ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৬৪ (২৬ -০৭-২৪ থেকে ০১-০৮-২৪)

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৬৪ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @kausikchak123


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@kausikchak123$25 UPVOTE বাংলা সাহিত্যে কবিতার অবস্থান - একটি পর্যালোচনা
02@kausikchak123$25 UPVOTEআমার চোখে মুর্শিদাবাদের খোশবাগ। বাংলার এক জমানো অভিমানের আঁতুড়ঘর৷

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- কৌশিক চক্রবর্ত্তী। স্টিমিট আইডি - @kausikchak123। বাসস্থান- পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক।নিজেকে ভালোবাসেন অক্ষরকর্মী হিসেবে কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন৷ সে সাথে কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় উনার কবিতা ও প্রবন্ধ। উনার প্রকাশিত বই সাতটি৷স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ২০২৪ সালের মে মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স চার মাস।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-08-13-18-50-54-268-edit_com.android.chrome.jpg

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPXnjLJSbAxWThMyEnAZe6gQB7Az8hGcTuTug1VtmkZKb6Jh9Z6bK7UBEjQdE4R7vd8d6eBo6JzJH8Btcdn1mnVVuSkQ6VnwH8.png

ক্যামেরাবন্দি গ্রামের দৃশ্য ও স্বয়ংসম্পূর্ণ অণুকবিতা। ফটোগ্রাফি পোস্ট।...... by @kausikchak123 • 13/08/2024

আজ আবার একটি পোস্ট নিয়ে এলাম আপনাদের মাঝখানে। তবে আজকের পোস্টটির বিষয়টি একটু অভিনব। এখানে প্রতিটি ফটোগ্রাফির সাপেক্ষে কয়েকটি অনুভবতা শেয়ার করলাম।…

কবিতা প্রেমী মানুষদের কবিতা দেখলেই পড়তে ইচ্ছে করে, এ আর নতুন কি। ঠিক তেমনটাই উনার এই কবিতা পোস্ট দেখে তাড়াতাড়ি করে পড়তে শুরু করে দিলাম। কারণ ওই যে বললাম বরাবর, কবিতা পড়তে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু কবিতার সাথে সাথে যদি দারুন কিছু গ্রামের দৃশ্য দেখতে পাওয়া যায়। তবে যেনো সোনায় সোহাগা। কারণ গ্রাম আমাদের জন্য কতো বেশি প্রয়োজনীয়, সেটা আজকালকার সময়ে কলকাতার শহরে বসে বোঝা কখনোই সম্ভব নয়। কারণ শহর আমাদের আধুনিক জীবন দিলেও আমাদের মৌলিক চাহিদাটা সত্যিই একমাত্র গ্রামই পূরণ করে। আর সেইসাথে উনার কবিতার কোনো তুলনা নেই। এটা আমরা আগেও দেখেছি আমাদের হ্যাংগআউট গুলোতে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPXnjLJSbAxWThMyEnAZe6gQB7Az8hGcTuTug1VtmkZKb6Jh9Z6bK7UBEjQdE4R7vd8d6eBo6JzJH8Btcdn1mnVVuSkQ6VnwH8.png

ছবিটি @kausikchak123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErXxj2Uf98c2iZBLTdMCimEGyMUukwjL6obG9LVHkXfVaYYraBFacqMt9BZo7BQHFnwQ943oUfFip8rUpby7wRfeDSXwgfCdnfDp.jpeg

তাজপুরের বিলাসবহুল নিশ্চিন্ত গন্তব্য - কৃষ্টি রিসর্ট...... by @kausikchak123 • 11/08/2024

শনি ও রবিবার উইকেন্ড। বাঙালির এই দুদিন উড়ু উড়ু মেজাজ। তাও বিভিন্ন কাজের চাপে সবসময় যাওয়ার ফুরসত থাকে না কোথাও। তাই মাঝেমাঝে ঠিক হয় কাছে কোথাও এক দুটি দিন …

মাঝেমধ্যে উইকেন্ড এ এভাবে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। কারণ পুরোটা সময় পুরো সপ্তাহ জুড়ে অনেক বেশি কাজের প্রেসারে থাকার পরে যদি ১,২ দিন একটু ঘুরে আসা যায়। তাহলে খুব একটা মন্দ হয় না। তবে ঘুরতে বের হওয়াটাই সবচেয়ে মুশকিল এর কাজ আমার জন্য। কারণ সারাক্ষণ এতো বেশি চাপে থাকি যে, ঘুরে বেড়ানো খুব একটা সহজ হয় না। এই রিসোর্ট টি দেখছি বেশ সুন্দর। আর এটা ঠিক দীঘাতে আজকাল অনেক বেশি মানুষ হয় এবং এতো ভিড় সমুদ্রে একেবারেই ভালো লাগেনা। তাই একটু নিরিবিলি পরিবেশ, সমুদ্রের শব্দ দারুন লাগে আমার কাছে। আর রিসোর্ট টিতে দেখতে পাচ্ছি তেমন মানুষের আনাগোনা নেই, এটা বেশ ভালো একটি ব্যাপার। কারণ অতিরিক্ত মানুষ ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একেবারেই ভালো লাগেনা।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErXxj2Uf98c2iZBLTdMCimEGyMUukwjL6obG9LVHkXfVaYYraBFacqMt9BZo7BQHFnwQ943oUfFip8rUpby7wRfeDSXwgfCdnfDp.jpeg

