ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১৬ (২৪-০৮-২৩ থেকে ৩০-০৮-২৩)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১৬ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এ


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @selina75


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@selina75$25 UPVOTEরঙ্গিন আলপনা অংকন।
02@selina75$25 UPVOTEফটোগ্রাফিঃ নিজের তৈরি করা গয়নার ফটোগ্রাফি।

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


পুরো নাম সেলিনা আখতার শেলী। জাতীয়তা - বাংলাদেশী। বর্তমানে গৃহিণী এবং জন্ম ও বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে । শিক্ষাগত যোগ্যতা - চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন ।সে সাথে দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন । স্বামীর বাড়ী দিনাজপুরে, বর্তমানে ঢাকায় থাকেন। পছন্দের কাজের মাঝে অন্যতম ঘুরে বেড়ানো ,বই পড়া ,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা। সে সাথে ভালোলাগার আরো কিছু বিষয় হলো দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি । মোট ১ বছর ২ মাস হলো তার স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


Screenshot_2023-09-06-20-17-31-920-edit_com.android.chrome.jpg


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmoJZesYh8BHQ6tVG68x9MvZhrVSvLsRsB2bessbMKvMEJUi9F3mqdEyjSroLGrT4sijJ7jc.jpeg

রেসিপিঃ মুসুরের ডাল দিয়ে কচুশাক।...... by @selina75 • 24/08/2023

আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে মুসুরের ডাল দিয়ে কচু শাকের মজাদার রেসিপি। আপনারা জানেন রাতকানা রোগ প্রতিরোধে ও চোখের দৃষ্টি শক্তি বাড়াতে বেশ কার্যকর। এছাড়া ক্যালসিয়াম,ফসফরাস সহ আরো উপাদান আছে যা মানব দেহের জন্য বেশ কার্যকর। তাছাড়া কচুশাক সহজলভ্য। দেশের প্রায় সর্বত্রই পাওয়া যায়। আজকের এই রেসিপি তৈরিতে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি কচুশাক ও ডাল।…

কচু শাক আমার খুব প্রিয় শাকগুলোর মধ্যে একটি।যেহেতু আমার মাংসের চেয়ে মাছ আর সবজি টাই বেশি মজা লাগে। সে সাথে শাকটাও আমার বেশ পছন্দের খাবারের মধ্যে একটি। আর সেইসবের মধ্যে কচু শাকটা অনেক বেশি প্রিয়। কয়েকদিন আগে আমি নতুন একটা রেসিপি জানতে পেরেছিলাম, যাতে তেতুল দিয়ে কচু শাক রান্না করা যায়। কিন্তু ডাল দিয়ে যে কচু শাক রান্না করা যায় এটা জানা ছিল না । আর সে সাথে উপস্থাপনা গুলাও অনেক সুন্দর ছিলো। যেমন এই কাঠের চালুনি গুলো সাধারণত এখন আর খুব একটা দেখা যায় না। তাই ছবিতে সেসবের ব্যবহার দেখে বেশ ভালো লাগলো। আর রেসিপিটাও বেশ মজার ছিলো ।

8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmoJZesYh8BHQ6tVG68x9MvZhrVSvLsRsB2bessbMKvMEJUi9F3mqdEyjSroLGrT4sijJ7jc.jpeg

ছবিটি সেলিনা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmo9M7jr6Kq3wrf7f4oT25vYgzpP2sZTaHp82oe3rc9SNqBDaWMGgQ9MFZqkdefRH59UVZg2.jpeg

কাগজ দিয়ে অলকানন্দা ফুল তৈরি।...... by @selina75 • 26/08/2023

আজ আপনার সামনে নিয়ে এসেছি কাগজ দিয়ে তৈরি অলকানন্দা ফুল । আশাকরি ভাল লাগবে আপনাদের। আর আপনাদের ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক। আর উপকরণ হিসেবে ব্যবহার করেছি হলুদ রংয়ের কাগজ সহ অন্যান্য উপকরণ। যা পোস্টে বিশদভাবে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ধাপে ধাপে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম আজকের অলকানন্দা ফুল।…

