ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১০ (১৩-০৭-২৩ থেকে ১৯-০৭-২৩)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১০ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @mahbubul.lemon


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@mahbubul.lemon$25 UPVOTEসুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি
02@mahbubul.lemon$25 UPVOTEগান : একাকী গভীর রাতে

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম মোঃ মাহবুবুল ইসলাম লিমন । জাতীয়তা : বাংলাদেশী। বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় । প্রফেশন - বিজনেস। বিবাহিত। দুটি সন্তান আছে । শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েট । শখ : ঘোরাঘুরি, বিশেষ করে মোটরসাইকেল ট্যুরে যেতে ভীষণ পছন্দ করেন । এছাড়াও বই পড়া এবং লেখালেখি করা তাঁর আরো দু'টি শখ। ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের নভেম্বর মাসে - মোট ১ বছর ৯ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2023-07-27 131908.png
Screenshot 2023-07-27 131809.png

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


Screenshot 2023-07-27 132126.png

সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি...... by @mahbubul.lemon • 09 July 2023

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর আজকের ফটোগ্রাফি হচ্ছে সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি।…

এই পোস্টটি একটি ফুড ফোটোগ্রাফি পোস্ট। food photography আমারও একটা পছন্দের সাবজেক্ট। আমিও মাঝে মাঝে ফুড ফোটোগ্রাফি পোস্ট করি স্টিমিট এ । লিমন ভাই এখানে মোট ছ'টি সুস্বাদু ও মজাদার খাবারের ফোটোগ্রাফি শেয়ার করেছেন । প্রথমটি ছিল "কোকোলা স্টিক নুডুলস উইথ গ্রীন স্যালাড" । দ্বিতীয়টি হলো "মুলা, আলু ও ডাটা দিয়ে বাটা মাছের ঝোলের ফোটোগ্রাফি" । তৃতীয়টি "কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে পুঁইশাক ভাজা" । চতুর্থটি ছিল "রুই মাছের দোপেয়াজা" । পঞ্চম খাবারের ডিশটি ছিল একটি শুঁটকি মাছের প্রিপারেশন - "কর্তি শুঁটকি মাছের মজাদার ভুনা" । এবং ষষ্ঠ ও শেষ খাবারের ফোটোগ্রাফটি ছিল - "ভিন্ন স্টাইলে পটল ভাজা" । সবগুলো খাবারেরই ফোটোগ্রাফি দুর্দান্ত ছিল । সব মিলিয়ে অসাধারণ একটি ফুড ফোটোগ্রাফি পোস্ট ছিল এটি ।


ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে

Screenshot 2023-07-27 132736.png

বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা...... by @mahbubul.lemon • 11 July 2023

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা রেসিপি। …

বাঙালদের কাছে শুঁটকি একটা desired food আইটেম । আমাদের ফ্যামিলি যদিও বাঙাল তবে কেউই শুঁটকি খাওয়া তো দূরের কথা গন্ধই সহ্য করতে পারে না । বহু বছর বাদে ২০২১ সালে আমিই পরিবারের মধ্যে প্রথম শুঁটকি খেয়ে রেকর্ড করি । আমি এ যাবৎ চিংড়ি শুঁটকি, লোটে শুঁটকি, পুঁটি শুঁটকি, মৌরালা শুঁটকি এবং রূপচাঁদা শুঁটকি খেয়েছি । পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করা শুঁটকি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে । আজকের পোস্টে লিমন ভাই রেসিপি পোস্ট করেছেন কর্তি শুঁটকির । এই মাছের নাম জীবনেও শুনিনি । তবে মাছের শুটকির ছবি দেখে আমার কাছে মৌরালা মাছই মনে হলো । মৌরালা শুঁটকি খেতে অনেক সুস্বাদু হয় । কর্তি শুঁটকির এই স্পেশ্যাল রেসিপিতে লিমন ভাই বেগুন অ্যাড করেছেন । বেগুন এমন একটি সবজি যে খাবারেই দেওয়া হয় সেই খাবারের স্বাদ বৃদ্ধি করে । লিমন ভাই রেসিপির শুরুতেই ইনগ্রিডিয়েন্টস এর নাম ও পরিমান উল্লেখ করেছেন ফোটোসহ । এরপরে রেসিপি রান্নার প্রত্যেকটা স্টেপ নিখুঁতভাবে বর্ণনার পাশাপাশি ঝকঝকে ডিটেইলড ফোটোগ্রাফি শেয়ার করেছেন । তাই এক কথায় দুর্দান্ত হয়েছে এই রেসিপি পোস্টটি ।


ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে

Screenshot 2023-07-27 132839.png

গান : ভালোবেসে গেলাম শুধু...... by @mahbubul.lemon • 12 July 2023

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোস্ট নিয়ে আর আজকের গান হচ্ছে মরহুম এন্ড্রু কিশোরের খুবই জনপ্রিয় একটি গান …

এই গানটি পুরোটা শুনলাম । গানটি অসম্ভব দরদ দিয়ে গাওয়া প্রেম-বিরহের একটি গান । গানটি শুনলে হৃদয় মুচড়ে ওঠা অব্যক্ত একটা অনুভূতির জন্ম নেয় । অসম্ভব ভালো গেয়েছেন লিমন ভাই । অরিজিনাল সিঙ্গারের গানটিও ইউটিউবে শুনে নিলাম । জাস্ট অসাধারণ । কারো কারো জন্মই হয় শুধু অন্যকে ভালোবাসতে, কিন্তু নিজে কোনোদিনও ভালোবাসা পায় না ।

"ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না"


ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে

Screenshot 2023-07-27 133111.png

গান : জীবনের গল্প আছে বাকি অল্প...... by @mahbubul.lemon • 15 July 2023

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আর আজকের গানটি হচ্ছে পুরনো দিনের খুবই জনপ্রিয় একটি গান। গানটি হচ্ছে …

এই গানটিও সেম শিল্পীর গাওয়া আরেকটা গান । কভার করেছেন লিমন ভাই । অরিজিনাল শিল্পী - এন্ড্রু কিশোর । এই গানটিও আগের গানটার মতোই দুর্দান্ত একটি গান । জীবন একটি বহমান নদী, বইতে বইতে সাগরে গিয়ে মেশে । তখন তার চলা শেষ হয় । ফুরিয়ে যায় জীবন । তাই ফুরিয়ে যাওয়ার আগেই জীবনকে উপভোগ করতে হবে । বড় অল্প আমাদের আয়ু । অথচ দেখার, শোনার, জানার কোনো শেষ নেই । তাই জীবন ফুরিয়ে যাওয়ার আগেই যত পারো দেখো, জানো, শেখো, উপভোগ করো জীবন ।

"জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।"


ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে

Screenshot 2023-07-27 133329.png

মা ও মেয়ের কষ্ট...... by @mahbubul.lemon • 17 July 2023

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং পোষ্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে আমার প্রতিবেশী একজন মা ও মেয়ের কষ্টের জীবন …

জীবন আসলেই আনপ্রেডিক্টেবল । কখন যে কার জীবনে বিপর্যয় নেমে আসবে, কার জীবনে অনাকাঙ্ক্ষিত ভাবে সুখের বন্যা বয়ে যাবে সেটা বলা মুশকিল । আজকের লিমন ভাইয়ের এই জেনারেল রাইটিংয়ে তিনি তাঁর দুই প্রতিবেশিনী মা ও মেয়ের দুঃখের জীবনগাঁথা খুব অল্প কথায় শেয়ার করেছেন । প্রতিবেশিনী ওই মায়ের যিনি কন্যা আছেন তাঁর মেয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলো ভালোবাসার টানে । পরে পালিয়ে বিয়েও করে তারা, যেটা মোটেও সুখকর হয়নি তাঁর জন্য । মেয়ে পালিয়ে বিয়ে করাতে স্বামী তাঁকে ডিভোর্স দেন । তাই এখন বৃদ্ধা মায়ের সংসারে এসে অতি দুঃখে জীবন কাটাচ্ছিলেন তিনি । এরই মধ্যে মা ও মেয়ের দু'জনেরই ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হওয়ার মতো নিদারুন ঘটনা ঘটে । ঘটনাটা আসলেই খুব দুঃখের ।


ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ২৭ জুলাই ২০২৩

টাস্ক ৩৩৭ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 28cd57d2262a15ee78d7f45c74757c3e9ff89859f0c227a9e1bd58cd8ad82d14

টাস্ক ৩৩৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

@mahbubul.lemon অভিনন্দন ভাই।
আপনার ভালো কাজের ফসল আজকে পেয়েছেন ভাই।
আপনার পোস্টগুলো দাদা যেভাবে বর্ননা করেছেন সত্যিই দারুন লেগেছে।
অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সবাইকে এতটা সাপোর্ট করার জন্য 💌

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

অনেক ধন্যবাদ দাদা।আপনার বিচার বিশ্লেষণের প্রশংসা করতেই হয়।আপনি ভাইয়ার পোস্ট পড়ে খুব সুন্দর সুন্দর মন্তব্য করলেন।যা পড়ে আমার খুব ভালো লেগেছে। আপনার এই বিচার বিশ্লেষণ দেখে মুগ্ধ হয়ে গেলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

খুব ভালো একজন ইউজারকে আপনি সিলেক্ট করেছেন দাদা। আসলে আপনি সবসময় প্রকৃত মানুষকে বাছাই করেন সকল ক্ষেত্রে তা আমরা সকলেই জানি । আশা করি আমাদের ইউজারগন এতে খুবই উৎসাহিত হবে, ধন্যবাদ দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

লিমন ভাইয়া আমাদের কমিউনিটির খুবই গুরুত্বপূর্ণ একজন মেম্বার। আমি প্রায় সময় তিনির ব্লগ পড়ি। মা ও মেয়ের কষ্ট ব্লগটি আমিও পড়েছি। যতই পড়েছি ততই আগ্রহটা বেড়েছে। তবে শেষের ঘটনা গুলো আর মেনে নিতে পারছি না। একটার পর একটা বিপর্যয় তাদের উপর নেমে এসেছে। এখন ধৈর্য ধরা ছাড়া আর কোন উপায় দেখছি না। যায়হোক আপনার চয়েজের ব্লগারের ব্লগ গুলো সত্যিই দারুন। ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আপনি মাহবুবুল লিমন ভাইয়ার পোস্টগুলো পছন্দ করেছেন দেখে ভালো লাগলো। আমার নিজের কাছেও মাহাবুবুল ভাইয়ের পোস্টগুলো পড়তে ভালো লাগে। বিশেষ করে ভাইয়ার গানের পোস্টগুলো বেশ ভালো লাগে। কারণ ওনার কন্ঠে গান শুনতে অনেক ভালো লাগে। কি বলেন দাদা পরিবারের কেউ শুটকি খায় না অথচ আপনি এত ধরনের শুটকি খেয়েছেন। আমাদের এদিকে শুটকি অনেক জনপ্রিয়। আমি নিজেও অনেক পছন্দ করি। তবে যে কোন ঝাল রেসিপি মধ্যে শুটকি ব্যবহার করলে ভালো লাগে। সব মিলিয়ে পোস্টগুলো পর্যবেক্ষণ করে ভালই লাগলো।

 last year 

লিমন ভাইয়ের প্রতিটি পোস্ট দুর্দান্ত ছিলো। আপনি পোস্ট গুলো দারুণভাবে বিশ্লেষণ করেছেন দাদা। দেখে সত্যিই খুব ভালো লাগলো। লিমন ভাইয়ের রেসিপি পোস্ট গুলো সবসময়ই দারুণ লাগে আমার। তাছাড়া বেশ ভালো গানও করে। যাইহোক লিমন ভাইকে ব্লগার অফ দা উইক নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97939.48
ETH 3363.31
USDT 1.00
SBD 3.31