খুব সহজে স্টিম পাওয়ার ডেলিগেশন এর একটি উইজেট তৈরী করুন (Develop a simple steem power delegation widget in php & html)

in আমার বাংলা ব্লগ3 years ago

Steem Widget.png

this image is created by me using two images which were collected from copyrightfree source

একটি সফটওয়্যার উইজেট (widget) হলো এমন একটি টুল যা খুবই সিম্পল কয়েকটি কোডের একটি ব্লক দিয়ে তৈরী এবং যে কোনো প্ল্যাটফর্মে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম । এই জন্য উইজেটগুলি মূল সফটওয়্যার এর API কোড ব্যবহার করে তৈরী করা হয়ে থাকে ।

যাই হোক, আমি সব সময় চাই আমার স্টিমিট বন্ধুরা কোডিং এর জটিল ব্যাপারে না ঢুকুক । তাই আমি মাঝে মাঝে অতি সহজ সব কোডিং নিয়ে হাজির হই যাতে আপনার এক নিমেষে বুঝতে পারবেন । আজকের widget টি হলো তেমনি একটি অতি সরল প্রোগ্রামিং এর উদাহরণ ।

বি: দ্রঃ আমি এই উইজেটটি সিম্পল php ও html কোডিং করে তৈরী করেছি । উইজেটটি কাজ করে মূলত steemit API ব্যবহার করে এবং steemit account authentication করা হয় steemlogin ব্যবহার করে । সো, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই ।

তো চলুন শুরু করা যাক --

প্রথমে একটি পূর্ণাঙ্গ html কোড লিখি যেটাতে একটা steemit ডেলিগেশন ফর্ম থাকবে ।

<!DOCTYPE html>
(html comment removed: 
Designed by @rme
)
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>

<title>Steem Delegation Tool</title>

<meta name="description" content="Steem Delegation Tool" />

<meta name="keywords" content="steem,delegation,tool" />

<meta name="author" content="@rme">

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" />
</head>

<body>

<form action="http://steemit.email/delegation.php" method="get">
Delegator (Steemit ID): <input type="text" name="delegator">
Delegatee (Steemit ID): <input type="text" name="delegatee">
Steem Power(SP): <input type="text" name="sp">
<input type="submit">
</form>
<br>
1. To increase/decrease delegation just enter the final amount.<br>
For Example: You delegated 100 SP before. Now you want to delegate additional amount of 50 SP. So, you have to enter 150 SP.<br>

If you want to decrease this amount by 35 SP. Then, you have to enter 65 SP.<br>

2. To withdraw delegation just enter the SP amount 0.<br>
N.B. After withdraw Delegation you have to wait 5 days(cooling period) to get your SP back in your wallet.<br><br>
designed by <a href="https://steemit.com/@rme">Phantom</a>
</body>

</html>

যাঁরা html কোডিং জানেন তাঁরা খুব সহজেই উপরের কোডটি বুঝতে পারবেন, জলের মতো সোজা । এখন উপরের কোডিং এর এই জায়গাটা লক্ষ করুন -

<form action="http://steemit.email/delegation.php" method="get">

ফর্মের ইনপুট filed এর ডাটাগুলি pass করা হয়েছে http://steemit.email/delegation.php পেজ এ । এটি একটি php পেজ । এখানে get method use করে html পেজের ডেলিগেশন ফর্মের ডাটাগুলো রিসিভ করা হয়েছে -

<html>
<body>

<?php
$delegator=$_GET["delegator"];
$delegatee=$_GET["delegatee"]; 
$sp=$_GET["sp"]; 
$url="https://steemlogin.com/sign/delegateVestingShares?delegator=".$delegator."&delegatee=".$delegatee."&vesting_shares=".$sp."%20SP" ;
$navigation= "Location: ".$url ;

header($navigation);
exit();

?>


</body>
</html>

উপরের কোডটি "delegation.php" নাম সেভ করতে হবে । এখানে, একটি কথা আছে , আমি steemit.email ওয়েবসাইটের সার্ভার ব্যবহার করেছি delegation.php পেজটি সেভ করতে । যদি আপনি নিজের ওয়েব সার্ভার পেজটি সেভ করেন তবে ডেলিগেশন ফর্মের html পেজ -এ আপনাকে "http://steemit.email" এর স্থলে নিজের ওয়েবসাইটের এড্রেস দিতে হবে ।

এই বার ফাইনাল স্টেপ । উইজেট তৈরী করা -

উপরের স্টিম ডেলিগেশন html পেজের সম্পূর্ণ কোডিং টা আমাদের দরকার নেই, শুধু নিচের অংশটুকু হলেই চলবে -

Steem Delegation Tool

<form action="http://steemit.email/delegation.php" method="get">
Delegator (Steemit ID): <input type="text" name="delegator" />
Delegatee (Steemit ID): <input type="text" name="delegatee" />
Steem Power(SP): <input type="text" name="sp" />
<input type="submit" />
</form>
<br />
1. To increase/decrease delegation just enter the final amount.<br />
For Example: You delegated 100 SP before. Now you want to delegate additional amount of 50 SP. So, you have to enter 150 SP.<br />

