টুনকু-কে বাড়িতে নিয়ে এলুম

in আমার বাংলা ব্লগlast month

IMG_20241018_145300.jpg


গতকাল দুপুরে টুনকু-কে হসপিটাল থেকে রিলিজ করলো । আমি আর আমার ভাই গিয়েছিলাম হসপিটালে টুনকু-কে আনতে । অবশ্য পরশুদিনই ডক্টর বলেছিলেন যে টুনকুর সব টেস্ট রিপোর্ট নরমাল তাই পরেরদিন রিলিজ করা হবে । গাড়িতে উঠে টুনকু প্রথমে ঘুমিয়ে পড়েছিল । এরপরে বৃষ্টি নামলে ঘুম ভেঙে উঠে সে কী কান্না । খিদে পেয়ে গিয়েছে তার ।

হসপিটাল থেকে আমাদের বাড়ি ২০ -২২ মিনিটের পথ মোটে, কিন্তু সেদিন প্রত্যেকটা সিগন্যালে গাড়ি থামার কারণে পৌঁছতে পৌঁছতে আমাদের ৪০-৪৫ মিনিট লেগে গেলো । বাড়ি পৌঁছেই দেখি স্বাগতা, আমার মা সহ বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে টুনকুর জন্য ।

টুনকুর গৃহপ্রবেশ উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । স্বাগতা খুব সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে । এছাড়াও ছোট্ট একটা কেকও এনেছিল । বরণকুলো দিয়ে, কপালে দইয়ের ফোঁটা কেটে, ধান-দূর্বা আর প্রদীপ জ্বেলে টুনকুকে আশীর্বাদ করে গৃহপ্রবেশ করানো হলো ।

IMG_20241018_145521.jpg

এরপরে টুনকুর সামনে টুনকুর দাদা টিনটিন বাবু কেক কাটলেন । সবাই হাততালি দিয়ে স্বাগত জানালো টুনকুকে । আর টুনকু তারস্বরে কেঁদে তার খিদের কথা আবারো জানান দিলো সবাইকে । দ্রুত টুনকুর ঘরে ঢুকে টুনকুর দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হলো ।

আর এভাবেই টুনকু তার নিজের বাড়িতে এলো । বাড়ির ছোট কর্তার নিজ গৃহপ্রবেশ ।

Sort:  
 last month 

টুনকু সোনা টুনকু সোনার
গৃহে প্রবেশ,
তাই নিয়ে তো বাসায় ছিল
মহাশমাবেশ।

কেক কেটে করলো বরণ
বড় দাদা টিনটিন,
ক্ষিদের জ্বালায় টুনকু সোনার
পেট করে চিনচিন।

সুস্থ দেহে বেড়ে উঠুক
এটাই এখন চাওয়া,
মানুষের মত মানুষ হলে
সেটাই পরম পাওয়া।

 last month 

টুনকু বাড়ি এলো। আর তার কারণে আপনার বাড়ি সেজে উঠল। নতুন সদস্য এলে বাড়িতে যেন নতুন করে প্রাণ আসে। এখন বেশ কিছুদিন টুনকুর জন্য আপনাদের সবাইকে চরম ব্যস্ততায় থাকতে হবে। কারণ একটু এদিক-ওদিক হলেই ও কান্নাকাটি জুড়ে বলে দেবে অ্যাটেনশন প্লিজ।
আপাতত মন থেকে ঈশ্বরের কাছে এই কামনা করি টুনকু সুস্থ থাকুক, রোজ রাতে নিশ্চিন্তে মায়ের কোলের পাশে ঘুমোক, যার কারণে টুনকুর মাও রাতে ঘুমোতে পারবে৷ সন্তান জন্ম দেওয়ার পর সব মায়েরই শারীরিক রেস্ট এর প্রয়োজন হয়। কিন্তু সন্তানের রাত জাগার ফলে সেটা আর হয়ে ওঠে না। আপাতত শুভকামনা হিসেবে এইটুকুই কামনা করি। সবাইকে নিয়ে ভালো থাকুন দাদা। আমার যেন মনে হয় আপনার কাছে আপনার বাবা ফিরে এসেছেন টুনকুর মাধ্যমে।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last month 

টুনকু সুস্থভাবে বেড়ে উঠুক এই সুন্দর পৃথিবীতে। বড় হয়ে বাবার মত মানুষ হোক, এমনটাই আশীর্বাদ করছি কাকু হিসাবে। টুনকুর জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।

 last month 

নতুন অতিথির আক্রমণে বাড়ি যেন আরো সুন্দর ভাবে সেজে উঠেছে। আসলে বাড়ির সৌন্দর্য এই ছেলে মেয়েগুলোই। যাইহোক টিনটিন বাবু তার ভাইকে পেয়ে অনেক খুশি সে কেক কেটেছে জানতে পেরে ভালো লাগলো। বাবু সুস্থতা কামনা করছি।

 last month 

ভাইয়া,আগমন টা আক্রমণ হয়ে গেছে।

 last month 

শুভকামনা রইলো দাদা ছোট বাবু সোনার জন্য। খুব ভালো লাগলো বাবুসোনার সব কিছু রিপোর্ট নরমাল এসেছে জেনে। সব কিছু ঠিক ছিলো জন্য তাকে নিয়ে বাড়িতে আসতে পেরেছেন। বাড়িতে খুব সুন্দর বরনের আয়োজন করেছেন।হাসপাতাল থেকে নতুন অথিতিকে নিয়ে বাড়িতে আসলে সবার মনে আনন্দের বন্যা বয়ে যায়।বৌদি ও বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।

 last month 

লেখার মধ্যেও যে লেখকের আনন্দ প্রকাশ পায়, তা এলেখায় হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছে। টুনকুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

 last month 

টুনকু সুস্থভাবে বাড়ি এসেছে জেনে ভালো লাগলো। টুনকুর গৃহপ্রবেশ উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। ছোট্ট টুনকুকে পেয়ে বাড়ির অনেক আনন্দিত। টুনকুর সব রিপোর্ট নরমাল জেনে ভালো লাগলো। বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল দাদা।

 last month 

বাড়ির ছোট কর্তা টুনকুর নিজ গৃহে প্রবেশ খুব ধুমধাম ভাবেই হয়েছে। ছোট দিদিমনি খুব সুন্দর ভাবেই সব কিছু সাজিয়েছেন। তবে টুনকুর বড় দাদা ভাই বেঁচে থাকলে কত খুশি হতো। যায়হোক টুনকুর সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ।

 last month 

টুনকু একজন ভালো মনের মানুষ হয়ে বড় হয়ে উঠুক এই দোয়া করছি। ছোটকর্তা তার বাসায় রাজকীয় ভাবে গৃহপ্রবেশ করলো, দেখেই তো ভালো লাগতেছে। এই পোষ্টটা টুনকু বড় হয়ে দেখলে, সে আরো বেশি খুশি হয়ে উঠবে।

কিছু স্মৃতি এইভাবেই ব্লকচেইনে রয়ে যাক। 😍

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 97950.42
ETH 3343.35
USDT 1.00
SBD 3.04