স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy র এক অসাধারণ স্টিম-সোলানা অটো এক্সচেঞ্জ টুল : "STEEM-TO-SOL"

in আমার বাংলা ব্লগ10 months ago

Drawing-24.sketchpad (3).png


কিছুদিন পূর্বে আপনাদেরকে steem থেকে ইন্সট্যান্টলি USDT, TRX, BTS এবং ETH -এ এক্সচেঞ্জ করার দুর্দান্ত চারটি swap tool দেখিয়েছিলাম । টুল চারটি ছিল স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy এর তৈরী । কোনো ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট ইউজ না করেই খুব সহজে এবং সিকিউরলি STEEM এবং SBD থেকে USDT, TRX, BTS এবং ETH এ কনভার্ট করার এই টুল চারটি এখন অনেকের কাছেই খুবই জনপ্রিয় । আমাদের কমিউনিটির অনেকেই এখন এই টুল চারটি ইউজ করছে । কনভার্সন ফীও অনেক কম । মাত্র ১% ।

@justyy ডেভেলপারের ডেভেলপ করা আরো একটি দুর্দান্ত টুলের সন্ধান দেব আজ আবারো আমি । হ্যাঁ, ঠিকই ধরেছেন; আজকে আমি আবারও আমাদের সবার প্রিয় স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy এর তৈরী STEEM থেকে SOL (Solana) ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ এর টুলটি আপনাদের সামনে হাজির করতে চলেছি । তো চলুন দেখে নেওয়া যাক সব কিছু :

এটি একটি fully automatic এবং robotic way তে কাজ করে । এটি ইউজ করাও খুবই সহজ । আপনার steem কে SOL -এ কনভার্ট করে আপনার পার্সোনাল Solana ওয়ালেটে নিয়ে আনতে সর্বোচ্চ ১ মিনিট টাইম লাগে । আর হ্যাঁ, এই সার্ভিস টুলটি ইউজ করে আপনি STEEM এর পাশাপাশি আপনার SBD কেও SOL -এ কনভার্ট করতে পারবেন ।

এই সার্ভিসিটি STEEM/SOL এবং SBD/SOL pair এ প্রাইসটা একদম কারেক্ট দিয়ে থাকে, অর্থাৎ আপনি আপনার steem বা SBD কে বর্তমান মার্কেট প্রাইসেই SOL -এ পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ।


✅সার্ভিস টুল : STEEM/SBD TO SOL AUTO EXCHANGE

✅কাজ : ইন্সট্যান্টলি আপনার STEEM/SBD কে অটোমেটিক্যালি SOL -এ কনভার্ট করা

✅ফীস : 1% (Gas Fee: Free)

✅ডেভেলপার : @justyy


এবার চলুন টিউটোরিয়াল দেখি কি ভাবে সার্ভিসটি আমরা ইউজ করবো


✍ টিউটোরিয়াল ✍


➤ প্রথমে steemyy এর ওয়েবসাইট ঢুকুন । ক্লিক করুন । এরপরে STEEM-TO-SOL ট্যাবে ক্লিক করুন ।

Screenshot 2024-02-22 151247.png


➤ এই পেজটি ওপেন হবে - https://steemyy.com/steem2sol.php । এবারে নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন । আপনি কত SOL পেতে চান সেটা swap pool এর available ব্যালেন্স কভার করছে কি না সেটা ফার্স্ট চেক করে নেবেন । আপনার desired সোলানা available ব্যালান্স এর অতিরিক্ত হলে এক্সচেঞ্জ রিকুয়েস্টটা অটো ক্যান্সেল হবে এবং আপনি রিফান্ড পেয়ে যাবেন ।

Screenshot 2024-02-22 151717.png


➤ খুব সাবধানতার সাথে swap সংক্রান্ত নির্দেশাবলী ফলো করুন । তাড়াহুড়ো করবেন না । ভুল হলে ফান্ড লসের পসিবিলিটি থাকে । নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন, এখানে swap সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নির্দেশাবলী রয়েছে ।

Screenshot 2024-02-22 152004.png


➤ নিচের স্ক্রিনশটটি লক্ষ করুন । আপনি কত STEEM/SBD সেল করে SOL পেতে চান সেই এমাউন্টের STEEM/SBD নিচের এই একাউন্টে সঠিক মেমো সহ ট্রান্সফার করুন -

