ফোটোগ্রাফি পোস্ট - সায়েন্স সিটিতে আমরা তিনজন

in আমার বাংলা ব্লগ2 years ago


চীনা টাউনে সব খাবারই ছিল নরমাল প্রাইসের চাইতে অনেক বেশি । অর্ডারও করেছিলাম বেশি বেশি । তাও হয়তো খেয়ে শেষ করে ফেলতাম । কিন্তু, জঘন্য স্বাদের জন্য সেটা আর পেরে উঠলাম না । শুধু বেশ কয়েক গ্লাস কোক খেলাম আমরা । অবশ্য এই রেস্টুরেন্টে রঙিন পানীয়ের ঢালাও ব্যবস্থা ছিল - বিয়ার, হুইস্কি, রাম, জীন, ব্র্যান্ডি, ওয়াইন সহ হরেক মণিমুক্তোর সমাহার ছিল । আমাদের পাশের টেবলেই দুই বিশালবপু সর্দারজী জন্মদিন পালন করলেন ছোট্ট একটা কেক কেটে আর প্রচুর বিয়ার গিলে ।

যাই হোক রেস্টুরেন্ট থেকে বেরিয়েই সোজা সায়েন্স সিটি । মাত্র ১০-১৫ মিনিটের রাস্তা । গাড়ি পার্ক করিয়েই আমরা স্কাই রোপ ওয়েতে আকাশ পথে সায়েন্স সিটিতে প্রবেশ করলাম । মাটি থেকে বেশ খানিকটা উঁচু তা ৮-১০ তলা বিল্ডিঙের সমান উঁচু তো হবেই । মাত্র ১০ মিনিটের রোপ ওয়ে জার্নি ছিল এটা । তবে, দারুন উপভোগ্য । আমরা সবাই বেশ কয়েকটা স্নাপ্শট্ নিলাম । পাখির চোখে পৃথিবীটা কেমন লাগে সেটা রোপ ওয়েতে জার্নি করলে একটা আভাস পাওয়া যায় ।

আমাদের নিলয়বাবু আবার রোপ ওয়ের ত্রু আর কর্মকর্তাদের একটা মূল্যবান পরামর্শও প্রদান করলো । প্রথমে, তাঁদের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এর এঞ্জিনিয়ারিং আর তেল-বিদ্যুতের খরচটা জেনে নিলো । এরপরে তাঁদেরকে পরামর্শ দিলো যে, তাঁরা যদি এই দানবাকৃতির এঞ্জিনের সাথে একটা তেলকল জুড়ে দেয় তবে দিব্যি এক খরচে দুই কাজ সারা হবে । অধিকন্তু, নিষ্কাশিত তেল বিক্রি করে তাঁরা বিদ্যুতের বিল মেটাতে পারবে । এই মূল্যবান পরামর্শ শুনে তো তাঁদের চক্ষু চড়কগাছ । দ্রুত, আমরা সেখান থেকে কেটে পড়লাম তাঁদেরকে অবাক সাগরে নিমজ্জিত করে ।

এরপরে সোজা স্পেস থিয়েটারে । শো শুরুর ৫ মিনিট পার হয়ে গিয়েছিলো । তাই, আমরা এক প্রকার দৌড়ে স্পেস থিয়েটারে ঢুকে পড়লুম । বিশাল একটা গোলাকার ঘর স্পেস থিয়েটারটা । ছোটোখাটো একটা ফুটবল মাঠ যেনো । গম্বুজ আকৃতির গোলাকার পুরো ছাদটাই এর স্ক্রিন । আর সিনেমা হলের মতো সারি সারি দর্শকাসন নিচ থেকে ক্রমশ উপরের দিকে উঠে গিয়েছে । নিলয় আশেপাশে কোনোদিন না তাকিয়ে শুধু সিঁড়ি বেয়ে পড়িমরি করে উপরে উঠে যেতে লাগলো । সবার পিছনে সব চাইতে উঁচু আসনে বসা চাই তার, তাহলে ভালো ভিউ আসবে ।

আমি আর সজীব শুধু তাকে অনুসরণ করে উপরে উঠতে লাগলাম । ও মা, ওঠার পরে দেখি কি লাস্ট লাইনে দর্শক প্রায় শূন্য । সব মিডল সারিতে । আর নিচের দিকে তাকিয়ে দেখি কি মানুষ জন ছোট্ট ছোট্ট লাগছে একদম । অন্ধকারে হাতড়ে হাতড়ে বসে তো পড়লুম । মিথ্যে বলবো না, প্রথম দিকে একটু ভয় পেয়ে গিয়েছিলাম । অনেকটাই উঁচুতে বসে আছি আমরা তিনজন । প্রায় ৪ তলা বা তার চাইতেও উঁচু । একটু পরে দেখি নিলয় চোখ বুজে বসে আছে । কী হলো ? বেচারার মাথা ঘুরছে । আর মুখে বলছে মাথা ঘুরছে, কিন্তু তার চাইতেও ভয়ের কথা এখান থেকে যদি কেউ পড়ে তো তার আর রক্ষে নেই । হা হা !

