স্টিমিটে ট্রন ওয়ালেট যোগ করা থেকে এক্সচেঞ্জ করা অব্দি সব খুঁটিনাটি (A tutorial on Tron integration & exchange in your Steemit Wallet)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

tron_logo_250_250.png
Tron Logo was downloaded from Tron Official Website

ট্রন হলো আসলে একটি ক্রিপ্টো টোকেন যেটি ট্রন ব্লকচেইনে নির্মিত । ঠিক যেমন ইথেরিয়াম ব্লকচেইনে ETH হলো একটি নেটিভ ক্রিপ্টো টোকেন, STEEM ব্লকচেইনে steem আর sbd হলো নেটিভ টোকেন ।

স্টিমিটে যেহেতু ট্রন ইন্টিগ্রেট করলে অথর রিওয়ার্ড অথবা curation রিওয়ার্ড হিসাবে স্টিম পাওয়ার এর সমপরিমাণ ট্রন পাওয়া যায় সেহেতু এর সব খুঁটিনাটি জানা একান্ত প্রয়োজনীয় । তো চলুন শুরু করি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি । কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন, যথা সাধ্য চেষ্টা করবো হেল্প করতে ।আপনারা চাইলে আমাদের কমিউনিটির অফিসিয়াল [discord](https://discord.gg/5aYe6e6nMW) চ্যানেলেও যোগাযোগ করতে পারেন ।একটি কথা সবসময় মনে রাখবেন ক্রিপ্টো ওয়ার্ল্ডে ভুলের কোনো ক্ষমা নেই, ভুল করে কোনো coin তা সে ট্রন হোক বা স্টিম হোক লস্ট করলে, ফেরত পাওয়ার আশা প্রায় শূন্য । সব ধরণের cryptocurrency এর প্রাইভেট কীর (private keys) সুরক্ষিত ব্যাকআপ রাখা অতি প্রয়োজনীয় একটা পদক্ষেপ । এটা করলে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রায় শূন্য।Steem এর ক্ষেত্রে আপনি যেমন আপনার private keys এবং main password টি অত্যন্ত সুরক্ষিত ব্যাকআপ রেখেছেন , Tron এর ক্ষেত্রেও ঠিক তাই করবেন ।তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না ।



⌜𝕊𝕋𝔼𝔼𝕄𝕀𝕋.̦̙̤̠̮̮̝̳͛̔̎̋͋̅͑͂̓̆̆̚.̯̗͕͙̮̳̀̇͌͂̾̎.͚͙̥̝̣͈̣̪͚̙̮̓̓͗̄̓͒̀̚ͅT̠͔̘̪̩͍̬̊̈́͆͗̓͒̐͌̈́̏̔̈̐R̠̜̲͖͕̠͕̗̳̙͇̜͇͓͊̏̉̾̐̄͑̈́͊̇̿̚O͈̖̫̦̯̒̎̊̐̍͗͆̓̆̚̚N̞̝͔͍͖͕͈̝̘̊̏͋̆̓̑̏͂͑̓͐̊͒ͅ.͉̤͈̜͓́̂͒͐̊̏̽͗̎̄͒̇̀͛ͅ.̤͓͎̠͈̦̫̂̅͂̋͊͊̾͆̏́ͅ.̩̦̜͓̠̲͆̑̇̏͆̊͗̆̌̋̄͊̋ͅ 𝕀ℕ𝕋𝔼𝔾ℝ𝔸𝕋𝕀𝕆ℕ⌟


স্টিমিটের সাথে tron ইন্টিগ্রেট করা খুব একটা কঠিন কোনো বিষয় না ।খুবই সহজ একটা কাজ, কিন্তু আপনাকে অতি সতর্কতার সাথে tron এর প্রাইভেট key টা ব্যাকআপ রাখতে হবে । নিচের স্টেপগুলি ফলো করুন -