ছবিটি @kausikchak123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9WMggL4XTpCrkBnbwfpaZCFD9mU8REY63zx9YFRGDyS8Fvqv6TXMdXi1yxFqQeXSVDheaPipaGWR8HZc2at9LeYG4kX.webp

জীবনে চলার পথে সিদ্ধান্ত গ্রহণের সঠিক ক্ষমতা। জেনারেল রাইটিং।...... by @kausikchak123 • 07/08/2024

নমস্কার বন্ধুরা। আমার ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি জেনারেল রাইটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হলো জীবন থেকে সংগ্রহ করা আমার এক অনুভূতি। জীবন আসলে এক লম্বা রেসের ঘোড়া। আপনারা সকলে রেসের …

জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যেমন খুব সহজ নয়। ঠিক তেমনটাই জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা বেশ কঠিন একটি ব্যাপার। এটি অত্যন্ত কঠিন একটি ব্যাপার বলেই, আমাদের অনেক ভাবনা চিন্তা করার পরে একটি সিদ্ধান্তে আসতে হয়। কিন্তু এখানে উনি বেশ ভালো একটা ব্যাপার উল্লেখ করেছেন। সেটা হচ্ছে, কিছু কিছু মানুষ সত্যিই সব সময় অন্যের সিদ্ধান্ত জীবন পরিচালনা করতে চায়। সফলতার কথা অনেক দূর তারা জীবনে শান্তিটাই পায় না। কারণ আমার সিদ্ধান্ত আমি নিবো। কারণ আমি জানি আমার জন্য কোনটা সঠিক, কোনটা সঠিক নয়। তাই অত্যন্ত সূক্ষ্ম চিন্তা করার মাধ্যমে নিজের সিদ্ধান্তগুলো নিজে গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9WMggL4XTpCrkBnbwfpaZCFD9mU8REY63zx9YFRGDyS8Fvqv6TXMdXi1yxFqQeXSVDheaPipaGWR8HZc2at9LeYG4kX.webp

ছবিটি @kausikchak123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HbHRcgTXg3bHC9Gn3KPFKZvaKVRr9YcNStVHTUer928VHtjjsW8RgpurjtKtmKfV5MRJiX96ekzbiE1o5y7WbeHuadcCe55Q.jpeg

স্বরচিত কবিতার নাম - শ্লোগান। একটি আত্মোপলব্ধির কবিতা।...... by @kausikchak123 • 06/08/2024

বিশ্বের এক মহান মন্ত্র মানবতা। এই মানবতার কেন্দ্রবিন্দুতে পৌঁছলে নিজের প্রতিচ্ছবি দেখা যায় অনায়াসে। আর তার আগে যে সাময়িক নিরাময়ের পথে মানুষ হাতড়ে বেড়ায় আজীবন, তাকে বলে এক মরীচিকা। …

উনার আত্মউপলব্ধির সাথে আমার নিজের আত্মউপলব্ধির অনেকটা মিল আমি খুঁজে পেয়েছি। কারণ সত্যিই ধর্ম একটা বিলাসিতা বটে। কারণ সত্যিকারের ধর্ম কি, সেটা জানতে গিয়ে মানুষ সব সময় অধর্মটাকে বেছে নিয়েছে এবং সত্যিকার ধর্ম কি এটা বিশ্লেষণ করতে গিয়ে সব সময় মানুষ অসম্প্রদায়িকতাকেই সামনে রেখেছে এবং কেনো এই পতন। অর্থাৎ কেনো মানসিকতার এই পতন? কেনো মানবিকতার এই পতন? এটা আমার ঠিক জানা নেই। কারণ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে হলো মানুষের অধিকার এবং মানুষ। আর উনার কবিতা নিয়ে নতুন কিছু বলার নেই। কারণ উনি কবিতায় সবসময় অসাধারণ। উনার লেখনীর কোনো জবাব নেই। উনার লেখনীতে বরাবরই আমি মুগ্ধ হয়েছি।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HbHRcgTXg3bHC9Gn3KPFKZvaKVRr9YcNStVHTUer928VHtjjsW8RgpurjtKtmKfV5MRJiX96ekzbiE1o5y7WbeHuadcCe55Q.jpeg

