"আমার বাংলা ব্লগের" ইউজারদের প্রতি : আপনার স্টিমিট একাউন্ট-কে ভবিষ্যতে সহজে রিকভার করতে করণীয়steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : পিক্সাবে


স্টিমিটে আপনার পাসওয়ার্ড এবং কী আপনার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণই আপনি আপনার স্টিমিট আইডিটার প্রকৃত মালিক । যখনই কেউ আপনার পাসওয়ার্ড চুরি করতে সমর্থ হবে সেই মুহূর্ত থেকে সেই চোরটিই হবে আপনার স্টিমিট একাউন্টটার মালিক । তারপরে যখন সেই হ্যাকার আপনার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে তখন আর সেটা পুনরুদ্ধার করা কার্যত অসম্ভব হয়ে পড়ে ।

চুরি যাওয়া বা হ্যাকড হওয়া স্টিমিট আইডিটা ফিরে পাওয়ার একটাই ওয়ে আছে । আর সেটি হলো আপনার স্টিমিট আইডিতে একটা রিকভারি একাউন্ট অ্যাড করা । এর আগে আমি কয়েকটি ধারাবাহিক পোস্টের মাধ্যমে আপনাদের সামনে এই রিকভারি একাউন্ট অ্যাড করার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম । তবে তেমন একটা কাজ হয়নি দেখাই যাচ্ছে । এখনো অব্দি "আমার বাংলা ব্লগের" খুবই কম সংখ্যক ইউজার @retrieve -কে রিকভারি আইডি হিসেবে সেট করেছেন ।

আমি মনে করি তাদের একাউন্ট সুরক্ষিত নয় । সবাইকে আরো একবার সফট রিমাইন্ডার দেওয়া হলো । আপনাদের কষ্টার্জিত অর্থ আর প্রিয় একাউন্ট বাঁচাতে হলে এখনই আপনার স্টিমিট আইডিতে @retrieve -কে রিকভারি আইডি হিসেবে সেট করুন ।


স্টিমিট আইডি @retrieve এর কাজ কী ?


১. আমাদের সকল কমিউনিটির যে কোনো ইউজারের হ্যাক হওয়া বা চুরি যাওয়া একাউন্ট রিকোভারি (১০০% গ্যারান্টি এবং জিরো ফী)


@retrieve এর মাধ্যমে একাউন্ট রিকভারি ১০০% সাকসেসফুল করতে আমাদের আগে থেকে কী করণীয় ?


১. আপনার একাউন্ট এর রিকভারি একাউন্ট হিসেবে @retrieve কে সেট করা । কী ভাবে সেট করবেন ? পড়ুন টিউটোরিয়াল : কীভাবে আপনার স্টিমিট একাউন্ট এর রিকভারি একাউন্ট হিসেবে @retrieve -কে সেট করবেন ?

২. রিকভারি একাউন্ট হিসেবে @retrieve কে সেট করার পরে আপনাকে ৩০ দিন wait করতে হবে । এরপরে আপনি রিকভারি করতে পারবেন ।

৩. আপনার ওয়ালেটের যাবতীয় লিকুইড STEEM এবং SBD অবশ্যই Savings ওয়ালেটে ট্রান্সফার করে রাখবেন অলওয়েজ । তাহলে একাউন্ট হ্যাক হলেও হ্যাকার সঙ্গে সঙ্গে অর্থ চুরি করতে ব্যর্থ হবে । আপনি যদি ৩ দিনের মধ্যে একাউন্টটি রিকভার করতে সমর্থ হন তবে একটা টাকাও চুরি যাবে না আপনার ।


@retrieve আইডি দিয়ে কীভাবে আপনার চুরি যাওয়া বা হ্যাক হওয়া একাউন্ট ফিরে পাবেন ?


১. "আমার বাংলা ব্লগ" এর ডিসকোর্ড সার্ভারে লগঅন করে steemit services এ নেভিগেট করুন এবং এর আন্ডারে steemit-recovery চ্যানেলে গিয়ে আবেদন করুন । আপনার আবেদনটি গৃহীত হওয়ার পরে মাত্র ৩০ সেকেন্ডে আপনার হ্যাক হওয়া আইডি ফেরত পান । এ ব্যাপারে পড়ুন বিস্তারিত টিউটোরিয়াল টিউটোরিয়াল : কীভাবে আপনার স্টিমিট একাউন্ট রিকভারি করবেন @retrieve আইডির মাধ্যমে ?


: আমাদের @retrieve আইডির নিরাপত্তা :



১. আইডি ক্রিয়েশন করা হয়েছে মিলিটারি গ্রেডের নিরাপত্তার বলয়ে মোড়া আমার পার্সোনাল ল্যাপটপ থেকে ।
২. আইডি ক্রিয়েটের পরে অনলাইনে কোথাও মাস্টার পাসওয়ার্ড (master password) এবং ওনার কী (owner key) দিয়ে একটিবারের জন্যও লগইন করা হয়নি ।
৩. এই আইডির সব কী যে পিডিএফ এ রয়েছে সেটি একটি অফ লাইন ল্যাপটপে সংরক্ষণ করা হয়েছে । এই ল্যাপটপটি কেনার পরে আজ পর্যন্ত একটিবারের জন্যও অনলাইনে কানেক্ট করা হয়নি ।
৪. এই আইডির কী গুলোর ডিজিটাল কপি একাধিক এক্সটার্নাল হার্ডডিস্ক এবং পেন ড্রাইভে ২৫৬ বিট এনক্রিপশন-এ পুরোপুরি এনক্রিপ্ট করে সংরক্ষণ করা হয়েছে ।
৫. এই আইডির প্রিন্টেড কপি সাংকেতিক সিম্বল ইউজ করে এনক্রিপ্ট করে তিনটি আলাদা আলাদা ব্যাংকের ভল্টে রাখা হয়েছে ।
৬. এই আইডি খুলতে যে ইমেইল এবং মোবাইল নাম্বার ইউজ করা হয়েছে তা আমার একান্তই ব্যক্তিগত । কেউ তার নাগাল পাবে না ।
৭. কোনো অবস্থাতেই এই আইডির মাস্টার পাসওয়ার্ড (master password) এবং ওনার কী (owner key) কোথাও ইউজ করা হবে না এবং ইন্টারনেট কানেকশন আছে এমন কোনো ডিভাইসে স্টোর করা হবে না ।
৮. আন-এনক্রিপ্টেড অবস্থায় এই আইডির কী গুলোর কোনো অস্ত্বিত্ব নেই ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩

টাস্ক ১৮১ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9d208a75e7faf58e163caab7c3c6201c4934d7214d03d1f19cde32d7dc4c4b2b

টাস্ক ১৮১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

Great advice on how to keep your Steemit account secure and how to easily recover it in the event of hacking or theft. It's reassuring to know that the @retrieve ID is available to help users regain control of their accounts and that there are steps that can be taken to ensure a successful recovery. The instructions provided on how to set @retrieve as the recovery account and how to transfer funds to the Savings wallet are clear and easy to follow, making it accessible for all users.

The detailed explanation of the security measures taken to protect the @retrieve ID is impressive and shows a high level of commitment to ensuring the safety of users' accounts. It's great to see such dedication from the community to help protect each other's accounts and prevent any loss of hard-earned money.

Overall, this post is an excellent resource for anyone using Steemit, and the advice provided should be taken seriously by all users. Thank you for sharing this information and for your commitment to ensuring the safety of the Steemit community.

 2 years ago 

দাদা আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। নিজের আইডির নিরাপত্তার জন্য আপনি অনেক সুন্দর ভাবে শিক্ষামূলক কিছু উপদেশ দিয়েছেন এবং আমাদেরকে সচেতন করার চেষ্টা করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমরা সবাই চেষ্টা করব নিজের আইডি সুরক্ষিত রাখার জন্য। অনেক অনেক ধন্যবাদ দাদা খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

দাদা যারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে না তারা বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের সবার উচিত রিকভারি একাউন্ট সেট করে নেয়া। যারা এখনো করেননি সবাইকে তাড়াতাড়ি সেট করে নেয়ার আহ্বান জানাই। ধন্যবাদ দাদা আবারো সবাইকে ব্যাপারটা অবগত করার জন্য।

 2 years ago 

এই প্লাটফর্মে কাজ করার পাশাপাশি নিজের নিরাপত্তা জনিত কারণে আইডির রিকভারি করে রাখলে সম্পূর্ণভাবে নিরাপদ থাকতে পারা যায় ।এখনো অনেকে করেনি আমি অনেক আগেই করেছি আশা করি সবাই এই পোষ্টের মাধ্যমে সবকিছু করতে সক্ষম হবে।আমাদের @retrieve আইডির নিরাপত্তা বিষয় জানতে পেরে খুবই ভালো লাগলো। দাদা আপনার এই মহৎ কার্যাবলীর জন্য সব সময় দোয়া করি।

Thank you very much @rme for this wonderful post, but please, we still await the winners of the contest you hosted months back.

You promised to announce the winners this month being February.

Please are we to expect the winners of the contest soon?

Here is the link to the contest

https://steemit.com/hive-129948/@rme/new-year-contest-crypto-price-prediction-for-2025

Please I await your favourable response sir

 2 years ago 

দাদা নমস্কার
জি দাদা আপনি তো আমাদের উপর বট ছায়া ৷ যদিও আমি আগেই রিকভারি সেট করেছি ৷
তারপরেও আপনি জানিয়ে দিচ্ছেন৷ আশা করি
এখনো যারা করে নি ৷ তারা রিকভারি একাউন্ট সেট করে নেবে ৷ কারন এটা সত্যি গুরুত্বপূর্ণ ৷
অসংখ্য ধন্যবাদ দাদা

 2 years ago 

এটাই আমাদের জন্য খুবই উপকারী। আমি এবং আমার পরিবারের সকলেই retrieve রিকভারি সেট করেছি। সবাইকে পুনরায় বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 
আসলে যারা বিষয়টি হালকা ভাবে নিচ্ছে অথ্যাৎ এখনও রিকোভারি সেট করেনি।তারা অবশ্যই বিপদে পরবে।সবচেয়ে বড় কথা হচ্ছে,আপনি আমাদের ভালো জন্য বারবার বলছেন।আর তা অনেকেই এখন বুঝতে পারছে না।আশাকরি যারা এখনও রিকোভারি সেট করেননি।তারা অতি শিগ্রই করে ফেলবেন।আপনাকে অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ দাদা,পুনরায় বিষয়টি উপস্থাপন করে আমাদের সজাগ করার জন্য।
 2 years ago 

নিশ্চয়ই আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল ইউজারদের জন্য এটা অনেক আনন্দের একটি সংবাদ। আমি নিজেও এই অ্যাকাউন্টে রিকভারি সেট করেছি। আশা করছি আমাদের সকলের একাউন্টে এখন নিরাপদ থাকবে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98163.99
ETH 3354.48
USDT 1.00
SBD 3.02