স্টেপ -০১
আপনার steemit ওয়ালেটে
লগইন করুন

স্টেপ -০৩
Create And Download
বাটনে ক্লিক করুন
যাঁদের অলরেডি ট্রন
একাউন্ট ইন্টিগ্রেট করা আছে
তাঁরা এই স্টেপটি স্কিপ করতে পারেন

স্টেপ -০২
"Create Now Tron Account" বাটন এ ক্লিক করুন


স্টেপ -০১ (বিস্তারিত): প্রথমে একটা কথা বলে নিই, যাঁদের যাঁদের ট্রন একাউন্ট আগের থেকে ইন্টিগ্রেট করা আছে স্টিমিটে তাঁরা আগে ভেরিফাই করে দেখুন যে আপনার কাছে প্রাইভেট key টা আছে কি না ? যদি থাকে তাহলে আর নতুন করে ট্রন একাউন্ট ইন্টিগ্রেট করার দরকার নেই । যাঁদের নেই তাঁরা স্টেপ-০১ থেকে শুরু করতে পারেন । কারণ ট্রন প্রাইভেট key না জানা থাকলে যত ট্রন-ই থাকুক একাউন্টে তা আর কোনোদিনই উইথড্র করা যাবে না । আপনার স্টিমিট ওয়ালেটে অবশ্যই active অথবা owner key দিয়ে লগইন করা লাগবে ।


স্টেপ -০২ (বিস্তারিত): স্ক্রল করে ওয়ালেটের নিচের ট্রন পোরশন এ আসুন, CREATE NEW TRON ACCOUNT বাটনটি পেয়ে যাবেন, ক্লিক করুন নতুন ট্রন ওয়ালেট খুলতে ।


Untitled.png


স্টেপ -০৩ (বিস্তারিত): একটি পপ আপ উইন্ডো ওপেন হবে নিচের চিত্রের ন্যায় । নিচের দিকে CREATE AND DOWNLOADবাটনটি পেয়ে যাবেন, ক্লিক করুন, একটি পিডিএফ ফাইল অটো-ডাউনলোড হয়ে যাবে । যদি পিডিএফ ফাইলটি অটো-ডাউনলোড না হয় তবে DOWNLOAD বাটনে ক্লিক করতে হবে । এই পিডিএফ ফাইলটিতেই রয়েছে ট্রন ওয়ালেটের প্রাইভেট key যেটা দিয়ে ট্রন ওয়ালেটের সব কাজ সম্পন্ন করা হয়ে থাকে । পিডিএফ ফাইলটির এক কপি গুগল ড্রাইভে রেখে দেবেন, আর একটা প্রিন্টেড কপি নিরাপদ কোনো স্থানে রেখে দেবেন । প্রাইভেট key টা টেক্সট ফাইল আকারে কম্পিউটারের কোনো সিকিউরড লকড ফাইল-এ রেখে দেবেন ।

Untitled.png

এই বাটনটি একবারই ক্লিক করবেন । কারণ প্রতিবার ক্লিকে নতুন নতুন ট্রন ওয়ালেট তৈরী হবে । যেগুলোর সঠিকভাবে ব্যাকআপ না রাখলে ফান্ড চিরতরে লস্ট হয়ে যাবে ।



এই সেই পিডিএফ, উপরে পাবলিক এড্রেস মানে যেটা publicaly শো করে, ন্যাচারেলি সেটা ট্রন এড্রেস, আর নিচের টা হলো প্রাইভেট এড্রেস , মানে আসলে পাবলিক এড্ড্রেস এর চাবি ।প্রাইভেট কী লস্ট মানে এভরিথিং লস্ট।