ছবিটি @kausikchak123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLE6gW17VASnGtCXEVQPdDTH6X1shWb6Vd7JTH1PwM8S3voDGbfc1D4cLzbDMkwEY3njGjaVcumAK5P6kucHDoX1HdwdVrUyMx.png

আলু পনিরের সুস্বাদু বার্ড নেস্ট পকোড়া। রেসিপি পোস্ট।...... by @kausikchak123 • 04/08/2024

আজ আপনাদের সামনে একটি এমন পকোড়ার রেসিপি নিয়ে এলাম, যা হয়তো আগে কখনো কেউ খাননি। আমরা গাছের উপরে বিভিন্ন সময়ে পাখির বাসা বা বার্ড নেস্ট দেখতে পাই। …

উনার এই পকোড়া রেসিপিটি বেশি ইউনিক বলা চলে। কারণ সচরাচর আমরা যেসব পকোড়া খেয়ে থাকি, সে সব থেকে দেখতে যেমন ভিন্নটি। খেতেও অনেকটাই ভিন্ন বলা চলে। কারণ সিমুই দিয়ে পকোড়ার রেসিপি করা যায়, সেটা খুব একটা মাথায় কারো আসে না বলাই চলে। তাই সবদিক বিবেচনা করলে দেখা যায় যে, উনার পাকোড়াটি দেখতে যেমন অসাধারণ ঠিক তেমনটাই খেতে এবং তা আমরা সকলেই দেখতে পেয়েছি উনার প্রতিযোগিতায় অংশগ্রহণ এর মাধ্যমে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLE6gW17VASnGtCXEVQPdDTH6X1shWb6Vd7JTH1PwM8S3voDGbfc1D4cLzbDMkwEY3njGjaVcumAK5P6kucHDoX1HdwdVrUyMx.png

ছবিটি @kausikchak123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

আশা করছি ভবিষ্যতেও তিনি উনার এই অসাধারণ লেখনী বজায় রাখবেন । উনার পোস্ট এর মার্কডাউন, ফটোগ্রাফি, লেখা সবকিছুই ভালো ছিলো। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে এভাবেই যুক্ত থাকবেন।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 4 months ago (edited)

@rme দাদাকে কী বলে যে ধন্যবাদ ও ভালোবাসা জানাব, তা আমার জানা নেই সত্যি। ভীষণ আনন্দ হচ্ছে। আমার এক একটা পোস্ট তুলে দাদা আপনি যেভাবে আপনার অভিমত ব্যক্ত করেছেন, তা আমার কাছে নতুন একটা পুরস্কার পাবার মতোই আনন্দের। আমায় এই স্থান দেওয়ায় আমি অভিভূত। আমি আপনার এই পুরস্কারের মান রাখবার চেষ্টা করব সবসময়। খুব ভালো থাকবেন৷ এভাবেই সবসময় পাশে থাকবেন। ভালোবাসা অনেক৷

Congratulations, your post has been upvoted by @upex with a 43.05% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

 4 months ago 

অভিনন্দন @kausikchak123 দা, এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য।

 4 months ago 

হাফিজ ভাই৷ খুব আনন্দ হয়েছে। ভাষায় প্রকাশ করার মত নয়। আপনাদের সকলকে অনেক ভালোবাসা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

এই সপ্তাহে কৌশিক দাদাকে সেরা ব্লগার নির্বাচিত করেছেন,এটা দেখে ভীষণ ভালো লাগলো দাদা। উনার পোস্ট গুলো সত্যিই দারুণ ছিলো। তাছাড়া বার্ড নেস্ট পকোড়া রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ভাই। অনেক ভালোবাসা আপনার জন্য। আপনারা সাথে থাকেন বলেই এই সাফল্য। সবার শুভকামনা মাথায় তুলে নিলাম। এই ভালোবাসা গুছিয়ে রেখে দিলাম। ভালো থাকবেন

 4 months ago 

কৌশিকদা ভালো মানের ব্লগার ও লেখক, তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 4 months ago 

ভাই। অনেক ভালোবাসা জানালাম। এই পরিবারে এসে সবাই কেমন নিজের হয়ে গেছেন। খুব ভালো থাকবেন

Upvoted! Thank you for supporting witness @jswit.

感谢分享

 4 months ago 

কৌশিক ভাইয়াকে ফাউন্ডার চয়েস হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখতে পেয়ে ভালো লাগলো।ভাইয়া বেশ ভালো মানের পোস্ট উপহার দিয়ে থাকেন আমাদের মাঝে।তার দুইটি পোস্টে আপভোট দেওয়া সম্পন্ন হয়েছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 103494.73
ETH 3835.74
SBD 3.33