Indian Museum ভ্রমণ -পর্ব ০১

in আমার বাংলা ব্লগ3 years ago

এই ক্রিসমাসে কলকাতায় অবস্থিত "Indian Museum" -এ সপরিবারে ভ্রমণ করেছিলাম । তনুজা ও টিনটিন বাবু বেজায় খুশি হয়েছিলো মিউজিয়াম পরিদর্শনে । যদিও টিনটিনবাবু খুবই ছোট বিধায় আমরা মাত্র ৬০ শতাংশ পুরাদ্রব্য দেখেছিলাম । আর্ট গ্যালারি, শিলা ও আগ্নেয় শিলা, ভূতাত্ত্বিক গ্যালারি, ইভোল্যুশন গ্যালারি গুলো আর দেখা হয়ে ওঠেনি । তারপরেও আমরা প্রায় ৪ ঘন্টা ধরে সব ঘুরে ঘুরে দেখেছিলাম । এর মধ্যে সব চাইতে আকর্ষণীয় বস্তু ছিলো খোদ মিশর থেকে আনা মামি ও নানান মিশরীয় সভ্যতার নিদর্শন । তাদের মধ্যে আনুবিসের মূর্তিটি খুবই আকর্ষণীয় লেগেছিলো আমার কাছে ।

সকাল ১১ টার দিকে আমরা মিউজিয়াম অভিমুখে যাত্রা করে ১২ টা নাগাদ পৌঁছোই । গাড়ি পার্ক করা একটা ঝামেলার ব্যাপার খুব, কারণ মিউজিয়ামে কার পার্কিংয়ের কোনো ফ্যাসিলিটি নেই । তবে বাঁচোয়া যে নিউ মার্কেটে কার পার্কিং করা যায় । মিউজিয়াম থেকে কলকাতার হগ সাহেবের মার্কেট বা "কলকাতা নিউ মার্কেট" মাত্র ২ মিনিটের পথ । আমাদের নামিয়ে দিয়ে ড্রাইভার পার্কিংয়ে চলে গেলো । আমরাও টুক করে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভিতরে ।

মিউজিয়ামে ফোটোগ্রাফি তোলা কঠোরভাবে নিষিদ্ধ । তবে আমার স্পেশাল পারমিশন ছিলো । তাই আমি প্রায় ৫০০ ফটো তুলেছিলাম । এখন আমি পর্ব আকারে সেই সব ছবি এখানে শেয়ার করবো । প্রতিদিন ১ টা করে পর্ব শেয়ার করলে আশা করি এক মাসের মধ্যে সব গুলি পর্ব পাবলিশ করতে পারবো ।

তো চলুন আমাদের প্রথম পর্বের ফটোগ্রাফ গুলি দেখে ফেলি ঝট-পট :


সম্রাট অশোকের রাজত্বকালের শিলালিপি ও খোদাই করা ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাথরে খোদাই করা ভাস্কর্য - "নৃত্যরত নর্তকী"
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাথরে খোদাই করা ভাস্কর্য - "প্রার্থনারত সম্রাট অশোক"
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাথরে খোদাই করা ভগ্ন ভাস্কর্য - "রাজ নর্তকী "
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাথরে খোদাই করা ভগ্ন ভাস্কর্য - "ধ্যানরত গৌতম বুদ্ধ "
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গ্রানাইট পাথরে খোদাই করা সম্পূর্ণ ভাস্কর্য - "মহারানীর রাজ্যাভিষেক "
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত সম্রাট অশোকের আমলের প্রস্তর ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

প্রথমত জায়গাটা খুব দারুন। অনেক গুলো অতি মূল্যবান দর্শনীয় জিনিস নিয়ে এটি সাজানো হয়েছে। আমরা সত্যিই সৌভাগ্যবান আপনার বদৌলতে আমরা দেখতে পাচ্ছি, সবকিছু। সামনের পর্ব দেখার অপেক্ষায় রইলাম ♥️

 3 years ago 

ইন্ডিয়ান মিউজিয়ামের প্রথম পর্ব দেখে অনেক ভালো লেগেছে দাদা।এইরকম মিউজিয়াম স্মৃতি বিজরিত দৃশ্য দেখার সুযোগ হয়নি।আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পারছি।পরর্বতী পর্বের অপেক্ষায় থাকলাম দাদা। ❤️❤️