⌜𝕃𝕀ℕ𝕂 Ę̭̗̖̭X̡̗͖̱͍̫̫͔̞̘͙̭̤I̢̯͚̤͉͇̯̞S̟͓͚͓͙͔̥͍͢Ṭ̨̗͈̳̯͈̝̩Į̰̖̙͕̲͓̯̟̣͈͓ͅN̢̖̣̲̭̭̩ͅG̡͕̱͇̞̳͚ T̶͈̗͕̪̩̟͔̙̣̎̆̀̊̄͗͂̐̄̎̊̽̂͑̒ͅR̵̲̬̯̰̦͒̀͊̄̆̌̀̈͂̈͐͌̀͗̚Ò̴͚̠̲̘̽͂̇͒͋̌̎̾ͅN҉͚͍͇͉̦͔̩͊̆͒́͑͆ͅ 𝕎𝔸𝕃𝕃𝔼𝕋⌟


যদি কোনো কারণবশতঃ আপনার বর্তমান ট্রন ওয়ালেটটি চেঞ্জ করার দরকার হয়, তবে দুটি ওয়ে আছে - এক. নতুন একটি ট্রন ওয়ালেট খোলা এবং স্টিমিটে সংযোগ করা [STEEM TRON INTEGRATION] দেখুন আর দুই. পূর্বে খোলা অন্য্ একটা ট্রন ওয়ালেট সংযোগ করা । নিচের স্টেপগুলি ফলো করুন -

স্টেপ -০১ (বিস্তারিত): আপনার স্টিমিট ওয়ালেট এ লগইন করে LINK AN EXISTING TRON ACCOUNT এই বাটনে ক্লিক করবেন

Untitled2.png

স্টেপ -০২ (বিস্তারিত): একটি পপ আপ উইন্ডো ওপেন হবে নিচের চিত্রের ন্যায় । নিচের দিকে CONFIRM বাটনটি পেয়ে যাবেন, ক্লিক করুন । আরো একটি পপ আপ উইন্ডো ওপেন হবে । যে এড্রেস টি লিংক করতে হবে সেটি এন্টার করে কন্ফার্ম বাটনে ক্লিক করতে হবে । এর পরে ফাইনাল আর একটি পপ আপ উইন্ডো ওপেন হবে , ওখানে steemit ID আর owner বা active key দিয়ে লগইন করে প্রসেস তা কমপ্লিট করতে হবে । ছবিগুলি দেখুন -

Untitled.png

Untitled3.png

Untitled4.png




⌜𝕋ℝ𝔸ℕ𝕊𝔽𝔼ℝ T͈̳͙̪͓̲͍͔̯͉͂̌͛̽̈̈́R̥̙̥̭̥̭͈͚̣̝̥̯͂̽̄͐̊͗́̚Ò̩̜͔̮͑͂͆̚N̟͉͉̞̣͓͖̠̘͍̱̋̍̓̉̌̋ 𝕋𝕆 𝔸ℕ𝕆𝕋ℍ𝔼ℝ S̩̲̟̱͔͖̦̙͚̙̪̯̝͋̂̈̓̂͆̒͊̃̒̒̽Ṱ̲̪̫̰̲͖̩̬̬͉̯̩͍̞̗̋͂͌͋̍̾̎̃̃̈̀͆̀͋̀E̩͕̜͖̯͇͖̱͎̖̽̐̽̽̆̇̓̃E͉̗̩͎̲͙̠̔͋͑̔͛̎͛̄ͅM͉̦̩̩̖͔̖̜̜̬͖̜͛͊̌̽͂̃̎͗́̔͆̎͋̂̊Ḯ̜͕͚͇͚̞̬̬̯͔̂̈́̀͑̈͗̇̏̂̚ͅT͉̯͈̙̮͓̗̮̪͉̟̣̗̞̘͈̉̊̅͊̉̐͗̏͐̐͋𝕌𝕊𝔼ℝ⌟


অন্য কোনো স্টিমিট ইউজারকে খুবই সহজে ট্রন ট্রান্সফার করা যায় । নিচের স্টেপগুলি ফলো করুন -

Untitled.png

প্রথমে আপনার ওয়ালেটের TRX ব্যালান্সের উপরে ক্লিক করলে উপরের ছবির ন্যায় একটি ড্রপডাউন মেনু আসবে , "Transfer" এর উপরে ক্লিক করুন

