"আমার বাংলা ব্লগ" -এর অফিসিয়াল চ্যারিটি একাউন্ট এর ঘোষণা (Announcement of official charity account of Amar Bangla Blog)
আমাদের কমিউনিটির একজন ব্লগার @emranhasan আজ আমাদের অবগত করলেন যে ১২ দিন পূর্বে ওনার পুত্রসন্তান জন্মগ্রহণ করেছে প্রচন্ড শ্বাসকষ্ট, নিউমোনিয়া আর রক্তে সংক্রমণ নিয়ে । জন্মের পর থেকে হসপিটালের NCU তে চিকিৎসাধীন । বর্তমানে হসপিটালের খরচ আকাশচুম্বী,
ওনার একার পক্ষে বহন করা অসম্ভব হয়ে উঠছে । তো, আমাদের কমিউনিটির একজন সদস্য হিসাবে উনি আমাদের কমুনিটির থেকে কিছুটা সাহায্য পেতেই পারেন, সেটাই স্বাভাবিক । ভবিষ্যতে, এই ধরণের আরো কিছু চ্যারিটি কর্মকান্ডে যাতে আমরা সবাই সামিল হতে পারি সেই উদ্দেশ্যেই আমাদের একটা চ্যারিটি ফান্ড নিতান্তই দরকার । আজ, সেই কারণেই আমি আমাদের কমিউনিটির একটা স্টিমিট চ্যারিটি একাউন্ট খুলেছি ।
চ্যারিটি একাউন্ট : @abb-charity
একাউন্টের কর্মপদ্ধতি :
১. @abb-charity একাউন্টটি এক্সেস করার ক্ষমতা শুধুমাত্র @rme আর @blacks এর আছে ।
২. একাউন্টটির কোনো ফান্ড চ্যারিটি ছাড়া কোনো অবস্থাতেই অন্য কোনো একাউন্ট এ ট্রান্সফারেবল নয় , এমনকি কমিউনিটি'র অ্যাডমিন এর একাউন্ট ও নয় ।
৩. শুধুমাত্র verified fundraising প্রজেক্টে ছাড়া আর কোথাও ফান্ড ট্রান্সফার করা যাবে না ।
৪. যে কোনো ডোনেশন এর ৫০% steem পাওয়ার হিসাবে @abb-charity একাউন্টে ট্রান্সফার করা হবে । বাকি ৫০% steem ট্রান্সফার করা হবে @abb-charity সেভিংস একাউন্টে ।
৫. যে কোনো fundraising পোস্ট অবশ্যই ১০০% post payout beneficiary হিসাবে @abb-charity কে নির্বাচন করতে হবে । অন্যথায়, চ্যারিটি ফান্ড থেকে কোনো রকম ফান্ড ট্রান্সফার পসিবল হবে না ।
৬. চ্যারিটি ফান্ড শুধুমাত্র ডোনেশন হিসাবে steem একসেপ্ট করতে পারবে । fundraiser কেও শুধুমাত্র steem ট্রান্সফার করতে পারবে ।
৭. @abb-charity র বাড়তি ইনকামের জন্য "amarbanglablog" curation ট্রেইল কে ফলো করতে পারবে ।
৮. @abb-charity র curation reward এর ৫০% একাউন্টে পাওয়ার হিসাবে রেখে বাকি ৫০% পাওয়ার ডাউন করা হবে । লিকুইডেশনের পরে steem সেভিংস ওয়ালেটে ট্রান্সফার করা হবে ।
৯. শুধুমাত্র verified ফান্ডরাইসিং ইভেন্ট ছাড়া কোনো সাধারণ ব্যক্তিবর্গ কে কোনো অবস্থাতেই কোনো ডোনেশন দিতে পারবেন না এই চ্যারিটি একাউন্ট ।
১০. চ্যারিটি ফান্ড থেকে কাউকে কোনো অবস্থাতেই steem ধার, বা ডেলিগেশন দেয়া যাবে না ।
কি ভাবে চ্যারিটি ফান্ডে ডোনেট করবেন
১. চ্যারিটি ফান্ড শুধুমাত্র steem ডোনেশন হিসাবে একসেপ্ট করে, তাই আপনারা শুধু steem-ই ডোনেট করতে পারবেন । সর্বনিম্ন ডোনেশন এর পরিমান ১ steem , সর্বোচ্চ পরিমান : আনলিমিটেড । ডোনেশনটি অবশ্যই @abb-charity একাউন্ট এ করবেন ।
২. সরাসরি steem ডোনেট না করেও আপনারা ডোনেশন করতে পারবেন । সে জন্য পোস্ট করার সময় "Reward Advanced Settings" এ ক্লিক করবেন প্রথমে , একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, "add account" এ ক্লিক করে স্টিমিট ID র ঘরে দেবেন @abb-charity আর beneficiary percentage এর ঘরে দেবেন যত পার্সেন্ট আপনি আপনার পোস্ট রিওয়ার্ড @abb-charity এর ওয়ালেটে দেবেন সেটা । নিচের ছবি দুটি ভালো করে লক্ষ করুন তাহলে বিষয়টি ক্লিয়ার হবে ।
