Indian Museum ভ্রমণ -পর্ব ১৫

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ১৫


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ১৪


শুভ অপরাহ্ন বন্ধুরা,

আজকে কুয়াশা অনেক কম, রোদ উঠেছে । কিন্তু, ঠান্ডা অনেক বেশি । আজকে বিকাল থেকে অনেক বিজি থাকবো । তনুজার জন্মদিন আজকে । বাড়িতে একটা ছোটোখাটো ঘরোয়া পার্টি আছে আজকে রাতে । তাই কিছু কেনাকাটার উদ্দেশ্যে একটু পরেই বেরিয়ে পড়বো । এই পোস্টটা করেই বেরিয়ে যাবো বাড়ি থেকে ।

আজকে আমি আরো বেশ কিছু মাংসাশী শিকারী প্রাণী ও নিরীহ তৃণভোজী প্রাণীদের স্টাফ করা দেহের ফোটোগ্রাফি শেয়ার করবো । আজকে কোন কোন প্রাণী থাকছে :

১. বেঙ্গল টাইগার
২. ব্রাউ এন্টলার্ড ডিয়ার
৩. শিয়াল, বনরুই, শজারু
৪. সোয়াম্প ডিয়ার
৫. গন্ডার (জাভান ও ভারতীয় এক শৃঙ্গী গন্ডার)
৬. রেড ফক্স, কমন পাম সিভেট, ভোঁদড়, এশিয়ান গোল্ডেন ক্যাট
৭. এশিয়ান হাতি
৮. ইন্ডিয়ান মাউস ডিয়ার, বুনো শূকর, কাঁকড়াখেকো বানর

তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।


রয়েল বেঙ্গল টাইগার । এই নমুনাটিও কিন্তু আসল বেঙ্গল টাইগার । গাঁয়ের লোম সাদা রঙের কারণ হলো এটি একটি albino টাইগার । albino একটি বিরল জিনঘটিত প্রব্লেম । এর ফলে যে কোনো প্রাণীর গাঁয়ের রং সাদা হয়ে যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রাউ এন্টলার্ড ডিয়ার । বিশাল সাইজের এর হরিনের বিশেষত্ব হলো এদের মাথায় ডালপালার মতো বিস্তৃত বিশাল বিশাল শিং আছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সোয়াম্প ডিয়ার । এদের দেহাকৃতিও বিশাল । কিন্তু এদের মাথার শিং তুলনামূলক ভাবে ছোট ও প্রশাখাবিহীন । মূলতঃ জলাভূমিতে এদের দেখতে পাওয়া যায় ।তাই এদের নাম সোয়াম্প ডিয়ার বা জলাশয়ের হরিণ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শিয়াল (উপরে মাঝে), বনরুই (মাঝের সারির মাঝখানে), শজারু (মাঝের সারির বামে) ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


একশৃঙ্গী ভারতীয় গন্ডার । বিশাল দেহ এদের । যেন ছোটোখাটো একটি হাতি বিশেষ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


রেড ফক্স (সবার উপরের তাকে), কমন পাম সিভেট (তার নিচের তাকে), ভোঁদড় (সবার নিচের তাকে), এশিয়ান গোল্ডেন ক্যাট (সবচাইতে সামনে)
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ভারতীয় হাতি । এটি একটি মাঝারি আকৃতির তরুণ হাতির দেহ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ইন্ডিয়ান মাউস ডিয়ার (সবার উপরের তাকে), বুনো শূকর (নিচের তাকে ডানে ), কাঁকড়াখেকো বানর (নিচের তাকে বামে ) । মাউস ডিয়ার এখন খুবই রেয়ার প্রাণী । এদের আকৃতি ক্ষুদ্র এবং দেখতে অনেকটাই ইঁদুরের মতো । তাই এর নাম মাউস ডিয়ার । আর ক্র্যাব ইটিং ম্যাকক বা কাঁকড়াখেকো বানর প্রজাতিটিও এখন অস্তিত্বের হুমকির সম্মুখে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