Untitled.png

যাকে ট্রন পাঠাবেন তার স্টিমিট ID, এমাউন্ট, আর যদি মেমো-র দরকার হয় তো মেমো লিখে NEXT বাটনে ক্লিক করতে হবে

Untitled.png

এর পরে OK বাটনে ক্লিক করলে আর একটি পপ আপ উইন্ডো ওপেন হবে সেখানে আপনার Tron private key দিয়ে লগইন করতে হবে, তারপরে আবার কন্ফার্ম করতে হবে । ব্যাস, দুই থেকে ৩ সেকেন্ডের মধ্যে আপনার ট্রান্সাকশনটি প্রসেসড হয়ে যাবে




⌜𝕋ℝ𝔸ℕ𝕊𝔽𝔼ℝ T̠̮̱̜̙̤̯͎̃͌̄͂̈́̃̽̔̔̀̈́̚R̝̯̲̱̝̟̩̜̠͚͑̅͊̅̈́̓̿͐̓̽̒͋̾̈́̔ͅŌ̥͓͉̥̟̟̭̯̖͍̅͒̉͑̉̑̿̒̀̿͗͒ͅṆ͕̳̠̟͙̘͓̝̙̓̍̒͋̓̓͂̒̀̔̿̏̆̀ͅ 𝕋𝕆 𝔼𝕏ℂℍ𝔸ℕ𝔾𝔼ℝ⌟


External যে কোন ট্রন ওয়ালেট-এ ট্রান্সফার করতে হলে (তা সে হতে পারে সাধারণ কোনো user বা বড় কোনো exchanger এর ওয়ালেট) আপনাকে একটি ওয়েব ওয়ালেট খুলে নিতে হবে । এই ওয়ালেটে আপনি ট্রন এর সবরকমের feature use করতে পারবেন - অন্যান্য TRC-10 ও TRC-20 টোকেন store করা, ট্রান্সফার করা, টপ ৩০ সুপার রিপ্রেজেন্টিভ কে vote দেওয়া (staking করা , অনেকটা স্টিমিট এর witness ভোটিং এর মতো ) ও upto ৮% ইয়ারলি রেটে ট্রন earn করা, DEFI (Decentralized Finance) staking করে huge ইয়ারলি টোকেন earn করা ইত্যাদি বহু নানাবিধ কাজ । নিচের স্টেপগুলি ফলো করুন -

স্টেপ -০১ (বিস্তারিত): প্রথমে আপনাকে একটি google chrome এর একটি extension Tron Link ইনস্টল করে নিতে হবে । Tronlink extension ওয়ালেট একটি client side java script ওয়ালেট, এই ওয়ালেটে আপনার ট্রন ওয়ালেট ১০০% সুরক্ষিত, কারণ যাবতীয় প্রাইভেট key decryption আপনার ক্রোম ব্রাউজার-এই হবে , কোনো সার্ভারে ট্রান্সফার হয় না । TronLink(波宝钱包) ইনস্টল করুন ।

Untitled.png

স্টেপ -০২ (বিস্তারিত): Tronlink এ আপনার প্রথম কাজ হলো steemit এর ট্রন ওয়ালেট টাকে ইম্পোর্ট করা । এর জন্য প্রথমে tronlink এর extension এ ক্লিক করে "restore" বাটনে ক্লিক করবেন

Untitled.png

স্টেপ -০৩ (বিস্তারিত): Wallet এর একটা নাম দিন, এরপর Continue বাটনে ক্লিক করবেন

Untitled.png

স্টেপ -০৪ (বিস্তারিত): এরপর Import Account এ গিয়ে "Private Key" বাটনে ক্লিক করবেন

Untitled.png

স্টেপ -০৫ (বিস্তারিত): ফাইনাল স্টেপ "Import by Private Key"তে গিয়ে Private Key বক্সে আপনার স্টিমিট ওয়ালেট এর TRON এর প্রাইভেট key টা দিন, তারপরে Continue বাটনে ক্লিক করবেন

