শুভ নববর্ষ ১৪৩০ - নতুন বছরের শুরুতে সবাইকে জানাই প্রানঢালা শুভেচ্ছাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

bangla-noboborsho-7126875_960_720.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স: পিক্সাবে


"এসো হে বৈশাখ, এসো, এসো,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥"

আজ পহেলা বৈশাখ, ১৪৩০ । পুরাতন ১৪২৯ সালকে পেছনে ফেলে আজ বাংলা বৎসরের প্রথম দিন । বাংলা বর্ষপঞ্জিতে প্রথম মাসটাই হলো বৈশাখ মাস । এ কারণে নববর্ষের দিনটিকে পহেলা বৈশাখ নামেও অভিহিত করা হয়ে থাকে । বাংলার রাজা (প্রাচীন বাঙ্গালার গৌড় সাম্রাজ্যের রাজচক্রবর্তী) শশাঙ্কের হাত ধরে প্রথম সূচিত হয়ে থাকে বাংলা বর্ষপঞ্জির ।

সপ্ত শতকে তাঁর রাজত্ব ছিল প্রাচীন বাংলায় । বস্তুত, শশাঙ্কের সিংহাসন আরোহনের প্রথম দিনটিকেই বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন হিসেবে ধরা হয়ে থাকে । সূচিত হয় বঙ্গাব্দের ।

বাংলা নববর্ষের একটা বিশাল প্রভাব রয়েছে বাংলা ভাষাভাষী জনসাধারণের ওপর । প্রায় সকল মাঙ্গলিক কর্মকান্ড থেকে শুরু করে শস্য রোপন, শস্য সংগ্রহ সকল কিছুই হয়ে থাকে বাংলা বর্ষপঞ্জির ওপর ভিত্তি করে । এই তো মাত্র একশো বছর আগেও বাংলা নববর্ষের প্রথম দিনটির গুরুত্ব ছিল বছরের অন্যান্য দিনগুলির চাইতে সর্বাধিক ।

এই দিনে হিন্দুদের পূজা ও মাঙ্গলিক অনুষ্ঠান, ব্যবসায়ীদের হালখাতা, জমিদারদের পুণ্যাহ আর সাধারণ জনগণের জন্য ব্যাপক আনন্দের একটি দিন ছিল এই পহেলা বৈশাখ । কালক্রমে এখন তার গুরুত্ব হ্রাস পেয়েছে কিন্তু ঐতিহ্য ধরে রাখতে এপার বাংলা-ওপার বাংলা, দুই বাংলার জনগণই যথেষ্ঠ সচেষ্ট । তাই প্রত্যেক বাংলা নববর্ষে সেজে ওঠে দুই বাংলাই । তবে, শুধু দুই বাংলাই নয়, এদিনটি উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরায়ও নববর্ষ হিসেবে সাড়ম্বরে পালন করা হয়ে থাকে ।

যাই হোক আজ আমি বাংলা নববর্ষের ওপর কোনো প্রবন্ধ লিখতে বসিনি । আজ আমি "আমার বাংলা ব্লগের" সকল ব্লগারদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এই লেখাটি লিখতে বসেছি ।

মানবধর্মই হলো পুরোনোকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুনকে বরণ করা । পুরোনো বছরের যত দুঃখ, ক্ষোভ, সন্তাপ, ব্যর্থতা সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে নতুন আশায় আবারো বুক বেঁধে নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে আজ নতুন বছরকে স্বাগত জানানোর দিন । আসুন তাই সবাই মিলে নতুন বছরকে বরণ করে নিয়ে আবারো আশায় বুক বাঁধি, পুরোনো বছরের সকল ব্যর্থতা, শোক, সন্তাপ, দুঃখকে ভুলে যাই, পহেলা বৈশাখের নতুন প্রভাতের রবি কিরণে শুদ্ধ করে নিই নিজেদের হৃদয় ।

কবিগুরুর ভাষায় -

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।"


✡ ধন্যবাদ ✡

"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা
ধুইয়ে দাও...
"



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ১৫ এপ্রিল ২০২৩

টাস্ক ২৩৬ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 1fe788fe8c28bb656e7a5017df55358c795adc76fb8c0c5e4d7cb0efd757125a

টাস্ক ২৩৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দাদা। নতুন বছর কাটুক আরো বেশি আনন্দে। পুরোনো সব দুঃখ গ্লানি ভুলে নতুন বছর হয়ে উঠুক আরো বেশি প্রাণবন্ত।

 2 years ago 

নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দাদা।পুরানো সবকিছু ভুলে আমরা যেন নতুন করে পুরা পরিবার নিয়ে সুন্দর ভাবে চলতে পারি এই কামনাই রইলো।

 2 years ago 

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা রইল দাদা।
অতীতের সব ব্যথা ভুলে গিয়ে নতুন বছর যেন আমাদের সবার নতুন ভাবে শুরু হয় এই কামনাই করি। সবার জীবন থেকে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা।

 2 years ago 

দাদা আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা । পুরনো কে ভুলে আগামী দিনগুলো হয়ে উঠুক অনেক আনন্দের এই শুভকামনায় ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনাকে জানাই বাংলা নববর্ষের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন বছরকে বরণ করার সাথে সাথে আমাদের সকলের উচিত, আমাদের অতীতের ব্যর্থতাকে ভুলে গিয়ে নতুন উদ্যোগে এবং নতুন শক্তি নিয়ে আগামী দিনের পথচলা শুরু করা।

 2 years ago 

দাদা প্রথমেই আপনাকে জানাচ্ছি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। ঠিক বলেছেন দাদা পুরনোকে ছুড়ে ফেলে দিয়ে নতুনকে বরণ করে নেওয়াই হচ্ছে মানবধর্ম। যাইহোক সবাই অতীতের দুঃখ কষ্ট ভুলে, নতুন বর্ষে নতুন উদ্যমে কাজ করে সফলতা অর্জন করবে সেই কামনা করছি।

 2 years ago 

দাদা আপনাকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি একদম ঠিক বলেছেন পুরনো কে ছুড়ে ফেলে নতুন কে বরণ করে নতুন উদ্যমে পথ চলা। কথায় আছে অতীতকে ভুল, বর্তমানকে ভাবো, ভবিষ্যতের চিন্তা কর তাহলে জীবনের সফলতা আসবে।

 2 years ago 

শুভ নববর্ষ দাদা, ব্যবসায়ীদের হালখাতার সেই দিনগুলো আজ সত্যি অতীত এবং ইতিহাসের স্বাক্ষী, বাঙালী সংস্কৃতির সবই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

 2 years ago 

দাদা আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর কাটুক আরো বেশি আনন্দে। পুরোনো সব দুঃখ গ্লানি ভুলে নতুন বছর হয়ে উঠুক আরো বেশি প্রাণবন্ত।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 104935.47
ETH 3257.15
SBD 5.10