এ.বি.বি স্কুল (ABB School) - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং -২৯, ৩১, ৩২ ]

in আমার বাংলা ব্লগ10 months ago


প্রায় দু'বছর পূর্বে যাত্রা শুরু হয়েছিল এ.বি.বি স্কুলের। এ.বি.বি স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল ইউজারদের মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করা। যেটা ইউজারদের জন্য ছিল এক বিশাল পাওয়া। সঠিক গাইডলাইনের অভাবে অনেক ব্লগার অকালেই ঝরে যেত। যেটা কখনোই কাম্য নয়। এ.বি.বি স্কুলের জন্য এখন বহু ইউজার সঠিক জ্ঞান অর্জন করে ভাল মানের ব্লগার হয়ে উঠেছে।

গত সপ্তাহে এ.বি.বি স্কুলের আরো একটি ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদেরকে ইতিমধ্যেই রিলিজ দেওয়া হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাঁরা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে। যে সকল ইউজার ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের সকলকে অভিনন্দন। আমরা আশাবাদী আপনাদের এই অর্জনকে আপনারা কখনোই কলুষিত করবেন না। সর্বদা সঠিক নিয়ম মেনে, কমিউনিটির সকল গাইডলাইন ফলো করে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন।

এ.বি.বি স্কুলের যে সকল ইউজাররা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলঃ

SerialStudent NameLevelProfileBatch
1@maria47Verified MemberLinkB-32
2@shahid540Verified MemberLinkB-31
3@shayamaVerified MemberLinkB-31
4@asadul-islamVerified MemberLinkB-29
5@saikat890Verified MemberLinkB-29
6@mahfuzanilaVerified MemberLinkB-29

যারা পুনরায় পরীক্ষায় বসবে নিম্নে ঐ সকল ইউজারদের নাম উল্লেখ করা হচ্ছেঃ-

Considered for re-examination:

FailAbsenceOthers
@alif111XX

যাঁরা ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছেন আশা করি তারা কমিউনিটির নিয়ম-কানুনের উপর সব সময় সতর্ক থাকবেন ।কমিউনিটির পরিচ্ছন্নতা রক্ষা করতে সর্বদা সহযোগিতা করবেন। সদা চেষ্টা করবেন কমিউনিটির প্রত্যেকটির নিয়ম-কানুন রক্ষা করে চলার। সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনাদের আগামী পথচলা শুভ হোক।

বিঃ দ্রঃ — এখন থেকে প্রত্যেক ব্যাচের লেভেল ফাইভ পাস করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করার পর সে বিষয়ে একটি রিপোর্ট পাবলিস্ট করা হবে @abb-school থেকে। এবিবি স্কুল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে @abb-school কে ফলো করুন।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 10 months ago 

জি দাদা এবিবি স্কুল বলেই হয়তো আজ আমার একটা সুন্দর বাংলা ব্লগ কমিউনিটি পেয়েছি ৷ যেখান থেকে আমরা ব্লগিং ক্যারিয়ার গড়ে তুলেছি ৷ আসলে আমার বা়ংলা ব্লগ একটা বড় অহংকার ৷ আর পিছনে আপনি একমাত্র ভরসার নাম ৷ নয়তো এই স্টিমিট প্লাটফর্মে বাংলাভাষি মানুষদের জন্য অবেকটা কষ্টকর হয়ে যেতো ৷ যা হোক নতুন ফেরিভাইট মেম্বারদের অভিনন্দন ৷ আশা করি সঠিক নিয়মে তাদের সর্বোচ্চ টা দিবে ৷
অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকুন সুস্থ থাকুন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 10 months ago (edited)

প্রথমেই আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবিবি স্কুল সহ এবিবি স্কুলের সকল প্রফেসরগণকে। কেননা তাদের অক্লান্ত পরিশ্রমে সঠিকভাবে গাইডলাইন করার মাধ্যমে আমি এবিবি স্কুলের সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছি এবং ৩১ তম বেশ থেকে ভেরিফাইড হওয়ার সুযোগ পেয়েছি। অবশ্যই আমি চেষ্টা করব আমার অর্জিত সমস্ত জ্ঞানকে তথা কমিউনিটির সকল নিয়ম-কানুনকে যথার্থ পূর্ণভাবে মেনে চলার। অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা দুই দাদাকেই।