Untitled.png

ব্যাস, আপনার স্টিমিট ওয়ালেটের ট্রন ওয়ালেট টি tronlink এ ইম্পোর্ট হয়ে গেলো

স্টেপ -০৬ (বিস্তারিত): এই বার আপনার tronlink এর tron কে exchanger ওয়ালেটে ট্রান্সফার করার পালা । প্রথমে আপনি যে নাম দিয়ে ওয়ালেট টি খুলেছিলেন সেই নামের ওয়ালেটের উপর ক্লিক করুন

Untitled.png

স্টেপ -০৭ (বিস্তারিত): এর পরে ওয়ালেটে ঢুকে গেলেন, ওয়ালেটে আপনি আপনার সব tron দেখতে পাবেন । exchanger ওয়ালেটে ট্রন ট্রান্সফার করতে হলে "Send" বাটনের উপর ক্লিক করুন

Untitled.png

স্টেপ -০৮ (বিস্তারিত): "Receiving account" এ আপনার exchanger এর ট্রন ওয়ালেট address টা দিন, "Transfer amount" বক্সে আপনি যে এমাউন্টের ট্রন ট্রান্সফার করতে চান সেটি দিন । তারপরে, "Send" বাটনের উপর ক্লিক করুন

Untitled.png

স্টেপ -০৯ (বিস্তারিত): কাজ প্রায় শেষ, এর পরের ধাপে শুধু আপনাকে "Accept" বাটনে ক্লিক করতে হবে, যদি "Reject" বাটনে ক্লিক করেন তো ট্রানসাকশান টা বাতিল হয়ে যাবে unprocessed অবস্থায় । সো আপনাকে "Accept" বাটনের উপর ক্লিক করতে হবে

Untitled2.png

স্টেপ -১০ (বিস্তারিত): কংগ্রাচুলেশন্স, আপনার ট্রান্সাকশনটি successfully processed । এখন কয়েক সেকেন্ড wait করে চেক করে দেখুন transaction পুরোপুরি ব্লকচেইনে confirmed হয়ে গেছে । Tronscan use করে আপনি আপনার ট্রানসাকশান ট্র্যাক করতে পারবেন ।

Untitled3.png


╔╗╔╗
░░░░░░░░░░░░░░░░ শে ষ ░░░░░░░░░░░░░░░░
╚╝╚╝



À̸͙̘̤̭̜̞̞̈́͑̾̑̐̈ P̸̪̥̭̘͚̖̟̞̜̣̰͓͙̙͔̍͂͒͋̑́ P̴̰̩̞̤̠̜̜͓̏̂͒͒̀̋͋̅̊̋͗͂͛̍̌̚ Ĕ̸̠̬̜̙̥͚̳̟̤̫̩͖͕̤̪̄̎͛̌̇͒̔̒̓͆̎ N̴̙̖̟̫͙͚̆͋̉̀̄́̌̀̊̉̚ D҈͕̠̲͖̯̔͒̀̈́̄͌͋̊̏̃̏́̑̚ I҉͚͇͉̥̦͙͙̾̆̏͗̈̎͌̉͒̀̽̇̅̆͗̚ X҉͖̪̲̞̭̫͍̬̣̠̥͌̾͋̆̾̃ͅ


❏ You can get all TRON exchange sites in this LIST
❏ To convert your TRON to STEEMIT use POLONIEX
❏ To cashout your TRON easily, Please, follow these steps

  • For Indian Users : Transfer your TRON to WAZIRX. Trade for INR. Withdraw INR to your Bank Account instantly, usually within seconds.
  • For Bangladeshi Users : Transfer your TRON to BINANCE. Trade for BTC. Now follow any of these steps below.
    1. Trade BTC for EUR. Withdraw EUR to AdvCash. Withdraw to your Bank Account in BDT, takes 2-3 days to be processed
    2. Transfer your BTC to Paxful. Trade BTC for BDT in Bkash.
Sort:  