এরপরে আমার সাইন্স এক্সিবিশন সেন্টারে গেলুম । সময় স্বল্পতার কারণে মাত্র এক দশমাংশ স্থান ঘোরা হলো । এরপরে আমরা মিষ্টি হাবে গিয়ে একটু মিষ্টিমুখ করলাম ।


চায়না টাউনের একটা চীনা রেস্তোরাঁর ঢোকার মুখে এই মূর্তিটি দেখলাম । এটি একটি Silkroad art । টেরাকোটার মধ্যযুগীয় চৈনিক যোদ্ধার মূর্তি ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : দুপুর ৩ টা ১০ মিনিট
স্থান : চীনা টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চায়না টাউনের একটা চীনা রেস্তোরাঁয় খাবারের অপেক্ষায় আমরা তিনজন ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : দুপুর ৩ টা ১০ মিনিট
স্থান : চীনা টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আকাশপথে সায়েন্স সিটিতে এন্ট্রি । রোপ ওয়ে দিয়ে ঢুকলাম । দারুন অনুভূতি ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : দুপুর ৩ টা ২০ মিনিট
স্থান : চীনা টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220812_165928.jpg

রোপ ওয়েতে আমাদের তিনজনের আলাদা আলাদা সেলফি ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : দুপুর ৩ টা ২৫ মিনিট
স্থান : চীনা টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


স্পেস থিয়েটারে আমরা । নিচে সব শেষে মিষ্টি হাবে আমরা গেলুম মিষ্টিমুখ করতে ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : দুপুর ৫ টা ৫৫ মিনিট
স্থান : চীনা টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



পরিশিষ্ট


প্রতিদিন ২০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৭ম দিন (200 TRX daily for 7 consecutive days :: DAY 07)


trx logo.png




টার্গেট ০৪ : ১,৪০০ ট্রন স্টেক করা


সময়সীমা : ১৪ অগাস্ট ২০২২ থেকে ২০ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ২০ আগস্ট ২০২২


টাস্ক ৩৫ : ২০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : a7cf0bc9377137b8096267bc1ce53df9ddd1cbf8e2a894de918a0a70ed8fe466

টাস্ক ৩৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  

RME, Thank You for sharing Your insights...

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

সায়েন্স সিটিতে অনেক ভালো সময় কাটিয়েছেন দেখছি, সাথে আমাদের সজীব ভাই ও রয়েছে।অনেক ভালো লাগলো দাদা আপনাদের এই ফটোগ্রাফি গুলো, এদিকে খাবারের অপেক্ষায় তিনজন ছিলেন দেখলাম তবে খাওয়ার তো দেখলাম না দাদা। নাকি খাবার আনতে তারা লেট করছে। যাই হোক ধন্যবাদ দাদা খুব চমৎকার কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

দারুণ লাগলো ভ্রমন গল্পটি।বিশেষ করে রোপওয়েতে পাখির চোখে দেখা, সেটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। ছোট্ট কেক আর বিয়ার দিয়ে জন্মদিন পালন মজার।

 2 years ago 

দাদা, আপনার করা সায়েন্স সিটির ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার চমৎকার ভবন আর ভবনের দৃশ্য গুলি। এ সমস্ত জায়গায় গেলে এমনিতেই মন উৎফুল্লে ভরে যাবে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম সেই সাথে ফটোগ্রাফি গুলো উপভোগ করলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

৪ তলা বা তার থেকে উঁচুতে আপনারা বসে আছেন দাদা ।একটু পরে দেখতে পান নিলয় দাদা চোখ বুজে বসে আছে আর বলতেছে মাথা ঘুরছে মাথা ঘুরছে ।আসলেই অনেক উঁচুতে বসে নিচের দিকে তাকালে অনেক মাথা ঘোরে ।আসলেই চিনার খাবার খেতে মোটেও ভালো লাগেনা ওদের খাবার আমাদের খাবারের থেকে অনেকটা আলাদা। পাখির চোখে পৃথিবীটা কেমন লাগে সেটা রোপ ওয়েতে জার্নি করলে একটা আভাস পাওয়া যায় । দাদা আপনারা রোপ ওয়েতে জার্নি করে অনেক মজা করেছেন যা আপনার পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। আপনাদের সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

Thank You for sharing Your insights...

 2 years ago 

দাদাপুর প্রত্যেকটা ফটোগুলো পোস্ট অনেক সুন্দর হয়.আর ভালো লাগলো আপনার তিন বন্ধুর এমনি ঘোরাফেরা দেখি.অটুট থাকুক বন্ধুত্ব

 2 years ago 

আপনার ওই মণিমুক্তো খান ই এটাই ভালোলাগার বিষয় দাদা,খাবার মজা না হলেও।😜
জায়গাটা সুন্দর।

 2 years ago 

বাহ!! দাদা সজিব দাদাও দেখছি আপনার সাথে। আকাশপথে সায়েন্স রোপে পাড়ি দিলেন। বেশ উপভোগ করেছিলেন। উপর থেকে নিচের বিল্ডিংগুলো ছোট ছোট দেখাচ্ছে। এমন জায়গায় যাওয়ার সৌভাগ্য কখনো হয়নি। আপনার ফটোগ্রাফি এর মাধ্যমে উপভোগ করতে পারলাম 🥰

 2 years ago 

গতকালকের পোস্ট পড়েছিলাম। বেশ ভালো লাগছিল। আপনারা তিনজন একসাথে বেড়াতে গিয়েছিলেন। আশা করি তার মধ্য থেকেই আজকের পোস্ট। কালকের মত আজকেও নতুন একটি স্থান সম্পর্কে অবগত হতে পারলাম। নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা পেলে আমারও খুব ভালো লাগে। ফটোগ্রাফির পাশাপাশি উপরের বর্ণনা গুলো পড়ে আমার ভালো লাগলো। উপরে ওঠার পরে ভয় পেয়েছেন এটা বড় বিষয় নয়, তবে হাঁটতে হাঁটতে যে চার তলার উপরে চলে গেছেন এটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয়েছে।

Thank You for sharing Your insights...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.24
JST 0.040
BTC 93699.99
ETH 3250.14
USDT 1.00
SBD 6.84