আমার বাংলা ব্লগের একটিভ ও সুপার একটিভ মেম্বারদের সংক্ষিপ্ত তালিকা (A short list of "Active & Super Active Authors" of Amar Bangla Blog)
গতকাল আমার বাংলা ব্লগের সুপার একটিভ টপ টেন লিস্ট এনাউন্স করা হলো আমাদের হ্যাংআউট এ । মোট ষোল জনের নাম ঘোষণা করা হয়েছিল। এর থেকে কারো কারো মাঝে কিছুটা confusion এর সৃষ্টি হয়েছে । আমি সেগুলো দূর করার চেষ্টা করছি । টপ টেন লিস্ট প্রতি সপ্তাহের হ্যাংআউট এ ঘোষণা করা হবে যেটা পরিবর্তনশীল ।
আজ যাঁরা আছেন পরের সপ্তাহে তাঁরা লিস্টে নাও থাকে পারেন, এই সপ্তাহে যাঁরা লিস্টে নেই পরের সপ্তাহে তাঁরা ঢুকতে পারবেন । এভরি উইক ব্লগারদের পারফরম্যান্সের ভিত্তিতে লিস্টটি আপডেট করা হবে ।
নেক্সট কথা হলো, যাঁরা সুপার একটিভ লিস্টে আছেন তাঁরা কি ডেইলি আপভোট পাবেন shy-fox থেকে ? ডেফিনিটলি নট । shy fox একটা ইন্ডিপেন্ডেন্ট এবং "আমার বাংলা ব্লগ"-এর existing curation একাউন্টগুলি থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এনটিটি ।
সুপার একটিভ টপ টেন লিস্টে যাঁরা থাকবেন তাঁরা হাই প্রায়োরিটি পাবেন shy-fox থেকে সাপোর্ট পাওয়ার জন্য, কিন্তু এর মানে এই নয় যে, shy-fox তাঁদেরকে ভোট দিতে বাধ্য থাকবে । আর যাঁরা লিস্টের বাইরে আছেন এই সপ্তাহে তাঁদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই । তাঁরা লো প্রায়োরিটি লিস্টে আছেন ঠিকই কিন্তু ভালো মানের পোস্ট করলে shy-fox থেকে অবশ্যই সাপোর্ট পাবেন । অর্থাৎ, আসল কথা হলো, shy-fox থেকে সাপোর্ট পেতে হলে আপনাকে devoted to the community, active in the community এবং good content creator হতে হবে ।
আর যাঁরা আমাদের এই সপ্তাহের একটিভ লিস্টে আছেন তাঁরা রেগুলার "আমার বাংলা ব্লগ" থেকে curation support পাবেন । সো, চিন্তার কোনো কারণ নেই । আপনারা ভালো মানের পোস্ট লিখতে থাকুন আর "আমার বাংলা ব্লগ" -কে আরো বেশি সমৃদ্ধ করে তুলুন ।
Steemit-এ "আমার বাংলা ব্লগ" একমাত্র বাংলা ভাষাভাষী কমিউনিটি যেখানে কোনো বিদেশী ভাষায় লেখা এলাও করা হয় না । এটা আমাদের জন্য একটা গর্বের । শুধুমাত্র "বাংলা" ভাষার ব্লগ বলে বাইরের কোথাও থেকে আমরা কোনোরকম সাপোর্ট পাই না । এটা সত্যি দুঃখের । সেই জন্য আমাদের "self reliant" হতে হবে । এটা ধরে নিয়েই এগোতে হবে যে আমরা কখনই বাইরের কোনো কিউরেটরের কাছ থেকে সাপোর্ট পাবো না । সেই জন্যই আমাদের সব বাংলা ভাষাভাষী ব্লগারদের একটিভ থেকে প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট করতে হবে । আর সেটা করার জন্য নিম্নলিখিত কাজ গুলি করা অতি আবশ্যক -
- নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত দুই থেকে তিনদিন পোস্ট করবেন ।
- নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে reply দেবেন ।
- নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব ।
- কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল ।
- অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।
- মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
- আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।
- আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।
আমাদের কমিউনিটির সম্মানিত মডারেটর প্যানেলের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিচের একটিভ মেম্বারদের তালিকা প্রকাশ করা হলো । লিস্টে যাদের নাম নেই তারা অতি সত্বর আমাদের discord চ্যানেলে কন্টাক্ট করবেন ।
