Indian Museum ভ্রমণ -পর্ব ৪৯

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ৪৯


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৪৮


হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

আজকে বাড়িতে অনেক মানুষজন । খুবই বিজি আমি । এরই এক ফাঁকে টুক করে বসে গেলাম পোস্টটা লিখতে । সময় কম তাই আজকের পোস্ট হবে সংক্ষিপ্ত । দেখতে দেখতে ৪৯ তম পর্বে চলে এলাম । আর ৭-৮ টি পর্বে আশা করছি আমার এই সিরিজটি শেষ করতে পারবো । দেখা যাক কি হয় ।

যাই হোক চলুন আজকের মিউজিয়াম পর্ব শুরু করা যাক ।

"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে সপ্তদশতম পর্ব । এ পর্যন্ত মোট ষোলটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. প্রাচীন ভারতীয় কোনো এক মহারাজার শিকারের ঢাল, ব্রোঞ্জ ও পিতল নির্মিত
২. রাজস্থানী সুদৃশ্য ফ্লাওয়ার ভাস
৩. সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি পানের বাটা
৪. সম্পূর্ণ স্বর্ণের তৈরী আর একটি পানের বাটা
৫. সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি যুদ্ধের ঢাল
৬. ব্রোঞ্জ নির্মিত এটি একটি প্রকান্ড ফুলদানি
৭. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী রাজা রানীর মূর্তি

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


প্রাচীন ভারতীয় কোনো এক মহারাজার শিকারের ঢাল এটি । সম্পূর্ণ ব্রোঞ্জ ও পিতলের তৈরী এই শিকারের ঢালটি অসাধারণ সব কারুকার্য মন্ডিত । নানান রকমের ফুল লতা পাতা ডিজাইনের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি শিকারের দৃশ্য, অত্যন্ত দক্ষতার সাথে ফুঁটিয়ে তোলা হয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


রাজস্থানী সুদৃশ্য ফ্লাওয়ার ভাস । নানান ধরণের রং বেরঙের ফুল লতা পাতার ডিজাইন করা রয়েছে সুদৃশ্য ফ্লাওয়ার ভাসটির গায়ে যেটা এটাকে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি পান রাখার পাত্র, বা যাকে পানের বাটা । প্রাচীন যুগে, বিশেষ করে পূর্ব ভারতীয় নারীদের একমাত্র নেশার দ্রব্য ছিল পান পাতা বা তাম্বুল । অভিজাত শ্রেণীর মহিলারা সুদৃশ্য পানের বাটা ব্যবহার করতো পান রাখার জন্য । এই পানের বাটার উপরের দিকে একটি সুদৃশ্য ময়ূরের প্রতিমূর্তি রয়েছে । আর নিচের তাকে রয়েছে একটি সুদৃশ্য কাঠ ও হাতির দাঁতের তৈরী গয়নার বাক্স ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ স্বর্ণের তৈরী আর একটি পানের বাটা । পানের বাটার গায়ে রয়েছে অসাধারণ সব সুক্ষ কারুকার্য । আর ঢাকনায় রয়েছে ছয়টি পাখির মুখ খোদাই করা । মাঝখানে একটি সুদৃশ্য গম্বুজ । দারুন দেখতে ঢাকনাটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি যুদ্ধের ঢাল । অসম্ভব দামী এটি । অন্তত ৫ কিলো ওজনের সোনা রয়েছে ঢালটিতে । অসাধারণ নক্সাকাটা ফুল লতা পাতার ডিজাইন রয়েছে ঢালটির গায়ে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রোঞ্জ নির্মিত এটি একটি প্রকান্ড ফুলদানি । উপরের দিকের মুখটা সরুর বদলে চ্যাটানো । এই চ্যাটানো জায়গাটিতে ফুলের ডালি রাখা হতো । ফুলদানিটির গায়ে অসাধারণ সব সুক্ষ কারুকার্য রয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী রাজা রানীর মূর্তি । অসাধারণ সব নক্সাকাটা রয়েছে মূর্তি দুটির গায়ে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 
দেখতে দেখতে 49 পর্ব চলে আসলাম।এই পর্বে সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি পান রাখার পাত্র, বা যাকে পানের বাটা বলে।প্রাচীন যুগে, বিশেষ করে পূর্ব ভারতীয় নারীদের একমাত্র নেশার দ্রব্য ছিল পান পাতা,,, আপনার এপিসোড এর মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারি♥♥।শত ব্যস্ততার মধ্যেও আপনি ধারাবাহিকতা বজায় রেখেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দাদা♥ ♥
 3 years ago 

