"লাজুক খ্যাঁক" নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট (A very important update about "Shy Fox")

in আমার বাংলা ব্লগ3 years ago

imageedit_5_6706916507.gif

Shy Fox ওরফে "লাজুক খ্যাঁক" এর কথা তো আপনারা প্রায় সবাই জানেন । স্টিমিটে আমাদের একমাত্র এক্সটার্নাল কিউরেটর হলো "লাজুক খ্যাঁক"। বর্তমানে তাকে প্রচুর ফিডিং করা হয়েছে, ভবিষ্যতে আরো ফিডিং করানো হবে । প্রথম দিন যাঁরা যাঁরা তাকে ফীড করিয়েছিল তাঁদের সবাইকে ১৬ অগাস্ট ২২ অগাস্ট পর্যন্ত "লাজুক খ্যাঁক" curate করবে । এর পর থেকে "লাজুক খ্যাঁক" কি ভাবে "আমার বাংলা ব্লগ" -এ তার curation কর্মকান্ড চালিয়ে যাবে সেটাই আজ ক্লিয়ার করবো, সাথে কারা কারা "লাজুক খ্যাঁক" এর curation এর জন্য eligible হবেন তার একটা রূপরেখা নির্মাণ করেছি সেটা এখানে দিয়ে দেব ।


"লাজুক খ্যাঁক" কোন পদ্ধতিতে "আমার বাংলা ব্লগ"-এ curate করবে ?

  • প্রতি ২৪ ঘন্টায় মোট ১৫-২০টি পোস্ট কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
  • প্রত্যেকটা পোস্টের টোটাল ভোট ভ্যালু (কমিউনিটির কিউরেশন সহ) $১০+ নিশ্চিত করা হবে । সেই ক্যালকুলেশনে "লাজুক খ্যাঁক" ভোটিং weight ঠিক করবে ।
  • একই অথরের প্রতি ২৪ ঘন্টায় একটি মাত্র পোস্ট "লাজুক খ্যাঁক"-এর কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
  • inactive অথরদের পোস্ট কিউরেশনের জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে ।
  • ২৫০ শব্দের নিচের কোনো পোস্ট কিউরেশন করা হবে না ।
  • কমিউনিটির সম্পূর্ণ গাইডলাইনস ফলো করে করা পোস্টগুলিই শুধুমাত্র কিউরেশনের যোগ্য বলে বিবেচিত হবে । দেখুন:- "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট
  • স্পোর্টস, নিউজ, শর্ট ফোটোগ্রাফি পোস্ট, কবিতা এগুলি "লাজুক খ্যাঁক" দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে না, কিন্তু কমিউনিটির রুলস অনুযায়ী এগুলি কমিউনিটির কিউরেটর দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে ।

কি ভাবে আপনি "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হতে পারবেন

  • নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন ।
  • নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে reply দেবেন ।
  • নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব ।
  • কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল ।
  • অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।
  • মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
  • আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।
  • আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।

"লাজুক খ্যাঁক"-এর থেকে আপনার পোস্টে কিউরেশন পেতে আপনার অবশ্য করণীয় :-

  • "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হওয়া ।
  • "আমার বাংলা ব্লগ"-এর সকল নিয়ন কানুন মেনে পোস্ট করা ।
  • আপনার পোস্টটি অবশ্যই কোয়ালিটি পোস্ট হতে হবে কিউরেশন পাওয়ার জন্য ।
  • আপনার পোস্টের benificiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বিল্ড আপে আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলকার জন্য ।
Sort:  

প্রথমেই দাদাকে আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই, যে লাজুজ খ্যাককে নিয়ে এতো সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সব সময় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম মেনে পোষ্ট করে যাচ্ছি এবং ভবিষ্যৎেও করব। প্রতিটা সময় চেষ্টটা করে যাচ্ছি কমিউনিটির সকল নিয়ম মেনে চলার।

আশা করি "লাজুক খ্যাকেরও" যে নিয়মগুলো দাদা আজকে জানালেন, তা মেনে পোষ্ট করতে পারব। আশা করি পোষ্ট ভালো হলে অবশ্যই "লাজুক খ্যাক" ভোট দিবেন।

সব সময় চেষ্টটা করি অন্যের পোষ্টগুলো যতটা সম্ভব পড়ার এবং একটা কমেন্ট এবং আপভোট দেওয়ার। এবং যারা আমার পোষ্টে কমেন্ট করে আমি তাদের উত্তরগুলোও খুব তারাতারি দেওয়ার চেষ্টটা করি। সব সময় চেষ্টটা করে।যাচ্চি কমিউনিটিতে অ্যাকটিভ থাকার।

আমি আবারও দাদা সহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মোডারেটরদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই, সব সময় আমাদেরকে তাদের শত ব্যস্ততার মাঝেও সকল দিক নিদের্শনা দেওয়ার জন্য।

সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা।

 3 years ago 

অনেক সুন্দর একটি বিশ্লেষণ করেছেন ভাইয়া!

একটা বিষয় জানার ছিলো, টপ টেন ফটোগ্রাফিতে কি "লাজুক খ্যাঁক" কিউরেশন করবে??

 3 years ago 

শর্ট ফোটোগ্রাফি পোস্ট বাদে যে কোনো ফোটোগ্রাফি পোস্ট curate করবে ।

 3 years ago 

তাহলে যাক, এটা শুনে একটু গলায় পানি আসলো।

সব শর্ত মেনে, অবশ্যই নিয়মিত পোষ্ট করবো। 💖🥰

 3 years ago 

ওয়াও, দারুন তো। অনেক অনেক ধন্যবাদ দাদাকে এমন একটি সুযোগ লেখকদের জন্য করার জন্য।
কিভাবে সাই-ফক্সের অন্তরগত হবো।দয়াকরে বলা যাবে কি @rme দাদা।

 3 years ago 

সেটাই তো পোস্টে লেখা আছে।পোস্ট টা পড়লে জানা যাবে।

 3 years ago 

অনেক গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন দাদা আমাদের কে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভ কামনা রইলো 🥀

 3 years ago 

খুবই সুন্দর উদ্যোগ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য, আমি প্রতিদিন চেষ্টা করবো আমাদের কমিউনিটি তে সকল প্রকার রুলস রেগুলেশন মেনে একটি করে পোস্ট করার।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। এটি আমাদের সবার জন্য মঙ্গলকর হবে। আপনার জন্য শুভকামনা রইল দাদা। উপরোক্ত সব নিয়মাবলীগুলো আমি মেনে চলব এবং সব সময় এই কমিউনিটির জন্য নিবেদিতপ্রাণ থাকবো। আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।

 3 years ago 

নিয়ম কানুন মেনে কাজ করে যাওয়ার আপ্রান চেষ্টা করে যাচ্ছি। তথ্য গুলো জানা খুবই জরুরী । পোষ্ট টা পড়ে অনেক উপকৃত হলাম। ভাল থাকবেন দাদা । অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অশেষ ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা রইলো আপনার জন্য😊

 3 years ago 

লাজুক খ্যাঁক নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি অনেক চমৎকার হয়েছে। এতো সুন্দর উদ্যোগের জন্য প্রাণঢালা অভিনন্দন আপনাকে।♥

উপরোক্ত সকল নিয়মাবলী মেনে পোস্ট করার চেষ্টা করব♥

 3 years ago 

অনেক ভালো উদ্যোগ দাদা। আমি সবসময় এক্টিভ থাকার চেষ্টা করবো। সব নিয়মাবলি মেনে চলবো। সবসময় ভালো পোস্ট ও ইউনিক পোস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103186.34
ETH 3268.26
SBD 5.83