শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৯steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


আজকে প্রথমে ভেবেছিলাম স্টিমিট সিকিউরিটি নিয়ে পোস্ট করবো । কিন্তু টাইমই পেলাম না মোটে । কাল মাস্ট পোস্ট করবো স্টিমিট সিকিউরিটি এপিসোড ০৩ । আজকে আমাদের অষ্টমীর পুজো পরিক্রমায় আরো দুটি পুজো প্যান্ডেলের ছবি শেয়ার করতে চলেছি । তো, চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।

প্রথম প্যান্ডেলটি হলো পুরোনো কলকাতার কালীমন্দিরের থিম । ছিমছাম সুন্দর প্যান্ডেল । দূর্গা প্রতিমাটি অসাধারণ দেখতে । আমরা যখন ঢুকেছিলাম তখন আরতি চলছিল । ঢাকীদের ঢাক বাজছিলো - ঢ্যাম কুড় কুড় । দারুন লাগছিলো শুনতে ডাকের আওয়াজ । অনেক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখলাম আর ঢাক বাজানো শুনলাম । একটা ছোট্ট ভিডিও রেকর্ড করলাম ঢাকীদের ঢাকের বাদ্যি নিয়ে ।

এরপরের পুজো প্যান্ডেলটি ছিল এক অনন্য সাধারণ । রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ অবলম্বনে করা । দারুন সুন্দর ছিল সমগ্র পুজো প্যান্ডেলটি । এর প্রধান তোরণ থেকে শুরু করে ভেতরে সর্বত্র ছিল সহজ পাঠের নানান আঁকা আর লেখা । ভেতরে একটা গ্রামীণ পরিবেশ তৈরী করা হয়েছিল কলাগাছের চারা, কচুর চারা, হলুদ, বনতুলসী, অ্যাশ শ্যাওড়া, কালকাসুন্দা আর ভাটের ঝোপ ঝাড় লাগিয়ে ।

আর তারই মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের দন্ডায়মান মূর্তি । আর মূর্তির চারিপাশে রয়েছে খড়ে ছাওয়া ১২ টি ছোট ছোট কুটির । প্রত্যেকটা কুটিরে রয়েছে কৃষ্ণনগরের মাটির ছোট ছোট মূর্তি । এই সকল মূর্তি দিয়ে সহজ পাঠের নানান চিত্রকলার বাস্তব রূপটি ফুটিয়ে তোলা হয়েছে । সহজ পাঠের নানান খন্ডচিত্রের ভাস্কর্য এগুলি । এক কথায় জাস্ট অসাধারণ ।

এখানে একটা বেশ বড় মেলা বসেছিল । আমরা মেলা থেকে হরেক খেলনা আর খাবার কিনে পরের পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে পা বাড়ালাম ।


পুরোনো কলকাতার কালীবাড়ির ঢঙে তৈরী এই পুজো মণ্ডপটি । দেখতে খুব একটা আহামরি না হলেও বেশ লেগেছে এই মণ্ডপের দূর্গা প্রতিমাটি ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এখানে দাঁড়িয়ে প্রায় দশ মিনিট ধরে ঢাক বাজানো শুনছিলাম । বেশ লাগছিলো শুনতে । একটা শর্ট ভিডিও রেকর্ডও করেছিলাম ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৪৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এই পুজো মণ্ডপটি আমার কাছে সবার সেরা লেগেছিলো । তার কারণ হলো এই পুজো প্যান্ডেলের থিম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ অনুসারে । সেই সাদা কালোর দারুন সুন্দর ছবি আর লেখাগুলো । দারুন নস্টালজিক ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ০০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রধান তোরণ দিয়ে ঢোকার পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পূর্ণ প্রস্তরমূর্তি রয়েছে । মূর্তিটির আশেপাশে রয়েছে কলা, কচু, হলুদ, বনতুলসীর ঝোপ । দারুন একটা গ্রাম্য পরিবেশ সৃষ্টি করা হয়েছে ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ০৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মূল পুজো মণ্ডপের দু'পাশে অনেকগুলি কৃষ্ণনগরের মাটির পুতুল রয়েছে । প্রত্যেকটা পুতুলই সহজ পাঠের কোনো না কোনো ছবির একটা ক্যারেক্টার । অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম মূর্তিগুলো । জাস্ট অসাধারণ ছিল উপস্থাপনাটি ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ০৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20221002_184840.jpg

IMG_20221002_184851.jpg

পুজো প্যান্ডেলের গায়ে কিছু অলংকরণের ফোটোগ্রাফি তুলে ধরলাম এখানে । দূর্গা প্রতিমা ও আমাদের সেলফিও দিলাম এখানে । এদিন আমি পার্পল কালারের একটা শার্ট পরেছিলাম । ভালোই ফিট করেছিলো শার্টটা ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ১০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (425 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png



সময়সীমা : ১৬ অক্টোবর ২০২২ থেকে ২২ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ১৬ অক্টোবর ২০২২


টাস্ক ৯২ : ৪২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ab4f1ff1337c3bb2bee4014ef5795f5ae0d79cea660ed4a90017ff621ac2f318

টাস্ক ৯২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

RME, Thank You for sharing Your insights...

