"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে গেস্ট ব্লগার (Guest Blogger) নেওয়ার নিয়মাবলী [আপডেটেড]

in আমার বাংলা ব্লগ9 months ago


"আমার বাংলা ব্লগ" কমিউনিটি হলো স্টিমিটের একমাত্র ক্লোজড [CLOSED] কমিউনিটি । এখানে নিউ মেম্বার নেওয়া হয় নির্দিষ্ট কিছু রুলস ফলো করে এবং নতুন মেম্বার নেওয়ার লিমিট মাসে মাত্র ৫-১০ জন । স্টিমিট-কে বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় করে তুলতে এবার থেকে "আমার বাংলা ব্লগে" গেস্ট ব্লগার নেওয়া হবে এবং তাঁদের পোস্ট কিউরশনেও পাঠানো হবে । ইতোপূর্বে Guest Blogger নেওয়ার চল থাকলেও তাঁদের পোস্টগুলো "আমার বাংলা ব্লগ"-এর কিউরেশন চ্যানেলে নমিনেট করা হতো না । এখন থেকে এই নিয়ম চেঞ্জ করে গেস্ট ব্লগারদের কোয়ালিটিফুল পোস্টগুলো যাতে "আমার বাংলা ব্লগ"-এর কিউরেশন চ্যানেলে নমিনেট করা হয় সেই ব্যবস্থা করা হলো ।

এখন থেকে কমিউনিটি-তে দু'ক্যাটেগরিতে নিউ ইউজার নেওয়া হবে -

০১. জেনারেল ব্লগার
০২. গেস্ট ব্লগার

দু'শ্রেণীর ইউজাররাই কমিউনিটি থেকে কিউরেশন সাপোর্ট পাবেন । নিচে গেস্ট ব্লগার হওয়ার নিয়ম কানুন তুলে ধরা হলো -


গেস্ট ব্লগার হওয়ার রুলস


=> আপনাকে অবশ্যই বাংলা ভাষাভাষী হতে হবে ।

=> একদম শুরুতেই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সাবস্ক্রাইব করে @bangla.witness কে উইটনেস ভোট দিয়ে অথবা, @rme একাউন্টকে আপনার উইটনেস প্রক্সি সেট করে আপনার যাত্রা শুরু করুন । পড়ুন আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল || Witness Vote কিভাবে দিবেন?

=> আমাদের ডিসকোর্ড চ্যানেলে জয়েন করুন ও আপনার স্টিমিট আইডিটি ডিসকোর্ড-এ লিংকাপ করে নিন । পড়ুন নিউ মেম্বারদের কি ভাবে স্টিমিট লিংকআপ করতে হবে !! আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল

=> আপনাকে শুরুতেই একটি ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে একাউন্টটি ভেরিফাই করে নিতে হবে । স্টিমিট প্লাটফর্মের অন্য কোথাও আগে ভেরিফাইড হলে আমাদের ডিসকোর্ড চ্যানেলে সেই পোস্টের লিংক উল্লেখ করে একটা সাপোর্ট টিকেট ওপেন করতে হবে । তারপরে আপনার পুরোনো ভেরিফিকেশন পোস্টটি রিভিউ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পুনরায় ভেরিফিকেশন পোস্ট করা লাগবে কি না । তবে, আপনি নিউ ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে সব ধরণের জটিলতা স্কিপ করতে পারবেন । পড়ুন "আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী

=> কমিউনিটিতে ন্যূনতম কোনো এনগেজমেন্ট রাখার বাধ্যবাধকতা নেই । তবে, অন্যের পোস্টে কমেন্ট করার মাধ্যমে আপনি কমিউনিটিতে কিছু অবদান রাখতে পারেন, তবে সব কিছুই আপনার ইচ্ছার উপর নির্ভর করছে ব্যাপারটা ।

=> কমিউনিটিতে এক্টিভ/ইনাক্টিভের অবশ্য পালনীয় যে রুলটা আছে সেটা আপনাকে মেনে চলার কোনও দরকার নেই ।

=> "আমার বাংলা ব্লগ"-এর একমাত্র ভেরিফায়েড ব্লগার ছাড়া আর কেউই গ্যারান্টেড সাপোর্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না । এই কারণে, আপনি একজন গেস্ট ব্লগার হিসেবে কখনোই গ্যারান্টেড সাপোর্ট আশা করতে পারেন না । তবে, আপনার পোস্টটি হাই কোয়ালিটি হলে আপনি মিনিমাম $২ আর ম্যাক্সিমাম $২৫ এর ভোট পেতে পারেন আপনার পোস্টে ।

=> আপনার পোস্টটি কমিউনিটির কোনো অ্যাডমিন কর্তৃক নমিনেটেড না হলে আপনি আপনার পোস্টে কোনোক্রমেই সাপোর্ট পাবেন না ।

=> একজন গেস্ট ব্লগার হিসেবে চাইলে আপনি ABB School এর ক্লাস করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে নিয়ম মেনে পোস্ট বেনিফিশিয়ারি হিসেবে @shy-fox এবং @abb-school -কে যথাক্রমে ১০% ও ৫% দিতে হবে । এ ক্ষেত্রে অবশ্য আপনি একজন ABB School এর student হিসাবে কমুনিটির রুলস অনুযায়ী গ্যারান্টেড কিছু সাপোর্ট পাবেন যতদিন না আপনি লেভেল ৫ পাশ করে যাচ্ছেন ।

=> একজন গেস্ট ব্লগার হিসেবে আপনাকে কমিউনিটির বেনিফিশিয়ারি রুলস মানার কোনো বাধ্যবাধকতা নেই । অর্থাৎ, আপনাকে গেস্ট ব্লগার হিসেবে আপনার পোস্টে বেনিফিশিয়ারি হিসেবে @shy-fox -কে ১০% দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই ।

