দুই মিনিটে ঝটপট কার্টুন স্কেচ এর কৌশল

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো guys,

আশা করি সবাই ভালোই আছেন । আপনারা সবাই জানেন যে আমাদের কমিউনিটিতে ট্রেসিং করে স্কেচ করা হাইলি discouragable । তারপরেও অল্প কয়েকজন এখনো ট্রেস করে আর্ট করে চলেছেন । এটা সত্যি দুঃখজনক । আসলে আর্ট টা আপনাদেরকে শিখতে হবে । আর ট্রেসিং করে আর্ট করলে জীবনেও কিছুই শিখতে পারবেন না ।

আর্ট আসলে কি ? কল্পনা কে বাস্তবে পেন্সিল, রং-তুলির টানে রূপায়িত করা । সেই কল্পনা কোনো জাগতিক বস্তু, প্রাণী, গাছপালা অথবা প্রকৃতি হতে পারে । অথবা নিজের চিন্তা ভাবনা, অবাস্তব কল্পনাও হতে পারে । এই আর্ট করার কৌশলটা কি ?

একটি বাড়ি নির্মাণের মতোই কিন্তু একটি আর্ট নির্মাণ । বাড়ি নির্মাণের সময় আগে কি করে হয় ? প্লানিং । আর্ট এর ক্ষেত্রেও তাই । আগে প্ল্যানিং করতে হয় সমগ্র আর্টটি কেমন হবে সে ব্যাপারে । এরপরে বাড়ির একটা নকশা যেমন তৈরী করতে হয় আর্ট এর ক্ষেত্রেও তাই । মূল আর্টটি শুরু করার আগে অনেকগুলি ডামি আর্ট করে প্রাকটিস করে নিতে হয় । এক প্যাটার্ন তৈরী করে নিতে হয় । এরপরে বাড়ির যেমন একটা stracture তৈরী করতে হয় লোহার রড দিয়ে ঠিক তেমনই আর্টের ক্ষেত্রে পেন্সিল দিয়ে এক স্ট্রাকচার খাড়া করতে হয় । এরপরে বাড়ি তৈরির মতোই তাতে ইট বালি সিমেন্টের মতো ডিটেলস যোগ করতে হয় ব্রাশ স্ট্রোকের মাধ্যমে । বাড়ির যেমন বিভিন্ন দেয়ালে বিভিন্ন কালার করতে হয় আর্টের ক্ষেত্রেও তাই । নানা রঙের কম্বিনেশনে আর্টের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় । বাড়ির ইন্টেরিয়র design এর মতো এরপরে আর্টের সামগ্রিক অলংকরণ শুরু করতে হয় । সূক্ষ থেকে সূক্ষ হয়ে তুলির টান । রঙের বাহার । প্রত্যেকটি ডিটেলসকে সম্পাদনা করা হয় ।আর্টিকে যতটা সুন্দর করার কাজ এই স্টেজেই করতে হয় । এটাই লাস্ট স্টেজ । এই স্টেজে আপনার পারফরম্যান্সের উপরেই নির্ভর করে আপনার আর্টটির সৌন্দর্য, সার্থকতা ।

নিচে আমি একটা কার্টুন গরুর মাত্র দুই মিনিটে আর্ট করার কৌশল দেখানো হলো । **এটা কোনো কমপ্লিট স্কেচ নয় । এটা মূল স্কেচের জাস্ট একটা stracture । পেন্সিল এর টান ট্যারা ব্যাকা করেছি ইচ্ছে করেই ।

আপনাদের টাস্ক : মূল স্কেচটি করবেন । এই stracture টি ফলো করে । ভালো স্কেচ গুলি শাই ফক্স দিয়ে curate করা হবে । প্রতিটা স্টেপ শেয়ার করবেন । আর এই পোস্টের কমেন্টে আপনার স্কেচ পোস্টের লিংকটি দিয়ে দেবেন । সময়কাল : ১ সপ্তাহ


IMG_20211127_124221.jpg

IMG_20211127_124244.jpg

IMG_20211127_124336.jpg

IMG_20211127_124452.jpg

IMG_20211127_124555.jpg

IMG_20211127_125014.jpg

IMG_20211127_125029.jpg

IMG_20211127_125121.jpg

IMG_20211127_125207.jpg

IMG_20211127_125300.jpg

Sort:  
 3 years ago 

খুব সুন্দর করে একেছেন দাদা। যেভাবে আপনি একেছেন এর ধাপগুলি সম্পূর্ণ স্পষ্ট। খুব সুন্দর করে আপনি আকার কৌশল দেখিয়ে দিলেন ২ মিনিটেই। কিছু কৌশল অবলম্বন করলে আর্ট করা অনেক সহজ।

