ফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০৯
আজকে আবারো হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে, আমার মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের সিরিজ ফোটোগ্রাফি পর্ব । আজকে হলো নবম পর্ব । আগামীকাল দশম এবং অন্তিম পর্ব প্রকাশিত হবে ।
আজকের পর্বে একটি অদ্ভুত মাছের কথা বলবো আপনাদের । মাছটি দেখতে ভারী অদ্ভুত, আমি এর আগে কোনোদিনও দেখিনি । মাছের মুখ আর চোখ দেখলে সর্বপ্রথম যার কথা মাথায় আসে সেটি হলো এলিয়েন । মাথার দু'পাশে ঠেলে বেরিয়ে এসেছে এই পর্দাহীন নীলাভ ধূসর রঙের বড় বড় দু'টি চোখ ।
আর দেখলাম মাথায় বিরাট ঢিপলি ওয়ালা মাছ । এটি অবশ্য চেনা মাছ । বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, এই মাছ বহুবার দেখেছি তাই । চায়না বা জাপানি অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া, বিভিন্ন জাতের সামুদ্রিক চিংড়ি আর বেশ কয়েক প্রজাতির সামুদ্রিক মাছের ফোটোগ্রাফি নিয়ে আমার আজকের পোস্টটি সাজানো হয়েছে ।
আজকের এপিসোডে আপনারা যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী দেখতে পাবেন সেগুলো হলো - Caridean Shrimp, Spot-fin porcupinefish, Banded coral shrimp, Metynnis argenteus, Spiny lobster, Oscar, Java barb, Jewel Cichlid, Chinese horseshoe crab/Japanese horseshoe crab, or tri-spine horseshoe crab, Mantis shrimp, Blood-red Parrot Cichlid, Flower Horn এবং Red Dragon Flower Horn ।
Caridean Shrimp হলো একদম সাদা এবং স্বচ্ছ এক ধরণের সামুদ্রিক গলদা চিংড়ি । আর Spot-fin porcupinefish হলো সেই মাছ যার কথা পোস্টের একদম শুরুতেই উল্লেখ করেছি । এই মাছের মুখ একদম এলিয়েনের মতো, বিশেষ করে এর চোখ জোড়া । আর সারা গায়ে ফুঁটকি কাটা এবং অসংখ্য কাঁটায় ভর্তি । মাছটি যখন ভয় পেলে বা উত্তেজিত হলে নিজেকে ফোলায় তখন এই কাঁটাগুলি একদম খাড়া হয়ে সজারুর কাঁটার মতো দেখায় । এরই জন্য এই মাছের নামের সাথে porcupine শব্দটি জুড়ে দেওয়া হয়েছে । porcupine মানে হলো সজারু ।
Banded coral shrimp হলো একরকমের খুদে সামুদ্রিক গলদা চিংড়ি যেগুলো দেখতে অনেকটাই মাকড়সার মতো । তবে বেশ বাহারি রঙের হয়ে থাকে এরা । Metynnis argenteus দারুন সুন্দর ছোট্ট একটি উজ্জ্বল রুপোলি রঙের মাছ । ব্রাজিল হলো এর উৎপত্তিস্থান । কমন নাম silver dollar ।
Spiny lobster গুলো প্রকান্ড বড় সামুদ্রিক গলদা চিংড়ি । এগুলোর শরীর ও দাঁড়া অনেক বৃহৎ হয়ে থাকে । Oscar এবং Java barb সম্পর্কে এর আগের এপিসোডগুলোতে আলোচনা করেছি । Jewel Cichlid গুলো কই মাছ আকৃতির ছোট ছোট, বাট খুব সুন্দর দেখতে এদের গায়ের রং । Tri-spine horseshoe crab হলো horseshoe crab বা অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ার একটি প্রজাতি । এই কাঁকড়ার আরো দু'টি নাম আছে - Chinese horseshoe crab এবং Japanese horseshoe crab । এর আগে কোনো এক পর্বে অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি । তাই এই পর্বে আর কিছু বললাম না ।
Blood-red Parrot Cichlid নাম যেমন রক্ত রাঙা টিয়া দেখতেও আসলে তেমনই খুব সুন্দর, টিয়ার মতোই । Red Dragon Flower Horn মাছ হলো Flower Horn মাছেরই একটি প্রজাতি । উজ্জ্বল লাল রঙের এই মাছের ঠিক মাথার উপরে থাকে একটা ঢিপলি । দেখলে মনে হবে যেন মস্ত বড় একটা ফুল ফুটে রয়েছে মাথার উপরে ।
*Caridean Shrimp
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Spot-fin porcupinefish
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Banded coral shrimp
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Metynnis argenteus বা সিলভার ডলার ফিশ
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Spiny lobster
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Oscar এবং Java barb
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Jewel Cichlid
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Chinese horseshoe crab/Japanese horseshoe crab, or tri-spine horseshoe crab
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Mantis shrimp
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Blood-red Parrot Cichlid
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Flower Horn এবং Red Dragon Flower Horn
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ১৩ এপ্রিল ২০২৩
টাস্ক ২৩৪ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 703f15e236829756504a877d0dca1fa2bb8d60c571cacdf06a4a96dcd09f240b
টাস্ক ২৩৪ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙌
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Great 👍👍
দাদা আজকের পর্বটা জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে। মাছগুলো একদমই অসাধারণ দেখতে লাগছে। বিশেষ করে এলিয়েনের মতো মাছটি এবং শেষের মাথায় বলের মতো এগুলো সবচেয়ে ভালো লেগেছে।
ধন্যবাদ দাদা এই অসাধারণ ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
প্রথম থেকেই সবগুলো পর্বই দেখার চেষ্টা করেছিলাম, এখন পর্যন্ত সব পর্বের মধ্যে এই এলিয়েনের মতো মাছটা ও বিগত পর্বের কুমির আকৃতির মাছটা বেশ অদ্ভুত লেগেছে ভাই। ভার্চুয়ালি এই একুরিয়াম আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম ভাই, শেষ পর্বের জন্য।
এলিয়েনের মত দেখতে মাছটি সত্যি ভয়ংকর লাগছে। বিশেষ করে চোখগুলো বেশ ভয়ঙ্কর। তবে বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ গুলো দেখে ভালো লাগলো। এর আগে এগুলো কখনো দেখা হয়নি। ফটোগ্রাফির মাধ্যমে দেখলাম দাদা। আপনি অনেক সুন্দর ভাবে এই মাছের ফটোগ্রাফি গুলো করেছেন। একুরিয়ামের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।
@tipu curate 7
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)
Spot Fin Porcupine মাছটি আসলেই খুব অদ্ভুত ও সুন্দর। এর কাটাগুলো লেপ্টে থাকা আর খাড়া থাকার মধ্যে নিশ্চই শত্রুর আক্রমন থেকে বাচার কোন বিশেষত্ব আছে।
আর মাত্র একটি পর্ব আছে!! আগের সিরিজগুলোর মতই এটিও খুব তথ্যবহুল ছিল এবং ইনজয় করেছি। ধন্যবাদ।
Hello
দাদা আজকের পর্বের তিন থেকে চারটি প্রজাতির মাছ দেখতে পেলাম,যে গুলো খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। এমনি আমি কল্পনাও করি নাই এমন মাছ হতে পারে। এগুলো ধরতে গেলেও ভয় পাবো। ধন্যবাদ দাদা।
great