ভারতের জাতীয় নিরাপত্তা ইস্যুতে "আমার বাংলা ব্লগ" রেস্ট্রিক্টেড করা হলো

in আমার বাংলা ব্লগ4 months ago

pexels-fahadputhawala-26054726.jpg

Copyright free image source : Pexels


বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সত্যিই অভূতপূর্ব । এই মুহূর্তে দেশটিতে নির্বাচিত কোনো সরকার নেই । দেশটির ভূতপূর্ব সরকার প্রধান বিপুল জনরোষে ক্ষমতা পরিত্যাগ করে আমাদের দেশে আশ্রয় লাভ করেছেন । এই পরিস্থিতিতে আমাদের দেশে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে । আজ আমাদের প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক ডাকেন । বৈঠকে সারা দেশ জুড়ে বাংলাদেশ ইস্যুতে হাই এলার্ট জারি করা হয় ।

এমতাবস্থায় আমাদের সিএম মমতা বন্দোপাধ্যায় সকলকে কেন্দ্রের নির্দেশ মেনে চলার অনুরোধ করেছেন । বাংলাদেশের সাথে ভারতের সকল সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন করা হয়েছে, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সমস্ত বর্ডারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাংলাদেশের সাথে সকল স্থল, নৌ ও বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে , কূটনৈতিক সম্পর্ক আদৌ আছে কি না সন্দেহ । এমতাবস্থায় ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল ভারতীয়দেরকে সরকার থেকে অনুরোধ করা হয়েছে যে কেউ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইস্যু নিয়ে পোস্ট বা মন্তব্য না করতে, বাংলাদেশের বর্তমান কোনো পরিস্থিতি নিয়ে নিউজ শেয়ার না করতে, কোনো ধরণের গুজব না ছড়াতে ।

এছাড়াও বাংলাদেশের কোনো নাগরিকের সাথে বাংলাদেশের চলমান অস্থিরতা এবং জরুরি অবস্থা নিয়ে কোনো ধরণের চ্যাটিং , আলোচনা বা ভিডিও-অডিও কলে কথা না বলার অনুরোধও করা হচ্ছে ।

এখন যেহেতু "আমার বাংলা ব্লগ" একটি সোশ্যাল ব্লগিং কমিউনিটি তাই কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতেই হচ্ছে ।

আজ থেকে যতদিন পর্যন্ত না ভারতের জাতীয় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে নিয়ে আর কোনো উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা না থাকছে, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কোনো সরকার গঠিত না হয়ে দেশে আইনের শাসন জারি হচ্ছে ততদিন পর্যন্ত "আমার বাংলা ব্লগ"-এর নিম্নোক্ত কমিউনিটি/গ্রুপ কমুনিটির সকল বাংলাদেশী ইউজারদের জন্য রেস্ট্রিক্টেড থাকবে -

০১. স্টিমিট প্লাটফর্মের "Amar Bangla Blog"
০২. ডিস্কোর্ড প্লাটফর্মের "Amar Bangla Blog" সার্ভার
০৩. টেলিগ্রাম প্লাটফর্মের "Amar Bangla Blog" চ্যানেল
০৪. ফেসবুক প্লাটফর্মের "Amar Bangla Blog" গ্রুপ
০৫. টুইটার প্লাটফর্মের "Amar Bangla Blog" হ্যান্ডেল
০৬. ইউটিউব প্লাটফর্মের "Amar Bangla Blog" চ্যানেল

সকল ভারতীয় ইউজাররা এই রেস্ট্রিকশনের বাইরে থাকবেন তবে তাঁরাও বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইস্যু নিয়ে পোস্ট বা মন্তব্য করতে, বাংলাদেশের বর্তমান কোনো পরিস্থিতি নিয়ে নিউজ শেয়ার করতে এবং কোনো ধরণের গুজব ছড়াতে পারবেন না । এছাড়াও বাংলাদেশের কোনো নাগরিকের সাথে বাংলাদেশের চলমান অস্থিরতা এবং জরুরি অবস্থা নিয়ে কোনো ধরণের চ্যাটিং , আলোচনা বা ভিডিও-অডিও কলে কথা না বলার অনুরোধও করা হচ্ছে ।

"আমার বাংলা ব্লগের" বর্তমান মড প্যানেল এই রেস্ট্রিকশনের বাইরে থাকবে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code [Tron Wallet]

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png
[Tron Wallet]


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

»»——⍟——««

Sort:  
 4 months ago 

দাদা আপনার সকল সিদ্ধান্তে আমাদের ভালোর জন্যে,এটা আমরা শুরু থেকেই দেখেছি।আশা করি, এবার এর এমন সংকটাপন্ন পরিস্থিতি ও আমরা দ্রুত কাটিয়ে উঠবো।

 4 months ago 

দাদা আপনার সকল সিদ্ধান্ত কে সব সময় সম্মান জানাই। জানি আপনি সব সময় আমাদের ভালোর জন্য সকল সিদ্ধান্ত নিয়ে থাকেন।আমরাও আপনার সকল সিদ্ধান্ত মেনে চলবো।

Congratulations, your post has been upvoted by @upex with a 41.85% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 4 months ago 

রাষ্ট্রীয় নির্দেশনা সবার আগে দাদা। যেহেতু রাষ্ট্র থেকে একটা নির্দেশনা এসেছে সেভাবে করেই আমাদের সকলকেই চলতে হবে। আশা করা যায় পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে।

 4 months ago 

আইন সব কিছুর ঊর্ধ্বে । সাধুবাদ জানাচ্ছি।

 4 months ago 

আমার বাংলা ব্লগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে আজকেও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তোকে। আর আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।তবে আশা রাখি খুব শীঘ্রই সবকিছু সমাধান হবে ইন-সা-আল্লাহ।

 4 months ago 

রাষ্ট্রীয় নির্দেশনা মতো আমাদের চলা স্বাভাবিক। দাদা আপনি যা করেন সব সময় ইউজারদের ভালোর জন্য করে থাকেন।তবে আশাকরছি সব কিছু তারাতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইল।

 4 months ago 

দাদা বরাবরের মতো এবারও দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন,সেটা অবশ্যই সবকিছু ভেবে নিয়েছেন। আমরা সবাই আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আপনি আমাদের সবার অভিভাবক। তবে আমার বাংলা ব্লগকে ভীষণ মিস করবো😭।

 4 months ago 

দাদা আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। সবকিছু যেন দ্রুতই স্বাভাবিক হয় এমন প্রার্থনা করছি দাদা। এই প্রিয় কমিউনিটি থেকে দূরে থাকতে হবে এটা ভাবতেই অদ্ভূত এক শূন্যতা কাজ করছে দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100331.97
ETH 3646.26
USDT 1.00
SBD 3.05