ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ০৪ (০১-০৬-২৩ থেকে ০৭-০৬-২৩)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @emranhasan


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@emranhasan$25 UPVOTEএকজোড়া ছোট্ট পাখি যখন পরিবারের নতুন সদস্য।
02@emranhasan$25 UPVOTEযানজটের অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত সমস্যার প্রেক্ষাপট। ।। Context of economic and health problems of traffic congestion.

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম ইমরান হাসান । জাতীয়তা : বাংলাদেশী । বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বসবাসরত । প্রফেশন - মেকানিক্যাল ইন্জিনিয়ার । বিবাহিত, দু'টি সন্তান রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট । শখ : ক্র্যাফটিং ও অরিগ্যামি । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২০ সালের আগস্ট মাসে - মোট ২ বছর ১১ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sc-02.png

sc-01.png


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


thumb-01.png

দেশি আলু দিয়ে মাছের ডিম ভাজি।...... by @emranhasan • 30 May 2023

সেদিন বাজার থেকে বড় দুটো রুই মাছ কিনেছিলাম। সৌভাগ্যক্রমে ঐ মাছগুলোর একটিতে ডিম ছিল, সেই মাছের ডিম দিয়ে কি করে আলু দিয়ে ভাজি করলাম…

এমরান হাসানের মতো মাছের ডিমের আমিও একজন ভক্ত । অসম্ভব ভালো লাগে আমার মাছের ডিমের কুড়কুড়ে ভাজা । শুকনা লঙ্কা ভাজা আর সর্ষের তেল দিয়ে ভাজা মাছের ডিম হলে পুরো এক থালা ভাত সাবড়ে দিতে পারি আমি । এমরান হাসান এখানে স্লাইসড আলু দিয়ে মাছের ডিমের মাখো মাখো ভাজার রেসিপি শেয়ার করেছেন । এটা তো আরো বেশি মজাদার হয়েছে । টাটকা রুই মাছের ডিমের ফ্রাই এমনিতে খেতে অমৃত, আর উনি তো আরো দারুন একটি রেসিপি শেয়ার করেছেন । একদম প্রফেশনাল রেসিপি ব্লগারদের মতোই লিখেছেন উনি । প্রত্যেকটা উপকরণের ছবি, রেসিপি প্রস্তুতির প্রতিটা স্টেপ এর সুন্দর ঝরঝরে বর্ণনা, সেই সাথে প্রত্যেকটা ষ্টেপের ফটো দিয়েছেন উনি । পোস্টে ঝকঝকে নিখুঁত ফোটো আর দুর্দান্ত মার্কডাউনের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে ভীষণ ।


ছবিটি এমরান হাসানের ব্লগ থেকে নেওয়া হয়েছে


thumb-02.png

আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে।...... by @emranhasan • 02 June 2023

এটা ভীষণ ছোট রঙিন পোকা। এটা এতটাই চমৎকার দেখতে আপনাকে বলে বোঝানো যাবে না। এর গায়ের রং ভীষণ ঝলমলে এবং উপরের অংশটা একদমই স্বচ্ছ সুন্দর দেখতে…

একটা মানুষকে কখন সব চাইতে বেশি ভালো লাগে জানেন ? যখন দেখা যায় তার পছন্দ-অপছন্দের সাথে নিজের দারুন মিল রয়েছে । ঠিক তেমনই হয়েছে এই ক্ষেত্রে । এমরান হাসানকে আমার খুবই ভালো লাগে । ভদ্র, ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ যাঁর পছন্দ-অপছন্দের সাথে আমারও দারুন মিল খুঁজে পাই । আমিও তাঁর মতোই ভোজনরসিক, ফোটোগ্রাফি করতে দারুন পছন্দ করি এবং ক্র্যাফটিং এ আমারো উৎসাহ প্রচুর । এই পোস্টটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে কারণ আমিও ফোটোগ্রাফি ভীষণ লাইক করি । আর প্রকৃতির সন্তান পোকা-মাকড় আমাকে ভীষণ আকৃষ্ট করে । নানান সাইজের, নানান রঙের এসব পোকা-মাকড় সূর্যালোকে হীরা-মানিকের মতো উজ্জ্বল বর্ণচ্ছটায় চোখ ধাঁধিয়ে দেয় । পোস্টে দুটি পোকা-মাকড়ের ছবি শেয়ার করা হয়েছে । একটি অবশ্যই মাছি । আর অপরটি দেখতে খুবই সুন্দর একটি পাতাখেকো বিটল জাতীয় পোকা । এগুলো উজ্জ্বল সোনালী বর্ণের হয়ে থাকে, গায়ের বাইরের খোলসটি একদম স্বচ্ছ । চার পা । পেটের নিচে গুটিয়ে রাখে । যখন চার পা বের করে তখন অবিকল একটি সোনালী রঙের অর্ধ-স্বচ্ছ ছোট্ট কচ্ছপের মতো দেখায় । তাই এর ইংরেজি নাম হলো - Golden tortoise beetle