🌹🌹🌹ধন্যবাদ দাদা আমাদের মাঝে আবারও ইন্ডিয়ান মিউজিয়াম এর আরেকটি পর্ব শেয়ার করার জন্য। তবে প্রথমেই বৌদির জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি🎂🎂🎂। আপনারা সকলে মিলেমিশে একসাথে থাকবেন এটাই আমরা কামনা করি মন থেকে। দাদা এত ব্যস্ততার মাঝেও যে আমাদের জন্য এত সুন্দর একটি পোস্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই পোস্ট থেকে অনেকগুলো প্রাণীর পরিচয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি।🌹🌹🌹🌹

 3 years ago 

ভ্রমণ মানেই হচ্ছে আনন্দ এবং জ্ঞান আহরণ জ্ঞান আহরণের জন্য ভ্রমণের বিকল্প নেই। এ ভ্রমণের মধ্য দিয়ে অনেক কিছু জিনিস আমরা জানতে পারি সাধারণ জ্ঞান হিসেবেও আমরা অনেক কিছু শিখতে পারি। তাই দাদা আপনার এই ভ্রমণকে সাধুবাদ জানাই।

 3 years ago 

দাদা প্রথমেই বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আমার পক্ষ থেকে।
আপনার এই পোস্টগুলোর অপেক্ষায় থাকি দাদা। কেননা আমি বারবার ভাবি আমি হয়তো কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম কখন দিতে পারব না কিন্তু আপনার মাধ্যমে কলকাতা মিউজিয়াম আমার প্রায় ভ্রমণ করা শেষের দিকে যতদিন আপনি আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ তথ্য ছবি শেয়ার করবেন ততদিন আমি ইন্ডিয়ান মিউজিয়াম ভ্রমণ করব। আজ আপনি যে মাংসাশী প্রাণীগুলো সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরেছেন তারমধ্যে গুটিকয়েক স ছাড়া অধিকাংশ প্রাণীর নাম এবং তাদের বৈশিষ্ট্য খাদ্য প্রক্রিয়া সম্পর্কে আমার ধারণা ছিল না কিন্তু আপনার এই পোস্ট গুলোর মধ্য দিয়ে আমি প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নতুন নতুন প্রাণী ও বিলুপ্তপ্রায় প্রাণীর সাথে পরিচিত হতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর তথ্যবহুল বিষয়গুলো আমাদের সাথে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারি দাদা। আর আজকে বৌদির জন্মদিন উপলক্ষে আপনি অনেক ব্যস্ত থাকবেন। তাও আমাদের সাথে একটি পোস্ট শেয়ার করলেন। খুবই ভালো লাগছে। আর আজকে দিনে বৌদির জন্য অনেক প্রার্থনা রইল।

 3 years ago 

ব্রাউ এন্টলার্ড ডিয়ার এর শিং গুলো অন্যরকম যা আমি আগে কখনো দেখেনি। বরাবরের মতোই বর্ণনাগুলো খুব ভালো লাগছে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাব।

দাদা আপনি সত্যি খুব সুন্দর সুন্দর পোস্ট করেন। আপনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমার পক্ষ থেকে বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা রইল। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা কত গুলা এপিসোড, যতই দেখছি ততই ভালো লাগছে। টাইগার,রেড ফক্স, হাতি, ভারতীয় গন্ডার, মাউস ডিয়ার সবগুলোই মনে হচ্ছে জীবন্ত।দাদা আপনি কেমনে এতগুলো ছবি তুলেছেন? দাদা বলতেই হয়,আপনার অনেক ধৈর্য।

 3 years ago 

সুন্দর পর্বে থাকতে পেরে ভালোই লাগছে । বৌদির জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। ভালোবাসা অবিরাম ❤☺🙏🎂

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92511.70
ETH 3099.35
USDT 1.00
SBD 3.12