"আমার বাংলা ব্লগ স্কুল" (abb-school) AKA "শিয়াল পন্ডিতের স্কুল" এর একটি সম্পূর্ণ প্রজেক্ট রোডম্যাপ

in আমার বাংলা ব্লগ3 years ago

Cover-2.png

"আমার বাংলা ব্লগ" শুধুমাত্র যারা বাংলায় ব্লগিং করেন তাঁদের জন্য। কারণ, সবার মনে একটা আকাংখা থাকে নিজের মাতৃভাষায় আবেগ-অনুভূতি প্রকাশের। আমরা শুধুমাত্র কমিউনিটি না বরং সকলের সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করছি। যাঁরা দক্ষতার সাথে বাংলা ভাষায় নিজেদের অনুভূতি প্রকাশের চেষ্টা করছেন তাঁদের আরো বেশী উৎসাহিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করছি আমরা।

কিন্তু যাঁরা কাংখিতভাবে নিজের আবেগ-অনুভূতি প্রকাশে ব্যর্থ হচ্ছে কিংবা যাঁরা নতুন, শুরুটা তাঁরা কিভাবে করবেন? কি নিয়ে কাজ করবেন এবং দক্ষতার বিকাশ কিভাবে ধরে রাখবেন? তাঁদের জন্য নতুন একটি প্রজেক্ট এর ঘোষণা করছি আজ। আমরা বিশ্বাস প্রতিটি নতুন ইউজার নতুন মানসিকতা নিয়ে এখানে আসেন, তাঁদের যদি আমরা সঠিকভাবে গাইড করতে পারি এবং সৃজনশীলতা বিকাশের সঠিক উপায়গুলো আয়ত্বে আনার সুযোগ করে দিতে পারি, তবে অবশ্যই তাঁরাও সফলতা অর্জনে সক্ষমতা অর্জন করতে পারবেন । আর তাঁদের জন্যই আমার বাংলা ব্লগ স্কুল, সংক্ষেপে এবিবি-স্কুল। চলুন তাহলে এক নজরে দেখে নেই এবিবি-স্কুলের রোড ম্যাপ ।

New Member Role Will be given after Introductory post published

যাঁরা আমার বাংলা ব্লগে জয়েন করে তাদের পরিচিতিমূলক পোষ্ট শেয়ার করবেন , অবশ্যই আমার বাংলা ব্লগের নিয়ম অনুসরণ করে, তাঁদেরকে আমার বাংলা ব্লগের ডিসকর্ড চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ জানানো হবে এবং New Member Role দেয়া হবে। এই বিষয়গুলো পর্যালোচনা এবং নিয়ন্ত্রণ করবেন আমার বাংলা ব্লগের Moderator গণ।

New Member Level-1: Verify Information (spamming, abusing & copyright infringement) & Social activities in discord

নতুন ইউজার ডিসকর্ডে জয়েন হওয়ার পর, আমার বাংলা ব্লগের দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য যাচাই বাছাই করবেন। কারন আমরা আমার বাংলা ব্লগে ফেইক বা ভূয়া আইডি নিয়ে কাউকে কাজ করার সুযোগ দেয়া হবে না। দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটরগণ বিস্তারিত তথ্য যাচাই করে এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে, আমার বাংলা ব্লগে কাজ করার ব্যাপারে সে উপযুক্ত । যদি সব কিছু ঠিক থাকে তাহলে তাঁকে Level-1 এর Role প্রদান করা হবে এবং সেই সাথে তাঁকে spamming, abusing & copyright infringement এর বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করবেন, সঠিক নিয়মে পোষ্ট করার গাইড প্রদান করবেন। Role প্রদান করার পর তাঁর /তাঁদের পোষ্ট কিউরেট করা হবে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর মাধ্যমে। যেহেতু সোশ্যাল একটিভিটিকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি তাই ইউজারের ডিসকর্ড ব্যবহারে সঠিক গাইডলাইন্স প্রদান করা হবে ।

New Member Level-2: User ID Safety (Key Security, Power Up, Delegation, Wallet)

Level-1 এর কার্যাবলী সম্পন্ন করার পর তাঁকে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর সাথে যোগাযোগ করিয়ে দেয়া হবে, যাতে তিনি পরবর্তী Role Level-2 তে উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহন করতে পারেন। এই ক্ষেত্রে তাঁকে গুরুত্বসহকারে গাইড করা হবে তাঁর Key Security, Power Up, Delegation, Wallet কিভাগে নিয়ন্ত্রন করবে। কারন দীর্ঘ মেয়াদে কাজ করার পরিকল্পনা ছাড়া ভালো অবস্থানে পৌঁছানো অসম্ভব আর দীর্ঘ মেয়াদে কাজ করতে চাইলে এই বিষয়গুলোর বিস্তারিত তথ্য সঠিকভাবে আয়ত্ব করা খুবই জরুরী। এখানেও Role Level-2 তে উন্নীত হওয়ার পোষ্ট কিউরেট করা হবে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর মাধ্যমে।