If you want to decrease this amount by 35 SP. Then, you have to enter 65 SP.<br />

2. To withdraw delegation just enter the SP amount 0.<br />
N.B. After withdraw Delegation you have to wait 5 days(cooling period) to get your SP back in your wallet.<br /><br />
designed by <a href="https://steemit.com/@rme">Phantom</a>

অথবা, আরো সংক্ষিপ্ত কোড -

Steem Delegation Tool

<form action="http://steemit.email/delegation.php" method="get">
Delegator (Steemit ID): <input type="text" name="delegator" />
Delegatee (Steemit ID): <input type="text" name="delegatee" />
Steem Power(SP): <input type="text" name="sp" />
<input type="submit" />
</form>
<br />

designed by <a href="https://steemit.com/@rme">Phantom</a>

এইটাই আমাদের "Steem Power Delegation Widget" কোডিং । আপনি এটা যে কাউকে দিতে পারবেন । যে কেউ এটা ইন্ডেপেন্ডেন্টলি use করতে পারবেন যে কোনো ওয়েবপেজে বা ব্লগ পেজে । আসুন আমরা একটি ছোট্ট এক্সপেরিমেন্ট করে দেখি উইজেটটি কাজ করে কি না -

১. প্রথমে আপনার গুগল এর ফ্রি ব্লগিং সার্ভিস এ লগঅন করুন blogger.com
২. আপনার পার্সোনাল ব্লগের ড্যাশবোর্ডের "Layout" ট্যাবে যান ।
৩. "Add A Gadget" -এ ক্লিক করুন

Untitled.png

৪. "HTML/JavaScript" এ ক্লিক করুন

Untitled.png

৫. "Title" এর ঘরে উইজেট -এর টাইটেল দিন । "Content" এর ঘরে নিচের কোডটি দিয়ে "Save" বাটনে ক্লিক করুন -

Steem Delegation Tool

<form action="http://steemit.email/delegation.php" method="get">
Delegator (Steemit ID): <input type="text" name="delegator" />
Delegatee (Steemit ID): <input type="text" name="delegatee" />
Steem Power(SP): <input type="text" name="sp" />
<input type="submit" />
</form>
<br />

designed by <a href="https://steemit.com/@rme">Phantom</a>

Untitled.png

৬. দেখুন "widget" টি যোগ হয়ে গিয়েছে আপনার ব্লগে ।

Untitled.png

৭. উইজেটটি যোগ হলো, এই বার টেস্টিং এর পালা । আপনার ব্লগ ব্রাউজারে নেভিগেট করুন
। আমার ব্লগ এড্রেস হলো "http://royalmacro.com/" । দেখুন আমার ব্লগে উইজেটটি শো করছে successfully ।

Untitled.png

৮. ফরমটি পূরণ করে "Submit" বাটনে ক্লিক করুন -

Untitled.png

৯. দেখুন steemlogin এর পেজে চলে এসেছি । এখন জাস্ট আপনার steemit ID আর active key দিয়ে লগইন করে ট্রানসাকশান approve করলেই ডেলিগেশন সাকসেসফুল হবে ।

Untitled.png

১০. এই উইজেটটি দিয়ে যে কাউকে delegate/undelegate/increase delegation power/decrease delegation power সব কিছুই করা পসিবল ।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

শুরু করলাম এবং পড়া শেষ করলাম, কিন্তু তারপর কি পড়লাম কিছুই বোধগম্য হলো না, এই হলো আমার অবস্থা হা হা হা

 3 years ago 

একটু php আর html এর নলেজ আবশ্যক । চিন্তার কিছু নেই পোস্টটি সেভ করে ওই দুটি শেখা শুরু করুন, খুব শীঘ্র উইজেটটি নিজের হাতে তৈরী করতে পারবেন ।

 3 years ago 

পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের।কিন্তু আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই।যারা বুঝে তাদের অনেক কাজে লাগবে।ধন্যবাদ দাদা এত সুন্দর করে বিষয়টি সম্পর্কে তুলে ধরার জন্য।

 3 years ago 

তারপরেও সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ।

 3 years ago 

ধন্যবাদ কোড ল্যাঙ্গুয়েজ ভিত্তিক আরো একটি ব্লগ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ম্যাডাম আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

এবারো কিছুই বুঝি নি আমি ।তবে রেখে দিচ্ছি সিরিয়াল করে ভবিষ্যতের জন্য। শুভেচ্ছা রইল ভাই ।

 3 years ago 

হ্যাঁ, ভবিষ্যতের জন্য সেভ করে ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে দিন ভাই ।

দাদা সুন্দর জিনিস লিখেছেন।
কিন্তু অনেক দিন html চর্চা করা হয়নি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.041
BTC 98445.27
ETH 3638.54
SBD 3.69