ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার তরফ থেকে স্পেশ্যাল গিফট প্রদান

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


প্রত্যেক বছর ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস আসে আবার চলেও যায় । সকালে ঘুম থেকে উঠে ফ্ল্যাগ ওড়ানো, শহীদ বিপ্লবী ও দেশনায়কদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন, কিছু দেশাত্মবোধক গান শোনা, টিভিতে লাল কেল্লার অনুষ্ঠান দেখা এবং সব শেষে ছুটির দিন বলে দুপুরে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া করা । ব্যাস স্বাধীনতা দিবস উদযাপন শেষ ।

অথচ, স্বাধীনতার এই দিনেও পেটের ভাত জোগাড় করতে অধিকাংশ মানুষকে অন্যের গোলামী করে যেতে হয় মুখ বুজে । অপমান, লাঞ্ছনা আর অত্যাচার সয়ে । তাদের স্বাধীনতা কোথায় ? স্বাধীন ভারতে আমরা সাধারণ জনগণ এখনও পরাধীনতার লৌহ শৃঙ্খলে আবদ্ধ । ইংরেজদের কবল থেকে মুক্ত হয়ে আমরা এখন স্বদেশী লুঠেরাদের হাতে বন্দি । আমরা জিম্মি অত্যাচারী শাসকের হাতে, আমরা জিম্মি রক্তশোষা ব্যবসায়ীদের হাতে, আমরা জিম্মি রক্তলোলুপ চিকিৎসকের হাতে, আমরা জিম্মি কদর্য লোভী শিক্ষকের হাতে, আমরা জিম্মি অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে ।

পরাধীনতার এই নাগপাশে বন্দী আজ সাধারণ জনগণের তাই নাভিশ্বাস উঠছে । স্বাধীন ভারতে থেকেও তাই আজ আমরা আজও পরাধীন ।

"উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত"

ওঠো, জাগো ভারতবাসী । আর কতকাল ঘুমিয়ে কাটাবে দিন । ছিন্ন করো এই পরাধীনতার লৌহ পাশ । নিজের প্রাপ্যটা বুঝে নাও । স্বাধীন ভারতে আমরা সবাই স্বাধীন। অন্যের অঙ্গুলি হেলনে কেন আমরা মাথা নত করবো ? নিজের শ্রেষ্ঠ প্রাপ্যটা আদায় করে নাও । জয় হিন্দ !


১৫-ই অগাস্টের ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে আমার পক্ষ থেকে কিছু STEEM গিফট দেওয়া হলো আজ "আমার বাংলা ব্লগ" -এর প্রত্যেক একটিভ ভারতীয় ব্লগারকে ।

সময় : ১৮-ই আগস্ট ২০২২

উপলক্ষ : ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন

giveaway : 25 STEEM each to every Indian active blogger of "আমার বাংলা ব্লগ"


গিফট প্রদান সম্পন্ন :

নীচের লিস্টের প্রত্যেক ব্লগারকে আমার তরফ হতে ২৫ স্টিম করে পাঠিয়ে দেওয়া হয়েছে -

@blacks
@tanuja
@swagata21
@winkles
@kingporos
@green015
@isha.ish
@samratsaha
@tarique52
@ronggin
@rupaie22
@payelb
@bull1
@pap3
@asitbhatta
@mancurious


sc01.png

sc02.png


☼ বন্দে মাতরম । জয় হিন্দ ! ☼


পরিশিষ্ট


প্রতিদিন ২০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (200 TRX daily for 7 consecutive days :: DAY 05)


trx logo.png




টার্গেট ০৪ : ১,৪০০ ট্রন স্টেক করা


সময়সীমা : ১৪ অগাস্ট ২০২২ থেকে ২০ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ১৮ আগস্ট ২০২২


টাস্ক ৩৩ : ২০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 15791679c2d1e9dbbc996699a3b25bf866393015188163cf8f204e1009eecc41

টাস্ক ৩৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ,
প্রতিনিয়ত কথা দিতে পছন্দ করে,
প্রতিনিয়ত কথা রাখতে ভালোবাসে ।

আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ,
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল, সকল ভারতীয় বন্ধুদের জন্য ।

তবে দিনশেষে প্রকৃত স্বাধীনতায় স্বাধীনভাবে বাঁচাই প্রত্যেকটা মানুষের সিদ্ধান্ত হওয়া উচিত ।

সর্বোপরি আমি কৃতজ্ঞ,
আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার প্রতি । যার কল্যাণেই এত কিছু করা প্রতিনিয়ত সম্ভব হচ্ছে ।

