🎆 শুভ দীপাবলি "আমার বাংলা ব্লগ" [Happy Diwali] 🎇

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20211104_175224.jpg

✨ শুভ দীপাবলি ✨

আজকে বিকাল পাঁচটার পর থেকে আমি আর তনুজা একটু ব্যস্ত হয়ে পড়লাম প্রদীপ সাজানো ও সলতে পাকানোর কাজে । কারণ, আজ একটি বিশেষ দিন ভারতে । আজ দীপাবলি ও কালীপুজো । সন্ধ্যায় দীপাবলি আর গভীর রাতে শ্যামা পুজো । ছোটবেলায় শুধু ভাবতাম দীপাবলি মানেই বাজি পোড়ানো দিন । হ্যাঁ, আজকে আমরা বাজিও পুড়িয়েছে সন্ধ্যায় ।

যাই হোক, বিকাল সাড়ে পাঁচটার দিকে শেষ হলো আমাদের দীপাবলি সন্ধ্যার প্রস্তুতি । প্রায় ৬ টা বাজে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এমন সময় তনুজা প্রথম প্রদীপ প্রজ্জ্বলন করে আমাদের বাড়ির দীপাবলির শুভারম্ভ করলো । এরপর আমরা সবাই মিলে এক এক করে প্রদীপে তেল ঢেলে ও সলতে সাজিয়ে রেডি করতে থাকলাম । প্রদীপ অনেক, প্রায় শ'খানেক । তাই রেডি করতে বেশ কিছুটা টাইম লেগে গেলো । এর পর তনুজা বের করলো এক গাদা রং বেরঙের মোমবাতি । প্রায় শ'দুই মোমবাতি দিয়ে সিঁড়ি সাজিয়ে ফেললো ।

এর পর শুরু হলো আমাদের আসল কাজ ।একটি জ্বলন্ত মোমবাতি হাতে আমরা এক এক করে সব প্রদীপ প্রজ্জলন করে ঘরের বিভিন্ন স্থান সাজতে লাগলাম । আধা ঘন্টা ধরে শুধুই টানা এই কাজ করে গেলাম । সব প্রদীপ জ্বালানোর পরে সিঁড়ির ল্যান্ডিংয়ের হরেক রঙের মোমবাতি ও প্রদীপ গুলো তনুজা আর তার মা মিলে প্রজ্জলিত করে ফেললো । টিনটিন বাবু শুধু এ ঘর ও ঘর ছোটাছুটি করে বেড়াতে লাগলো আনন্দের চোটে ।

এইবার আসল সময় । বাজি পোড়ানোর টাইম । আমি যেহেতু শব্দ বাজি লাইক করি না আর করোনা টাইম বলে শুধু মাত্র কয়েক প্যাকেট রং মশাল আর তারা বাজি কিনেছিলাম এই বার ।সেগুলো আর একটি বড় মোমবাতি নিয়ে টেরেসে গেলাম । টিনটিন বাবুও গেলো আমাদের সাথে । আমি আর তনুজা একটার পর একটা তারা বাজি আর রং মশাল ধরাতে লাগলাম । শুরুতে টিনটিনবাবু কিছুটা অবাক বিস্ময়ে চুপ থাকলো । এরপরে আর ছাদে থাকতে চাইলো না । এই ওর দিদিমা ওকে নিয়ে নিচে নেমে গেলো । আমরা আরো কিছুক্ষন মনের সাধ মিটিয়ে বাজি পুড়িয়ে নিচে চলে গেলাম ।

ব্যাস আমাদের দীপাবলি উদযাপিত হলো এই বছরের মতো, খুবই অনাড়ম্বর ভাবে ।

আলোর এই উৎসবে মুছে যাক আমাদের মনের সব অন্ধকার ।সত্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের হৃদয় ।


IMG_20211104_173805.jpg

IMG_20211104_173832.jpg

IMG_20211104_173919__01.jpg

IMG_20211104_174143__01.jpg

IMG_20211104_174213__01.jpg

IMG_20211104_174913.jpg


মঙ্গল দীপ জ্বেলে
অন্ধকারে দু'চোখ আলোয় ভরো প্রভু

আলোকচিত্র তোলার তারিখ : ০৪ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211104_174947__01.jpg

IMG_20211104_175121__01.jpg

IMG_20211104_175604__01.jpg


দেখ আলোয় আলো আকাশ।
দেখো আলোয় ভুবন ভরা

আলোকচিত্র তোলার তারিখ : ০৪ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211104_182007.jpg

IMG_20211104_182014.jpg

IMG_20211104_182033.jpg

IMG_20211104_182844.jpg


কবিগুরুর ভাষায় -

"স্ফুলিঙ্গ তাহার পাখায় পেলো
ক্ষণকালের ছন্দ,
উড়িয়ে গিয়ে ফুরিয়ে গেলো
সেই তারই আনন্দ ।।"

আলোকচিত্র তোলার তারিখ : ০৪ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211104_182518.jpg

