আমার নতুন প্রজেক্ট - "Crypto Inheritance Wallet Card" - Update 07
পড়ুন পূর্বের এপিসোডগুলো : [এপিসোড ০১] [এপিসোড ০২] [এপিসোড ০৩] [এপিসোড ০৪] [এপিসোড ০৫] [এপিসোড ০৬]
আজকের সংক্ষিপ্ত আপডেট এনাউন্সমেন্টে জানাতে চাই যে আমার শখের "Crypto Inheritance Wallet Card" প্রজেক্ট এর গ্রাফিক্স এর কাজ সম্পন্ন হয়েছে । সর্বমোট ৩২ টি ক্রিপ্টো ফিজিক্যাল কার্ডের টেম্পলেট ডাউনলোডের জন্য উপলব্ধ করা হয়েছে ওয়েব অ্যাপে ।
মোট দু'টি ক্যাটেগরিতে কার্ডগুলোর টেমপ্লেট ডিজাইন আপলোড করা হয়েছে । এক ওয়ান সাইডেড ক্রিপ্টো কার্ড এবং দুই টু সাইডেড ক্রিপ্টো কার্ড । টু সাইডেড ক্রিপ্টো কার্ডের মোট ২৪টি আর ওয়ান সাইডেড ক্রিপ্টো কার্ডের মোট ৮টি ভিন্ন ভিন্ন টেম্পলেট ওয়েব অ্যাপে উপলব্ধ করা হয়েছে ।
আপনারা চাইলে এখুনি টেম্পলেটগুলো ডাউনলোড করে নিয়ে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন । টেম্পলেটগুলো আমি নিজেই ডিজাইন করেছি । এগুলো ১০০% কপিরাইট ফ্রী । যে কোনো ধরণের মডিফিকেশন allowed । শুধুমাত্র একটি জিনিস করা যাবে না । এগুলো পার্সোনাল ইউজেজ এর জন্য শুধু । কমার্সিয়াল পারপাসে ইউজ করায় বিধিনিষেধ রয়েছে ।
এই ক্রিপ্টো পেপার কার্ডগুলোর ডিফল্ট সাইজ রাখা হয়েছে ক্রেডিট বা ডেবিট কার্ডের আকারে । কার্ডগুলোর PVC প্রিন্ট আউট যদি করেন তবে ক্রেডিট বা ডেবিট কার্ডের মতোই দেখতে একটি ক্রিপ্টো কার্ড পেয়ে যাবেন। অনায়াসেই কার্ডটি মানিব্যাগের অন্যান্য ক্রেডিট/ডেবিট কার্ডের সাথে নিয়ে ঘুরতে পারবেন । আর যেহেতু কার্ডে থাকা আপনার ক্রিপ্টো ওয়ালেটটি এনক্রিপ্টেড ফর্মে রয়েছে তাই নির্ভয়ে এটি পাবলিকলি শো করতে পারবেন ।
এই ক্রিপ্টো ওয়ালেট কার্ডগুলোতে যেসকল QR কোড ইউজ করা হয়েছে সেগুলো ক্রিপ্টো ওয়ালেটের প্রাইভেট কীর AES-256 Bit এনক্রিপ্টেড ফর্ম । এটি Crypto Inheritance Wallet Card এর ওয়েব অ্যাপ দিয়ে খুব সহজেই স্ক্যান করে তারপর পাসওয়ার্ড দিয়ে আবার ডিক্রিপ্ট করে নেওয়া যাবে । আপনি আপনার নিজের ক্রিপ্টো ওয়ালেটের প্রাইভেট কী-কে এনক্রিপ্ট করে সেই ডাটাকে QR কোড রূপান্তর করে আপনার ফিজিক্যাল ক্রিপ্টো কার্ডে অ্যাড করে নেবেন ।
আজকে আমি আমার সকল ডিজাইন করা ২৮ টি কার্ডের ছবিই এখানে শেয়ার করছি । তো চলুন দেখে নেওয়া যাক ডিজাইনগুলো :-
------- ডিজাইন ০১ -------
(ফ্রন্ট)
------- ডিজাইন ০২ -------
(ফ্রন্ট)
------- ডিজাইন ০৩ -------
(ফ্রন্ট)
------- ডিজাইন ০৪ -------
(ফ্রন্ট)
------- ডিজাইন ০৫ -------
(ফ্রন্ট)
------- ডিজাইন ০৬ -------
(ফ্রন্ট)
------- ডিজাইন ০৭ -------
(ফ্রন্ট)
------- ডিজাইন ০৮ -------
(ফ্রন্ট)
------- ডিজাইন ০৯ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১০ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১১ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১২ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১৩ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১৪ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১৫ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১৬ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১৭ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১৮ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ১৯ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২০ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