 10 months ago 

দাদা abb-school আমাদের জন্য চমৎকার একটি উদ্যোগ। abb-school এর মাধ্যমে স্টিমিট এর গুরুত্ব পুর্ন বিষয় গুলো নতুন ইউজার দের শেখানো হয়। এতে করে নতুন ইউজার দের কাজ করতে অনেক সুবিধা হয়। Verified Member লেভেল অর্জন করা সকল মেম্বারদের কে অভিনন্দন। আশাকরি সবাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করবে। সবার স্টিমিট জার্নি শুভ হোক এই কামনাই করি।

 10 months ago 

এ.বি.বি স্কুল আমার বাংলা ব্লগ সম্পর্কে জানার শ্রেষ্ট পাঠশালা। আমি নিজেও এ.বি.বি স্কুল থেকে যে অর্জন করেছি , আমার বাংলা ব্লগে কাজ করতে ভিষণভাবে সহায়তা করছে।আমি কৃতজ্ঞএ.বি.বি স্কুলের প্রতি। এ.বি.বি স্কুল না থাকলে আমার পক্ষ্যে এতকিছু জানা সম্ভব ছিলনা। এ.বি.বি স্কুলের সাফল্য কামনা করছি। সেইসাথে যারা এ.বি.বি স্কুল থেকে লেভেল ফাইভ পাশ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার হয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন। আপনার জন্য শুভ কামনা দাদা। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

A very big congratulations to our graduants of abb school.

You have successfully completed the required tasks to make you a graduate of abb school.

A big congratulations to you and enjoy your graduation day.

Thank you Dada for this Initiative, we love you so much ❤️❤️❤️

 10 months ago 

প্রথমেই যারা ভেরিফাইড মেম্বার হয়েছেন তাদের অভিনন্দন জানাই। আমাদের এবিবি স্কুলটা শতভাগ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে এবং ব্লগারদের কাজ করার ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখে চলেছে। ইনশাল্লাহ এভাবেই এবিবি স্কুল ব্লগার তৈরি করার কারিগর হিসেবে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করবে, এই কামনা করছি। অনেক ধন্যবাদ দাদা চমৎকার পোস্টের মাধ্যমে ভেরিফাইড সদস্যদের অভিনন্দন জানানোর জন্য।

 10 months ago 

প্রথমেই এ.বি.বি স্কুল এর সকলকে ধন্যবাদ জানাই।তাদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমরা কমিউনিটির সকল নিয়ম কানুন শিখতে পেরেছি।সঠিক নিয়মে পোস্ট করতে পারছি।কমিউনিটিতে এ.বি.বি স্কুল না থাকলে হয়তো আমরা পোস্ট ভালোভাবে করতে পারতাম না। আমাদের পোস্ট মানসম্মত হতো না।ধন্যবাদ জানাই দাদাকে যিনি এই বিষয়টি মাথায় রেখে , আমাদের ইউজারদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছেন।আমি আবারও ধন্যবাদ জানাই এ.বি.বি স্কুল এর সকল শিক্ষকদের, আমাদের ইউজারদের তাদের মূল্যবান সময় আমাদের দেয়ার জন্য। তাদের সহযোগীতায় আজ আমরা ভেরিফাইড মেমবার। সবশেষে কমিউনিটির সকলকে ধন্যবাদ জানাই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

যারা সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার হয়েছেন,তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এ.বি.বি স্কুলের মাধ্যমে আমরা নিয়মিত খুব ভালো মানের ব্লগার পাচ্ছি। তারা প্রতিনিয়ত ভালো মানের পোস্ট শেয়ার করে এবং নিজেদের এক্টিভিটির মাধ্যমে, স্টিমিট প্লাটফর্মকে সমৃদ্ধ করছে। আশা করি নতুন ইউজাররা কমিউনিটির সব নিয়ম কানুন ঠিকঠাক মতো পালন করবে। সর্বোপরি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 106136.38
ETH 3327.24
SBD 4.43