আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ : ডিস্কর্ড সার্ভারে Daily Steem GiveawaysteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

Drawing-28.sketchpad.png


"আমার বাংলা ব্লগ" কমিউনিটি সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এর ডিসকর্ড (Discord) সার্ভার । আপনারা জানেন যে আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠার মাত্র চারদিনের মধ্যে এই কমিউনিটির জন্য একটি অফিসিয়াল ডিসকর্ড সার্ভার ওপেন করা হয় । কারণ, আমার মনে হয়েছিল যে কমিউনিটি সুষ্ঠুভাবে পরিচালনা করা ও সমস্ত ইউজারদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের জন্য একটি ডিসকর্ড সার্ভার অপরিহার্য ।

কয়েকমাস যেতে না যেতেই আমার ধারণা একদম সঠিক হিসেবে প্রতিপন্ন হলো । বর্তমানে আমাদের কমিউনিটির প্রাণকেন্দ্র হলো আমাদের ডিসকর্ড সার্ভার । প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, কমিউনিটির কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা, এবিবি স্কুল (স্টিমিট লার্নিং প্রজেক্ট), হ্যাংআউট, বিনোদন (গান শোনা, Youtube দেখা, গেম্স্ খেলা) প্রভৃতি সকল কিছুই এখন আমাদের কমিউনিটির অফিসিয়াল ডিসকর্ড (Discord) সার্ভার এর মাধ্যমে হয়ে থাকে ।

"আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিসকর্ড (Discord) সার্ভার এর লিংক হলো : https://discord.gg/amarbanglablog


অনেক আগে একবার একটি হ্যাংআউটে ঘোষণা করেছিলাম যে আমাদের ডিসকোর্ড সার্ভারের একটি চ্যানেলে আমরা সাপ্তাহিক Giveaway এর আয়োজন করবো । একটি মাত্র Giveaway আয়োজনের পর পরিকল্পনাটি আর আলোর মুখ দেখেনি । দীর্ঘদিনের পরে এবার সেই পরিকল্পনাটি বাস্তবায়িত করা হলো ।

এবার থেকে প্রত্যেকদিন "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিসকর্ড সার্ভারের একটি চ্যানেল #giveaway -এ একটি করে Steem Giveaway এর আয়োজন করা হচ্ছে । প্রতিদিন এই giveaway র প্রাইজ মানি হলো ৫ স্টিম। তবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই প্রাইজ মানির পরিমাণ বৃদ্ধি পেতে পারে ।

Untitled.png


আসুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের নতুন এই ইনসেনটিভ :


#ইনসেনটিভ নেম : Amar Bangla Blog Discord Server Steem Giveaway


#ফ্রিকোয়েন্সি : প্রতি ২৪ ঘন্টায় একবার


#প্রাইজ পুল : 5 STEEM (বিশেষ বিশেষ ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে)


#Giveaway এর স্থান : "আমার বাংলা ব্লগের" অফিসিয়াল ডিসকর্ড সার্ভারের #giveaway চ্যানেলে


#এলিজিবিলিটি : কমিউনিটির ডিসকর্ড সার্ভারে moderator, steem-discord linked এবং verified blogger role প্রাপ্ত যে কোনো ইউজার


প্রতিদিন giveaway বিজয়ীকে @abb-giveaway একাউন্ট থেকে প্রাইজ মানি ট্রান্সফার করা হবে


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ২৮ মে ২০২৩

টাস্ক ২৭৯ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : a70fc5d1b1be518512792a1d862f31b097a3a4aaab58dc9c638b325ae3a46619

টাস্ক ২৭৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

বাহ্ উদ্যোগটি চমৎকার দাদা।আমার বাংলা ব্লগ একমাত্র কমিউনিটি,যেটা কিনা শুধুমাত্র ইউজারদের কথা ভেবে প্রতিনিয়ত নতুন নতুন চমক দিয়ে যাচ্ছে।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বেশ ভালো একটি উদ্যোগ দাদা। চ্যানেলটও মাত্র দেখলাম ও চেক করে আসলাম। কিন্তু উইনার কিভাবে হয় সেটা বুজিনি দাদা। যাইহোক সব সময় আপনি অনেক ভালো ভালো উদ্যেগ নিয়ে উপস্থিত হন।

 2 years ago 

ইমোজি তে ক্লিক করে পার্টিসিপেট করবেন ,ব্যাস। এবার ২৪ ঘন্টা wait করবেন। সময় শেষ হলে Bot একটা Random নাম প্রকাশ করবে। যার নাম উঠবে সেই উইনার।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

প্রথমে দাদা আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটি পরিকল্পনা এবং সুন্দর একটি আয়োজন আসলে এমন এমন কিছু আয়োজন আপনি উপস্থিত করেন যা দেখে মন ভরে যায়।

 2 years ago 

একটা মজার ব্যাপার হলো প্রত্যেকদিন বিজয়ী হওয়ার আকাঙ্খা জাগবে মনে। প্রত্যেকদিন আশায় থাকবো আজ বুঝি আমার নাম দেখতে পাবো। এটার মধ্যে একটা অনোন্দ আছে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

দাদা ঐদিন একবার পেয়েছিলাম। আর দ্বিতীয় বার নিজের ভুলের কারনে হারিয়েছি। প্রতিদিন giveaway হলে তো দারুন হবে। যার ভাগ্য ভাল সে ৫ স্টিম জিতবে। ইন্টারেটিং একটি বিষয়। ধন্যবাদ দাদা।

 2 years ago 

giveaway প্রজেক্ট আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। এছাড়া আমাদের সবার মাঝে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত করার জন্য ডিসকর্ড সার্ভার খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই প্রজেক্টটি সবার কাছে ভালো লাগবে। কাঙ্খিত বিজয়ীকে পুরস্কৃত করা হবে জেনে সত্যিই ভালো লাগলো দাদা

 2 years ago 

দাদা আপনি প্রতিনিয়ত ইউজারদের কথা ভেবে ভেবে অনেক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে থাকেন। যাতে করে ইউজাররা লাভবান হতে পারে। এবারের উদ্যোগটিও বেশ সুন্দর একটি উদ্যোগ। আশা করি আপনার এই উদ্যোগের মাধ্যমে ইউজাররা লাভবান হতে পারবে। তাইতো বলি দাদা মানে নতুন নতুন আইডিয়া।

 2 years ago 

দারুন একটা উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। প্রতিনিয়ত আপনি যে ধরনের উদ্যোগ গুলো গ্রহণ করেন খুবই ভালো লাগে সেগুলো। এখন থেকে প্রত্যেক দিন এই আয়োজনটা করবেন জেনেই ভাল লাগল।

 2 years ago 

এখন থেকে তাহলে প্রতিদিন সবার মধ্যে আলাদা একটি উত্তেজনা কাজ করবে গিভ ওয়ে তে অংশগ্রহণ করার জন্য। কারণ অংশগ্রহণ করে সবাই জিততে চাইবে। আজকের গিভ ওয়ে তে আমিও অংশগ্রহণ করেছি। যাইহোক এতো সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94080.13
ETH 3267.99
SBD 6.38