২১ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২২ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২৩ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২৪ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২৫ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২৬ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২৭ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২৮ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ২৯ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ৩০ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ৩১ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ডিজাইন ৩২ -------
(ফ্রন্ট)
ব্যাক
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ১২ আগস্ট ২০২৩
টাস্ক ৩৫৩ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : ef9d9f9465bdc51b1a733fb50a467d97f4ff1ba2454f60bdfd65ae263736852e
টাস্ক ৩৫৩ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
৩২ টি আলাদা আলাদা ডিজাইন করেছেন দাদা!! প্রত্যেকটি ডিজাইন অসাধারণ ছিল। আমিতো ভাবছি প্রত্যেকটি ডিজাইন একটি একটি করে প্রিন্ট আউট করে বের করে রাকবো। কারণ কোনটা থেকে কোনটা নেব এটাই ভেবে পাচ্ছিলাম না, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা আজকের পোষ্টের মাধ্যমে আপনার ডিজাইন করা ৩২টি ডিজাইন করা কার্ড দেখলাম। প্রত্যেকটা কার্ড আমার কাছে এত ভাল লেগেছে যে বলে বুঝাতে পারবো না। প্রত্যেকটা কার্ড আন্তর্জাতিক মানের হয়েছে। আপনি এত ব্যস্ততার মাঝে কার্ড গুলো ডিজাইন করার সময় পেলেন কিভাবে সেটাই চিন্তা করছি। কার্ড গুলোর জন্য রেটিং পয়েন্ট দিলে ১০ থেকে ১০ দিতে হবে। ধন্যবাদ দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দাদা অনেক ভালো লাগলো জেনে আপনার গ্রাফিক্সের কাজ শেষ হয়েছে।আপনি কার্ডগুলো আমাদের মাঝে শেয়ার করলেন। মোট ৩২ টি ডিজাইন করেছেন।খুব ভালো লাগলো দেখে।তবে এসব কার্ড ব্যক্তিগত ভাবে ইউজ করার কথা বললেন।আশাকরি সবাই ভীষন উপকৃত হবে।অসংখ্য ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
সত্যি দাদা এই উদ্যোগটি যেমন দারুণ ঠিক তেমনি প্রতিটি ডিজাইনও বেশ মুগ্ধকর। কেউ এখান হতে একটা নির্দিষ্ট ডিজাইন নির্বাচন করতে গেলে প্যাঁচে পড়ে যাবে, কারন কোনটা ফেলে কোনটা নিবে দ্বিধাদন্ধে পড়ে যাবে হি হি হি।
ওয়াও! প্রতিটি ডিজাইন এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। আশা করছি সকল ইউজাররা খুব শীঘ্রই কার্ডগুলোর পিভিসি প্রিন্ট আউট করে,ডেবিট/ক্রেডিট কার্ডের মতো ব্যবহার করবে। ভাবতেই ভালো লাগছে অন্যান্য কার্ডের মতো করে মানিব্যাগে রাখতে পারবো। আসলেই দাদা আপনার কোনো তুলনা হয় না। দাদা ইউ আর দ্য বেস্ট। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা রইল।
সব গুলো গ্রাফিক্সই অসাধারণ হয়েছে ♥️। আমার সবচেয়ে পছন্দ হয়েছে পাঁচ নম্বর শিবা ইনু কার্ডের ডিজাইন। দারুন কিউট। আর ভালো বিষয়টা হলো যেহেতু কী গুলো সবই AES-256 Bit এনক্রিপ্টেড ফর্মে থাকবে তাই কোনো কারণে ফিজিক্যাল কার্ড যদি হারিয়েও যায় তাহলেও ভয় নেই। ধন্যবাদ দাদা ♥️
দাদা আপনার প্রত্যেকটি উদ্যোগ দারুন। কার্ডের ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি কার্ড বেশ ইউনিক ভাবে করা হয়েছে। এছাড়া ডিজাইন গুলো বেশ ইউনিক। সবমিলিয়ে আমার অনেক ভালো লেগেছে দাদা।