কবিতা "হৃদয়ের পাশাপাশি"
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay
"হৃদয়ের পাশাপাশি "
পথ হারা এক পথিক তুমি,
একান্তে আজ যাপন।
একাকীত্বকে বরণে মরিয়া,
হতে তো দেবো না কখন !
শক্ত হাতে ধরেছিলে হাল,
যখন প্রদীপ নিভু নিভু।
আজ কি করে নিভবে তুমি!
যার উজ্জ্বল আলোয় আলোকিত তব ভূমি ।
প্রাণ সঞ্চার যেমন ,
আবার প্রাণ ক্ষয় তেমন হয়।
হাহাকার করে ওঠে,
প্রিয় মানুষ হারানোর ভয়।
তবুও আমি পাশে আছি,
নও তো তুমি একা।
ভালোবাসি বড্ড জেনো,
তোমার অশ্রুসিক্ত হৃদয়,
আমি ছুঁয়ে দেবো কোমল ভালোবাসায়।
বাহ্! দারুণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। আপনার কবিতাগুলো পড়তে সবসময়ই খুব ভালো লাগে। যাইহোক প্রিয় মানুষ হারানোর ভয়ে আমাদের হৃদয় কিন্তু সত্যিই হাহাকার করে উঠে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
হৃদয়ের শান্তি পাওয়া যায় দাদা তোমার কবিতাগুলো পড়লে। সব ধরনের কবিতাই তুমি খুব অসাধারণ লেখো। আজকের শেয়ার করা এই "হৃদয়ের পাশাপাশি " কবিতাটি পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আমি। অসাধারণ কিছু কথার সমন্বয়ে খুব সুন্দর করে তুলে ধরেছ এই কবিতাটি। প্রাণের সঞ্চার আর প্রাণের ক্ষয়, এটাই চলতে থাকে আমাদের জীবনে। প্রিয় মানুষ হারানোর ভয়ে হাহাকার করে ওঠে আমাদের সবার হৃদয়।
আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক ভালো লাগে দাদা পড়তে । ঠিক সেরকমই আজকে একটি সুন্দর কবিতা লিখেছেন আপনি। শক্ত হাতে শুরু করলেও আসলে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন প্রিয় মানুষ হারানোর হাহাকার ওঠে। তবে একজনের অশ্রুসিক্ত হৃদয় যদি আরেকজন ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারে তাহলে হয়তো সম্পর্কটা সুন্দর থাকে। অসাধারণ ছিল কবিতার প্রত্যেকটা লাইন।
আপনার লেখনী সবসময় অনবদ্য ও অসাধারণ দাদা।তেমনি এই কবিতাটিও বেশ অর্থপূর্ণ ও ভালোবাসার এক অনন্য নিদর্শন।মনে হচ্ছে আপনি আপনার বাবার স্মৃতিকে আঁকড়ে কবিতাটি লিখেছেন।আসলেই তিনি হয়তো একা আছেন নিষ্প্রাণ দেহ নিয়ে কিন্তু মন থেকে তিনি সবার হৃদয়ে বসত করছেন।ধন্যবাদ দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রিয় মানুষের অনুভূতির সাথে দারুণ একটা কবিতা পড়লাম দাদা, বেশ দারুণ লিখেছেন।
শূন্যতা হয়তো আজ চারিধারে
শূন্যতা হয়তো আজ সকলের মাঝে
কিন্তু পূর্ণতার ছোঁয়া, ভালোবাসার উষ্ণতা
জাগ্রত শুধু আমার হৃদয়ে, কল্পনার সীমানাজুড়ে।
সত্যিই এই পাশে থাকাটাই মানুষের জীবন। একাকিত্বের জীবনে কারো পাশে থাকাটা ভীষণ জরুরি। মানুষ সমাজবদ্ধ জীব৷ আর সমাজ মানেই সকলে মিলে থাকা। কবিতাটিতে একটা ম্যাসেজ পেলাম৷ সেই সেন্ট্রাল ম্যাসেজের উপর দাঁড়িয়েই খাঁচা নির্মিত হল সুন্দর ভাবে। ভালো লাগলো দাদা।
দাদা চমৎকার একটি কবিতা লিখেছেন । পড়ে বেশ ভালো লাগলো। একবার প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেললে বারবার মনের মধ্যে ভয় জন্মে ।আবার মনে হয় যেন কোন প্রিয় মানুষকে হারিয়ে ফেলবো। সেই হাহাকার সব সময় মনের ভেতর কাজ করে, সত্যিই চমৎকার ছিল কবিতাটি ।ধন্যবাদ আপনাকে।।