Super Active Author List
Active Author List
Under @shuvo35 Total Active Authors [13]
https://steemit.com/@hiramoni/posts
https://steemit.com/@partner-macro/posts
https://steemit.com/@featherfoam/posts
https://steemit.com/@mamun123456/posts
https://steemit.com/@shohel02/posts
https://steemit.com/@khan55/posts
https://steemit.com/@mrnazrul/posts
https://steemit.com/@emonv/posts
https://steemit.com/@brishti/posts
https://steemit.com/@alamin-islam/posts
https://steemit.com/@rafi4444/posts
https://steemit.com/@doctorstrips/posts
https://steemit.com/@alsarzilsiam/posts
Under @winkles Total Active Authors [13]
https://steemit.com/@aralomgirkabir/posts
https://steemit.com/@isha.ish/posts
https://steemit.com/@steem-muksal/posts
https://steemit.com/@iamjohn/posts
https://steemit.com/@shohana1/posts
https://steemit.com/@selinasathi1/posts
https://steemit.com/@rajib833/posts
https://steemit.com/@sumon02/posts
https://steemit.com/@jibon47/posts
https://steemit.com/@sabbirrr/posts
https://steemit.com/@rasel72/posts
https://steemit.com/@emon42/posts
https://steemit.com/@tanuja/posts
Under @hafizullah Total Active Authors [12]
https://steemit.com/@farhantanvir/posts
https://steemit.com/@green015/posts
https://steemit.com/@elianaelisma/posts
https://steemit.com/@masril/posts
https://steemit.com/@sagor1233/posts
https://steemit.com/@hayat221/posts
https://steemit.com/@mamun02/posts
https://steemit.com/@hmetu/posts
https://steemit.com/@mrahul40/posts
https://steemit.com/@sangram5/posts
https://steemit.com/@rjnasim001/posts
https://steemit.com/@tangera/posts
Under @moh.arif Total Active Authors [12]
https://steemit.com/@mahamuddipu/posts
https://steemit.com/@kingporos/posts
https://steemit.com/@pejuang-aceh/posts
https://steemit.com/@ebrahim2021/posts
https://steemit.com/@mahirabdullah/posts
https://steemit.com/@hafiz34/posts
https://steemit.com/@tauhida/posts
https://steemit.com/@saymaakter/posts
https://steemit.com/@roy.sajib/posts
https://steemit.com/@pro12/posts
https://steemit.com/@md-razu/posts
https://steemit.com/@lemonali/posts
Under @rex-sumon Total Active Authors [12]
https://steemit.com/@shahriar33/posts
https://steemit.com/@simaroy/posts
https://steemit.com/@andi-teh/posts
https://steemit.com/@tanveer741/posts
https://steemit.com/@steem-for-future/posts
https://steemit.com/@limon88/posts
https://steemit.com/@haideremtiaz/posts
https://steemit.com/@samin1/posts
https://steemit.com/@jnajosim/posts
https://steemit.com/@emranhasan/posts
https://steemit.com/@bdhero/posts
https://steemit.com/@msharif/posts
দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,এত সুন্দর একটা আমার বাংলা ব্লগ তৈরি করার জন্য যার মাধ্যমে আমি আমার প্রিয় ভাষা প্রকাশ্যে করতে পারছি।আমার বাংলা ব্লগের একটিভ ও সুপার একটিভ মেম্বারদের প্রতি শুভ কামনা রইলে। ঈশ্বর কাছে প্রার্থনা করি এই কমিউনিটি ব্লগ দীর্ঘ যাবৎপযর্ন্ত চলে মান থাক।সকল মডারেটর দাদাদের এবং বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই।সকল মডারেটর দাদাদের মাধ্যমে আমার বাংলা ব্লগে এগিয়ে যাচ্ছেে ,এজন্য আপনাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইলো।
দাদা আপনার পোস্টটা পড়ার পড়ে সত্যি আমার চোখ দিয়ে কেন জানেনা অটোমেটিকলি পানি পড়ছে। আসলে আমার জন্য সত্যি অনেক বড় পাওয়া ছিল যখন আমি Steem ঢুকলাম তখন আমি দাঁড়া দাঁড়া ঘুরতেছিলাম আমি কিছুই জানতাম না। আমি ইউটিউব থেকে এর সম্পর্কে ধারনা নেই অনেক পরিশ্রমের পর আজকে আপনার মত একজন মানুষকে পেয়েছি। দোয়া করবেন আমার জন্য আমি যাতে সব সময় আপনার পিছনে পিছনে কাজ করে যেতে পারি। টপ লিস্টে আমার নাম দেখে সত্যি অনেক ভালো লাগছে। আমি সব সময় এই লিস্টে থাকার চেস্টা করবো। ধন্যবাদ ভাই।
বাহ এইগুলি এই সম্প্রদায়ের সক্রিয় অ্যাকাউন্ট নামগুলির তালিকা, এবং এটি সত্যিই অসাধারণ সম্প্রদায়ের বিকাশের একটি হবে,
ধন্যবাদ এই প্রিয় কমিউনিটিতে পোস্ট শেয়ার করতে পেরে আমি খুবই খুশি
সত্যিই আজ দাদা ছিলো বলেই দাদার প্রতিষ্ঠায় আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ পেয়েছি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে মাতৃ ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারছি এই কমিউনিটিতে। সত্যিই দাদাকে প্রশংসা করাটা আমি মনে করি ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদ দাদা। সকল মডারেটর দাদাদের এবং বন্ধুদের ও ধন্যবাদ ।তারাও খুব পরিশ্রম বাংলা ব্লগ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সাথে দাদাদের অনুপ্রেরণায় আমি যথা সম্ভব নিজেদের সর্বোচ্চ দেবার চেষ্টা করছি। ।এক্টিভ থাকার ও আপ্রাণ চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর এক্টিভ ইউজারদের নাম তুলে ধরেছেন। জানি এটি পতিবর্তনশীল। তবুও কাজে উৎসাহ উদ্দীপনা বাড়বে আপনাদের আশীর্বাদে। প্রতি সপ্তাহের এক্টিভ টি সকলে উৎসাহ উদ্দীপনা আগ্রহ অনেক বেশি পাবে এটির দ্বারা। সকলকে ও শুভেচ্ছা।
Thank You for sharing Your insights...
ধন্যবাদ দাদা! 😇🙏🏾
দাদা চেষ্টা করব পরবর্তী সপ্তাহে সুপার একটিভ মেম্বারদের লিস্টে থাকতে। শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ ইনএকটিভ আছি। কাল থেকে আবার আশাকরছি অ্যাক্টিভ মেম্বার হিসাবে পাবেন।
আগে আপনি সুস্থ হয়ে নিন , আমি সুমনকে আপনার কথা বলে রেখেছি । কোনো সমস্যা হবে না ।
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার মনটা আসলে অনেক বড়ো।
অনেক সুন্দর ব্যবস্থা।
সুপার একটিভ ব্লগারদের জন্য শুভেচ্ছা রইলো। আশাকরি বাকি ইউজাররা তারাও সুপার একটিভ ব্লগার হওয়ার চেষ্টায় থাকবে।
এই লিস্টে আমার নাম নেই।এটা দেখে খুব খারাপ লাগল।যদিও আমি কমিউনিটির নতুন একজন সদস্য।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দাদা। আপনার অক্লান্ত পরিশ্রমের ফসল আজ আমার বাংলা ব্লগ
স্টিমিট প্লাটফর্মে মাইলফলক হয়ে থাকবে এটা আমার বিশ্বাস। এবং সেইসাথে শুভকামনা জানাই এবং নিবেদিত প্রাণে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন। অনাবিল শুভেচ্ছা♥