Transfer To : @steem2sol
Amount : আপনি যত সেল করতে চান
Memo : আপনার SOL Address

একটি জিনিস মাথায় রাখবেন memo হিসেবে আপনার SOL এড্রেস দিতেই হবে । এটা মাস্ট । যে Solana এড্ড্রেস দেবেন সেই এড্ড্রেসে আপনার SOL জমা হবে । ভুল মেমো বা মেমো ব্ল্যাঙ্ক থাকলে আপনি অটোমেটিক্যালি আপনার STEEM/SBD রিফান্ড পেয়ে যাবেন । Estimate বাটনে ক্লিক করে আপনি ঠিক এক্সাক্টলি কত SOL পাবেন সেটা জানতে পারবেন ।

Screenshot 2024-02-22 152235.png

Amount এর ঘরে আপনি কত steem এক্সচেঞ্জ করতে চান সেটি লিখে ডান পাশের Estimate বাটনে ক্লিক করে এক্সচেঞ্জ এর পুরো এস্টিমেটটা পেতে পারেন । আমি যেমন এখানে 100 steem লিখে Estimate বাটনে ক্লিক করে নিম্নলিখিত এস্টিমেশনটা পেয়েছি :

You send: 100 STEEM
Exchange Rate: 0.002 SOL
Fee: 0.002310112 SOL (1%)
You will get: 0.228701065 SOL

মনে রাখবেন এই এস্টিমেশনটা কিন্তু STEEM/SOL পেয়ারে প্রাইস ওঠা নামার উপরে ডিপেন্ডেড । তাই প্রত্যেক মিনিটে এটা চেঞ্জ হতে থাকবে ।


➤নিচের স্ক্রিনশট দু'টি খুব ভালো করে লক্ষ করুন । আমি আমার একাউন্ট @rme থেকে 100 steem ট্রান্সফার করেছি @steem2sol একাউন্টে এবং memo হিসেবে আমার SOL এডড্রেসটি দিয়েছি ।

Screenshot 2024-02-22 152637.png

Screenshot 2024-02-22 152737.png


➤ ট্রান্সফার করার পরে আপনার এক্সচেঞ্জটির স্ট্যাটাস পেতে "Latest STEEM/SBD to SOL Conversion Records" সেকশন এ চেক করুন । steem ট্রান্সফার করার পরে ১-২ মিনিট পরে পেজটি রিফ্রেশ করুন ।

প্রথম দিকে আপনি আপনার এক্সচেঞ্জটি পেন্ডিং দেখতে পাবেন । এই রকম -

Screenshot 2024-02-22 152831.png

আরো ১-২ মিনিট পরে রিফ্রেশ করুন । ফাইনালি আপনার এক্সচেঞ্জটি কমপ্লিট স্ট্যাটাস দেখতে পাবেন -

Screenshot 2024-02-22 153111.png


➤ এবার দেখুন আমি আমি 100 STEEM সেল করে 0.22489958 SOL পেয়ে গিয়েছি আমার Solana ওয়ালেটে । ১ মিনিট লেগেছিলো অনলি পুরো প্রসেসটা কমপ্লিট হতে ।

Screenshot 2024-02-22 153355.png


কিছু গুরুত্বপূর্ন জিনিস মনে রাখবেন সার্ভিসিটি ইউজ করার সময়ে


০১. আপনার STEEM/SBD শুধুমাত্র @steem2sol এই একাউন্ট ছাড়া আর কোনো একাউন্টে ট্রান্সফার করবেন না

০৩. মেমো হিসেবে শুধুমাত্র আপনি আপনার যে Solana ওয়ালেটে SOL চান সেই SOL এডড্রেসটি দেবেন । আর কিচ্ছু লিখবেন না মেমো তে । মেমো যদি ইনভ্যালিড হয় বা ফাঁকা থাকে তবে আপনি রিফান্ড পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ।

০৪. STEEM বা SBD যেটাই পাঠাবেন তার মিনিমাম ভ্যালুর চাইতে কম পাঠালে সেটা ফরফিট করা হবে অর্থাৎ বাজেয়াপ্ত করা হবে । রিফান্ড পাবেন না । মিনিমাম 2 STEEM অথবা 1 SBD অথবা আপনার এক্সচেঞ্জ এর জন্য Solana ট্রান্সফার ফীস (gas fees ) কভার করে এমন মিনিমাম এমাউন্ট।