ফুল ভালোবাসে না এমন কোনো মানুষই হয় না। গাছের ফুল সব সময় সুন্দর। আর সৃষ্টিকর্তার যে কোনো সৃষ্টি যেমন অপরূপ। তার মধ্যে ফুল হলো অন্যতম একটি সৃষ্টি। আর এই সৃষ্টি যখন মানুষের হাতে ছোঁয়ায় চলে আসে। তখন আরো বেশি মুগ্ধতা ছড়িয়ে পরে। কারণ কাগজ দিয়ে ফুল তৈরির ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমি কয়েকদিন আগে কনটেস্ট এ পার্টিসিপেট করেছিলাম। সে হিসেবেই বলতে পারি এই কাজটা করতে অনেক সময় এবং ধৈর্যের দরকার হয়। এটি তৈরি করতে সুন্দরভাবে একেবারে হলুদ কাগজের ব্যবহার করে আলকানন্দা ফুলটি রিক্রিয়েট করাটা বেশ সুন্দর লাগছে দেখতে। হলুদ ফুলের সাথে সবুজ পাতাটাও দেওয়াতে একেবারে মনে হচ্ছে যেনো আসল ফুল।

8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmo9M7jr6Kq3wrf7f4oT25vYgzpP2sZTaHp82oe3rc9SNqBDaWMGgQ9MFZqkdefRH59UVZg2.jpeg

ছবিটি সেলিনা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreJR1LUKmS6qdTmXQBZVbmTEqo4TDjfuuymFouT5aWRubQc7ki64PoktyaFS7AgF79XgykG6.jpeg

জেনারেল রাইটিংঃ না বলার দক্ষতা ও কৌশল।...... by @selina75 • 29/08/2023

নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আর তাহলো না বলার দক্ষতা। এ বিষয়টি সম্পর্কে আমার তেমন ধারনা ছিলো না। কিন্তু আমি যখন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে কর্মসুত্রে যুক্ত ছিলাম তখন বিষয়টি সম্পর্কে ধারনা পেয়ে থাকি। আজ আমি সেই বিষয়টি নিয়েই পোস্টটি লিখার চেস্টা করবো। …

এই পোস্টটির লেখা অন্যান্য লেখার চেয়ে আমার বিশেষ ভাবে ভালো লেগেছে। আর বিশেষভাবে ভালোলাগার কারণ হলো, আমি নিজেও না বলতে খুব একটা পারি না। কারণ সবাইকে সবসময় মুখের উপর না বলাটা আমার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। জীবনের এখনো তো অনেক কিছুই শিখতে পারিনি। আর না শিখতে পারার মধ্যে অন্যতম একটা ব্যাপার হলো এই না বলতে না পারা। যেটা জীবনের চলার পথে সত্যিই খুব বেশি দরকার। কারণ এমন অনেক সময় অনেক আবদার সামনে চলে আসে যেটা আমার দ্বারা পূরণ করা সম্ভব নয় কিংবা যেটা আমার ব্যক্তিত্বের সাথেও যাচ্ছে না। কিন্তু চাপে পরে সেই কাজটা অনেক সময় করে দিতে হয়, শুধুমাত্র না বলতে না পারার কারণে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreJR1LUKmS6qdTmXQBZVbmTEqo4TDjfuuymFouT5aWRubQc7ki64PoktyaFS7AgF79XgykG6.jpeg

ছবিটি সেলিনা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmo5jkit4JM4RCKSLVaugm8tht6HEToiH5ciGTPeWp37ka4hVdK1fuhofH2t6GEB8FkFi9zv.jpeg

ডাই প্রজেক্টঃদাদার জন্য রাখী তৈরি।...... by @selina75 • 07/09/2023

আজকের প্রজেক্টটি @rme দাদার জন্য। রাখীবন্ধনে দাদার জন্য আমার ক্ষুদ্র উপহার রাখী ও ফুলের তোড়া। দাদার জন্য বানানো রাখী নিয়েই আমার আজকের উপস্থাপন। আশাকরি ভাল লাগবে আপনাদের। আর আপনাদের ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক। আর উপকরণ হিসেবে ব্যবহার করেছি ফিতা,পুঁথি সহ।পাথর,বিস্কিটের প্যাকেট সহ অন্যান্য উপকরণ। …