 3 years ago 

কি আর বলব দাদা জাস্ট অসাধারণ। আর্ট নিয়ে আপনি অনেক সুন্দরভাবে প্রথমেই আমাদের মাঝে তুলে ধরেছেন।আর্ট কি...? কিভাবে করতে হবে..? এইসব বিষয়ে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে প্রতিটা লাইন চমৎকারভাবে উপস্থাপন করেছেন। যেটার মাধ্যমে আমরা জানতে পেরেছি আর্ট কেন করব এবং কিভাবে করব। সর্বশেষে
আমি সত্যিই আপনার আর্ট দেখে মুগ্ধ হয়েছি। প্রথম দুইটা চিত্র দেখে ভাবছিলাম এটা কিভাবে গরুর চিত্র হতে পারে, কিন্তু নিচের দিকে যেয়ে দেখলাম সত্যিই এটা একটি গরুর চিত্র। যা দেখে আমি রীতিমত অবাক হয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত অল্প সময়ে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

x থেকে ox সত্যি দাদা অসাধারণ। আপনার স্টেপগুলো সত্যি অসাধারণ ছিল। সত্যি বলতে আর্ট করতে আমারও অনেক ভালো লাগে। আমিও ট্রাই করবো আপনার স্টেপ ফলো করে চিত্রটি আঁকার জন্য।
ধন্যবাদ, দাদা। সুন্দর টিউটোরিয়াল শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি দাদা অনেক ভালো লাগছে আপনি আর্ট করার পাশাপাশি আর্ট নিয়ে অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। এখনো ট্রেস করে অংকন চলছে এটা সত্যিই খুবই দুঃখজনক। আসলে কল্পনাই করতে হয় অংকন। ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে অংকন করা উচিত এবং অথবা আর্ট করার কৌশল আপনি দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।

  • একটি বাড়ি নির্মাণ এর সাথে তুলনা করেছেন আসলেই আগে কি কি করতে হয় তা প্ল্যানিং করতে হবে এবং বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে হবে তাহলে একটি মাথার ভিতর চলে বুদ্ধি চলে আসবে।

নিচে আপনি একটি গরুর কার্টুন 2 মিনিটে অঙ্কন করেছেন বেশ ভালই লাগলো। আসলে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনি এর আগে অনেক অংকন করেছেন। অনেক সুন্দর ছিল এবং দুই মিনিটে অঙ্কন করেছেন এটা আমার অনেক ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 3 years ago 

আমি আঁকাআকি খুব ভয় পাই এবং ছাত্র জীবন থেকেই আঁকাআঁকি থেকে একটু দূরে থাকতাম। এখন মনে হচ্ছে খুব সহজ এবং পারব। আর মনে হয় দূরে থাকা যাচ্ছে না। এবার মনে হয় পেন্সিল নিয়ে নেমে পড়তে হবে। দাদার হাত ধরে এবার আঁকাআঁকির হাতটা কিছুটা তৈরি করা দরকার অন্তত শুরুটা করা যাক। অনেক ধন্যবাদ এবং আমি পার্টিসিপেট করব।

আসলেই আঁকাআকিটা একেবারে বিল্ডিং তৈরি করার মতোই যেমনভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। শুধুমাত্র কল্পনা টাকে রংতুলি পেন্সিল দিয়ে ফুটিয়ে তোলা।

আপনি যথার্থই বলেছেন বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমাদের যেমন ধাপে ধাপে প্ল্যান করে এগিয়ে যেতে হয় আর্টের ক্ষেত্রে ঠিক তেমনভাবেই এগিয়ে যেতে হয়। আপনি 2 মিনিটের ভেতরে যে স্কেচটি করে দেখিয়েছেন তা সত্যিই অসাধারণ। পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে একটি গরুর মাথার স্কেচ করেছেন ।যেহেতু প্রতিযোগিতার আয়োজন করেছেন চেষ্টা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ।

 3 years ago 

সত্যিই দাদা প্রথমে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং আপনার চিত্রাংকন টি খুবি সুন্দর হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 3 years ago 

উরি বাবা! দারুন টেকনিক দাদা🤩🤩🤩👌👌

 3 years ago 

দুই মিনিটে ঝটপট কার্টুন স্কেচ শুনেই আমি অবাক। আসলে কিভাবে সম্ভব দুই মিনিটে কার্টুন স্কেচ আঁকা। আমি অবাক হয়ে গেছি দাদা। দাদা আপনার পোস্টটি সম্পুর্ণ দেখার পর মনে হল আসলেই তো দুই মিনিটের মধ্যেই অংকন করেছেন। হয়তো আমার এর চেয়েও বেশি সময় লাগতে পারে। দাদা আপনার সৃজনশীলতাকে সম্মান জানাই। দাদা এত ব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে নিত্য নতুন পোস্ট নিয়ে আসতেছেন। সত্যি আমার খুব ভালো লাগতেছে দাদা। আপনার জন্য শুভকামনা রইল, দাদা আপনি ভাল থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকবেন এই কামনা করি।

 3 years ago 

ছবি আকার কথা শুনলেই যেনো আমার কেমন জানি লাগে।পারবোনা পারবোনা এমন লাগে। স্কেচ তো দূরেই থাক। এটা তো চেস্টা করতেও ভয় লাগে। কিন্তু আপনি কি সুন্দর করে এঁকে ফেললেন তাও এতো কম সময় কম স্টেপ এ। সত্যি অসাধারন। আমিও চেস্টা করবো এভাবে আঁকার। জানি না পারবো কিনা তাও চেস্টা করতে দোষ কি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98129.50
ETH 3322.67
USDT 1.00
SBD 3.05