০৫. কোনো ধরণের এক্সচেঞ্জ ফেল বা প্রব্লেমের মুখোমুখি হলে কন্টাক্ট করতে পারবেন : ইমেইল : [email protected]


শর্টকাট 👌


10 STEEM বা 5 SBD 💲💲💲এর চাইতে বেশি যে কোনো এমাউন্ট জাস্ট সেন্ড করুন @steem2sol এই একাউন্ট এ । মেমো হিসেবে দিন আপনার Personal Solana Address ।

আর পেয়ে যান SOL💰💰💰ইন্সট্যান্টলি । 😍😍😍 🎉🎉🎉

A big 👍to @justyy 👑


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৫০৬ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 79f787c50f09cc2c64cb66a89016e32a8868332f58873ff9f26a59bf4edf3ec3

টাস্ক ৫০৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 10 months ago 

জী দাদা প্রিয় @justyy র আগের চারটি এক্সচেঞ্জ টুলের বিষয়ে আমরা আপনার পোষ্ট থেকে জেনেছি। আমাদের মধ্যে অনেকেই সে গুলো ব্যবহার করছে। এক্সচেঞ্জ ফিও খুব কম। আজকে আবার STEEM থেকে SOL এ এক্সচেঞ্জ এর টুলটি পেয়ে খুবই ভালো লাগলো। আশা করি সবার ব্যবহার করার চেষ্টা করবে। ধন্যবাদ দাদা।

 10 months ago 

জাস্টি সাহেবের আরেকটি সুন্দর টুলস সৃষ্টি। কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট ছাড়াই স্টিম টু সোল কনভার্ট করা যায়। আপনি একদম ফার্স্ট টু লাস্ট ডিটেইলসে দেখালেন। আশা করছি যে কেউ এটি ইউজ করে স্টিম টু সোলে কনভার্ট হয়ে যাবে।

This post was upvoted by @upex upvoting Services with 59.89%. To learn more Join our Discord community here.
image

This is a great tool created by @justyy, it is sn excellent tool used to convert steem to solana and also SBD to sol.

Thank you very much Dada for bringing this to our notice, I personally appreciate.

More heights to the team ❤️❤️❤️

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy এর আরো কিছু টুলের পরিচিতি খুব সুন্দর ভাবে এর আগে আপনি প্রকাশ করেছেন আমাদের সাথে। আজকে স্টিম অথবা এসবিডি দিয়ে SOL কয়েন কনভার্ট করার পদ্ধতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার সুস্বাস্থ্য কামনা করি।

 10 months ago 

স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy এর স্টিম-সোলানা অটো এক্সচেঞ্জ টুলটি আমাদের মাঝে বেশ সহজ এবং সুন্দর করে তুরে ধরেছেন। আপনার আজকের এই পোস্টটি দেখে যে কেউ চাইলেই তার স্টিম কে কনভাট করতে পারবে। ধন্যবাদ দাদা এত সহজ করে পুরো বিষয়টি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

বাহ্! @justyy বরাবরের মতো এইবারও আমাদের মাঝে চমক নিয়ে হাজির হয়েছে। এই অসাধারণ টুল ব্যবহার করে স্টিম বা এসবিডিকে খুব সহজেই সোলানা কয়েনে কনভার্ট করা যাবে। কনভার্সন ফীও একেবারেই কম। যাইহোক এতো চমৎকার একটি আপডেট আমাদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

USDT, ETH, TRX tool এর মতো এটাও বেশ উপযোগী একটা টিউটোরিয়াল। খুব সহজে ধাপে ধাপে জিনিসটা বুঝিয়ে দিয়েছ দাদা। এখন কেউ যদি সহজ উপায়ে Steem কে SOL এ পরিণত করে নিতে চায় তাহলে এই টিউটোরিয়াল ফলো করে নিতে পারবে। তাছাড়া Crypto গুলো এক্সচেঞ্জ নিয়ে যাওয়ার যে ঝক্কি থাকে সেটাও নেই। ধন্যবাদ দাদা ♥️🥰

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97055.90
ETH 3358.21
USDT 1.00
SBD 3.23