এই পোস্টটাও আমার বিশেষ পছন্দের একটি পোস্ট। তার কারণ হলো এই পোস্টটা উনি আমার জন্যই তৈরি করেছেন। আর যেটা সত্যিই খুব বেশি মন ছুঁয়ে যায়। কারণ আমার বাংলা ব্লগের মাধ্যমে আমি এতোজন বোন পেয়েছি ব্যাপারটা ভাবতেই ভালো লাগে। যেহেতু ছোটবেলায় তেমন কোনো বোন ছিলো না রাখি পরানোর মতোন। আর তাই এখন যখন এতোগুলো রাখি পাই। তখন সত্যিই ভালো লাগে আর বিশেষ করে এই রাখি টা আমার কাছে ভালো লাগার। তার কারণ হলো বাজারে হরহামেশাই টাকা দিয়ে রাখি কিনতে পাওয়া যায়। কিন্তু এই রাখি টা টাকা দিয়ে নয়, এই রাখিটা সম্পূর্ণ হাতে তৈরি এবং হাতে তৈরি যে কোনো জিনিসে ভালোবাসা এবং স্নেহ জড়িয়ে থাকে, তাই আমি ভাই হিসেবে সেলিনা ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই।

8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmo5jkit4JM4RCKSLVaugm8tht6HEToiH5ciGTPeWp37ka4hVdK1fuhofH2t6GEB8FkFi9zv.jpeg

ছবিটি সেলিনা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqritxYrTRrqrW2vPjgTCrE75fcMEEvk8FM9sAKRYdWedZtzqR3UDd2o83yiMWxWRoi4yB2iCW.jpeg

রঙ্গিন আলপনা অংকন।...... by @selina75 • 04/09/2023

বেশ কিছুদিন পর আলপনা অংকন নিয়ে উপস্থিত হলাম। বিয়ে,গায়ে হলুদ সহ যে কোন উৎসবে আলপনা অংকন এখন রেওয়াজ। বন্ধুরা, আলপনা আমাদের সংস্কৃতির অংশ। গ্রাম বাংলার মাটির ঘরে আলপনা মুগ্ধ হয়ে দেখতাম। এখন মাটির ঘর নেই বললেই চলে। গ্রামীণ সংস্কৃতি গুলো এখন শহুরে হয়ে গেছে।আলপনার ছড়াছড়ি গ্রামের থেকে শহরেই এখন বেশী।…

আলপনার সাথে আমাদের বাঙালি জাতির ঐতিহ্যের বেশ পুরনো সম্পর্ক, যে সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে। আগে গ্রামের বাড়িতে যেকোনো অনুষ্ঠানে কোনো কিছু হোক না হোক, আলপনাটা দেওয়াই হতো। যেটা ছোটবেলাতেও আমরা দেখেছি।। কিন্তু কালের বিবর্তনে আলপনার ডিজাইনে বিভিন্ন রকমের নতুনত্ব এসেছে। কিন্তু ধীরে ধীরে মানুষ আবার ফিরে যায় সেই পুরনো আলপনাতেই, যা এই চিত্রেও দৃশ্যমান। শুধুমাত্র আলপনার ছোঁয়াতে যে কোনো সাদাসিধা জিনিসে হয়ে ওঠে অনেক বেশি অপূর্ব। তাই ঘরের মেজে হোক কিংবা কোনো কাপড় কিংবা কাগজ, যে কোনো জায়গাতেই আলপনা তার নিজের ছোঁয়ায় এবং নিজের কৃতিত্বে সৌন্দর্য বর্ধন করে।এই আলপনাটিও ঠিক তেমনটাই দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়।


আর সে সাথে যেটা না বললেই নয়, তা হলো প্রতিটা পোস্টেরই মার্কডাউন, ফটোগ্রাফি এবং লেখা ধরণ সবকিছুই খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ সেলিনা ম্যাডাম কে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqritxYrTRrqrW2vPjgTCrE75fcMEEvk8FM9sAKRYdWedZtzqR3UDd2o83yiMWxWRoi4yB2iCW.jpeg