IMG_20211104_182527.jpg

IMG_20211104_182838.jpg


ফায়ারওয়ার্কস । আলোর একটা নিজস্ব রূপ আছে । অন্ধকারেই সেটা ফোটে ভালো । ঘন কালো আঁধারের পটভূমিকায় সাদা কুন্ডলীকৃত ধোঁয়া, উজ্জ্বল চোখ ধাঁধানো আলো, স্ফুলিঙ্গ । সব মিলিয়ে স্বপ্নময় একটা পরিবেশের সৃষ্টি হয় ।

আলোকচিত্র তোলার তারিখ : ০৪ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


CRYPTOGRAPHIC SIGNATURE

Signature
U2FsdGVkX1907y98t/ZiR7KYTBLrxjnqcbm3dt2lpHE=
Public Owner Key to Verify
STM6o7kyxcQCUQLLBconQaV8qj2w5QVBZJr4LakncAeLp6iwxMHL2
Hashing algorithm
AES 256 bit Encryption

Sort:  
 3 years ago 

যে মুহূর্তটি উপভোগ করার জন্য তা উপভোগ করুন কারণ এই জীবন সত্যিই অনির্দেশ্য

 3 years ago 

দীপাবলির শুভেচ্ছা নিবেন দাদা। টিন টিন বাবু নিশ্চই খুব মজা করেছে। এই দিন টি ছোট বেলায় খুবি মজা করে কাটাতাম। ভারতে দীপাবলির অনুষ্ঠান খুবি জাকজমক পূর্ন হয় আর তাছাড়া ওখানে শ্যামা মায়ের পূজো মানে তো বিরাট আয়োজন। কখনও পূজোতে থাকা হয়নি। যাই হোক খুব একটা সুন্দর মূহুর্ত কাটিয়েছেন পরিবারের সাথে। শুভ কামনা রইল । ভাল থাকবেন।

 3 years ago 

দাদা শুভ দীপাবলীর শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন

 3 years ago 

শুভ দীপাবলি দাদা। মনের কালো অন্ধকার দূর হয়ে যাক দীপাবলীর এই আলোয়। অশুভ শক্তির বিনাশ হোক। জয় মা 🙏

 3 years ago 

শুভ দীপাবলি দাদা,

"স্ফুলিঙ্গ তাহার পাখায় পেলো
ক্ষণকালের ছন্দ,
উড়িয়ে গিয়ে ফুরিয়ে গেলো
সেই তারই আনন্দ ।।"

ফটোগ্রাফির সাথে কবিতার বেশ মিল খুজে পেলাম। দৃশ্যগুলো বেশ উপভোগ করেছি।

আলোর এই উৎসবে মুছে যাক আমাদের মনের সব অন্ধকার।

এই প্রত্যাশা করছি সব সময়। আলোকিত হোক সবার হৃদয়, বিজয়ী হোক মানবতা। ধন্যবাদ

 3 years ago 

প্রতিটি ছবি খুবই মনোমুগ্ধকর। প্রচুর বাজি পোড়ানো এবং প্রদীপ দিয়ে ঘর সাজিয়ে সুন্দরভাবে আলোকিত করেছেন। অনেক চমৎকার ভাবে দিনটি কাটিয়েছেন। দাদার পরিবারের জন্য দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা রইলো ও শুভ কামনা রইলো আপনার পরিবারের জন্য।

 3 years ago 

টিনটিন বাবু শুধু এ ঘর ও ঘর ছোটাছুটি করে বেড়াতে লাগলো আনন্দের চোটে।

আসলেই দাদা এটা বুঝতে পারছি আমি। টিনটিন সোনা একদম পুচকু তাই ঘরে মাতামাতি দেখলেই সে অনেক বেশি আনন্দিত হয়ে যায়।আমার বোন নুয়াইরাও একদম সেইম দাদা। এমন ই দৌড়াদৌড়ি করে।

আজকের ছবি গুলো বেশি ভালো লাগছে দাদা। সব ছবিতেই আলো আর আলো।আর আলো দেখতে কার না ভালো লাগে!

 3 years ago 

শুভ দীপাবলি দাদা 🙏❤️। দীপাবলির আলোয় আমাদের মনের কালিমা দূর হয়ে যাক এই প্রার্থনা করি মায়ের কাছে। পৃথিবীটা মানুষের বসবাস যোগ্য হয়ে উঠুক। হিংসা বিদ্বেষ ভুলে সবাই যেন মিলে মিশে মায়ের দেখানো পথে এগোতে পারি। জয় মা 🙏

 3 years ago 

দীপাবলির শুভেচ্ছা রইল ভাই ।সুন্দর হোক আপনার আগামীর দিন গুলো । ভালোবাসা অবিরাম।

 3 years ago 

শুরুতেই দাদা আপনাকে দীপবলি ও কালিপূজোর শুভেচ্ছা। সন্ধ্যা থেকেই টিনটিন বাবা এবং বউদি কে নিয়ে ভালোই সময় কাটিয়েছেন। আপনার এবং পরিবারের জন্য দোয়া রইল দাদা।

আর প্রত্যাশা করি,,,,

সত্যের আলোয় উদ্ভসিত হোক আমাদের হদয়

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30