ছবিটি এমরান হাসানের ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumb-03.png

যাত্রা পথে মোবাইল ব্যাবহারে সতর্ক হোন।...... by @emranhasan • 03 June 2023

মোবাইলটা এখন আমাদের নিত্য সঙ্গী, বলা যায় ঘুম থেকে উঠে হাতে নেয়া থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত হাত থেকে রাখতে ইচ্ছে করে না।…

এই আর্টিকেলটিতে খুবই চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে "যাত্রাপথে মোবাইলের ব্যবহারের সতর্কতা" সম্পর্কে । আমিও লেখকের সাথে সহমত পোষণ করছি । যাত্রাপথে সব সময় এলার্ট থাকতে হয়, না হলে এক্সিডেন্ট করার সম্ভাবনা প্রচুর থাকে । আর মোবাইল ব্যবহারে ব্যস্ত থাকলে সেই সতর্কভাবটা আর থাকে না । আপনি মোবাইলের স্ক্রিনে বা মোবাইলে কলে যদি বিজি থাকেন তবে চোখ কান খোলা রাখবেন কি করে ? আবার অনেকে কানে হেডফোন গুঁজে বসে থাকেন । এতে আপনি যাত্রাপথের কোনো সাউন্ডই শুনতে পাবেন না । ফলে পিছনদিক থেকে কোনো গাড়ির হর্ণ শুনতে না পেলে আপনাকে পিষে দিতে পারে । আর্টিকেলটি খুবই চমৎকার হয়েছে । ঝরঝরে টানটান লেখনী ।


ছবিটি এমরান হাসানের ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumb-04.png

রঙিন কাগজের বিড়াল তৈরি।...... by @emranhasan • 04 June 2023

আজকে আমি আবারো চমৎকার একটি ডাই প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি বিড়াল তৈরি…

এটি একটি চমৎকার অরিগ্যামি পোস্ট । এই ওরিগামির শখটি আমার বহু পুরোনো । বলতে গেলে সেই একদম ছোট্টটি থাকতে । কাগজ ভাঁজ করে কত যে নৌকো, প্লেন, ফুল তৈরী করেছি তার ইয়ত্তা নেই । এমরান হাসানের এই অরিগামি পোস্টটি খুবই দৃষ্টিনন্দন হয়েছে । উনি কাগজ ভাঁজ করে করে একটি বিড়াল তৈরী করেছেন । অরিগামির প্রত্যেকটা স্টেপ খুবই সুন্দরভাবে ছবিসহ বর্ণনা করেছেন । যে কেউই এটি ফলো করে কাগজের বিড়াল তৈরী করতে পারবে ।


ছবিটি এমরান হাসানের ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumb-05.png

স্বরচিত কবিতা: কষ্টের ঝুলি। || Original Poetry by @emranhasan....... by @emranhasan • 05 June 2023

কিছু মানুষ প্রাণ থাকতেও পাথর হয়ে যায়, কারো ছলনা হয়তো স্তব্ধ করে দিয়েছে হাসি খুশি মানুষটিকে। সে তো শুধু মাত্র চেয়েছিল প্রানের হাসিতে হাসতে আর…