 3 years ago 

দাদা আপনি ভারতের অনেক সুন্দর সুন্দর ঐতিহ্য মিউজিয়ামে ভিতরের ফোটোগ্রাফি করেছেন সব ফটোগ্রাফি দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো ইনশাআল্লাহ

 3 years ago 

ভ্রমণের মধ্য দিয়ে অনেক সুন্দর এগুলো দর্শনীয় খোদাই করা পাথরের মূর্তি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন অনেক ধন্যবাদ আপনাকে দাদা, এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পুরনো সব নিদর্শনের প্রতি আমার আগে থেকেই কেমন অন্য রকম একটা আকর্ষণ কাজ করে। তাই আমিও মিউজিয়াম ঘুরতে অনেক পছন্দ করি।
এর আগে আমি অনেক মিউজিয়ামই ঘুরেছি কিন্ত Indian Museum এর মত এত বড় মিউজিয়ামে কখনো যাই নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের আপনার পোস্টের মাধ্যমে এত সুন্দর একটি মিউজিয়াম দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 3 years ago 

ভাগ্যিস দাদা আপনারা স্পেশাল পারমিশন ছিল। তা না হলে এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার সুযোগ হতো না। আমাদের জাতীয় মিউজিয়ামেও ছবি তোলার পারমিশন নেই। তবে আপনাদের এখানে আপনাকে স্পেশাল পারমিশন দেওয়াতে আমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শনগুলো অবলোকন করার। একমাস ব্যাপী অনেক অনেক ঐতিহাসিক' নিদর্শন দেখার সৌভাগ্য হবে।
কলকাতা গেলে অবশ্যই এই মিউজিয়াম ঘুরে আসার চেষ্টা করব। ধন্যবাদ।

 3 years ago 

মিউজিয়ামে ফোটোগ্রাফি তোলা কঠোরভাবে নিষিদ্ধ । তবে আমার স্পেশাল পারমিশন ছিলো । তাই আমি প্রায় ৫০০ ফটো তুলেছিলাম ।

আমাদের এখানেও একই অবস্থা, ভিতরে ঢোকার সময়ে বলে দেয় কোন ফটোগ্রাফি করা যাবে না, যদি কেউ করে তাহলে তার ক্যামেরা/মোবাইল নিয়ে নেয়া হবে। অবশ্য আপনার কথা আলাদা, কারন আপনার ওজন বেশী, হা হা হা । আর সুযোগের দারুণ ব্যবহার করেছেন সেটা বুঝাই যাচ্ছে।

অধিকাংশ ফটোগ্রাফিগুলো সম্রাট অশোকের আমলের নিদর্শন, এখানে একটি প্রশ্ন আছে আমার কারন আমি এই ব্যাপারে ইতিহাস একদমই জানি না। প্রশ্নটি হলো সম্রাট অশোকের আমলে কি ভাস্কর্য খুব বেশী প্রসারিত হয়েছিলো?

 3 years ago 
দাদা আপনার জাদুঘর ভ্রমণ এর সকল আলোকচিত্র গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। আমাদের বাংলাদেশ এ জাদুঘরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না। আর মোবাইল দিয়েও ছবি তুলে দেয় না। তবে আপনাদের ওখানকার ছবি তুলতে দেয় দেখে ভালই লাগলো। এতে করে আপনাদের জাদুঘরে সকল ভাস্কর্যগুলো খুব সহজেই দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
 3 years ago 

আনুবিসের মুর্তি,"মহারানী রাজ্যাভিষেক" খুব ভালো লাগলো।যে ৫০০ ছবি শেয়ার করবেন দাদা তার মাধ্যমে ইতিহাসের নানান পর্বের সাথে পরিচিত হতে পারবো জেনে ভালো লাগছে। মিউজিয়াম মানেই জাতির সমৃদ্ধ ইতিহাসের নিদর্শন। দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার পোস্টের মাধ্যমে অনেক পুরোনো ভাস্কর্য দেখার সুযোগ হলো। প্রতিটি ভাস্কর্যের ছবি দেখেই বুঝা যাচ্ছে এগুলো অনেক পুরনো আমলের।পাথরে খোদায় করা ভাস্কর্য এখন খুব কমই দেখা যায়। আশা করি খুব দ্রুত ভ্রমন পর্ব ২ শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা। 💕

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.26
JST 0.041
BTC 97807.65
ETH 3619.12
USDT 1.00
SBD 3.36