New Member Level-3: Quality Content (Learning Markdown Coding & Content Category, Curation)

Level-2 এর কার্যাবলী সম্পন্ন করার পর তাঁকে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর সাথে যোগাযোগ করিয়ে দেয়া হবে, যাতে তিনি পরবর্তী Role Level-3 তে উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহন করতে পারেন। এই ক্ষেত্রে তাঁকে গুরুত্বসহকারে গাইড করা হবে কনটেন্ট এর কোয়ালিটি, উপস্থাপনা বিষয় এবং কনটেন্ট এর ধরনের বিষয়গুলো। একজন ইউজার তখনই সকলের নিকট আকর্ষনীয় হয়ে উঠেন, যখন সে নির্দিষ্ট কোন বিষয়ে কোন কনটেন্ট সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। উপস্থাপনা ঠিক না থাকলে অনেক গুরুত্বপূর্ণ কনটেন্টও মানুষ পড়তে চান না। তাই আমরা গুরুত্বসহকারে এ বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করার মাধ্যমে তাকে Markdown, Content Category & Curation বিষয়টির গুরুত্ব বুঝানোর চেষ্টা করবো। এখানেও Role Level-3 তে উন্নীত হওয়ার পোষ্ট কিউরেট করা হবে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর মাধ্যমে।

New Member Level-4: Blogging Earnings STEEM/SBD Transfer/Exchange/Withdrawal Handling

Level-3 এর কার্যাবলী সম্পন্ন করার পর তাঁকে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর সাথে যোগাযোগ করিয়ে দেয়া হবে, যাতে তিনি পরবর্তী Role Level-4 এ উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহন করতে পারেন। এই ক্ষেত্রে তাঁকে গুরুত্বসহকারে তাঁর ব্লগিং ফ্রী earnings steem/sbd কিভাবে p2p আদান-প্রদান করতে হয়, steem/sbd এক্সটার্নাল মার্কেটে এক্সচেঞ্জ করতে হয় এবং steem/sbd কে ব্যাংকে উইথড্র করা যায় সে বিষয়ে বিস্তারিত তথ্য শেখানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সপ্তাহে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর ভয়েস মিটিং এর মাধ্যমে বিষয়টি বুঝানোর চেষ্টা করবেন। এখানেও Role Level-4 তে উন্নীত হওয়ার পোষ্ট কিউরেট করা হবে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর মাধ্যমে।

New Member Level-5: Verified Blogger (Eligible for Active List)

Level-4 কমপ্লিট হওয়ার পর কমিউনিটির এ্যাডমিন তাঁদের বিগত দিনের সকল কাজের/পোষ্টের মান বিবেচনা করবেন এবং উপযুক্ত মনে হলে তাঁকে এ্যাকটিভ তালিকাভূক্ত করার জন্য সুপারিশ করবেন। যদি কাংখিত মানের না পাওয়া যায় তাহলে তাঁকে পুনরায় সাতদিনের জন্য সুযোগ দেয়া হবে যথাপযুক্ত গাইড লাইন দিয়ে।

আমরা বিশ্বাস করি, উপরোক্ত লেভেলগুলো সঠিকভাবে উন্নীত হতে পারলে যে কোন ইউজার সহজেই নিজেকে দক্ষ এবং একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন। আমরা বিশ্বাস করি যে কোন ক্ষেত্রে দক্ষতার মূল্যায়ন সবচেয়ে বেশী। তাই নতুন ইউজারদের আহবান জানানো নিজেকে দক্ষ এবং সঠিক মানে উন্নীত করার জন্য এবিবি-স্কুলের সকল কার্যক্রমে সঠিকভাবে সহযোগিতা করবেন। আমার বাংলা ব্লগ এবং এবিবি-স্কুল আপনাদের দক্ষতা নিশ্চিত করার ব্যাপারে সব সময় আপনাদের পাশে থাকবে।

ধন্যবাদ সবাইকে।

break.png

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


>>>>||
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<

break.png


Sort:  
 3 years ago 

আমার বাংলা ব্লগে এবিপি স্কুল নতুনদের জন্য এক নতুন পদক্ষেপ। যা একজন নতুন ইউজার কে দক্ষ করার জন্য যথেষ্ট ভূমিকা প্রদান। করবে।এই চমৎকার উদ্যোগ এর জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।।