তাদের সময় পানের বাটা ও স্বর্ণ দিয়ে তৈরি করতো।কি আজব লাগছে,আমাদের কাছে।এই যগে তো তা প্রায়
অসম্ভব। তবে সুন্দর ছিলো। এপিসোড গুলো দেখছি আর ভালো লাগার পাশাপাশি জানতেও পারছি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি পানের বাটা
সম্পূর্ণ স্বর্ণের তৈরী আর একটি পানের বাটা
সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি যুদ্ধের ঢাল

কি অসাধারণ কারুকাজ , দেখেই অবাক লাগছে । একদম চোখধাঁধানো, স্বর্ণের তৈরি জিনিস তাই আকর্ষণটা বেশি কাজ করছে । তাছাড়াও হাতির দাঁতের রাজা রাণীটাও ভালো লেগেছে । শীঘ্রই আপনার ব্যস্ততা কমুক এই কামনাই করি । ভাই শুভেচ্ছা রইল ।

 3 years ago 

সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি যুদ্ধের ঢাল । অসম্ভব দামী এটি । অন্তত ৫ কিলো ওজনের সোনা রয়েছে ঢালটিতে । অসাধারণ নক্সাকাটা ফুল লতা পাতার ডিজাইন রয়েছে ঢালটির গায়ে ।

যুদ্ধের ঢাল এর নকশা গুলো চমৎকার ভাবে করা হতো সেটা দেখে মুগ্ধ হলাম।নতুনত্বর সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। পরর্বতী পর্বের জন্য আশায় রইলাম দাদা।

 3 years ago 

দাদা ব্যস্ত থেকেও আমাদের সময় দিচ্ছেন এটায় আমাদের জন্য অনেক ।শত ব্যস্ততার মাঝেও আপনি সব সময় আমাদের সাথে থাকেন ।

যাই হোক আজকের পোস্ট অসাধারণ হয়েছে ।আপনার পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত শতবছরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি । সোনার দিয়ে বানানো পানের বাটা গুলো খুব ভালো লেগেছে । এছাড়া যুদ্ধে ব্যবহৃত ঢাল যা সোনা দিয়ে তৈরি এটি আমাকে অবাক করেছে ।
বরাবর এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা দেখতে দেখতে আজকে প্রায় ৪৯ পর্ব চলে আসলো। দাদা আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে পেরে আমি খুবেই আনন্দিত। কারন দাদা আপনার পোস্টগুলো পড়ে আমি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছি এবং অনেক বিষয়ে আমার একটু ধারনা হয়েছে আমি মনে করি। দাদা আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।

 3 years ago 

দাদা বাড়িতে খুব মানুষ জন রেখে এতো ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এত সময় দিচ্ছেন এত সুন্দর সুন্দর পোস্ট উপহার দিচ্ছেন। সত্যি দাদা আপনার সাথে কারো কোনো তুলনা হয় না। দাদা Indian Museum ভ্রমণ দেখতে দেখতে পর্ব ৪৯ শেষ হয়েছে।দাদা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি Indian Museum এর বিভিন্ন ধরনের ভাস্কর্যগুলো।

ব্রোঞ্জ নির্মিত এটি একটি প্রকান্ড ফুলদানি । উপরের দিকের মুখটা সরুর বদলে চ্যাটানো । এই চ্যাটানো জায়গাটিতে ফুলের ডালি রাখা হতো । ফুলদানিটির গায়ে অসাধারণ সব সুক্ষ কারুকার্য রয়েছে ।

দাদা এই কারু কাজ দেখে আমি মুগ্ধ অসম্ভব সুন্দর। দাদা আপনার জন্য সব সময় মন থেকে অনেক দুআ করি। সৃষ্টিকর্তা আপনাকে সব সময় সুস্থ রাখুক ভালো ও হাসি খুশি রাখুন।

 3 years ago 

দেখতে দেখতে 49 টি পর্ব হয়ে গেল আর মাত্র একটি পর্ব আসলে আমরা পঞ্চাশটি পর্ব দেখতে পাবো। প্রত্যেকটি পর্বত দেখতে কি যে ভালো লাগে বলে বোঝানোর মত না অনেক কিছুই জানতে ও শিখতে পারছি আমরা এখান থেকে। ধন্যবাদ দাদা আপনাকে এত কষ্ট করে প্রত্যেকটি পর্ব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভবিষ্যতের সামনে আরো অনেক কিছু জানতে ও দেখতে চাই আপনার মাধ্যমে।

 3 years ago 

সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি যুদ্ধের ঢাল । অসম্ভব দামী এটি । অন্তত ৫ কিলো ওজনের সোনা রয়েছে ঢালটিতে । অসাধারণ নক্সাকাটা ফুল লতা পাতার ডিজাইন রয়েছে ঢালটির গায়ে ।

ভাবতেই অবাক লাগছে,এতো দামি ঢাল 😯
৫ কেজি সোনা একসাথে এই প্রথম দেখলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.036
BTC 95282.29
ETH 3279.60
USDT 1.00
SBD 3.07