ইনস্ট্যান্ট ওয়াটার কালারে ফাস্ট ড্রয়িং - বিমূর্ত শিল্প "রাধার মন" (Instant Water Color Painting - Abstract Art "Heart of Radha")
পাঁচদিন আগে একটা ওয়াটার কালারে অ্যাবস্ট্রাক্ট আর্ট করতে চেয়েছিলাম । কিন্তু, শুধু মাত্র স্কেচ করে টিনটিনের উৎপাতে আর করা হয়নি । তাই আজকে ভাবলাম আর্টটি করি । কিন্তু টাইম বের করতে পারছিলাম না । বেশিক্ষন দরজা বন্ধ করে যে আর্ট করবো তাও সম্ভব নয়, কারণ টিনটিন । সে ঘুরে ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘর ।
রং তুলি , প্লে ডো এ সব দেখলেই তার মন নেচে ওঠে । তখন আর কিছুই করা পসিবল হয় না । তাই, আজকে ৩০ মিনিটের একটা ঝোড়ো চ্যালেঞ্জ নিলাম তনুজার সাথে । মাত্র তিরিশ মিনিটে অ্যাবস্ট্রাক্ট আর্ট করবো । এটা সত্যি কথা বলতে গেলে আসলেই অসম্ভব একটা চ্যালেঞ্জ । যাঁরা আর্ট করে থাকেন তাঁরা ব্যাপারটা বুঝতে পারবেন ।
তাও আমি চ্যালেঞ্জটি একসেপ্ট করলাম । একটি মাত্র তুলি দিয়ে আর কালার মিক্সিং না করেই ঝড়ের গতিতে তুলি চালালাম । ৩৫ মিনিটে হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট আর্ট "রাধার মন "। কৃষ্ণ বিহনে বৃন্দাবনে রাধার দিন কাটছে । বিরহে কাতর রাধা সবখানে কৃষ্ণকে দেখতে পারছে । সব কিছুই এখন রাধার কাছে শুধুই কৃষ্ণময় ।
আর্টটির কয়েকটি ধাপ :
কৃষ্ণ বিহনে রাধার সর্ব অঙ্গ শুধুই কৃষ্ণময়
30/35 মিনিট তো অনেক দূরের কথা আমি মনে হয় এটা ছয় ঘণ্টারও পারবোনা। আসলে ছোটবেলায় আর্ট করার পরে আর খুব বেশি একটা রং পেন্সিল হাতে নেয়া হয়নি আর জলরং সেটা তো প্রশ্নই আসে না। তারপরও ইদানিং সবাইকে আর্ট করতে দেখে খুবই আগ্রহ পাচ্ছি মনে হয় শুরু করে দিতে পারব। তাছাড়া মেয়ের বয়স দুই বছর এর কাছাকাছি তাই তার সাথে আঁকাআঁকি করার আনন্দঘন মুহূর্ত গুলোর জন্য কিছুটা আর্ট অবশ্যই শিখতে হবে।
কৃষ্ণ বিরহে রাধার যে অবস্থা তা জলরং এর মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। রাধার এখন সব কৃষ্ণময়। দারুন
দাদা অনেক সুন্দর পেইন্টিং করেছেন।আপনার সুন্দর আর্টটি বোঝাই যেত না,যদিনা জল রং দিয়ে পেইন্টিং করতেন। শেষের লাইনটা যথার্থ বলেছেন।এত সুন্দর একটি পেইন্টিং খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
ক্যাপশন টা কিন্তু দারুন দাদা- "কৃষ্ণ বিহনে রাধার সর্ব অঙ্গ শুধুই কৃষ্ণময়"।
প্রথমে বলব 30 মিনিটে চিত্রাংকন করা, স্কেচ করা, অ্যাবস্ট্রাক্ট অংকন যাই বলি না কেন বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কিন্তু দাদা আপনাকে অলরাউন্ডার বলতেই হবে তা না হলে কি এরকম একটা চ্যালেঞ্জিং বিষয় আর এত সুন্দর একটা ছবি কেউ করতে পারে!