 3 years ago 

আমার বাংলা বল্গ মানেই নতুন কিছু। নতুন দের জন্য এতো ভালো একটা উদ্যেগ সত্যি দারুন বিষয় টা। নতুন রা এব স্কুল থেকে নিজেকে স্টিমিট এর জন্য সুন্দর ভাবে গড়ে তুলতে সক্ষম হবে এবং স্টিমিট কে এগিয়ে নিতে সামিল হতে পারবে।সত্যি দাদা আপনার প্রশংসা করে শেষ করা যাবে না।এগিয়ে যাক আমার বাংলা ব্লগ,পোছায়ে যাক সবার নিকট আমার বাংলা ভাষা😍💖💖💖

 3 years ago (edited)

দাদা খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন আগামীর পথ চলা। ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন।

 3 years ago 

বাহ অনেক সুন্দর। একটি সুপষ্ট পরিকল্পনা প্রকাশ করেছেন আমার বাংলা ব্লগের মেম্বারদের নিয়ে। এতে করে বোঝায় যাচ্ছে আমার বাংলা ব্লগের পরিকল্পনা সূদুর প্রসারি। এইভাবে বিস্তারিত লিখে পোস্ট করার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সকল সদস্য এটা গুরুত্বের সাথে গ্রহণ করবে।

 3 years ago 

নতুনদের জন্য এ বেবি স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাদা। আপনি যে গাইডলাইন উপস্থাপনা করেছেন এটি যদি যেকোনো নতুন ইউজার এসে ভালোভাবে দিক নির্দেশনা অনুযায়ী চলে সে অনেক ভালো কাজ করতে পারবেন আমার বিশ্বাস। আপনার অসাধারণ চ্যানেলটি নতুনদের জন্য একটা টনিক হিসেবে কাজ করবে দাদা। দাদা আপনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিনিময়ে আপনাকে কিছুই দিতে পারছি না। আপনার জন্য ভালোবাসা অবিরাম দাদা

 3 years ago (edited)

অসাধারন হবে ব্যাপারটা। নতুনদের জন্য ধাপগুলো চমৎকার হয়েছে। যে কেউ যদি এই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করে একটিভ লিস্টে আসে তাহলে সে হবে রিটেইন করা ইউজার কারন অনেক কিছু শিখে একজন স্বয়ংসম্পুর্ন ব্লগার হয়ে এখানে আসবে। ধন্যবাদ দাদা। এত সুন্দর করে সবকিছু গোছানোর জন্য। আর নতুন gif, template, banner এগুলো অনেক সুন্দর হয়েছে।

আমি শিয়াল পন্ডিতের স্কুল এর একজন শিক্ষক হতে চাই।

 3 years ago 

Welcome, এ ব্যাপারে বিস্তারিত লিখে একটা সাপোর্ট টিকেট create করুন, সাবজেক্টে লিখুন "আমি শিয়াল পন্ডিতের স্কুল এর একজন শিক্ষক হতে চাই"

 3 years ago 

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ , আমার বাংলা ব্লগ ইস্কুল এর সুদীর্ঘ পরিকল্পনার সাথে ইনশাল্লাহ কাজ করে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমার বাংলা ব্লগ পরিবারের জন্য। নতুন ইউজার রা অনায়াসে সফলকাম হতে পারবে বলে আমি মনে করি। শুভকামনা রইল দাদা আপনার জন্য।

 3 years ago (edited)

আমরা বিশ্বাস করি আমার বাংলা ব্লগ এবং এবিবি-স্কুল পুরো স্টিম ব্লকচেইনে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। বাংলা ভাষা এবং বাঙালীদের চমৎকার এক সাফল্যের যাত্রা নতুনভাবে শুরু হবে। খুবই চমৎকার একটি প্রজেক্ট এবিবি-স্কুল।

এমন একটা পোস্ট দরকার ছিল। মেম্বার লেভেল সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এবং কাজের আগ্রহটাও অনেকাংশে বৃদ্ধি পেল। আশা করছি তথ্যগুলো সকলের কাছে পৌঁছানোর পরে সকলে অনেক উপকৃত হবে এবং আমার মত শহরের কাজের আগ্রহ বৃদ্ধি পাবে। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা একান্তই দরকার ছিল।

 3 years ago 

খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দাদা। নতুনদের জন্য অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এক একটি লেভেল উত্তীর্ণ হওয়া মানে এক একটি অভিজ্ঞতা। নতুন উদ্যোগের মাধ্যমে এ প্ল্যাটফর্মের সবকিছু ধাপে ধাপে শিখতে পারবে। এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি কে ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23