কবিতা যে আমি কত্ত ভালোবাসি তা আর নতুন করে কি বলবো । এমরান হাসানের এই কবিতাটি পড়ে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি । যদিও কবিতাটি কঠোর বাস্তবতার ওপর ভিত্তি করে লেখা তবুও এর সৌন্দর্যে আমি মুগ্ধ । প্রেমে প্রতারিত হওয়ার মতো কষ্টের আর কিছুই হতে পারে না । কবিতার প্রতি ছত্রে ছত্রে সেই কষ্ট ফুটে উঠেছে -

প্রেম যেন ঠুকনো কাঁচের মতন
ভেঙ্গেছে শুধুই মায়ার যতন
আমিতো হারিয়েছি হৃদয়ের স্পন্দন
হৃদয়ের দেয়ালে প্রবল ক্রন্দন।


ছবিটি এমরান হাসানের ব্লগ থেকে নেওয়া হয়েছে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)


তারিখ : ১৪ জুন ২০২৩

টাস্ক ২৯৫ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : b0b3d5bd5ee9836c0fd26c2fb898f94a73aa1f3228a5614ffe608dfa627e6bf8

টাস্ক ২৯৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

অনেক ধন্যবাদ দাদা ❤️ প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কাজগুলোর মূল্যায়ন করার জন্য। আমি আজ যে কাজগুলো করছি তার পুরো অবদান আমার বাংলা ব্লগের। আমি নিজেকে এই পরিবারের সাথে সম্পৃক্ত করে সুপ্ত প্রতিভা গুলোকে জাগ্রত করার চেষ্টা করছি মাত্র। সবথেকে বড় ব্যাপার হচ্ছে অনুপ্রেরণা এবং মূল্যায়ন, যা একমাত্র আমার বাংলা ব্লগে পেয়েছি। আমরা যা কিছু করি না কেন তার পুরো অবদান একমাত্র আপনার। আমি বাস্তব জীবনে অনেক ব্যাস্ত তবুও একটু সময় পেলেই ছুটে আসি বারবার আমার বাংলা ব্লগের ছায়াতলে।

দোয়া রইল দাদা ❤️

 last year 

একদম পারফেক্ট সিলেকশন দাদা! সবগুলো পোস্টেই দারুণ ছিল এবং ভিন্ন ভিন্ন ছিল। কবিতাটি আমার কাছেও ভালো লেগেছে ভীষণ। পোকা মাকড়ের ফটোগ্রাফি টাও দারুণ ছিল।

 last year 

দাদা বিশ্লেষণটা বরাবর ই আপনি ভালো করেন,আজকের টাও তাই।আর উনার পোস্টগুলো বেশ ভালো মানের।

 last year 

দাদার বিচার বিবেচনা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই।দাদার বিচক্ষনতার প্রশংসা সব সময়ই আমরা করে থাকি।ভাইয়ার পোস্টের অনেক ভিন্নতা দেখা যায়। ভাইয়ার পোস্ট গুলো খুব ভালো লাগে।দাদাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর বিচার বিশ্লেষণ করার জন্য। শুভকামনা রইলো দাদা।

 last year 

দাদা আপনার দারুণ উদ্যোগের ফলে প্রতি সপ্তাহে একজন করে ব্লগার আপনি নির্ধারণ করছেন এবং সেই ব্লগারের প্রতিটি পোস্ট এতো সুন্দর করে পর্যবেক্ষণ করছেন,যা দেখে সত্যিই খুব ভালো লাগে। ইমরান ভাইয়ের প্রতিটি পোস্ট দারুণ ছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last year 

ইমরান হাসান ভাইয়ের পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রেসিপি পোস্টগুলো আমার বেশি ভালো লাগে। এছাড়া ভাইয়ার লেখনী অসাধারণ। দাদা আপনি ভাইয়াকে ব্লগার অফ দা উইক নির্বাচিত করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ভাইয়ার পোস্টগুলো উপস্থাপন করেছেন দাদা।

 last year 

তিনি বিগত সপ্তাহে দারুণ কিছু পোস্ট করেছিলেন যেগুলো আপনি পর্যবেক্ষণ করে নির্ধারণ করেছেন। সত্যিই আপনার নির্ধারণ আমাদের জন্যই অনেক বড় প্রত্যাশা ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 96827.97
ETH 3342.32
USDT 1.00
SBD 3.21