খুবই চমৎকার লেগেছে আমার কাছে যদিও প্রথমে আমি বুঝতে একটু কষ্ট হয়েছে আপনি কি একটা চাইছিলেন হাহাহা। তবে শেষ পর্যন্ত গিয়ে বুঝতে পারলাম ছবিটাতে কি বুঝানো হয়েছে।
খুবই ভালো লেগেছে চিত্রাংকন টি। পরবর্তীতে নতুন নতুন উদ্ভাবনার অপেক্ষায় রইলাম দাদা।
দাদা,আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন তাও মাত্র 35 মিনিটে এটা বিশ্বাসে বাইরে।দাদা,আপনি খুবই সুন্দর ভাবে শ্রীকৃষ্ণের চিএ অংকন করেছেন। চিত্র অংকন এর মাধ্যমে আপনি বৌদির সাথে চ্যালেঞ্জ জিতে গেলেন।দাদা, আপনি সত্যি অলরাউন্ডার।দাদা, চিত্রাংকন এর প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।দাদা, আরো নতুন নতুন জল রং দিয়ে চিত্র অংকন আমরা দেখতে চাই আপনার আঁকা।অসংখ্য ধন্যবাদ দাদা।
অও,দাদা জাস্ট অসাধারণ হয়েছে👌👌।আপনার আর্ট মানে না বলা কথার প্রতিফলন।সব রঙে মিশে আছে এক একটি কাহিনী।অসম্ভব সুন্দর মনের ভাব প্রকাশ।খুবই সুন্দর হয়েছে আপনার "রাধার মন"আর্টটি।এগুলো খুবই সময়সাপেক্ষ ।দেখে খুবই ভালো লাগলো।আপনার হাতের কাজের তুলনা হয় না দাদা।যা খুবই নিখুঁত ও আকর্ষণীয় হয়।ধন্যবাদ দাদা।
দাদা আসলে আপনার প্রশংসা না করে পারছি না। আপনি আসলেই সুপার হিরো সুপার পাওয়ার আপনার মধ্যে আছে। না হলে একটা মানুষ এতগুলো বিষয়ে কিভাবে দক্ষ হয়। আপনি প্রতিটা বিষয়ে অনেক দক্ষতার সাথে কাজ করেন। সব গুলোই আমাদের খুবই ভালো লাগে। একটা মানুষের চারো দিকে সমান গুন, সত্যি দাদা আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত। আপনি খুবই সুন্দরভাবে অল্প সময়ে চ্যালেঞ্জ নিয়ে এত সুন্দর একটি আর্ট করেছেন। এই আর্টটি আমার খুবই ভালো লেগেছে। এত অল্প সময়ের মধ্যে আর্ট করা আসলেই সম্ভব নয়। সেটা আপনি সম্ভব করেছেন। ,,রাধার মন
আর্টটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা।
দাদা সত্যিই আপনি বৌদির সাথে চ্যালেঞ্জ জিতে গেছেন ড্রয়িংটি অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আশাকরি আপনি আমাদের মাঝে আর সুন্দর সুন্দর ড্রয়িং শেয়ার করবেন এই অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইলো
দাদা আপনার অঙ্কন করা স্কেচটি অসাধারণ হয়েছে।টিনটিন বাবু অনেক ছোট,একটু ডিস্টার্ব করবেই। তা সত্বেও আপনি অনেক সুন্দর চিত্র অঙ্কন করেছেন। এরপর খুব অল্প সময়ে আপনার অংকন করা স্কেচটিতে সুন্দর পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
খুব যথার্থ ছিল এই কথাগুলো। শুভকামনা রইল আপনার জন্য।
দাদা আপনি আসলেই দক্ষ। আপনি সকল কাজ খুবই দক্ষতার সাথে করেন। আমি বুঝতে পারি না একজন মানুষ কিভাবে এত সব দিকে দক্ষ হতে পারে। আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আপনার আজকের আর্টটি আমার খুবই ভালো লেগেছে। আপনি মাত্র 30 মিনিটের চ্যালেঞ্জ এটা আসলেই অসম্ভব। যারা চিত্র অঙ্কন করে তাদের পরিকল্পনা করতে করতেই 30 মিনিট চলে যায়। তার পরেও আপনি 30 মিনিটে চ্যালেঞ্জ নিয়ে মাত্র 35 মিনিটে এত সুন্দর একটি আর্ট করেছেন যা আমার খুবই ভালো লেগেছে।আপনার প্রতি শ্রদ্ধাশীল জানাই।
ওয়াও দাদা অনেক সুন্দর হয়েছে অংকন টি প্রতিটা ধাপে ধাপে সুন্দরভাবে তুলে ধরেছেন জল রং দিয়ে আপনি শ্রীকৃষ্ণের অনেক সুন্দর পেইন্টিং তৈরি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।