বিষয় ভিত্তিক সুন্দর উপস্থাপনা। আমি এখনো কোন নক করিনাই। তবে প্রথম পাওয়া পাসওয়ার্ডটি সুষ্ঠু সংরক্ষণ করেছি। এতে কোন অসুবিধা আছে কি?.ধন্যবাদ দিয়ে স্বাগতম জানাচ্ছি।

 3 years ago 

প্রথমবার ট্রন ইন্টিগ্রেট করার সময় যে পিডিএফ টি পেয়েছেন, ওটা সাবধানে ব্যাকআপ রাখেন, কোনো প্রব্লেম হবে না ।

পরামর্শ পেয়ে খুশি লাগছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর ও উপকারি টিউটোরিয়াল পোস্ট করার জন্য।
আমার একটা সমস্যা দেখা দিয়েছে। আমারকে পুরস্কৃত ডিসি(ডোনেটেলো ক্লাব) কয়নগুলো আমার স্টিমিট ওয়ালেটে স্টিমে আনতে পারছি না। ইতিপুর্বে ক্রোম এক্সটেনশনে কীচেইন এড করেছি।পারলে একটু সহযোগিতা করবেন?

 3 years ago 

আমাদের discord চ্যানেলে কন্টাক্ট করুন ।

 3 years ago 

ধন্যবাদ বিষয়টি গুছিয়ে বলার জন্য। আশাকরি ইউজারদের উপকার হবে।

 3 years ago 

আমিও সেই আশা করছি যে যাঁদের ট্রন নিয়ে ধোঁয়াশা আছে তাদের উপকারে আসবে পোস্টটি ।

 3 years ago 

স্যার ট্রন থেকে বাইন্যান্স এ নেয়া যাবে?

 3 years ago (edited)

টিউটোরিয়ালটির শেষভাগ পড়ুন "Transfer Tron To Exchanger", কি ভাবে অন্য্ একটি exchanger এ ট্রন ট্রান্সফার করবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি আমি ।

ঠিক আছে আমি আর্টিকেলটির একটা এপেন্ডিক্স এ exchanger সম্পর্কিত তথ্য অ্যাড করছি ।

 3 years ago 

জি ধন্যবাদ স্যার

 3 years ago 

খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন দাদা এবং কিছু নতুনত্ব স্টাইলও ব্যবহার করেছেন, বেশ সুন্দর হয়েছে। তবে বিষয়টি আমাদের অনেকের বেশ উপকারে আসবে। ধন্যবাদ

 3 years ago 

আপনাদের উপকারে আসলেই আমার পরিশ্রম সার্থক হবে । ধন্যবাদ আপনাকে :)

 3 years ago (edited)

অনেক বিস্তারিত পোস্ট। trx নিয়ে আমাদের সকল confusion দূর হল।
ধন্যবাদ দাদা।

 3 years ago 

এটা জেনে আমিও খুব আনন্দিত হলাম, ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

অনেক উপকারী একটা পোষ্ট নতুন যারা আছে তারা আর তাদের TRX আর হারাবে না। এতে তাদের অনেক উপকার হবে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে ট্রন ইন্টিগ্রেট করা আর এক্সচেঞ্জ করা স্টিমিটে একটু গোলমেলে, সেই জন্য আমি এই টিউটোরিয়ালটি লিখেছি ।

 3 years ago 

অনেক উপকারী একটা পোস্ট।ধন্যবাদ ভাইয়া আপনাকে।রিস্টিম করে রাখি।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ টিউটোরিয়ালটি পড়ার জন্য :)

 3 years ago 

সত্যিই অনেক উপকারী ব্লগ ভাই @rme
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ❤️💕💖

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

অনেক উপকার হলো দাদা।ট্রন নিয়ে কি করবো কিছুই বুঝতামনা। এখন একটা ভালো ধারণা হলো। ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ :)

💌

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 100671.43
ETH 3655.73
USDT 1.00
SBD 3.14