিয়মনীতি মনোযোগসহকারে পড়েছেন তা বোঝাই যাচ্ছে আপনার মন্তব্যে , অনেক ধন্যবাদ ।

 3 years ago 

শুভ কামনা ভাই আপনার জন্য।

সবার আগে দাদাকে ধন্যবাদ জানাই, আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে সকল তথ্য দিয়ে এতো সুন্দর একটা পোষ্ট করার জন্য। আশা করি এই পোষ্টটা পড়ার মাধ্যমে আমাদের কমিউনিটি সম্পর্কে সকল তথ্য সবাই জানতে এবং বুঝতে পারবে। কোন ধরনের পোষ্ট করা যাবে আর কোন কাজগুলো করা যাবে না, সেটা এখানে ক্লিয়ার বলা হয়েছে। আশা করি আমরা সবাই পোষ্টটা পড়ার মাধ্যমে আমাদের সকল প্রশ্ন এবং ভুল গুলো বুঝতে পারছি, যেগুলো আমাদের করা উচিত নয়। আশা করি কমিউনিটির সকল নিয়ম মেনে কাজ করতে পারব। কমিউনিটির সাথে ছিলাম, থাকবো এবং ভবিষ্যৎেও থাকবো। আমি আবারও দাদাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সব দিক দিয়ে সাহায্য করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ জানাই কমিউনিটির রুলস গুলি ধৈর্য্য সহকারে পড়ার জন্য, আশা করছি সবগুলি নিয়ম পালন করবেন ।

অবশ্যই দাদা প্রতিটা সময় চেষ্টটা করে যাচ্ছি কমিউনিটির সকল নিয়ম মেনে চলার।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা। ❤️🙏🥰

 3 years ago 

অনেক সহজ ভাবে সাজিয়ে গুছিয়ে বোঝানো হয়েছে। নিজের ইউনিক পোস্ট লিখতে হবে। এখানে সব কিছু পোস্টটিতে বিস্তারিত ভাবে বুঝিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো 🥀

 3 years ago 

ধন্যবাদ মি: লিমন, আশা করছি কমিউনিটির সবগুলি নিয়ম ঠিকঠাক পালন করবেন ।

 3 years ago 

খুব সুন্দর ভাবে বোঝানো হয়েছে। যেকোনো বিষয় নিয়ে ভালো কন্টেন্ট লিখা । কিভাবে লিখতে হবে, প্রতি বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করে নিজের ইউইনিক পোস্ট লিখতে হবে ।সবকিছু বিস্তারিত বোঝানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা ।

 3 years ago 

কমিউনিটির রুলস গুলি ধৈর্য্য সহকারে পড়ার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ :;)

 3 years ago 

অনেক সুন্দর ভাবে নিয়মাবলী বুঝিয়ে দিয়েছেন। এই পোস্ট থেকে অনেক নিয়ম সম্পর্কে জানতে পারলাম। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নিয়মগুলি ফলো করে পোস্ট লিখবেন আশা করছি আপনার পোস্টগুলি তাহলে মডারেটরগণ নোমিনেশনে পাঠাবেন curation এর জন্য :)

 3 years ago 

সময় উপযোগী তথ্য যাহা আমাদের কমিউনিটির সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভাই ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মডারেটর শুভ :)

 3 years ago 

সুন্দর করে বিষয়টি উপস্থাপনের জন্য ধন্যবাদ দাদা।নতুন এবং পুরাতন ব্যবাহারকারীদের উপকারে আসবে।ধন্যবাদ

 3 years ago 

নিয়মগুলি বিস্তারিত দেয়া হয়েছে ওই জন্যই, তারপরেও যদি কোথাও confusion থাকে তো discord -এ কন্টাক্ট করবেন ।

 3 years ago 

জি দাদা

 3 years ago 

যদিও আমি সবসময় নিয়ম রক্ষার চেষ্টা করি। কিন্তু কমিউনিটির এতো নিয়ম আমি আগে জানতাম না। নিয়মগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। আশাকরছি সবগুলো নিয়ম সর্বদা রক্ষা করতে পারব।

 3 years ago 

টুকটাক একটু এদিক সেদিক হলে কোনো প্রব্লেম নেই, কিন্তু বড় ধরণের কোনো নিয়ম লঙ্ঘন করলে সতর্ক করা হবে । So, নো প্রব্লেম :)

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আমি মনে করি এর চেয়ে সুন্দর ভাবে বোঝানোর আর কোন ভাষা আছে কিনা আমার জানা নাই অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আপনার পুরো পোস্টের মাধ্যমে কি করা যাবে আর কোন গুলো করা যাবে না আমাদের এই কমিউনিটিতে এবং কি কি বিষয়ের উপর বেশি খেয়াল রাখতে হবে সেটাও খুব ভালোভাবে বুঝিয়েছেন আসলে এটা থেকে যারা নতুন আছেন তারা খুব সহজেই বুঝবে যে তাদের কি করা উচিত আর কি না করা অনেক ধন্যবাদ দাদা আপনাকে

 3 years ago 

অত্যন্ত মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই :)

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06