ছবিটি সেলিনা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৭৯ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : b937b10a5a9aa7a2ee8d801649ebfd426099cdb895e567a723a28e53bcc53a3c

টাস্ক ৩৭৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

আমাকে ফাউন্ডার চয়েস ব্লগার অফ দি উইক করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার প্রতিটি পোস্ট এর রিভিউ এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার এই রিভিউ আমাকে ভবিষ্যতে কোয়ালিটিপূর্ণ পোস্ট করার জন্য উৎসাহিত করবে।এবারই প্রথম আমি ফাউন্ডার চয়েস ব্লগার আফ দি উইক নির্বাচিত হয়েছি। তাই আমি ভীষনভাবে আনন্দিত। আপনার জন্য শুভ কামনা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক ধন্যবাদ দাদা।প্রতিবারের মতো এবার ও আপনি সেলিনা আপুর পোস্টগুলোর খুব সুন্দর বর্ননা তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো। আপুকে সাপোর্ট করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আপনি ফাউন্ডার'স চয়েস সেলিনা আপুকে ব্লগার অফ দা উইক ঘোষণা করেছেন দেখে বেশ ভালো লেগেছে । সত্যি দাদা আপুর পোস্টগুলো বেশ দুর্দান্ত হয়। আপনি পোস্টগুলো নিয়ে বেশ সুন্দর মতামত শেয়ার করেছেন দেখে বেশ ভালো লেগেছে। পুরস্কার হিসেবে দুটি পোস্টের সাপোর্ট দিয়েছেন জানতে পারলাম দাদা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সেলিনা আপুর পোস্ট গুলো বেশ সুন্দর এবং সাবলীল হয়। উনি চেষ্টা করেন প্রতিটি পোস্ট কে আমাদের মাঝে ক্রেয়েটিভিটির সাথে উপস্থাপনা করার চেষ্টা করেন। এছাড়াও উনার আর্টগুলো সব ক্রেয়েটিভ হয়। শুভ কামনা রইলন আপুর প্রতি। ধন্যবাদ দাদা যোগ্য লোকের যোগ্য সম্মান দেওয়ার জন্য।

 last year 

সেলিনা দির পোস্ট শুরু থেকেই দেখছি। ওনার পোস্ট দারুন পরিপাটি ও গোছানো। লেভেলে থাকাকালীন সময়েও বিষয়টা দারুন ভাবে নজর কেড়েছিল। ওনাকে ফাউন্ডারস চয়েস ব্লগার হতে দেখে খুব ভালো লাগছে। অভিনন্দন দিদি। ধন্যবাদ দাদাকেও। ♥️

 last year 

সেলিনা আপুর প্রত্যেকটি পোস্ট দারুন ছিল। আপু অনেক ভালো একজন ইউজার। ব্লগার অফ দা উইক হিসেবে সেলিনা আপুকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 last year 

অসংখ্য ধন্যবাদ দাদা সেলিনা আপুকে ফাউন্ডার চয়েসে আপনি ব্লগার অফ দা উইক করার জন্য। আপুর পোস্ট গুলো খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের ইউনিক কিছু রেসিপি শেয়ার করেন। তাছাড়া কচু শাকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। মসুরের ডাল দিয়ে রান্না করেছেন খুবই ইউনিক একটি রেসিপি ছিল। এছাড়া অন্যান্য রেসিপি গুলো দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ দাদা খুব সুন্দর একটি সাপোর্ট দেওয়ার জন্য।

 last year 

সেলিনা আপুর পোস্ট গুলো এভাবে পর্যবেক্ষণ এবং বিচার বিশ্লেষণ করে, আপুকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করার জন্য ও এভাবে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপুর গত সপ্তাহের পোস্ট গুলো দারুণ হয়েছিল। পোস্ট গুলো দেখে খুবই ভালো লাগলো।

অনলাইন থেকে ফ্রিতে হাজার হাজার টাকা প্রতিদিন Steemit থেকে ইনকাম করতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের প্রোফাইলটি ঘুরে আসতে পারেন
https://steemit.com/@digitalbangla360

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 99357.59
ETH 3318.45
USDT 1.00
SBD 3.07