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power and receive more support!

| 100SP | 500SP | 1000SP | 2000SP | 5000SP |

Support partner witnesses

@cotina
@bangla.witness

We are the hope!

 2 years ago 

দাদা আপনার শারদীয় দুর্গোৎসব পুজো পরিক্রমার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ দারুন হয়েছে। আমার কাছে বেশ ভাল লাগে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দণ্ডায়মান মূর্তি। কচুর চারা গাছ, কলা গাছ,বনতুলসী, হলুদ ও আরো অন্যান্য কিছু গাছ গাছালি দিয়ে তৈরি করা বাগানটি দেখতে দারুন হয়েছে। আর পুরনো কলকাতার কালীবাড়ি টঙ্গে তৈরি পূজার মন্ডপটি দেখতে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুদূর ইন্ডিয়া থেকে আমাদেরকে ফটোগ্রাফিগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Thank You for sharing Your insights...

 2 years ago 

এদিন আমি পার্পল কালারের একটা শার্ট পরেছিলাম । ভালোই ফিট করেছিলো শার্টটা ।

শার্টের কালারটি সত্যি অনেক সুন্দর লাগছিল। এই শার্টটি যার পছন্দে কেনা তার পছন্দ আছে বলতে হয়। পার্পল কালারটি বেশ সুন্দর। দুজনকে একসাথে দেখে বেশ ভালো লাগলো। যাই হোক দাদা পুজোতে দারুন মজা করেছেন বুঝতেই পারছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ অনুসারে পুজোর থিম করা হয়েছে দেখে সত্যি ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে যেন আলাদা আলাদা সৌন্দর্য্য। শুভকামনা রইল দাদা।

 2 years ago 

সত্যি বলতে কি ভাই , এবারের আপনার শেয়ার করা পুজো প্যান্ডেলের ছবি গুলোর মধ্যে এটাও বেশ ইউনিক ছিল । তবে বেশি ভালো লেগেছিল, পুজো পরিক্রমা পর্ব পাঁচ এর ছবি গুলো । তবে এই প্যান্ডেলটাও বেশ চোখে লাগার মতো ।

 2 years ago 

দাদা যে ভিডিওটি করেছিলেন সেটি আপলোড দিলে কিন্তুু ভালো হতো। যদিও আপনার ফটোগ্রাফি আর ব্যাখ্যা পড়েই মোটামুটি সব কল্পনাতে আনতে পেরেছি।

আপনার শার্টটা চেহারার সাথে হেব্বি মানাইছে। শার্টটা আমার খুব পছন্দ হয়েছে৷ আমি এই ছবিটা নিয়ে দোকানে গিয়ে দেখিয়ে বলবে এরকম কোন শার্ট আছে কিনা। যদি পাই তাহলে একটা রিভিউ দিবানি পরে। ✌️😜

 2 years ago 

রবীন্দ্রনাথের সহজপাঠের অনুকরণে প্যান্ডেল আরো দেখেছি তবে এত ডিটেইলিং কেউ করে নি। আরেকবার আমাদের এখানে কালীপুজোতে করেছিলো, "কুমোর পাড়ার গরুর গাড়ি" সেটা বেশ ডিটেইলস ছিলো।
আপনার প্রতিটি ফটোগ্রাফি ভালো হয়েছে। শুভ কামনা রইলো দাদা।

 2 years ago 

প্রিয় দাদা দুর্গা পুজোতে ঢাকের বাজনা আমার খুবই ভালো লাগে। বিভিন্ন গাছ দিয়ে তৈরি গ্রামীণ পরিবেশের মধ্যে আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দন্ডায়মান মূর্তিটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি দুর্গাপূজার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর দেখাচ্ছে। পূজা পরিক্রমার অতি চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দাদা আপনার পূজা পরিক্রমার সকল ছবিগুলো দেখে শুধুই আফসোস হয় মনের কাছে, এটাই যে কবে যাব ইন্ডিয়া আর কবে সুন্দর সুন্দর পুজো গুলো লাইভ দেখবো। প্রত্যেকটা ছবি দেখেই যেন মন ভরে যায়। ঢাকের বাজনাটা আর আমরা শুনতে পারলাম না 😭। নায়কের মত চেহারা বলে শার্টগুলোও একটু বেশি মানায়। শেষ বেলায় আপনাদের যুগল মূর্তি দেখেও বেশ ভালই লাগছে। ধন্যবাদ দাদা। ❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.027
BTC 54373.44
ETH 2875.84
USDT 1.00
SBD 2.05