কি ভাবে চ্যারিটি ফান্ড থেকে ডোনেশন নেবেন
১. প্রথমে আমাদের কমিউনিটি-তে একটা fundraising পোস্ট করবেন । সেখানে যতটা সম্ভব বিস্তারিত বর্ণনা করবেন কেন আপনার ডোনেশন লাগবে, কী উদ্দেশ্যে ডোনেশনটি ব্যবহার করবেন ।
২. পোস্টটির ট্যাগ অবশ্যই "charity abb-charity amarbanglablog fundraising" এই গুলি হবে । নতুবা, পোস্টটি ভেরিফাইড fundraising পোস্ট হিসাবে গণ্য হবে না ।
৩. আপনার fundraising পোস্টে যতটা সম্ভব ডোনেশন campaign সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা, ফোটোগ্রাফস, ভিডিও শেয়ার করতে হবে । মনে রাখবেন আপনি যতটা ভালোভাবে আপনার ডোনেশন এর ব্যাপারটা আমাদের কাছে উপস্থাপন করতে পারবেন তত দ্রুত আপনার ডোনেশন approved হবে ।
৪. সর্বশেষ আপনার desired ডোনেশন এমাউন্টটা অবশ্যই উল্লেখ করবেন ।
এই মহৎ উদ্যোগ অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই।
আমি @abb-charity তে সহযোগীতার জন্য আবেদন করছি।
https://steemit.com/hive-129948/@emranhasan/nicu-or-or-i-am-applying-for-help-from-amar-bangla-charity
খুবই চমৎকার একটি উদ্যোগ।
ভালো কাজের সঙ্গে থাকতে পারাটা আসলেই গর্বের। যদিও আমার ব্যালেন্স খুব বেশি ছিল না । যাইহোক আমার ক্ষুদ্র প্রয়াস।
আপনার ডোনেশনের জন্য অনেক ধন্যবাদ :)
মানুষ মানুষের জন্য, মানবতা সহমর্মিতা সকলের জন্য। চমৎকার এই উদ্যোগে সাথে-আমরা আছি পাশে।
আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)
সৃষ্টির প্রতি সহমর্মিতা মানেই স্রষ্টার প্রতি প্রকাশ্য আনুগত্য বলে আমি মনে করি।
প্রসংশনীয় একটি মহৎ উদ্যোগ।
মহান আল্লাহ আমাদের কে অংশগ্রহণের তাওফিক দান করুন। আমিন
এটা একটা মহান উদ্দ্যোগ দাদা। বর্তমান সময়ে আমরা অনেকেই অনেক দিক থেকে অসহায় হয়ে পরছি। তখন হয়ত আমাদের আর কিছু করার থাকছে না। আমাদের কমিউনিটির মধ্যে যদি কেউ এমন সমস্যায় পরে তাহলে অবশ্যই আমাদেরকে তার পাশে দারাতে হবে। কারণ সে আমাদের বন্ধু। আমরা একসাথে কাজ করি। আর বন্ধুর বিপদেই তো বন্ধু থাকে।আশা করি আপনার নেওয়া উদ্দ্যোগ আমাদের সবার জীবনে কাজে আসবে। আমিও চেষ্টটা করে এই ডোনেশন ফান্ডে কিছুটা পরিমাণ স্টিম ডোনেট করার জন্য।
আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু:)
ধন্যবাদ দাদা। ❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য। আসলে বিপদ তো বলে আসে না। আর সবাই দোয়া করবেন @emranhasan স্যারের ছেলে সন্তানের জন্য।
সৃষ্টিকর্তা যেনো ওনার ছেলে সন্তানকে নেক হায়াত দান করেন (আমীন)
খুবই সুন্দর এবং চমৎকার একটি উদ্যোগ।চমৎকার উদ্যোগের পাশে থাকবো ইনশাআল্লাহ
আসলেই এটি একটি মহৎ উদ্যোগ। সব সময় ভালো কাজের সাথে নিজেকে জড়িত রাখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি সর্বদাই ভালোর সাথে আলোর পথে থাকবো।
আপনার ডোনেশনের জন্য অনেক ধন্যবাদ আপনাকে:)
ভবিষ্যতেও সাধ্যমতো চেষ্টা করে যাবো ভাইয়া।
সত্যি দাদা এটা খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন।এতে আমরা সবাই উপকৃত হবো।আমরা অবশ্যই চেষ্টা করবো এই ফান্ডে সাহায্যে করার।সত্যি দাদা আপনি মহান ধন্যবাদ দিয়ে আপনাকে পুসাবে না আপনার জন্য দোয়া রইলো এগিয়ে যান।আমরা সর্বদা চেষ্টা করবো।