ভালোবাসা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদাভাই। চেষ্টা করব কমিউনিটি কে এনরিচ্ড করার। খুব ভালো লাগছে এই ভাবে সবার সাথে কাজ করতে।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ঠিক বলেছেন দাদা, আমরা স্বাধীন হয়েও কেন জানি স্বাধীন হতে পারেনি। বাংলাদেশ এবং ভারতের মূলত রাজনৈতিক অবস্থা একই। কিছুমাত্র ব্যবসাহিক রাজনীতিবিদদের হাতে সমস্ত দেশের মানুষ জিম্মি হয়ে রয়েছে। সকল ভারতীয় ব্লগারদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ধন্যবাদ।

 2 years ago 

স্বাধীন ভারতে আমরা কতটুকু স্বাধীন তা নিয়ে সন্দেহ আছে।তবুও এই দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের দিন।অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি গিফট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

কথা সত্য । স্বাধীনতা দিবসের দিন থেকে আপনার কাছে স্বাধীনতা বিষয়ে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছি এবং আপনার লেখা পড়ছি । প্রতিটা কথায় যেন আমাদের বর্তমান সমাজের অতীত এবং বর্তমান প্রেক্ষাপট স্পষ্ট ভাবে ফুটে উঠেছে ।
স্বাধীনতা আমদের কিছু লোকের কাছে এখন শুধু উৎসব সর্বস্য । আর বাকীরা এখনো স্বাধীনতা প্রার্থী নতুবা উপলব্ধি বোধ হারিয়ে তারা বুঝতেই পারছে না যে তারা স্বাধীন দেশেও পরাধীনতার শৃঙ্খলে বন্দী । আর যারা স্বধীনতা প্রকৃত পক্ষে অনুভব করছে তারা স্বাধীন নামের স্বেচ্ছাচারী ।
অভিন্দন প্রিয় ভারতীয় এক্টিভ ব্লগারদের পুরষ্কার প্রাপ্ত হওয়ার জন্য ।
"জেগে ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।"
ধন্যবাদ প্রিয় দাদা অনেক কথা অনেক অনুভুতি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 2 years ago 

ইংরেজদের কবল থেকে মুক্ত হয়ে আমরা এখন স্বদেশী লুঠেরাদের হাতে বন্দি । আমরা জিম্মি অত্যাচারী শাসকের হাতে, আমরা জিম্মি রক্তশোষা ব্যবসায়ীদের হাতে, আমরা জিম্মি রক্তলোলুপ চিকিৎসকের হাতে, আমরা জিম্মি কদর্য লোভী শিক্ষকের হাতে, আমরা জিম্মি অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে ।

সত্যি আপনার কথাগুলো অন্তরে এসে আঘাত হানল।

আমাদের দেশের এক নেতা বলেছিল দেশ শুধু স্বাধীন করলেই স্বাধীন হয় না।। স্বাধীনতা অর্জনের পরে শুরু হয় আমাদের দেশ রক্ষা করার সংগ্রাম।। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কষ্টসাধ্য।।।
পৃথিবীর প্রায় প্রত্যেকটা রাষ্ট্রেই একই অবস্থা দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষ এখনো পরাধীন কিছু মুখোশধারী মানুষের মুখোশের আড়ালে।।

যাদের হৃদয়ের তাজা রক্ত এবং জীবনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা তাদের জন্য রইল আবারো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।।

 2 years ago (edited)

স্বাধীনতার এই মাসে প্রথমেই স্বাধীনতা সংগ্রামী মহান মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। অনেক আগে একটা লাইন পড়েছিলাম সেখানে বলা ছিল "স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন"। তাই আত্মত্যাগী যেসব মহান মানুষদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের উচিত সেই স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীনতার প্রকৃত অর্থকে মানুষের জীবনে এনে দেওয়া। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদেরকে এত বড় গিফট প্রদান করার জন্য।

অনেক ধন্যবাদ দাদা। আমার তরফ থেকে সর্বদা চেষ্টা থাকবে নিজের কাজের মাধ্যমে এই প্ল্যাটফর্ম কে আরও সমৃদ্ধ করে তোলা।

 2 years ago 

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি অনেক তথ্যবহুল কথা বিগত দিনে খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছিলেন। সত্যিই অনেক কিছু জানতে পেরেছি যেটা আগে জানা ছিল না। সকল পুরস্কারপ্রাপ্তদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 94127.71
ETH 3400.37
USDT 1.00
SBD 3.38