=> যেহেতু আপনি কমুনিটির একজন গেস্ট ব্লগার তাই কমিউনিটিতে কাউকে রেফার করলে তিনি শুধুমাত্র কমিউনিটির একজন গেস্ট ব্লগার হিসেবেই জয়েন করতে পারবেন ।

=> গেস্ট ব্লগার হিসেবে আপনি কমিউনিটি থেকে ফ্রী ডেলিগেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না । তবে, চাইলে আপনি কমুনিটির "ফ্রি স্টিমিট একাউন্ট রেজিস্টার" সার্ভিসটি ইউজ করে নতুন স্টিমিট একাউন্ট বিনামূল্যে খুলতে পারবেন ।

=> গেস্ট ব্লগার হিসেবে আপনাকে কমিউনিটির "পিটুপি এক্সচেঞ্জ" সংক্রান্ত নিয়মাবলী অবশ্য মেনে চলতে হবে ।

=> আপনি যদি ডেইলি গ্যারান্টেড সাপোর্ট পেতে চান তবে @abb-curation -এ আপনাকে মিনিমাম ৩০০ স্টিম ডেলিগেশন করতে হবে । এই ধাপটি অবশ্য পালনীয় যদি আপনি ডেইলি কিউরেশন সাপোর্ট পেতে চান কমিউনিটি থেকে । ডেলিগেশন সংক্রান্ত সাহায্য পেতে আমাদের ডিসকোর্ড চ্যানেলে সাপোর্ট টিকিট কেটে অ্যাডমিন/মডারেটরদের কাছ থেকে হেল্প নিতে পারেন । তবে, মনে রাখবেন @abb-curation -এ ডেলিগেশন কিন্তু not mandatory ।

=> ব্লগিং শুরু করুন তবে অবশ্যই কমিউনিটির বেসিক রুলস এবং প্রাইভেসী পলিসি ফলো করে । পড়ুন "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট এবং "আমার বাংলা ব্লগ" এর Privacy Policy-র সর্বশেষ আপডেট


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 9 months ago 

জেনারেল ব্লগারের পর এই নিয়মের পর আশাকরি বেশ কিছু গেস্ট ব্লগার আসবে আমাদের কমিউনিটিতে। কারণ ভালো পোস্ট তৈরি করতে পারলে তারা একটা ভালো সাপোর্ট পাবে। আপনার করে দেওয়া নিয়মগুলো বেশ সুন্দর ছিল দাদা। আশাকরি বাংলা ভাষাভাষি কমিউনিটি আমার বাংলা ব্লগে এখন আর কেউ রেফারের অভাবে ফিরে যাবে এমনটা হবে না। এটা বেশ ভালো একটা সুযোগ সৃষ্টি হলো।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @upex with a 40.92% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

This is great!!!, thank you so much Dada for this great opportunity, I will do well to be a verified blogger in this community.

 9 months ago 

দাদা আপনার সিদ্ধান্ত সবসময়ই সেরা। বরাবরের মতো এবারও চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন। গেস্ট ব্লগারদের ভালো মানের পোস্টে যদি সাপোর্ট দেওয়া হয়,তাহলে নিঃসন্দেহে তারা ভালো মানের পোস্ট শেয়ার করার জন্য আরও বেশি অনুপ্রাণিত হবে। আশা করি এই চমৎকার উদ্যোগ গ্রহণের মাধ্যমে, বাংলা ভাষাভাষীদের কাছে স্টিমিট প্লাটফর্ম আরও বেশি জনপ্রিয়তা লাভ করবে। যাইহোক এতো চমৎকার ভাবে এই পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 9 months ago 

খুবই ভাল উদোগ ভাই। আমি গেস্ট ব্লগার হিসাবে কাজ করতে আগ্রহী।

 9 months ago 

দাদা,আপনার নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ ও দারুণ।আমার মনে হয়,এটা গেস্ট ব্লগারদের জন্য অনেক বড় একটি সুযোগ।কারন তেমন কোনো নিয়ম ছাড়াই তারা বাংলা ভাষায় সুন্দরভাবে কাজ করে সাপোর্ট পেতে পারেন।আশা করি অনেকেই আমাদের কমিউনিটিতে কাজ করতে আগ্রহী হবেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা,এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।।

Sorry if I am addressing off-topic of this post, but curation is also mentioned here.
Today I delegated @abb-curation 27000 SP to @abb-curation.
After that I released a post.
The post was not supported by abb-curation.
Perhaps I should report something to some special service?
Regards @bambuka

 9 months ago 

Okay, plz hold on. I am checking your stats. If you missed a vote then you have an option to report it. Any missed votes must be given within 48 hours.

 9 months ago 

@bambuka Please connect with us here

https://discord.com/invite/ag44T7Wr

Yeah, I opened a channel, what do I have to do there?
@kingporos

 9 months ago 

You have reported already. Now, you will get your missed upvote from @hungry-griffin instead of @abb-curation with same percentage.

N.B. Normal votes come from @abb-curation, but missed votes come from @hungry-griffin.

Thanks :)

Thanks for the reply and encouragement :)

 9 months ago 

দাদা আপনার প্রত্যেকটি সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আপনি সবসময় দারুন উদ্যোগ গ্রহণ করেন। গেস্ট ব্লগারদের জন্য বেশ কিছু রুলস তৈরি করা হয়েছে দেখে ভালো লাগলো। আশা করছি যারা গেস্ট ব্লগার হিসেবে কাজ করবে তারা ভালো ফলাফল পাবে। দাদা আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.038
BTC 96590.30
ETH 3333.92
USDT 1.00
SBD 3.16